বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
বিভিন্ন মন্ত্রণালয় (DM) – ২৪/০৭/২০১৯
পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী, সিভিল
মার্কঃ ১০০ by Himalay Sen, PWD সময়ঃ ১ ঘন্টা
১. 'ময়ূর' শব্দের সমার্থক শব্দ কোনটি? [BPSC DM 2019]
ক) পিক
খ) শিখী
গ) বাজী
ঘ) মকর
উত্তর: খ) শিখী
ব্যাখ্যা: শিখী, কলাপী, শিখণ্ডী ময়ূরের সমার্থক শব্দ। পিক মানে কোকিল।
অতিরিক্ত তথ্যঃ
a. ময়ূরের ডাককে কেকা বলা হয়।
b. বাজী শব্দের অর্থ ঘোড়া।
২. 'তুমি আসবে বলে হে স্বাধীনতা' কবিতাটির রচয়িতা কে? [BPSC DM 2019]
ক) শামসুর রাহমান
খ) আবুল হাসান
গ) নির্মলেন্দু গুণ
ঘ) হেলাল হাফিজ
উত্তর: ক) শামসুর রাহমান
ব্যাখ্যা: এটি শামসুর রাহমানের একটি বিখ্যাত দেশাত্মবোধক কবিতা।
অতিরিক্ত তথ্যঃ
a. শামসুর রাহমানকে নাগরিক কবি বলা হয়।
b. তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘বন্দী শিবির থেকে’।
৩. বাঘের ডাককে এক কথায় বলে— [BPSC DM 2019]
ক) নাদ
খ) বৃংহিত
গ) গর্জন
ঘ) অজিন
উত্তর: গ) গর্জন
ব্যাখ্যা: বাঘের ডাক গর্জন এবং সিংহের ডাককে নাদ বলা হয়।
অতিরিক্ত তথ্যঃ
a. হাতির ডাককে বৃংহিত বলে।
b. হরিণের চামড়াকে অজিন বলে।
৪. সন্ধি প্রধানত কত প্রকার? [BPSC DM 2019]
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
উত্তর: খ) তিন
ব্যাখ্যা: সন্ধি মূলত স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গ সন্ধি— এই তিন প্রকার।
অতিরিক্ত তথ্যঃ
a. তৎসম সন্ধি ৩ প্রকার।
b. বাংলা সন্ধি ২ প্রকার (স্বর ও ব্যঞ্জন)।
৫. অর্থ অনুসারে বাক্য সমূহকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? [BPSC DM 2019]
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
উত্তর: ঘ) পাঁচ
ব্যাখ্যা: বিবৃতিমূলক, প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক, ইচ্ছাসূচক ও আবেগসূচক।
অতিরিক্ত তথ্যঃ
a. গঠন অনুসারে বাক্য তিন প্রকার (সরল, জটিল ও যৌগিক)।
b. বাক্যের গুণ ৩টি (আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা)।
৬. দেশি শব্দের উদাহরণ কোনটি? [BPSC DM 2019]
ক) গিন্নি
খ) চন্দ্র
গ) বৃক্ষ
ঘ) ডাঁসা/কুলা
উত্তর: ঘ) ডাঁসা/কুলা
ব্যাখ্যা: কুলা, গঞ্জ, চুলা বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা থেকে আসা দেশি শব্দ।
অতিরিক্ত তথ্যঃ
a. চন্দ্র ও বৃক্ষ তৎসম শব্দ।
b. গিন্নি অর্ধ-তৎসম শব্দ।
৭. 'জনৈক' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি? [BPSC DM 2019]
ক) জন+এক
খ) জন+ইক
গ) জনে+এক
ঘ) জন+ঐক
উত্তর: ক) জন + এক
ব্যাখ্যা: অ + এ = ঐ হওয়ার নিয়মে এটি গঠিত (স্বরসন্ধি)।
অতিরিক্ত তথ্যঃ
