MCQ
2681. থার্মোডাইনামিক্স শব্দের আভিধানিক অর্থ কোনটি-
তাপবিদ্যা
রসায়ন বিদ্যা
তাপগতিবিদ্যা
বিদ্যুৎ বিদ্যা
2682. এক গ্রাম পানির তাপমাত্রা 1°C. উঠাতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, সে পরিমাণ তাপকে কী বলে?
1 বিটিইউ
1 ক্যালোরি
1 সিএইচইউ
কোনোটিই নয়
2683. মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.4°F-এ সেন্টিগ্রেড স্কেলে কত?
36.89°C
89.36°C
63.98°F
69.38°F
2684. 1 CHU সমান কত ক্যালরি?
453.6 ক্যালরি
534.6 ক্যালরি
463.5 ক্যালরি
কোনোটিই নয়
2685. 99°C তাপমাত্রায় ফারেনহাইট স্কেলে কত?
210.2°F
12.2°F
21.2°F
22.1°F
2686. তাপ মাপা হয় কী দ্বারা?
থার্মোমিটার
ব্যারোমিটার
ক্যালরিমিটার
ম্যানোমিটার
2687. কোনটি থার্মোডাইনামিক্স-এর প্রয়োগক্ষেত্র?
রেফ্রিজারেশন
পাওয়ার প্লান্ট
অটোমোবাইল
সবগুলো
2688. এক পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা 1°C উঠাতে যে পরিমাণ তাপের প্রয়োজন, তাকে কী বলে?
1 CHU
1 Calory
1 BTU
কোনোটিই নয়
2689. নিম্নের কোন সমীকরণটি সঠিক?
°C (°F +32) x 59
°C (°F-32) x (5/9)
°C (°F x 32) × 95-180
কোনোটিই নয়
2690. তাপ হচ্ছে সকল শক্তির -
উপাদান
উৎস
সহায়ক
সামর্থ্য
2691. নিচের কোনটিকে পরম শূন্য তাপমাত্রা ধরা হয়?
273°C
-273°C
-237°C
237°C
2692. উষ্ণতা কোন মাত্রায় সেন্টিগ্রেটেড এবং ফারেনহাইট স্কেলের মান সমান?
40°
-40°
32°
64°
2693. তাপের মেট্রিক একক কোনটি?
BTU
Calory
CHU
কোনোটিই নয়
2694. 1 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা 1°F বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, তাকে কী বলে?
BTU
CHU
Calory
কোনোটিই নয়
2695. পানির সংকট তাপমাত্রা কত?
647.3K
550K
225K
400K