EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
17261. Which one of the following is a common gender?
king
sovereign
emperor
queen
ব্যাখ্যা: অপশনে প্রদত্ত king (রাজা) ও emperor (সম্রাট) masculine gender এবং queen (রানি) feminine gender। অন্যদিকে sovereign (সার্বভৌম ক্ষমতার অধিকারী শাসক যেমন রাজা, রানি বা সম্রাট) হলো common gender
17262. 'Who's that?' In this sentence 'that' is a/an-
pronoun
conjunction
adjective
adverb
ব্যাখ্যা: প্রদত্ত বাক্যে That একজন ব্যক্তির নামের পরিবর্তে বসেছে।
17263. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে?
অনুচ্ছেদ ১৩
অনুচ্ছেদ ১৮
অনুচ্ছেদ ২০
অনুচ্ছেদ ২৫
ব্যাখ্যা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগ 'রাষ্ট্র পরিচালনার মূলনীতি' শিরোনামের ১৮ নং অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে।
17264. 'I shall help you provided you obey me.' Here the underlined word is a/an-
adverb
adjective
conjunction
verb
ব্যাখ্যা: Provided, provided that, providing that conjunction হিসেবে ব্যবহৃত হয়, যাদের অর্থ যদি।
17265. প্লেটো 'সদগুণ' বলতে বুঝিয়েছেন-
প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়
আত্মপ্রত্যয়, প্রেষণা ও নিয়ন্ত্রণ
সুখ, ভালোত্ব ও প্রেম
প্রজ্ঞা, আত্মনিয়ন্ত্রণ, সুখ ও ন্যায়
ব্যাখ্যা: সক্রেটিসের অমরবাণী 'সদগুণই জ্ঞান' প্লেটো মনে প্রাণে বিশ্বাস করতেন। সক্রেটিসের মতো তিনিও মনে করতেন জীবন একটি শিল্প আর এ শিল্পের পরিপূর্ণতা জ্ঞানের মাধ্যমে অর্জন করা সম্ভব। তাই এর সুষ্ঠু বাস্তবায়নের জন্য প্রয়োজন প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়।
17266. মূল্যবোধ দৃঢ় হয়-
শিক্ষার মাধ্যমে
সুশাসনের মাধ্যমে
ধর্মের মাধ্যমে
গণতন্ত্র চর্চার মাধ্যমে
ব্যাখ্যা: মূল্যবোধ হলো আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ। এটি বৈচিত্র্যময়, আপেক্ষিক ও পরিবর্তনশীল। যেহেতু মূল্যবোধ প্রতিষ্ঠা করা যায় না ধীরে ধীরে গড়ে ওঠে তাই শিক্ষার মাধ্যমে মূল্যবোধ দৃঢ় হয়।
17267. "রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক।" কে এই উক্তি করেন?
এইচ. ডি. স্টেইন
জন স্মিথ
মিশেল ক্যামডেসাস
এম. ডব্লিউ. পামফ্রে
ব্যাখ্যা: 'রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক' উক্তিটি করেন ফ্রান্সের অর্থনীতিবিদ এবং আই.এম.এফ এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মিশেল ক্যামডেসাস।
17268. মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো-
বিভিন্নতা
পরিবর্তনশীলতা
আপেক্ষিকতা
উপরের সবগুলোই
ব্যাখ্যা: মূল্যবোধ বৈচিত্র্যময় ও আপেক্ষিক। আজ যা মূল্যবোধ বলে পরিগণিত, কাল তা সেভাবে বিবেচ্য নাও হতে পারে। মূল্যবোধের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এর পরিবর্তনশীলতা, সমাজ পরিবর্তনের সাথে সাথে সমাজের মূল্যবোধগুলোরও পরিবর্তন সাধিত হয়।
17269. সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো-
সুশাসন
রাষ্ট্র
নৈতিকতা
সমাজ
ব্যাখ্যা: সভ্যতা হলো এমন একটি জটিল সমাজ ব্যবস্থা যা শহুরে বিকাশ, সামাজিক স্তরবিন্যাস, সরকারের একটি রূপ এবং যোগাযোগের প্রতীকী পদ্ধতি দ্বারা চিহ্নিত করা হয়। যেসব মৌলিক মূল্যবোধের উপর ভিত্তি করে একটি সমাজ গঠিত হয় সভ্যতা তারই প্রতিচ্ছবি।
17270. 'Political Ideals' গ্রন্থের লেখক কে?