a. এটি একটি নিপাতনে সিদ্ধ সন্ধি নয়, সাধারণ নিয়মেই হয়।
b. একইভাবে: সদৈব = সদা + এব।
৮. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? [BPSC DM 2019]
ক) ১০টি
খ) ১১টি
গ) ১২টি
ঘ) ১৩টি
উত্তর: খ) ১১টি
ব্যাখ্যা: স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি, মোট বর্ণ ৫০টি।
অতিরিক্ত তথ্যঃ
a. পূর্ণমাত্রার স্বরবর্ণ ৬টি।
b. মাত্রাহীন স্বরবর্ণ ৪টি।
৯. মাইকেল মধুসূদন দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করেন? [BPSC DM 2019]
ক) যশোর
খ) খুলনা
গ) ফরিদপুর
ঘ) রাজশাহী
উত্তর: ক) যশোর
ব্যাখ্যা: তিনি যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
অতিরিক্ত তথ্যঃ
a. তিনি বাংলা সনেটের জনক।
b. মহাকাব্য 'মেঘনাদবধ কাব্য' তাঁর অমর সৃষ্টি।
১০. বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন কোনটি? [BPSC DM 2019]
ক) মহাভারত
খ) শূন্যপুরাণ
গ) চর্যাপদ
ঘ) শ্রীকৃষ্ণকীর্তন
উত্তর: গ) চর্যাপদ
ব্যাখ্যা: এটি ১৯০৭ সালে নেপাল থেকে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন।
অতিরিক্ত তথ্যঃ
a. চর্যাপদ পাল আমলে রচিত।
b. চর্যাপদের পদকর্তা ২৪ জন।
১১. 'অবরোধবাসিনী' গ্রন্থটি কার রচনা? [BPSC DM 2019]
ক) সেলিনা হোসেন
খ) বেগম রোকেয়া
গ) কামিনী রায়
ঘ) কুসুম কুমারী দাস
উত্তর: খ) বেগম রোকেয়া
ব্যাখ্যা: এটি মুসলিম নারী জাগরণের পথিকৃতের একটি বিখ্যাত গ্রন্থ।
অতিরিক্ত তথ্যঃ
a. বেগম রোকেয়ার জন্ম ৯ ডিসেম্বর ১৮৮০।
b. তাঁর আরেকটি বই 'সুলতানার স্বপ্ন'।
১২. 'আগুনের পরশমণি' উপন্যাসটি কার লেখা? [BPSC DM 2019]
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) সৈয়দ শামসুল হক
গ) হুমায়ূন আহমেদ
ঘ) শওকত ওসমান
উত্তর: গ) হুমায়ূন আহমেদ
ব্যাখ্যা: এটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক অত্যন্ত জনপ্রিয় উপন্যাস।
অতিরিক্ত তথ্যঃ
a. এ উপন্যাস অবলম্বনে তিনি সিনেমাও নির্মাণ করেছেন।
b. হুমায়ূন আহমেদকে নন্দিত কথাসাহিত্যিক বলা হয়।
১৩. "সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে"— এটি কার রচনা? [BPSC DM 2019]
ক) রজনী কান্ত সেন
খ) দ্বিজেন্দ্রলাল রায়
গ) কামিনী রায়
ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর: গ) কামিনী রায়
ব্যাখ্যা: এটি তাঁর 'সুখ' কবিতার একটি অত্যন্ত পরিচিত পংক্তি।
অতিরিক্ত তথ্যঃ
a. কামিনী রায় ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক।
b. তাঁর উপাধি ছিল 'গুঞ্জরী'।
১৪. কোন বানানটি শুদ্ধ? [BPSC DM 2019]
ক) মুমূর্ষু
খ) মুমূর্সু
গ) মুমুর্ষু
ঘ) মুমুর্ষূ
উত্তর: ক) মুমূর্ষু
ব্যাখ্যা: ম-এ হ্রস্ব উ, ম-এ দীর্ঘ উ এবং ষ-এ হ্রস্ব উ এর ওপর রেফ।
