MCQ
581. একটি পিএফআই (IFI) প্ল্যান্ট এর মূল জিনিসটি হচ্ছে-
ম্যাগনেটিক রিলে
ক্যাপাসিটর ব্যাংক
ওমাইক্রোকন্ট্রোলার
এলসিডি ডিসপ্লে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: PFI প্লান্ট মূলত একটি ক্যাপাসিটর ব্যাংক। ল্যাগিং লোড বেশি হলে PFI প্লান্ট ব্যবহার করতে হয়।
582. অধিক দূরত্বে তড়িৎ প্রেরণে ভোল্টেজ বাড়ানো হয় এবং তড়িৎপ্রবাহ কমানো হয়, কারণ এতে-
তাপ শক্তি উৎপাদন কম হয় বলে তড়িৎ- শক্তি অপচয় কম হয়
তড়িৎ অতি দ্রুত গন্তব্যে পৌঁছায়
প্রেরক তার দীর্ঘদিন ভালো থাকে
প্রেরক তারের রোধ কম থাকে
583. একটি ট্রান্সমিশন লাইনের এসি রেজিস্ট্যান্সের চেয়ে ডিসি রেজিস্ট্যান্স-
সমান
কম
বেশি
দ্বিগুণ
584. বাংলাদেশের বাসাবাড়িতে যে বিদ্যুৎ সরবরাহ করা হয়, তার নাম-
২২০ ভোল্টস ডিসি
২৫০ ভোল্টস এসি
২২০ ভোল্টস এসি
৪১৫ ভোল্টস এসি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশের বাসাবাড়িতে 220V এসি সরবরাহ করা হয়।
585. উচ্চ ভোল্টেজে বৈদ্যুতিক পাওয়ার সরবরাহ করার সুবিধা-
বেশি পাওয়ার ট্রান্সমিট করা যায়
ইনসুলেশন, ট্রান্সফরমার এবং সুইচ গিয়ারের খরচ কম পড়ে
কম তারের প্রয়োজন হয়
বেশি কারেন্ট প্রবাহিত হয়
586. একটি সুপরিবাহীর বৈশিষ্ট্য হলো-
এটির রোধ কম
এতে ভোল্টেজ ড্রপ সবচেয়ে কম
এটি সর্বদা কপারের তৈরি
এতে মুক্ত ইলেকট্রনের সংখ্যা খুবই সামান্য
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: সুপরিবাহীর বৈশিষ্ট্য হলো এটির রোধ কম, যাতে প্রয়োজনীয় কারেন্ট এটির মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে।
587. ফিডার লাইনে বুস্টারস ব্যবহার করা হয়-
পাওয়ার বাড়ানোর জন্য
ভোল্টেজ বাড়ানোর জন্য
পাওয়ার ফ্যাক্টরের মান বাড়ানোর জন্য
ডিসি তিন তার সিস্টেমে ভোল্টেজে সমতা আনয়নের জন্য
588. Transmission line-4 groerating ind- ধরনের transformer ব্যবহৃত
step-down
current transformer
step up
কোনোটিই নয়
589. বাংলাদেশে লোড-ডেসপাস সেন্টার কোথায়?
কাপ্তাই
আশুগঞ্জ
সিদ্ধিরগঞ্জ
শাহজিবাজার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: ২০১৯ সালের অনুযায়ী, বাংলাদেশে লোড-ডেসপাস সেন্টার আফতাব নগর, বাড্ডা, ঢাকা।
590. কোনো ট্রান্সমিশন লাইনের সরবরাহ প্রান্তের ভোল্টেজ ২৬,৩০০ ভোল্ট এবং গ্রাহক প্রান্তের ভোল্টেজ ৩০,০০০ ভোল্ট হলে, লাইনের % রেগুলেশন কত হবে?
১৪%
৯০.৯৯%
৯৯%
৯.০৯%
591. রেললাইনের উপর দিয়ে ক্রসিং-এ ১৩২ কেভি লাইনের জন্য সাধারণত সর্বনিম্ন কত ফুট গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখতে হয়?
