ডিসি সার্কিট MCQ
21. বাতাস শুদ্ধ বা স্বাভাবিক অবস্থায় পরিমাপকৃত তাপমাত্রাকে বলে-
শুষ্ক বাল্ব তাপমাত্রা (Dry bulb temperature)
ভেজা বাল্ব তাপমাত্রা (Wet bulb temperature)
ডিউ পয়েন্ট তাপমাত্রা (Dew point temperature)
স্যাচুরেটেড তাপমাত্রা (Saturated temperature)
22. যান্ত্রিক ড্রাফট কুলিং টাওয়ার কত প্রকার?
২ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
23. পৃথিবীতে প্রথম হিমায়কের নাম কী?
ফ্রেয়ন
অ্যামোনিয়া
ইথার
সালফার ডাই-অক্সাইড
24. বাতাসে জলীয়বাষ্প ও আপেক্ষিক আর্দ্রতা শতকরা হিসাবে প্রকাশ করাকে কী বলে?
সম্পৃক্ত বাতাস
আপেক্ষিক আর্দ্রতা
অতিমাত্রায় সম্পৃক্ততা
শুষ্ক বাতাস
25. If four resistors are connected in series, each with a value of 4 kohm, the total resistance is --
8ΚΩ
16ΚΩ
23ΚΩ
1Ω
26. বাতাসের মধ্যে জলীয়বাষ্পের সম্পৃক্ত তাপমাত্রাকে বলে-
শুষ্ক বাল্ব তাপমাত্রা
ভেজা বাল্ব তাপমাত্রা
ডিউ পয়েন্ট তাপমাত্রা
পরম তাপমাত্রা
27. R-12 এর রাসায়নিক সংকেত কোনটি?
CCI2F2
CCLF2
CHCI3F
C2H2F4
28. জলীয়বাষ্প সম্পৃক্ত অবস্থায় বাতাসের তাপমাত্রার পরিমাপ হলো-
শুষ্ক বাল্ব তাপমাত্রা (Dry bulb temperature)
ভেজা বাল্ব তাপমাত্রা (Wet bulb temperature)
ডিউ পয়েন্ট তাপমাত্রা (Dew point temperature)
স্যাচুরেটেড তাপমাত্রা (Saturated temperature)
29. বড় বড় রেফ্রিজারেশন প্লান্টের কন্ডেন্সারের তাপবাহিত পানি পুনরায় ব্যবহার উপযোগী বা ঠান্ডা করার যন্ত্রকে কী বলে?
এয়ারকুলার
কুলিং টাওয়ার
কন্ডেন্সার
ইভাপোরেটর
30. এয়ারকন্ডিশনিং-এ AHU-এর অর্থ কী?
Air Handling Unit
Air Handover Unit
Air House Unit
কোনোটিই নয়
31. যে রেফ্রিজারেন্ট অবস্থার পরিবর্তনের মাধ্যমে রেফ্রিজারেশন চক্রে তাপ স্থানান্তর করে, তাকে-- বলে।
সেকেন্ডারি রেফ্রিজারেন্ট
প্রাইমারি রেফ্রিজারেন্ট
প্রাকৃতিক রেফ্রিজারেন্ট
কোনোটিই নয়
32. ব্রাইন ওয়াটার (লবণ ও পানির মিশ্রণ), পানি ও বাতাস কোন ধরনের রেফ্রিজারেন্ট?
সেকেন্ডারি রেফ্রিজারেন্ট
প্রাকৃতিক রেফ্রিজারেন্ট
প্রাইমারি রেফ্রিজারেন্ট
কোনোটিই নয়
33. রেফ্রিজারেন্ট প্রধানত কত প্রকার?
২
8
৩
৫
34. রেফ্রিজারেশন এবং এয়ারকন্ডিশনিং-এ CFC-এর অর্থ কী?
Community Festival Committee
Chloro-Fluoro Carbon
Combined Federal Campaign
Chrome-Fluoro Carbon
35. Suppose, double the voltage in a simple de circuit and cut the resistance in half, then the current will-
Become four times as great
Become twice as great
Stay the same as it was before
Become half as great
36. তরল প্রবাহীর প্রবাহের অভ্যন্তরীণ বাধা দেওয়াকে বলে---
রেজিস্ট্যান্স
অ্যাডিসিভিটি
ভিসকোসিটি
কোহিশন
37. এয়ারকন্ডিশনিং-এ FCU-এর অর্থ কী?
Flight Control Unit
Fan Coil Unit
Fuel Consumption Unit
কোনোটিই নয়
38. বাতাসের প্রধান বৈশিষ্ট্য পরিমাপক যন্ত্রের নাম কী?
এয়ার সাইক্রোমিটার
স্প্রিং সাইক্রোমিটার
স্লিং সাইক্রোমিটার
কোনোটিই নয়
39. R-134a এর রাসায়নিক নাম ও সংকেত কী?
CCI3,F (ট্রাই ক্লোরো মনোফ্লোরো মিথেন)
CCI2F2 (ডাই ক্লোরো ভাই ফ্লোরো মিথেন)
CHCIF2 (মনোক্লোরো ডাই ফ্লোরো মিথেন)
C₂H₂F4 (টেট্রাফ্লোরো ইথেন)
40. CFC-12, HFC-134a কোন ধরনের রেফ্রিজারেন্ট?
সেকেন্ডারি রেফ্রিজারেন্ট
প্রাইমারি রেফ্রিজারেন্ট
প্রাকৃতিক রেফ্রিজারেন্ট
কোনোটিই নয়