ফাউন্ড্রি এন্ড প্যাটার্ন মেকিং MCQ
101. ফেসিং স্যান্ড গলিত ধাতুর সঙ্গে আটকে গেলে কী ধরনের ত্রুটি দেখা দেয়?
সোয়েল
শিফট
ফিউশন
সংকোচন
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
foundry and pattern making mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: সোয়েল (Swell) : ঢালাই ধাতুর কোনো স্থানের অপ্রত্যাশিত প্রসারণ বা ফুলে উঠাকে সোয়েল বলে। চালাই ধাতুর চাপে এরূপ হয়।
ফিউশন (Fusion): গলিত ধাতুর সঙ্গে ফেসিং স্যান্ড গলে আটকে গেলে একে ফিউশন বলে।
স্থান পরিবর্তন (Shift) : ঢালাইয়ের দুই অংশের (কোপ এবং ড্রাগ অংশ) পরিমাণ কোনো কারণে অস্বাভাবিক পরিবর্তন হলে একে শিফট বলে। মোল্ডিং বাক্সের দুটি অংশ ঠিকমতো না মিললে এ ত্রুটি দেখা দেয়।
সংকোচন (Shrinkage) : ঢালাই করা ধাতু ঠান্ডা হলে যে সংকোচন হয়, তাই সংকোচনের ফলে অনেক সময় দ্রব্যের মাপ, প্রকৃত মাপ অপেক্ষার ছোট হয়ে যায়।
102. পারমিয়্যাবিলিটির একক কী?
m/kg
mg/m²
cc/min
কোনোটিই নয়
103. কোন গুণের জন্য বালির দানাগুলো পরস্পর লেগে থাকে?
কোহেসিভনেস
অ্যাডহেসিভনেস
প্লাস্টিসিটি
পারমিয়্যাবিলিটি
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
foundry and pattern making mcq
ব্যাখ্যা: কোহেসিভনেস (Cohesivenexx): মোল্ড ব্যবহৃত বালির মধ্যে যে গুণ বিদ্যমান থাকলে দানাগুলো পরস্পর গায়ে লেগে থাকে তাকে কোহেসিভনেস বলে। মোল্ডিং বালির দানাগুলোকে একত্রে জমাট বাঁধতে এ গুণটি অত্যধিক গুরুত্বপূর্ণ।
104. নিচের কোনটি অজৈব বাইন্ডার?
গোবর
ডেক্সট্রিন
সার
জিপসাম
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
foundry and pattern making mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা:অজৈব বাইন্ডারের নাম-
(১) পোর্টল্যান্ড সিমেন্ট (Portland cement),
(২) সিলিকেট (Silicate)
(৩) বেনটোনাইট (Bentonite),
(৪) জিপসাম (Gypsum)
(৫) ফায়ার ক্লে (Fire clay)
105. স্যান্ড মোল্ডিং-এ ব্যবহৃত মোল্ডের নিচের অংশ কোনটি?
কোপ (Cope)
চিক (Cheek)
ড্রাগ (Drag)
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
foundry and pattern making mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: মোল্ডের উপরের অংশকে কোপ (Cope) বলে এবং মোল্ডের নিচের অংশকে ড্রাগ (Drag) বলে।
106. নিচের কোনটি জৈব কোর বাইন্ডার?
