ফাউন্ড্রি এন্ড প্যাটার্ন মেকিং MCQ
81. গলিত ধাতুকে উচ্চ চাপে ধাতব মোন্ডে সরবরাহ করিয়ে ঢালাই কাজ সম্পন্ন করাকে কাস্টিং বলে।
ডাই
শেল মোল্ড
স্নাশ
লস্ট ওয়াক্স
82. দুইটি অংশ নিয়ে গঠিত মোল্ডের উপরের অংশকে বলে-
চিক
ড্রাগ
কোপ
কোনোটিই নয়
83. কোনো তীক্ষ্ণ কর্নারকে কনকেভ রূপ দেয়াকে কী বলে?
ফিলেট
অ্যালাউন্স
মোম
কোনোটিই নয়
84. নিচের কোনটি তাপ নিরোধক পদার্থ?
ডলোমাইট
সিলিকা
ফায়ার-ক্লে
উপরের সবগুলো
85. কোথায় রিফ্যাক্টরি ব্যবহৃত হয়?
চুল্লি নির্মাণে
চিমনি নির্মাণে
বয়লার কনস্ট্রাকশনে
উপরের সবগুলো
86. প্লাস্টার প্যাটার্ন তৈরিতে কী ব্যবহৃত হয়?
ক্যালসিয়াম
জিপসাম সিমেন্ট
ব্রাস
কোনোটিই নয়
87. কিউপোলা চুল্লিতে আয়রন ও কোকের অনুপাত-
৬:৩
১০:১
৬:৩
৬:২
88. প্যাটার্নে ড্রাফট অ্যালাউন্স কত রাখা হয়?
১°
২°
8°
৩°
89. যখন গলিত ধাতু 10-200 টন প্রয়োজন হয় তখন কোন চুল্লি ব্যবহৃত হয়?
ওপেন হার্থ ফার্নেস
কুসিবল
কিউপোলা
রোটারি ফার্নেস
90. প্যাটার্নে মেশিনিং-এর জন্য কী ধরনের অ্যালাউন্স রাখা হয়?
সংকোচন অ্যালাউন্স
ফিনিশিং অ্যালাউন্স
ট্যাপার অ্যালাউন্স
র্যাপিং অ্যালাউন্স
91. রিফ্ল্যাক্টরি কত প্রকার?
২ প্রকার
৫ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
92. মেশিনিং করা হবে এমন তলের ক্ষেত্রে প্যাটার্নে কোন রং ব্যবহার করা হয়?
লাল
সবুজ
হলুদ
কালো
93. অ্যালাউন্স কত প্রকার?
২ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
৩ প্রকার
94. মাস্টার প্যাটার্ন কী দ্বারা তৈরি করা?
চামড়া
রবার
ফোম
কাঠ
95. অ্যালুমিনিয়ামের গলন তাপমাত্রা কত?
1000°C
800°C
705°C
857°C
96. কোনটি নিউট্রাল রিফ্যাক্টরি?
সিলিকা
চুন
গ্রাফাইট
কোনোটিই নয়
97. মোল্ড হতে প্যাটার্ন উত্তোলনের সময় মোল্ডের কিনারা যেন ভেঙে না যায় সে-জন্য প্যার্টানে কী ধরনের অ্যালাউন্স রাখা হয়?
মেশিনিং
র্যাপিং
সংকোচন
ড্রাফট
98. অবশিষ্ট মেশিনিংবিহীন পৃষ্ঠতলকে মার্ক করা হয় কী দ্বারা?
লাল রং
কালো রং
হলুদ রং
নীল রং
99. প্যাটার্ন তৈরিতে সিংকেজ বা কনস্ট্রাকশন অ্যালাউন্স ১০০ মিমি-এ কত রাখা হয়?
১/২ মিমি
২/৩ মিমি
৩/৪ মিমি
২/৪ মিমি
100. মোল্ড সাধারণত কীসের তৈরি হয়ে থাকে?
কাঠ
চামড়া
বালি
ব্রাশ