MCQ
581. ট্রান্সমিশন লাইন একটি-
লিনিয়ার নেটওয়ার্ক
অ্যাকটিভ নেটওয়ার্ক
প্যাসিভ নেটওয়ার্ক
ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক
582. Transmission line-4 groerating ind- ধরনের transformer ব্যবহৃত
step-down
current transformer
step up
কোনোটিই নয়
583. বাংলাদেশে মধ্যম ভোল্টেজের 'থ্রি-ফেজ' বিদ্যুৎ সরবরাহ করা হয়-
১১ কেভিতে
৩৩ কেভিতে
২৩০ কেভিতে
১৩২ কেভিতে
584. একটি লাইনের এ.সি রেজিস্ট্যান্স তার ডি.সি রেজিস্ট্যান্স এর-
সমান
অর্ধেক
এক-চতুর্থাংশ
বেশি
585. স্বাধীন বাংলাদেশে বিপিডিবি কত MW বিদ্যুৎ প্রথম চালু করেছিল?
400MW
500MW
200MW
কোনটিই না
586. বাংলাদেশের বাসাবাড়িতে যে বিদ্যুৎ সরবরাহ করা হয়, তার নাম-
২২০ ভোল্টস ডিসি
২৫০ ভোল্টস এসি
২২০ ভোল্টস এসি
৪১৫ ভোল্টস এসি
587. হাই-টেনশন ট্রান্সমিশনের প্রারম্ভেই ভোল্টেজকে বৃদ্ধি করার জন্য কোন ধরনের সংযোগ সাধারণত ব্যবহার করা হয়?
Δ/Δ
ΥΙΔ
YIY
Δ/Υ
588. Overhead transmission line-এ কী পরসের conductor ব্যবহৃত হয়?
copper
ACS.R
copper alky
aluminium
589. ২৫০ কিলোমিটারের অধিক দূরত্বে পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে ভোল্টেজ লেভেল কত হওয়া উচিত?
৬৬ কেভি
৩৩ কেভি
১১ কেভি
১৩২ কেভি
590. অধিক দূরত্বে তড়িৎ প্রেরণে ভোল্টেজ বাড়ানো হয় এবং তড়িৎপ্রবাহ কমানো হয়, কারণ এতে-
তাপ শক্তি উৎপাদন কম হয় বলে তড়িৎ- শক্তি অপচয় কম হয়
তড়িৎ অতি দ্রুত গন্তব্যে পৌঁছায়
প্রেরক তার দীর্ঘদিন ভালো থাকে
প্রেরক তারের রোধ কম থাকে
591. একটি সুপরিবাহীর বৈশিষ্ট্য হলো-
এটির রোধ কম
এতে ভোল্টেজ ড্রপ সবচেয়ে কম
এটি সর্বদা কপারের তৈরি
এতে মুক্ত ইলেকট্রনের সংখ্যা খুবই সামান্য
592. একটি ট্রান্সমিশন লাইনের এসি রেজিস্ট্যান্সের চেয়ে ডিসি রেজিস্ট্যান্স-
সমান
কম
বেশি
দ্বিগুণ
593. Ferrite core হলো-
Conductor
Semiconductor
Insulator
ওপরের কোনোটিই নয়
594. কোনো ট্রান্সমিশন লাইনের সরবরাহ প্রান্তের ভোল্টেজ ২৬,৩০০ ভোল্ট এবং গ্রাহক প্রান্তের ভোল্টেজ ৩০,০০০ ভোল্ট হলে, লাইনের % রেগুলেশন কত হবে?
১৪%
৯০.৯৯%
৯৯%
৯.০৯%
595. বাংলাদেশে লোড-ডেসপাস সেন্টার কোথায়?
কাপ্তাই
আশুগঞ্জ
সিদ্ধিরগঞ্জ
শাহজিবাজার
596. 220V সরবরাহ লাইনের শীর্ষমান কত?
311V
220V
140V
110V
597. উচ্চ ভোল্টেজে বৈদ্যুতিক পাওয়ার সরবরাহ করার সুবিধা-
বেশি পাওয়ার ট্রান্সমিট করা যায়
ইনসুলেশন, ট্রান্সফরমার এবং সুইচ গিয়ারের খরচ কম পড়ে
কম তারের প্রয়োজন হয়
বেশি কারেন্ট প্রবাহিত হয়
598. একটি পিএফআই (IFI) প্ল্যান্ট এর মূল জিনিসটি হচ্ছে-
ম্যাগনেটিক রিলে
ক্যাপাসিটর ব্যাংক
ওমাইক্রোকন্ট্রোলার
এলসিডি ডিসপ্লে
599. ফিডার লাইনে বুস্টারস ব্যবহার করা হয়-
পাওয়ার বাড়ানোর জন্য
ভোল্টেজ বাড়ানোর জন্য
পাওয়ার ফ্যাক্টরের মান বাড়ানোর জন্য
ডিসি তিন তার সিস্টেমে ভোল্টেজে সমতা আনয়নের জন্য
600. রেললাইনের উপর দিয়ে ক্রসিং-এ ১৩২ কেভি লাইনের জন্য সাধারণত সর্বনিম্ন কত ফুট গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখতে হয়?
২০ ফুট
২৫ ফুট
৩০ ফুট
৩৫ ফুট