২০ ফুট
২৫ ফুট
৩০ ফুট
৩৫ ফুট
592. বাংলাদেশে মধ্যম ভোল্টেজের 'থ্রি-ফেজ' বিদ্যুৎ সরবরাহ করা হয়-
১১ কেভিতে
৩৩ কেভিতে
২৩০ কেভিতে
১৩২ কেভিতে
593. Ferrite core হলো-
Conductor
Semiconductor
Insulator
ওপরের কোনোটিই নয়
594. Overhead transmission line-এ কী পরসের conductor ব্যবহৃত হয়?
copper
ACS.R
copper alky
aluminium
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: Touile শক্তি এবং ভালো কন্ডাক্টিভিটির জন্য ACURA Conductor Steel Reinforced) কন্ডাক্টর ব্যবহার করা হয়।
595. ২৫০ কিলোমিটারের অধিক দূরত্বে পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে ভোল্টেজ লেভেল কত হওয়া উচিত?
৬৬ কেভি
৩৩ কেভি
১১ কেভি
১৩২ কেভি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: ট্রান্সমিশন লাইন দূরত্বের উপর ভিত্তি করে তিন প্রকার। যথা- শর্ট ট্রান্সমিশন লাইন (৪) কিমি (৩০ মাইল) এর কম এবং ভোল্টেজ লেভেল 69kV-এর কম)। মধ্যম ট্রান্সমিশন লাইন (দৈর্ঘ্য ৪০ কিমি (১০ মাইল) এর চেয়ে বেশি কিন্তু 250 কিমি (150 মাইল) এর চেয়ে কম এবং ভোল্টেজ লেভেল 692V হতে 132AV) দীর্ঘ ট্রান্সমিশন লাইন (দৈর্ঘ্য 250 কিমি (150 মাইল)-এর চেয়ে বেশি এবং ভোল্টেজ লেভেল 132AV এর চেয়ে বেশি।
596. একটি লাইনের এ.সি রেজিস্ট্যান্স তার ডি.সি রেজিস্ট্যান্স এর-
সমান
অর্ধেক
এক-চতুর্থাংশ
বেশি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: AC-এর ক্ষেত্রে কারেন্ট কন্ডাক্টরের পৃষ্ঠ দিয়ে প্রবাহিত হয়, কারেন্ট সমগ্র কন্ডাক্টরের মধ্যদিয়ে প্রবাহিত হয়, যার ফলে অধিক কারেন্ট প্রবাহিত হয়। আবার ডিসি-এর ক্ষেত্রে যার কারণে কম কারেন্ট প্রবাহিত হয়।তাই, এসির ক্ষেত্রে কম কারেন্ট প্রবাহিত হয় বলে রেজিস্ট্যান্স- এর মান বেশি হয়।
597. ট্রান্সমিশন লাইন একটি-
লিনিয়ার নেটওয়ার্ক
অ্যাকটিভ নেটওয়ার্ক
প্যাসিভ নেটওয়ার্ক
ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক
598. স্বাধীন বাংলাদেশে বিপিডিবি কত MW বিদ্যুৎ প্রথম চালু করেছিল?
400MW
500MW
200MW
কোনটিই না
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর ১৯৭২ সালের ৩১ মে রাষ্ট্রপতির আদেশ বলে (পিও ৫৯) সাবেক ওয়াপদা থেকে পৃথক হয়ে যুদ্ধবিধ্বস্ত এই দেশকে আলোকিত ও শিল্পায়িত করার দায়িত্ব নিয়ে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণের সমন্বিত সংস্থা হিসেবে মাত্র ৫০০ মেগাওয়াট স্থাপিত ক্ষমতাসহ যাত্রা শুরু করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
599. 220V সরবরাহ লাইনের শীর্ষমান কত?
311V
220V
140V
110V
600. হাই-টেনশন ট্রান্সমিশনের প্রারম্ভেই ভোল্টেজকে বৃদ্ধি করার জন্য কোন ধরনের সংযোগ সাধারণত ব্যবহার করা হয়?
Δ/Δ
ΥΙΔ
YIY
Δ/Υ