MCQ
1. অটো-ট্রান্সফরমার এর-
একটিমাত্র ওয়াইন্ডিং থাকে
প্রথমা অপেক্ষা দ্বিতীয়াতে প্যাঁচ বেশি
এটি একটি স্টেপ-ডাউন ট্রান্সফরমার
এটি একটি স্টেপ-আপ ট্রান্সফরমার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: অটোট্রান্সফর্মার একটি ব্যতিক্রমধর্মী ট্রান্সফর্মার যাতে কেবল মাত্র একটি কয়েল থাকে। এর কিছু অংশ প্রাইমারি ও সেকেন্ডারি উভয়ের মধ্যে কমন থাকে।
2. ট্রান্সফরমারের দক্ষতা সর্বোচ্চ হবে-
কপার লস কোর লসের সমান হলে
কপার লস কোর লসের চেয়ে কম হলে
কপার লস কোর লসের চেয়ে বেশি হলে
এডি কারেন্ট লস হিসটেরেসিস লসের সমান হলে
3. একটি এলিভেটরের মোটরের গতি কীভাবে নিয়ন্ত্রণ করা হয়?
ভোল্টেজ পরিবর্তনের দ্বারা
ফ্রিকুয়েন্সি পরিবর্তন করে
স্টেটর পোল পরিবর্তন করে
রোটরের ভোল্টেজ পরিবর্তন করে
4. ১০ পোলের একটি সিনক্রোনাস মোটরে ২৫ সাইকেল বিদ্যুৎ সরবরাহ দিলে এর আর.পি.এম কত হবে?
150 rpm
250 rpm
240 rpm
300 rpm
5. নিচের কোনটিতে পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয়?
ট্রানজিস্টর
অ্যামপ্লিফায়ার
ডায়োড
ট্রান্সফরমার
6. সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর নিজে স্টার্ট নিতে পারে না। কারণ এটি --
রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয় না
পালসেটিং ফ্লাক্স ঘূর্ণন সৃষ্টি করতে পারে না
সিনক্রোনাস গতির কারণে ফ্লাক্স তৈরি করে না
স্লিপের কারণে স্টার্ট নিতে পারে না
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয় ফলে এরা নিজে নিজে স্টার্ট নিতে পারে। কিন্তু সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয় না ফলে নিজে নিজে স্টার্ট নিতে পারে না।
7. আমরা বাসাবাড়িতে যে সিলিং ফ্যান ব্যবহার করি, এগুলো আসলে-
ডিসি মোটর
সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর
সিনক্রোনাস মোটর
থ্রি-ফেজ ইন্ডাকশন মোটর
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: আমরা বাসাবাড়িতে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ব্যবহার করি।
8. এক-ফেজ ট্রান্সফরমার থেকে তিন-ফেজ সরবরাহ ১০৩০ পাওয়ার উপায় কী
ট্রান্সফরমারকে ওয়াই-ডেল্টা সংযোগ করে
দুটি ১-ফেজ ট্রান্সফরমারকে স্কট-সংযোগ করে
তিনটি ১-ফেজ ট্রান্সফরমারকে পর পর সাজিয়ে
উপরের সব ক'টি পদ্ধতি দ্বারা
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: এক-ফেজ ট্রান্সফর্মার থেকে তিন-ফেজ সরবরাহের পাওয়ার ব্যান্ড উপায়গুলো হলো-
(১) দুটি ১-ফেজ ট্রান্সফর্মারে স্কট বা (T-T) সংযোগ করে।
ii) তিনটি ১-ফেজ ট্রান্সফর্মারকে পর পর সাজিয়ে।
( (iii) ট্রান্সফর্মারকে ওয়াই-ডেল্টা সংযোগ করে।
9. বিদ্যুৎ উৎপাদন যন্ত্রে উৎপাদিত বিদ্যুৎ অনেক দূরবর্তী স্থানে সরবরাহ করার সময় যে পদ্ধতি অনুসরণ করা হয়, তা হলো-
'ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার পদ্ধতি'
'লাইনের রোধ এবং লোডের রোধ সমান'
'মিনিমাম লাইন লস'
ট্রান্সফর্মার দিয়ে স্টেপ আপ করে'
10. একটি ইন্ডাকশন মোটর স্টার্ট দেওয়ার সময় খুব বেশি কারেন্ট নেওয়ার কারণ
ভোল্টেজ খুব বেশি
শ্যাফ্ট ওভারলোড
ইনপুট ইম্পিড্যান্স কম
বিয়ারিং-এর ঘর্ষণ বেশি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি ইন্ডাকশন মোটরে ইনপুট ইম্পিড্যান্স কম থাকায় স্টার্ট নেওয়ার সময় অত্যাধিক কারেন্ট প্রবাহিত হয়। এ অসুবিধা দূর করার জন্য স্ট্যার্টার ব্যবহার করা হয়।
11. একটি রেসিপ্রোকেটিং পাম্প চালাতে কোন মোটর ব্যবহার করতে হবে?