রেজিন
চিটাগুড়
পিচ
সবকয়টি
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
foundry and pattern making mcq
ব্যাখ্যা: জৈব বাইন্ডারের নাম
(i) চিটাগুড় (Molasses),
(ii) রেজিন (Resin),
(iii) করলার গুঁড়া (Caal powder),
(iv) সালফাইট লাই (Sulphite iye),
(v) আলুর মাড় (Starch)
(vi) ডেক্সাট্রিন (Dextrin)
(vii) তিসির তৈল (Linseed oil)
(viii) গোবর (Dung)
(ix) ঘোড়ার লোম (Horse hair)
(x) অম্বসার (Horse monore)
অজৈব বাইন্ডারের নাম-
(i) পোর্টল্যান্ড সিমেন্ট (Portland cement)
(ii) সিলিকেট (Silicate)
(iii) রেন্টোনাইট (Bentonite)
(iv) ফায়ার ক্রে (Fire clay)
(v) জিপসাম (Gypsum)
107. ভিজা বালিকে স্যান্ড বলে--
ড্রাই
লোম
গ্রিন
ফেসিং
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
foundry and pattern making mcq
ব্যাখ্যা: ক) গ্রিন স্যান্ড (Green sand): সাধারণত ভিজা বালিকে গ্রিন স্যান্ড বলে। এটি সিলিকা বালির সাথে ১৮ থেকে ৩০% মাটি এবং ৬ থেকে ৮০% পানি মিশ্রিত করে তৈরি করা হয়। এটি নরম, হালকা এবং ছিদ্রবিশিষ্ট হয়ে থাকে। সাধারণত সহজ ধরনের এবং ছোট ও মাঝারি আকারের ঢালাই বস্তু তৈরিতে এ স্যান্ড ব্যবহৃত হয়।
(খ) ড্রাই স্যান্ড (Dry sand) : সাধারণত শুকনা বালিকেই ড্রাই স্যান্ড বলে বা আর্দ্রতাযুক্ত গ্রিন স্যান্ডকে ড্রাই স্যান্ড বলে। ড্রাই স্যান্ড অধিকতর তাপ সহ্যকারী। ড্রাই স্যান্ড দ্বারা তৈরি মোল্ডের ঢালাইয়ে পিন হোলজাতীয় ত্রুটি থাকে না। ড্রাই স্যান্ড বড় এবং ভারী ঢালাই তৈরিতে ব্যবহার করা হয়
(গ) লোম স্যান্ড (Loam sand) : এ জাতীয় বালিতে ৫০ ভাগ মাটি থাকে। শুকালে এটি বেশ শক্ত হয়। এ প্রকার বালিতে ফায়ার ক্লে, গ্রাফাইট এবং আঁশজাতীয় দ্রব্য মিশানো হয়। লোম স্যান্ড দ্বারা তৈরিকৃত মোল্ডে সাধারণত প্যাটার্ন ব্যবহার করা হয় না। এ বালি পানির সাথে মিশিয়ে পেস্টের মতো তৈরি করা হয় এবং ইটের তৈরি কাঠামোর চতুর্দিকে প্লাস্টারের মতো প্রলেপ দেওয়া হয়। বাইন্ডিং ক্ষমতা বাড়ানোর জন্য গোবরজাতীয় সার এবং চপড স্ট্রে বা আঁশজাতীয় দ্রবা ব্যবহার করা হয়। এতে শতকরা ১৮ হতে ২০% আর্দ্রতা তাকে । চপড স্ট্রে মাংসজাতীয় জিনিসের গুঁড়া
ঘ) ফেসিং স্যান্ড (Facing saad) : মোল্ডের যে তলগুলো গলিত ধাতুর সংস্পর্শে আসবে তাতে যে বালি ব্যবহার করা হয়, তাকে ফেসিং স্যান্ড বলে। নতুন মাটি এবং সিলিকা বালি দ্বারা এটি তৈরি করা হয়।
108. কোরের গ্রিন সামর্থ্য ভিজা অবস্থায় কত থাকে?
100-500gm/cm²
300-500gm/cm²
300-1000gm/cm²
1000-2000gm/cm²
109. ছোট ও মাঝারি আকারের ঢালাই বস্তু তৈরিতে কোন স্যান্ড ব্যবহৃত হয়?
গ্রিন স্যান্ড
ড্রাই স্যান্ড
লোম স্যান্ড
ফেসিং স্যান্ড
AC Machine mcq all
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
foundry and pattern making mcq
ব্যাখ্যা: সাধারণত ভিজা বালিকে বলে। এটি সিলিকা বালির সাথে ১৮ থেকে ৩০% মাটি এবং ৬ থেকে ৮% পানি মিশ্রিত করে তৈরি করা হয়। এটি নরম, হালকা এবং ছিদ্রবিশিষ্ট হয়ে থাকে। সাধারণত সহজ ধরনের এবং ছোট ও মাঝারি আকারের ঢালাই বস্তু তৈরিতে এ স্যান্ড ব্যবহৃত হয়।
110. কোর ওভেনে তাপ প্রয়োগের জন্য কী ব্যবহার করা হয়?