অতিরিক্ত তথ্যঃ
a. মুমূর্ষু মানে যার মৃত্যু আসন্ন।
b. বানানে উ-কার ও ঊ-কার লক্ষ্য রাখা জরুরি।
১৫. দ্বিগু সমাসের উদাহরণ কোনটি? [BPSC DM 2019]
ক) ত্রিফলা
খ) হরিণ-চপল
গ) কালান্তর
ঘ) গায়ে-হলুদ
উত্তর: ক) ত্রিফলা
ব্যাখ্যা: সংখ্যাবাচক শব্দ আগে বসলে এবং সমাহার বোঝালে দ্বিগু সমাস হয়।
অতিরিক্ত তথ্যঃ
a. ত্রিফলা = তিন ফলের সমাহার।
b. গায়ে-হলুদ অলুক বহুব্রীহি সমাস।
১৬. 'পল্লী কবি' কার উপাধি? [BPSC DM 2019]
ক) বন্দে আলী মিয়া
খ) জসীমউদ্দীন
গ) জীবনানন্দ দাশ
ঘ) আহসান হাবীব
উত্তর: খ) জসীমউদ্দীন
ব্যাখ্যা: গ্রামবাংলার রূপকার হিসেবে কবি জসীমউদ্দীনকে এই উপাধি দেওয়া হয়।
অতিরিক্ত তথ্যঃ
a. তাঁর শ্রেষ্ঠ কাব্য 'নকশী কাঁথার মাঠ'।
b. ফরিদপুর জেলায় তাঁর জন্ম।
১৭. কবি আলাওল কোন যুগের কবি? [BPSC DM 2019]
ক) প্রাচীন
খ) মধ্য
গ) আধুনিক
ঘ) উত্তর-আধুনিক
উত্তর: খ) মধ্য
ব্যাখ্যা: তিনি মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং 'পদ্মাবতী'র রচয়িতা।
অতিরিক্ত তথ্যঃ
a. তিনি আরাকান রাজসভার কবি ছিলেন।
b. পদ্মাবতী মালিক মোহাম্মদ জায়সীর পদুমাবত অবলম্বনে রচিত।
১৮. কাজী নজরুল ইসলাম কত সালে বাকরুদ্ধ হন? [BPSC DM 2019]
ক) ১৯৪০
খ) ১৯৩৯
গ) ১৯৪১
ঘ) ১৯৪২
উত্তর: ঘ) ১৯৪২
ব্যাখ্যা: ১৯৪২ সালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি বাকশক্তি হারান।
অতিরিক্ত তথ্যঃ
a. ১৯৭২ সালে তাঁকে বাংলাদেশে আনা হয়।
b. ১৯৭৬ সালে তিনি মৃত্যুবরণ করেন।
১৯. I have a laptop computer. Here 'laptop' is a/an— [BPSC DM 2019]
ক) noun
খ) adverb
গ) verb
ঘ) adjective
উত্তর: ঘ) adjective
ব্যাখ্যা: 'Computer' নাউনটিকে বিশেষিত করার কারণে ল্যাপটপ এখানে অ্যাডজেক্টিভ।
অতিরিক্ত তথ্যঃ
a. একে নাউন-অ্যাডজেক্টিভ বলা হয়।
b. নাউনের আগে নাউন বসলে তা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে।
[বইঃ English For Exam]
২০. Which of the following words is not plural? [BPSC DM 2019]
ক) Feet
খ) Lice
গ) News
ঘ) Men
উত্তর: গ) News
ব্যাখ্যা: News দেখতে প্লুরাল হলেও এটি মূলত একটি সিঙ্গুলার নাউন।
অতিরিক্ত তথ্যঃ
a. Foot এর প্লুরাল Feet।
b. Louse (উকুন) এর প্লুরাল Lice।
[বইঃ English For Exam]
২১. He insisted — my going there. [BPSC DM 2019]
ক) for
খ) on
গ) about
ঘ) into
উত্তর: খ) on
ব্যাখ্যা: Insist-এর পর সবসময় Appropriate Preposition হিসেবে 'on' বসে।
অতিরিক্ত তথ্যঃ
a. Insist on মানে জেদ ধরা।
b. এর পর সচরাচর Gerund (verb+ing) বসে।
[বইঃ English For Exam]
২২. Choose the correct spelling: [BPSC DM 2019]
ক) privilege
খ) previlege
