Image
ফাউন্ড্রি এন্ড প্যাটার্ন মেকিং MCQ
181. ফার্নেসের ভিতরের উচ্চ তাপমাত্রা মাপা হয় কী দিয়ে?
থার্মোমিটার
পাইরোমিটার
চকোমিটার
কোনোটিই নয়
182. প্রজ্বলন জোনের তাপমাত্রা সাধারণত কত হয়ে থাকে?
500-800°C
1550-1875°C
100-300°C
5°F-8F
183. নিচের কোনটি ফাউন্ড্রি শপের হ্যান্ড টুলস?
লিফটার
স্ক্র ড্রাইভার
প্লায়ারস
টেস্টার
184. গলিত ধাতু থেকে কোনো বস্তু তৈরির করার প্রক্রিয়াকে বলে-
প্যার্টান
গেট
ফাউন্ড্রি
ভেন্ট
186. কিউপোলা ফার্নেসে প্রজ্বলন জোনে সৃষ্ট কার্বন ডাই- অক্সাইড উপরের দিকে উঠে কীসে পরিণত হয়?
CO
N
O
Hg
187. চুল্লির মেল্টিং জোন এবং স্ট্যাকের মধ্যবর্তী অংশকে-- জোন বলে।
প্রিহিটিং
বিগলন
স্ট্যাক
সুপারহিটিং
188. নিচের কোনটি ফাউন্ড্রি প্রক্রিয়ায় তৈরি করা হয়?
মোবাইল
বোতল
টেস্টার
ফুড মিক্সচার
189. মোল্ড-এর মধ্যকার ডিপ্রেশন বা ময়লা দূরীভূতকরণ ও সঠিকতা আনয়নে ব্যবহৃত হয়-
স্নিক
সোয়াব
লিফটার
ট্রায়েল