ডিসি সার্কিট MCQ
101. একটি সার্কিট বা নেটওয়ার্ক, যাতে ইএমএফ-এর কোন উৎসই থাকে না, তাকে বলা হয়-
অ্যাকটিভ নেটওয়ার্ক
'টি' নেটওয়ার্ক
প্যাসিভ নেটওয়ার্ক
'পাই' নেটওয়ার্ক
102. একটি অ্যালুমিনিয়াম কন্ডাক্টরের প্রতি অ্যাম্পিয়ার-মিটারে ভোল্টেজ ড্রপ, একই সাইজের একটি কপার কন্ডাকটরের তুলনায় উচ্চতর হয়, কারণ এর উচ্চতর-
ইন্সুলেশন
রেজিস্ট্যান্স কন্ডাকটিভিটি
কারেন্ট ডেনসিটি
রেজিস্টিভিটি
103. নিম্নের কোনটির রেজিস্টিভিটি সবচেয়ে কম?
আয়রন
কপার
সিলভার
পলিথিন
104. যদি 220V-এর একটি হিটারকে 110V লাইনে ব্যবহার করা হয়, তবে এটা কর্তৃক উৎপন্ন তাপ হবে-
অর্ধেক
এক-চতুর্থাংশ
দ্বিগুণ
চারগুণ
105. নিম্নের কোন্টি ইলেকট্রিসিটির জন্য একটি সুপরিবাহী?
জারমেনিয়াম
গ্লাস (গলিত নয়)
গ্লাস (গলিত)
মাইকা
106. 100W, 100V-এর চারটি হিটার সিরিজে সংযুক্ত করে 600V সার্কিটের আড়াআড়িতে সংযোগ দেয়া হলো। চারটি হিটার কর্তৃক প্রদত্ত তাপ হবে- ওয়াট।
400
800
900
2000
107. 100W, 200V-এর দুটি বাতিকে সিরিজে সংযুক্ত করে 200V সাপ্লাই-এ সংযোগ দেয়া হলো। প্রতিটি বাতি কর্তৃক গৃহীত মোট পাওয়ার হবে- ওয়াট।
50
100
25
200
108. একটি 220V, 7.5kW মোটরের নিরাপত্তার জন্য ফিউজের সর্বোচ্চ সাইজ হওয়া উচিত অ্যাম্পিয়ার।
34.09
60
75
20
109. নিম্নের কোন্ ইদুলেটরটি তাপ কর্তৃক সর্বাধিক প্রভাবিত হয়?
গ্লাস
পেপার
পিভিসি
পোরসেলিন
110. ফিউজের জন্য ব্যবহৃত পদার্থের অবশ্যই থাকতে হয়-
লো-মেল্টিং পয়েন্ট এবং লো-স্পেসিফিক রেজিস্ট্যান্স
হাই-মেল্টিং পয়েন্ট এবং লো-স্পেসিফিক রেজিস্ট্যান্স
হাই-মেল্টিং পয়েন্ট এবং হাই স্পেসিফিক রেজিস্ট্যান্স
লো-মেল্টিং পয়েন্ট এবং হাই-স্পেসিফিক রেজিস্ট্যান্স
111. একটি ক্যাবলের ইদুলেশন রেজিস্ট্যান্স 300MQ/km. 250 মিটার দৈর্ঘ্যের জন্য এর মান হবে- ΜΩ
75
150
1200
600
112. যদি একটি সার্কিটে কারেন্ট রেটিং-এর চেয়ে উচ্চতর মানের ফিউজ তার ব্যবহার করা হয়, তবে এটি যেহেতু অতিরিক্ত কারেন্ট বহন করে,--
সেহেতু ঘন ঘন পুড়ে যাবে
সার্কিটে উন্নতর নিরাপত্তা প্রদান করবে
মেইনটেন্যান্স ব্যয় বেড়ে যাবে
সার্কিট মারাত্মক ওভারলোডেড হবে
113. একটি কনস্ট্যান্ট পটেনশিয়াল বিশিষ্ট একটি সার্কিটে যখন রেজিস্ট্যান্স যোগ করা হয়, তখন কারেন্ট-
একই অনুপাতে হ্রাস পায়
একই অনুপাতে বৃদ্ধি পায়
অপরিবর্তিত থাকে
ফ্লাকচুয়েট করে
114. ফ্লেক্সিবল ক্যাবলের জন্য কোন্ ইন্সুলেশনটি সবচেয়ে উপযোগী?
ম্যাগনেশিয়াম অক্সাইড
গ্লাস ফাইবার
ইদুলেটিং টেপ
পলিভিনাইল ক্লোরাইড
115. কোনটি প্যারামিটার নয়?
রেজিস্ট্যান্স
ইন্ডাকট্যান্স
ক্যাপাসিট্যান্স
রেজোন্যান্স
116. যদি 5 Ω, 10 Ω এবং 20 Ω -এর তিনটি রেজিস্টর। প্যারালেলে সংযোগ করা হয়, তবে তাদের সম্মিলিত রেজিস্ট্যান্স হবে-
5 Ω -এর চেয়ে কম
5 Ω এবং 10 Ω -এর মাঝামাঝি
10 Ω এবং 20 Ω -এর মাঝামাঝি
20 Ω -এর বেশি
117. একটি উৎস, যা লোড রেজিস্ট্যান্সের পরিবর্তন যাই হোক না কেন, এর প্রান্তদ্বয়ের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ কারেন্ট বিতরণ করে। তাকে বলে-
কারেন্ট সোর্স
কন্ট্রোল্ড সোর্স
ভোল্টেজ সোর্স
ডিপেন্ডেন্ট সোর্স
118. একটি সার্কিট বা নেটওয়ার্ক, যাতে এক বা একাধিক ইএমএফ-এর উৎস থাকে, তাকে বলা হয় --
অ্যাকটিভ নেটওয়ার্ক
প্যাসিভ নেটওয়ার্ক
'এল' নেটওয়ার্ক
'টি' নেটওয়ার্ক
119. নিম্নের কোন পদার্থটির রেজিস্ট্যান্সের নেগেটিভ টেম্পারেচার অব কো-ইফিসিয়েন্ট আছে?
ব্রাস
কপার
অ্যালুমিনিয়াম
কার্বন
120. সমান দৈর্ঘ্যের নগ্ন কপার তার 12 নং এবং 18 নং তুলনা করলে 12 নং তারের ---হবে নিম্নতর।
ওজন
স্ট্রেংথ
রেজিস্ট্যান্স
মূল্য