গ) privilige
ঘ) prevelege
উত্তর: ক) privilege
ব্যাখ্যা: Privilege মানে বিশেষ সুবিধা, এর সঠিক বানান P-R-I-V-I-L-E-G-E।
অতিরিক্ত তথ্যঃ
a. বানানে 'i' এবং 'e' এর সঠিক অবস্থান খেয়াল করতে হয়।
b. এটি একটি গুরুত্বপূর্ণ কমন মিসপেল্ট শব্দ।
[বইঃ English For Exam]
২৩. I could not sleep — very tired. [BPSC DM 2019]
ক) though I was
খ) despite
গ) in spite of
ঘ) although
উত্তর: ক) though I was
ব্যাখ্যা: Phrases (very tired)-এর আগে though I was বসে।
অতিরিক্ত তথ্যঃ
a. Although এর পর পূর্ণাঙ্গ Clause বসে।
b. অর্থ: হওয়া সত্ত্বেও।
[বইঃ English For Exam]
২৪. He is — MBBS. [BPSC DM 2019]
ক) a
খ) the
গ) an
ঘ) no article
উত্তর: গ) an
ব্যাখ্যা: এম (M) উচ্চারণ করতে শুরুতে ভাওয়েল সাউন্ড 'এ' আসে তাই 'an' বসে।
অতিরিক্ত তথ্যঃ
a. যেমন: An MA, A BA।
b. উচ্চারণের ওপর আর্টিকেল নির্ভর করে।
[বইঃ English For Exam]
২৫. 'Put up with' means — [BPSC DM 2019]
ক) patiently
খ) complain
গ) tolerate
ঘ) hate
উত্তর: গ) tolerate
ব্যাখ্যা: এটি একটি গ্রুপ ভার্ব বা ইডিয়ম যার অর্থ সহ্য করা।
অতিরিক্ত তথ্যঃ
a. Bear with মানেও সহ্য করা।
b. এটি নেতিবাচক পরিস্থিতিতে ব্যবহৃত হয়।
[বইঃ English For Exam]
২৬. — among you are from class XII? [BPSC DM 2019]
ক) Which
খ) Who
গ) Whom
ঘ) Whose
উত্তর: খ) Who
ব্যাখ্যা: ব্যক্তিবাচক ও বহুবচনের ক্ষেত্রে প্রশ্ন করতে 'Who' ব্যবহৃত হয়।
অতিরিক্ত তথ্যঃ
a. বস্তুবাচক বা সিলেকশনের ক্ষেত্রে Which ব্যবহৃত হয়।
b. Who সাবজেক্ট হিসেবে কাজ করে।
[বইঃ English For Exam]
২৭. Medha wants to go shopping tomorrow. Here 'tomorrow' is a/an— [BPSC DM 2019]
ক) noun
খ) verb
গ) adjective
ঘ) adverb
উত্তর: ঘ) adverb
ব্যাখ্যা: যাওয়ার সময়কে নির্দেশ করায় এটি Adverb of time।
অতিরিক্ত তথ্যঃ
a. এডভার্ব ভার্বকে মডিফাই করে।
b. Tomorrow নাউন হিসেবেও বসতে পারে।
[বইঃ English For Exam]
২৮. Which of the following is used in the feminine form? [BPSC DM 2019]
ক) anger
খ) time
গ) moon
ঘ) none
উত্তর: গ) moon
ব্যাখ্যা: চাঁদকে সাহিত্যিক ভাষায় কমনীয়তার কারণে স্ত্রীবাচক (Feminine) ধরা হয়।
অতিরিক্ত তথ্যঃ
a. সূর্যকে (Sun) পুরুষবাচক ধরা হয়।
b. জাস্টিস (Justice) কেউ স্ত্রীবাচক ধরা হয়।
[বইঃ English For Exam]
২৯. In order to improve farming methods, we need— [BPSC DM 2019]
ক) machine
খ) machinery
গ) a machinery
ঘ) machineries
উত্তর: খ) machinery
ব্যাখ্যা: Machinery একটি Uncountable Noun, তাই এর বহুবচন হয় না।
অতিরিক্ত তথ্যঃ