মেকিয়াভেলি
রাসেল
প্লেটো
এরিস্টটল
ব্যাখ্যা: 'Political Ideals' গ্রন্থের লেখক ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা এবং সমাজ সমালোচক বারট্রান্ড রাসেল। এটি ১৯১৭ সালে প্রথম প্রকাশিত হয়। তার অন্যান্য গ্রন্থ হলো- The Problems of Philosophy, The History of Western Philosophy, Why I am not a Christian, The Conquest of Happiness, etc. I
17271. 'Call me if you have any problems regarding your work.' Here 'regarding' is a/an-
Gerund
apposition
preposition
conjunction
ব্যাখ্যা: Regarding একটি preposition, যার অর্থ বিষয়ে বা সম্পর্কে (about) .
17272. কে 'কর্তব্যের নৈতিকতা'র ধারণা প্রবর্তন করেন?
হ্যারল্ড উইলসন
এডওয়ার্ড ওসবর্ন উইলসন
জন স্টুয়ার্ট মিল
ইমানুয়েল কান্ট
ব্যাখ্যা: কর্মের সঠিকতা ও ভুল তার পরিণতির উপর বিচার না করে সেটি আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে কি না তাই হলো কর্তব্যের নৈতিকতা বা ডিওনটোলজিকাল নৈতিকতা। এ ডিওনটোলজিকাল নীতিশাস্ত্রটি জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট ১৮ শতকের শেষদিকে তার শ্রেণিবদ্ধ আবশ্যক তত্ত্বের সাথে প্রবর্তন করেছিলেন।
17273. 'সুশাসন চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল'। এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে?
জাতিসংঘ
বিশ্বব্যাংক
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
এশিয়া উন্নয়ন ব্যাংক
ব্যাখ্যা: বিশ্বব্যাংকের মতে, সুশাসন চারটি প্রধান স্তম্ভের উপর নির্ভরশীল। আর এ চারটি স্তম্ভ হলো- দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো এবং অংশগ্রহণ।
17274. ক্রু ও ঘড়ির কাঁটার ঘূর্ণন গতির দিক-
একই দিকে
উল্টো দিকে
উলম্ব রেখায়
সমান্তরালে
ব্যাখ্যা: ক্রু ও ঘড়ির কাঁটার ঘূর্ণন গতির দিক একই দিকে হয়।
17275. ১ × ৩.৩৩ × ৭.১ = ?
৭.১৫
৫.১৮
২.৩৬
১.৯৮
ব্যাখ্যা: ০.১×৩.৩৩× ৭.১ = ১/ ১০× ৩৩৩/১০০× ৭১/১০ =২৩৬৪৩/১০০০০ = ২.৩৬৪৩
17276. নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা?
১৮/ ৩৬
৫/৩
১৬/ ৩১
৪/১২
ব্যাখ্যা:
17277. 'Come on, it's time to go home.' Here 'home' is a/an-
noun
verb
adjective
adverb
ব্যাখ্যা: Home একটি বাক্যে noun, adjective, verb এবং adverb হিসেবে ব্যবহৃত হতে পারে। তবে প্রদত্ত বাক্যে Adverb হিসেবে ব্যবহৃত হয়েছে কেননা এখানে 'go' verbটি intransitive। আর intransitive verb-এর পরে বসায় home এখানে Adverb.
17278. 'Huffing and puffing, we arrived at the classroom door with only seven seconds to spare.' In this sentence the verb 'arrived' is -
intransitive
transitive
causative
defective
ব্যাখ্যা: Intransitive verb (অকর্মক ক্রিয়া)-এর পর কোনো object থাকে না। প্রদত্ত বাক্যেও arrived-এর পর কোনো object নেই।
17279. What is the noun form of the word 'know'?
knowing
knowledge
knowledgeable
known
ব্যাখ্যা: Know (জানা)-এর adjective form 'Knowing' এবং 'Known' হলো past participle adjective form। অন্যদিকে Knowledgeable-adjective ।
17280. কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত?
সামাজিক মূল্যবোধ
ইতিবাচক মূল্যবোধ
গণতান্ত্রিক মূল্যবোধ
নৈতিক মূল্যবোধ
ব্যাখ্যা: মূল্যবোধ একটি সমাজের সভ্যতা ও সংস্কৃতির অন্যতম উপাদান। ইতিবাচক মূল্যবোধ সুষ্ঠু সমাজ গঠনের জন্য অপরিহার্য। তাই ইতিবাচক মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক সর্বব্যাপী স্বীকৃত হয়।