একটি সিরিজ মোটর
একটি শান্ট মোটর
একটি কম্পাউন্ড মোটর
যে-কোনো ডিসি মোটর
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি রেসিপ্রোকেটিং পাম্প কম্পাউন্ড মোটরে চালনা করা হয়।
12. একটি তিন ফেজ সুষম লোড ২০০ ভোল্ট, তিন ফেজ সাপ্লাই থেকে ১০ অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। লোডের পাওয়ার ফ্যাক্টর ০.৫ (ল্যাগিং) হলে মোট --
১৭৩২ ওয়াট
১০০০ ওয়াট
২০০০ ওয়াট
৩০০০ ওয়াট
13. একটি সিলিং ফ্যানে ক্যাপাসিটর ব্যবহারের উদ্দেশ্য-
পাওয়ার ফ্যাক্টর বৃদ্ধি করা
প্রারম্ভিক টর্ক বৃদ্ধি করা
রিয়্যাকটিভ পাওয়ার বৃদ্ধি করা
একক পাওয়ার ফ্যাক্টর সৃষ্টি করা
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি সিলিং ফ্যানে ক্যাপাসিটর ব্যবহারের ফলে স্টার্টি টর্ক বৃদ্ধি
14. রোটারি কনভার্টার এমন একটি বৈদ্যুতিক মেশিন, যার সাহায্যে-
এসিকে ডিসি করা হয়
ডিসিকে এসি করা হয়
বৈদ্যুতিক শক্তিকে ফ্রিকুয়েন্সি হতে অন্য ফ্রিকুয়েন্সিতে রূপান্তরিত করা হয়
সিঙ্গেল ফেজ সাপ্লাইকে পলি-ফেজ সাপ্লাইতে পরিবর্তন করা হয়
15. একটি Transformer এর মধ্যে-
একটি winding আছে
দুটি winding আছে
তিনটি winding আছে
ওপরের কোনোটিই সত্য নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি ট্রান্সফর্মারের দুইটি Winding থাকে। যথা- (i) Primary winding (ii) Secondary winding
16. ২২০ ভোল্টেজ এবং সেকেন্ডারি সাইডে ১১০ ভোল্টেজ পাওয়া যায়। এর টার্নস রেশিও হবে-
২২: ১০
১:২
২:১
২:১১
17. Transformer হলো একটি- নীতিতে কাজ করে।
A.C মেশিন
D.C মেশিন সম্মিলিত
A.C ও D.C মেশিন
কোনোটিই সত্য নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: Transformer হলো একটি AC মেশিন। এটি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে কাজ করে।
18. আমরা বিদ্যুৎ লাইন থেকে রেডিও চালাতে যে অ্যাডাপ্টার ব্যবহার করি, তা-
এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তরিত করে
ডিসি ভোল্টেজকে এসি ভোল্টেজে রূপান্তরিত করে
এসি ভোল্টেজের ফ্রিকুয়েন্সি কমিয়ে দেয়
এসি ভোল্টেজকে স্টেপ ডাউন করে
19. এডি কারেন্ট লস-
ফ্রিকুয়েন্সির সমানুপাতিক
ফ্রিকুয়েন্সির ১.৬ পাওয়ারের সমানুপাতিক
ফ্রিকুয়েন্সির বর্গের সমানুপাতিক
সর্বোচ্চ ফ্লাক্সের ঘনত্বের সমানুপাতিক
20. একটি ট্রান্সফরমার ডিসি পাওয়ার সরবরাহের সাথে সংযোগ দিলে-
ট্রান্সফরমারের কারেন্ট স্বাভাবিক বৃদ্ধি পাবে
ট্রান্সফরমারের কারেন্ট অস্বাভাবিক বৃদ্ধি পাবে
ট্রান্সফরমারের ভোল্টেজ স্বাভাবিক বৃদ্ধি পাবে
ট্রান্সফরমারের ভোল্টেজ অস্বাভাবিক বৃদ্ধি পাবে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি ট্রান্সফর্মারে ডিসি পাওয়ার সরবরাহ দিলে এর সেকেন্ডারিতে কোন ভোল্টেজ উৎপন্ন হবে এবং প্রাইমারিতে কারেন্ট অশাদিস বৃদ্ধি পাবে।