a. Machine হলো Countable Noun।
b. Machineries শব্দটি গ্রামার অনুযায়ী ভুল।
[বইঃ English For Exam]
৩০. It is a quarter — ten. [BPSC DM 2019]
ক) before
খ) to
গ) from
ঘ) at
উত্তর: খ) to
ব্যাখ্যা: পৌনে দশটা বাজতে ১৫ মিনিট বাকি বোঝাতে 'a quarter to ten' ব্যবহৃত হয়।
অতিরিক্ত তথ্যঃ
a. দশটা বেজে ১৫ মিনিট হলে বলা হতো 'quarter past ten'।
b. 'to' মানে বাকি থাকা।
[বইঃ English For Exam]
৩১. The engineer insists on — good materials. [BPSC DM 2019]
ক) use
খ) using
গ) to use
ঘ) the use
উত্তর: খ) using
ব্যাখ্যা: Preposition (on)-এর পর ভার্বের সাথে 'ing' যুক্ত হয়।
অতিরিক্ত তথ্যঃ
a. Appropriate preposition এর প্রয়োগ।
b. এটি জিরান্ড হিসেবে কাজ করে।
[বইঃ English For Exam]
৩২. If your sister ———, Katrina would come. [BPSC DM 2019]
ক) invites
খ) invited
গ) inviting
ঘ) were invited
উত্তর: খ) invited
ব্যাখ্যা: এটি Second Conditional-এর নিয়ম (If + Past Indefinite, would + V1)।
অতিরিক্ত তথ্যঃ
a. এটি কাল্পনিক অবস্থা প্রকাশ করে।
b. গঠন: Sub + would/could + base form।
[বইঃ English For Exam]
৩৩. The antonym for 'cruelty' is— [BPSC DM 2019]
ক) sympathy
খ) kindness
গ) affection
ঘ) compassion
উত্তর: খ) kindness
ব্যাখ্যা: নিষ্ঠুরতা (Cruelty)-এর বিপরীত হলো দয়ালু ভাব বা উদারতা (Kindness)।
অতিরিক্ত তথ্যঃ
a. Kindness মানে মহানুভবতা।
b. Sympathy মানে সহানুভূতি।
[বইঃ English For Exam]
৩৪. He and I ——— well. [BPSC DM 2019]
ক) are
খ) is
গ) was
ঘ) am
উত্তর: ক) are
ব্যাখ্যা: একাধিক সাবজেক্ট 'and' দিয়ে যুক্ত হলে ভার্ব প্লুরাল হয়।
অতিরিক্ত তথ্যঃ
a. সাবজেক্ট He and I মানে 'We'।
b. ২-৩-১ পারসন রুল মেনে বাক্য হয়।
[বইঃ English For Exam]
৩৫. 'Moisture' is a ——— term. [BPSC DM 2019]
ক) mythological
খ) legal
গ) meteorological
ঘ) political
উত্তর: গ) meteorological
ব্যাখ্যা: আর্দ্রতা বা ময়েশ্চার আবহাওয়া বিজ্ঞানের (Meteorology) সাথে সম্পর্কিত।
অতিরিক্ত তথ্যঃ
a. হাইগ্রোমিটার দিয়ে ময়েশ্চার মাপা হয়।
b. এটি সিভিল ইঞ্জিনিয়ারিংয়েও গুরুত্বপূর্ণ।
[বইঃ English For Exam]
৩৬. Munira ——— in Tokyo because her husband is posted there. [BPSC DM 2019]
ক) live
খ) lives
গ) lived
ঘ) living
উত্তর: খ) lives
ব্যাখ্যা: বর্তমানের কোনো সাধারণ অবস্থা প্রকাশ করতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়।
অতিরিক্ত তথ্যঃ
a. সাবজেক্ট ৩য় পুরুষ ১ বচন হলে s/es বসে।
b. Munira হলো ৩য় পুরুষ।
[বইঃ English For Exam]
৩৭. 'A cock and bull story' means ——— [BPSC DM 2019]