কয়লা
কোক
গ্যাস
সবকয়টি
111. মোল্ডিং কাজে যে বালি একবার ব্যবহার করে তা আবার ব্যবহার করাকে কী স্যান্ড বলে?
লোম স্যান্ড
গ্রিন স্যান্ড
ব্যাকিং স্যান্ড
ড্রাই স্যান্ড
112. কোর ক্যাভিটির উপর গঠিত গ্যাস পকেটকে কী বলে?
ব্লো-হোল
হটটিয়ার
কোর ব্লো
শিফট
113. ঢালাই দ্রব্যে ফাঁপা বা জটিল অংশ রাখার জন্য ব্যবহৃত হয়-
প্যাটার্ন
রাইজার
রানার
কোর
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
foundry and pattern making mcq
ব্যাখ্যা: কোর (Core): কোর বলতে মোল্ডের ঐ অংশকে বুঝানো হয়, যা ঢালাইয়ের অভ্যন্তরস্থ ফাঁপা অংশ বা গর্ত বা ছিদ্রের রূপদান করে। কোর হলো শুকনো বালির তৈরি, যা আলাদাভাবে তৈরি করে ওভেনে শুকিয়ে মোন্ডে স্থাপন করা হয়।
114. গ্রিন স্যান্ড মোল্ডিং-এ কী ধরনের কাজ করা হয়?
ছোট ও মধ্যম
বড়
উভয়
কোনোটিই নয়
115. নিচের কোনটি অজৈব বাইন্ডার?
ফায়ার ক্লে
সিলিকেট
বেনটোনাইট
সবকয়টি
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
foundry and pattern making mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা:অজৈব বাইন্ডারের নাম-
(১) পোর্টল্যান্ড সিমেন্ট (Portland cement),
(২) সিলিকেট (Silicate)
(৩) বেনটোনাইট (Bentonite),
(৪) জিপসাম (Gypsum)
(৫) ফায়ার ক্লে (Fire clay
116. অ্যাডিটিভস কত প্রকার?
৮ প্রকার
৬ প্রকার
২ প্রকার
৪ প্রকার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
foundry and pattern making mcq
ব্যাখ্যা: এটিকে দুইভাগে ভাগ করা যায়-
(১) কুশন অ্যাডিটিভস (Cashin additives)
(২) ফেসিং অ্যাডিটিভস (Facing additives)
117. কোন গুণের জন্য বালির দানাগুলো অন্য পদার্থের সাথে লেগে থাকে?
কোহেসিভনেস
অ্যাডহেসিভনেস
পারমিয্যাবিলিটি
পাস্টিসিটি
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
foundry and pattern making mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: অ্যাডহেসিভনেস (Adhesiveness) : এটি মোল্ডিং বালির এমন একটি গুণ যার সাহায্যে এটি অন্য পদার্থের সঙ্গে লেগে থাকতে পারে, একে মোল্ডিং বালির আঠালতা বলে।
118. নিচের কোনটি কোর তৈরির বাইন্ডার?
রেজিন
ফায়ার ক্লে
কাঠের গুঁড়া
সবকয়টি
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
foundry and pattern making mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোর বাইন্ডার হিসাবে সাধারণত তৈল, রেজিন, সালফাইট, শস্যাদির গুঁড়া, আলকাতরা, কাঠজাত বাইন্ডার, ফায়ার ক্লে, বেন্টোনাইট ইত্যাদি ব্যবহার করা হয়।
119. সিমেন্টে জিপসাম যোগ করা হয় কেন?
ঘনত্ব বাড়ানোর জন্য
দ্রুত জমানো রোধ করার জন্য
দ্রুত জমানো বৃদ্ধি করার জন্য
ওজন বাড়ানোর জন্য
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
foundry and pattern making mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিমেন্টে জিপসামের পরিমাণ মত কম হবে এটি তত দ্রুত জমাটবদ্ধ হবে, তাই সিমেন্টের জমাটবদ্ধতার গতি মন্থরের জন্য জিপসাম বাবহার করা হয়।
120. কোর প্রস্তুত করতে মিশ্রণে কত ভাগ সিলিকা থাকে?
৭৫ ভাগ
৮০ ভাগ
২৫ ভাগ
৫০ ভাগ