MCQ
2681. 1 CHU সমান কত ক্যালরি?
453.6 ক্যালরি
534.6 ক্যালরি
463.5 ক্যালরি
কোনোটিই নয়
2682. 1 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা 1°F বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, তাকে কী বলে?
BTU
CHU
Calory
কোনোটিই নয়
2683. তাপ মাপা হয় কী দ্বারা?
থার্মোমিটার
ব্যারোমিটার
ক্যালরিমিটার
ম্যানোমিটার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: তাপ (Heat): তাপ একপ্রকার শক্তি, যা কোনো বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায় বা অবস্থার পরিবর্তন ঘটে। (ক) তাপ পরিমাপ যন্ত্রের নাম ক্যালরিমিটার। তাপের একক ক্যালরি (Cal), ব্রিটিশ তাপীয় (BTU) একক প্রভৃতি। তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম থার্মোমিটার। তাপমাত্রার একক ডিগ্রি সেলসিয়াস (°C), ডিগ্রি ফারেনহাইট (°F), কেলভিন (K)।
2684. এক পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা 1°C উঠাতে যে পরিমাণ তাপের প্রয়োজন, তাকে কী বলে?
1 CHU
1 Calory
1 BTU
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: সিএইচইউ (CHU): এক পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা। 1°C বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে সিএইচইউ বলে।
2685. মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.4°F-এ সেন্টিগ্রেড স্কেলে কত?
36.89°C
89.36°C
63.98°F
69.38°F
2686. তাপের মেট্রিক একক কোনটি?
BTU
Calory
CHU
কোনোটিই নয়
2687. কোনটি থার্মোডাইনামিক্স-এর প্রয়োগক্ষেত্র?
রেফ্রিজারেশন
পাওয়ার প্লান্ট
অটোমোবাইল
সবগুলো
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: স্টিম পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, অন্তর্দহন ইঞ্জিন, গ্যাস টারবাইন, গ্যাস ডাইনামিক, জেট প্রোপালশন, রকেট প্রোপালশন, রেফ্রিজারেশন, এয়ারকন্ডিশনিং, কম্প্রেসর, কেমিক্যাল প্রসেস প্ল্যান্ট এবং ডাইরেক্ট এনার্জি কনভার্শন ডিভাইস।
2688. উষ্ণতা কোন মাত্রায় সেন্টিগ্রেটেড এবং ফারেনহাইট স্কেলের মান সমান?
40°
-40°
32°
64°
2689. 99°C তাপমাত্রায় ফারেনহাইট স্কেলে কত?
210.2°F
12.2°F
21.2°F
22.1°F
2690. থার্মোডাইনামিক্স শব্দের আভিধানিক অর্থ কোনটি-
তাপবিদ্যা
রসায়ন বিদ্যা
তাপগতিবিদ্যা
বিদ্যুৎ বিদ্যা
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: থার্মোডাইনামিক্সঃ থার্মোডাইনামিক্স-এর আভিধানিক অর্থ হলো- তাপগতিবিদ্যা। Thermo এবং Dynamics-এ দু'টি গ্রিক শব্দ থেকে থার্মোডাইনামিক্স-এর উৎপত্তি। Thermo অর্থ তাপ বা গরম এবং Dynamics অর্থ চলমান বস্তুসংক্রান্ত বিদ্যা বা গতিবিদ্যা। সুতরাং থার্মোডাইনামিক্স হলো চলমান বস্তুর সাথে তাপের সম্পর্কসংক্রান্ত বিদ্যা। থার্মোডাইনামিক্স মূলত তাপ ও কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করে।
2691. তাপ হচ্ছে সকল শক্তির -
উপাদান
উৎস
সহায়ক
সামর্থ্য
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: তাপ (Heat) : তাপ একপ্রকার শক্তি, যা কোনো বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায় বা অবস্থার পরিবর্তন ঘটে।
2692. নিম্নের কোন সমীকরণটি সঠিক?
°C (°F +32) x 59
°C (°F-32) x (5/9)
°C (°F x 32) × 95-180
কোনোটিই নয়
2693. নিচের কোনটিকে পরম শূন্য তাপমাত্রা ধরা হয়?
273°C
-273°C
-237°C
237°C
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয় অর্থাৎ যার নিচে আর কোনো তাপমাত্রা থাকে না, তাকে পরম শূন্য তাপমাত্রা বলে।
-273° সেলসিয়াস বা ০ (শূন্য) কেলভিন তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। এই তাপমাত্রা সকল গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়।
2694. এক গ্রাম পানির তাপমাত্রা 1°C. উঠাতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, সে পরিমাণ তাপকে কী বলে?
1 বিটিইউ
1 ক্যালোরি
1 সিএইচইউ
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: ক্যালরি (Calorie) : সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালরি। এক গ্রাম ভরবিশিষ্ট বিশুদ্ধ পানির তাপমাত্রা I°C (14.5°C হতে 15.5°C পর্যন্ত) বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে ক্যালরি বলে।
1 ক্যালরি = 1 গ্রাম পানি x I°C তাপমাত্রা।