ফাউন্ড্রি এন্ড প্যাটার্ন মেকিং MCQ
101. গ্রিন স্যান্ড মোল্ডিং-এ কী ধরনের কাজ করা হয়?
ছোট ও মধ্যম
বড়
উভয়
কোনোটিই নয়
102. অ্যাডিটিভস কত প্রকার?
৮ প্রকার
৬ প্রকার
২ প্রকার
৪ প্রকার
103. কোর ওভেনে তাপ প্রয়োগের জন্য কী ব্যবহার করা হয়?
কয়লা
কোক
গ্যাস
সবকয়টি
104. ভিজা বালিকে স্যান্ড বলে--
ড্রাই
লোম
গ্রিন
ফেসিং
105. নিচের কোনটি কোর তৈরির বাইন্ডার?
রেজিন
ফায়ার ক্লে
কাঠের গুঁড়া
সবকয়টি
106. কোরের গ্রিন সামর্থ্য ভিজা অবস্থায় কত থাকে?
100-500gm/cm²
300-500gm/cm²
300-1000gm/cm²
1000-2000gm/cm²
107. নিচের কোনটি অজৈব বাইন্ডার?
গোবর
ডেক্সট্রিন
সার
জিপসাম
108. মোল্ডিং কাজে যে বালি একবার ব্যবহার করে তা আবার ব্যবহার করাকে কী স্যান্ড বলে?
লোম স্যান্ড
গ্রিন স্যান্ড
ব্যাকিং স্যান্ড
ড্রাই স্যান্ড
109. কোন গুণের জন্য বালির দানাগুলো পরস্পর লেগে থাকে?
কোহেসিভনেস
অ্যাডহেসিভনেস
প্লাস্টিসিটি
পারমিয়্যাবিলিটি
110. পারমিয়্যাবিলিটির একক কী?
m/kg
mg/m²
cc/min
কোনোটিই নয়
111. কোর ক্যাভিটির উপর গঠিত গ্যাস পকেটকে কী বলে?
ব্লো-হোল
হটটিয়ার
কোর ব্লো
শিফট
112. স্যান্ড মোল্ডিং-এ ব্যবহৃত মোল্ডের নিচের অংশ কোনটি?
কোপ (Cope)
চিক (Cheek)
ড্রাগ (Drag)
কোনোটিই নয়
113. সিমেন্টে জিপসাম যোগ করা হয় কেন?
ঘনত্ব বাড়ানোর জন্য
দ্রুত জমানো রোধ করার জন্য
দ্রুত জমানো বৃদ্ধি করার জন্য
ওজন বাড়ানোর জন্য
114. ঢালাই দ্রব্যে ফাঁপা বা জটিল অংশ রাখার জন্য ব্যবহৃত হয়-
প্যাটার্ন
রাইজার
রানার
কোর
115. কোর প্রস্তুত করতে মিশ্রণে কত ভাগ সিলিকা থাকে?
৭৫ ভাগ
৮০ ভাগ
২৫ ভাগ
৫০ ভাগ
116. ছোট ও মাঝারি আকারের ঢালাই বস্তু তৈরিতে কোন স্যান্ড ব্যবহৃত হয়?
গ্রিন স্যান্ড
ড্রাই স্যান্ড
লোম স্যান্ড
ফেসিং স্যান্ড
117. কোন গুণের জন্য বালির দানাগুলো অন্য পদার্থের সাথে লেগে থাকে?
কোহেসিভনেস
অ্যাডহেসিভনেস
পারমিয্যাবিলিটি
পাস্টিসিটি
118. নিচের কোনটি অজৈব বাইন্ডার?
ফায়ার ক্লে
সিলিকেট
বেনটোনাইট
সবকয়টি
119. বড় এবং ভারী আকারের চালাই বস্তু তৈরিতে কোন স্যান্ড ব্যবহৃত হয়?
লোম স্যান্ড
গ্রিন স্যান্ড
ফেসিং স্যান্ড
ড্রাই স্যান্ড
120. ফেসিং স্যান্ড গলিত ধাতুর সঙ্গে আটকে গেলে কী ধরনের ত্রুটি দেখা দেয়?
সোয়েল
শিফট
ফিউশন
সংকোচন