ফাউন্ড্রি এন্ড প্যাটার্ন মেকিং MCQ
21. ছোট ও মাঝারি আকারের ঢালাই বস্তু তৈরিতে কোন স্যান্ড ব্যবহৃত হয়?
গ্রিন স্যান্ড
ড্রাই স্যান্ড
লোম স্যান্ড
ফেসিং স্যান্ড
22. মোল্ডিং কাজে যে বালি একবার ব্যবহার করে তা আবার ব্যবহার করাকে কী স্যান্ড বলে?
লোম স্যান্ড
গ্রিন স্যান্ড
ব্যাকিং স্যান্ড
ড্রাই স্যান্ড
23. জিঙ্ক এবং অ্যালুমিনিয়ামের সংকরকে কী বলে?
জামাক মেটাল
ডুরালুমিন
সোডা অ্যাশ
কোনোটিই নয়
24. গ্রিন স্যান্ড হলো এক ধরনের মিক্সচার-
১০% বালি এবং 70% কাদা
50% বালি এবং ১০% কাদা
70% বালি এবং 30% কাদা
90% বালি এবং 10% কাদা
25. নিচের কোনটি গেটিং সিস্টেমের অংশ?
রাইজার (Riser)
প্রুস (Spruce)
ইনগেট (Ingate)
উপরের সব
26. সিমেন্টে জিপসাম যোগ করা হয় কেন?
ঘনত্ব বাড়ানোর জন্য
দ্রুত জমানো রোধ করার জন্য
দ্রুত জমানো বৃদ্ধি করার জন্য
ওজন বাড়ানোর জন্য
27. ভিজা বালিকে স্যান্ড বলে--
ড্রাই
লোম
গ্রিন
ফেসিং
28. নিচের কোনটি জৈব বাইন্ডার?
জিপসাম
রেজিন
সিলিকেট
ফায়ার ক্লে
29. ফেসিং স্যান্ড গলিত ধাতুর সঙ্গে আটকে গেলে কী ধরনের ত্রুটি দেখা দেয়?
সোয়েল
শিফট
ফিউশন
সংকোচন
30. গেট কত প্রকার?
৩ প্রকার
৪ প্রকার
৬ প্রকার
২ প্রকার
31. গ্রিন স্যান্ড মোল্ডিং-এ কী ধরনের কাজ করা হয়?
ছোট ও মধ্যম
বড়
উভয়
কোনোটিই নয়
32. অপর্যাপ্ত ভেন্টিং-এর কারণে নিচের কোন ত্রুটি দেখা যায়?
শিফট
হট-টিয়ার
ব্লো-হোল
সংকোচন
33. বড় এবং ভারী আকারের চালাই বস্তু তৈরিতে কোন স্যান্ড ব্যবহৃত হয়?
লোম স্যান্ড
গ্রিন স্যান্ড
ফেসিং স্যান্ড
ড্রাই স্যান্ড
34. কোন গুণের জন্য বালির দানাগুলো অন্য পদার্থের সাথে লেগে থাকে?
কোহেসিভনেস
অ্যাডহেসিভনেস
পারমিয্যাবিলিটি
পাস্টিসিটি
35. কোর ওভেনে শুকানো বা বেকিং তাপমাত্রা কত হয়ে থাকে?
100°C-120°C
50°-80°C
150°C-400°C
10°F-50°F
36. মোল্ডিং-এর দুই অংশকে আলাদা রাখার জন্য ব্যবহৃত হয়-
লোম স্যান্ড
ফেসিং স্যান্ড
ফ্লোর স্যান্ড
পার্টিং স্যান্ড
37. স্যান্ড মোল্ডিং-এ ব্যবহৃত মোল্ডের নিচের অংশ কোনটি?
কোপ (Cope)
চিক (Cheek)
ড্রাগ (Drag)
কোনোটিই নয়
38. কোরের গ্রিন সামর্থ্য ভিজা অবস্থায় কত থাকে?
100-500gm/cm²
300-500gm/cm²
300-1000gm/cm²
1000-2000gm/cm²
39. লোম স্যান্ড হলো এক ধরনের মিক্সচার-
30% বালি এবং 70% কাদা
50% বালি এবং 50% কাদা
70% বালি এবং 10% কাদা
90% বালি এবং 10% কাদা
40. নিচের কোনটি ফিডার হেড হিসেবে কাজ করে?
রাইজার
রানার
কোর
স্প্রুস