ক) an animal story
খ) a tragedy
গ) a short story
ঘ) a false story
উত্তর: ঘ) a false story
ব্যাখ্যা: এর বাংলা অর্থ হলো গাঁজাখুরি বা অবিশ্বাস্য মিথ্যে গল্প।
অতিরিক্ত তথ্যঃ
a. এটি একটি কমন ইডিয়ম।
b. অবাস্তব গল্প বোঝাতে ব্যবহৃত হয়।
[বইঃ English For Exam]
৩৮. He died — cholera. [BPSC DM 2019]
ক) by
খ) of
গ) from
ঘ) for
উত্তর: খ) of
ব্যাখ্যা: কোনো রোগে মারা গেলে 'die of' প্রিপজিশন বসে।
অতিরিক্ত তথ্যঃ
a. দেশের জন্য প্রাণ দিলে 'die for' বসে।
b. অতিরিক্ত খেয়ে মারা গেলে 'die from' বসে।
[বইঃ English For Exam]
৩৯. বঙ্গবন্ধু কখন স্বাধীন দেশে আগমন করেন? [BPSC DM 2019]
ক) ৭ জানুয়ারি, ১৯৭২
খ) ১০ জানুয়ারি, ১৯৭২
গ) ৭ মার্চ, ১৯৭২
ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭১
উত্তর: খ) ১০ জানুয়ারি, ১৯৭২
ব্যাখ্যা: তিনি পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডন ও ভারত হয়ে বাংলাদেশে ফেরেন।
অতিরিক্ত তথ্যঃ
a. এই দিনটি স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
b. তিনি ৮ জানুয়ারি মুক্তি পান।
৪০. ঈশা খাঁ নামের সাথে কোন স্থানটি জড়িত? [BPSC DM 2019]
ক) জঙ্গলবাড়ি
খ) ময়নামতি
গ) লালবাগ কেল্লা
ঘ) দুর্গাপুর
উত্তর: ক) জঙ্গলবাড়ি
ব্যাখ্যা: এটি কিশোরগঞ্জ জেলায় অবস্থিত বীর ঈশা খাঁর ঐতিহাসিক দুর্গ।
অতিরিক্ত তথ্যঃ
a. তিনি বারোভূঁইয়াদের প্রধান ছিলেন।
b. তাঁর দ্বিতীয় রাজধানী ছিল সোনারগাঁ।
৪১. কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? [BPSC DM 2019]
ক) জার্মানি
খ) জাপান
গ) ফ্রান্স
ঘ) ব্রাজিল
উত্তর: ক/খ/ঘ (প্রশ্ন অনুযায়ী সবগুলোই হতে পারে)
ব্যাখ্যা: স্থায়ী সদস্য ৫টি: ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া।
অতিরিক্ত তথ্যঃ
a. নিরাপত্তা পরিষদের মোট সদস্য ১৫টি।
b. অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য।
৪২. বাংলাবান্ধা স্থলবন্দর কোন জেলায়? [BPSC DM 2019]
ক) কুড়িগ্রাম
খ) যশোর
গ) পঞ্চগড়
ঘ) সিলেট
উত্তর: গ) পঞ্চগড়
ব্যাখ্যা: এটি বাংলাদেশের উত্তরতম স্থলবন্দর যা তেঁতুলিয়া উপজেলায় অবস্থিত।
অতিরিক্ত তথ্যঃ
a. এটি দিয়ে ৪টি দেশের (বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটান) বাণিজ্য হয়।
b. এটি পর্যটকদের কাছেও প্রিয়।
৪৩. মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? [BPSC DM 2019]
ক) সৈয়দ নজরুল ইসলাম
খ) তাজউদ্দীন আহমদ
গ) এম মনসুর আলী
ঘ) এইচ এম কামারুজ্জামান
উত্তর: খ) তাজউদ্দীন আহমদ
ব্যাখ্যা: তিনি প্রবাসী মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন।
অতিরিক্ত তথ্যঃ
a. রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু।
b. অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম।
৪৪. রংধনুতে কয়টি রং? [BPSC DM 2019]
ক) ৫টি
খ) ৬টি
গ) ৮টি
ঘ) ৭টি
উত্তর: ঘ) ৭টি
ব্যাখ্যা: সূর্যের আলো বৃষ্টির ফোঁটায় প্রতিফলিত হয়ে সাতটি রঙে বিশ্লিষ্ট হয়।
অতিরিক্ত তথ্যঃ
a. রংগুলো হলো: বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল।
b. মনে রাখার সূত্র: বেনীআসহকলা।
৪৫. নেলসন ম্যান্ডেলা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? [BPSC DM 2019]
ক) কেনিয়া
খ) চীন
গ) দক্ষিণ আফ্রিকা
ঘ) জাম্বিয়া
উত্তর: গ) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা: তিনি বর্ণবাদ বিরোধী বিশ্ববরেণ্য নেতা এবং শান্তিতে নোবেলজয়ী।
অতিরিক্ত তথ্যঃ
a. তিনি ২৭ বছর জেলে ছিলেন।
b. তাঁকে আফ্রিকার মাদিবা বলা হয়।
৪৬. মঙ্গোলিয়ার রাজধানী কোনটি? [BPSC DM 2019]
ক) তাসখন্দ
খ) কারাকাস
গ) উলানবাটোর
ঘ) জাকার্তা
উত্তর: গ) উলানবাটোর
ব্যাখ্যা: উলানবাটোর হলো মঙ্গোলিয়ার বৃহত্তম শহর ও রাজধানী।
অতিরিক্ত তথ্যঃ
a. এটি একটি ল্যান্ডলকড দেশ।
b. তাসখন্দ উজবেকিস্তানের রাজধানী।
৪৭. বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত নদীর নাম কী? [BPSC DM 2019]
ক) হালদা
খ) মাতামুহুরী
গ) নাফ
ঘ) গোমতী
উত্তর: গ) নাফ
ব্যাখ্যা: এই নদীটি দুই দেশের সীমানা চিহ্নিত করে বঙ্গোপসাগরে মিশেছে।
অতিরিক্ত তথ্যঃ
a. এর দৈর্ঘ্য প্রায় ৫৬ কিমি।
b. এটি কক্সবাজার জেলায় অবস্থিত।
৪৮. কোনটি বাংলাদেশে প্রচলিত ব্যাংক নোট নয়? [BPSC DM 2019]
ক) ২ টাকা
খ) ১০ টাকা
গ) ১০০ টাকা
ঘ) ৫০০ টাকা
উত্তর: ক) ২ টাকা
ব্যাখ্যা: ১, ২ ও ৫ টাকা হলো সরকারি নোট (বাকিগুলো ব্যাংক নোট)।
অতিরিক্ত তথ্যঃ
a. সরকারি নোটে অর্থ সচিবের সই থাকে।
b. ব্যাংক নোটে গভর্নরের সই থাকে।
৪৯. নিচের কোনটি হাওর এলাকা? [BPSC DM 2019]
ক) চলন বিল
খ) রাম সাগর
গ) টাঙ্গুয়া হাওর
ঘ) লাউয়া ছড়া
উত্তর: গ) টাঙ্গুয়া হাওর
ব্যাখ্যা: এটি সুনামগঞ্জ জেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম বৃহৎ হাওর।
অতিরিক্ত তথ্যঃ
a. এটি একটি রামসার সাইট।
b. চলন বিল বৃহত্তম বিল।
৫০. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? [BPSC DM 2019]
ক) ১৯১১
খ) ১৯১২
গ) ১৯১৩
ঘ) ১৯১৪
উত্তর: গ) ১৯১৩
ব্যাখ্যা: গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পান।
অতিরিক্ত তথ্যঃ
a. তিনি এশীয়দের মধ্যে প্রথম নোবেলজয়ী।
b. অনুবাদিত কাব্যের নাম 'Song Offerings'।
৫১. কান্তজীর মন্দির কোথায় অবস্থিত? [BPSC DM 2019]
ক) কুমিল্লা
খ) রাজশাহী
গ) খুলনা
ঘ) দিনাজপুর
উত্তর: ঘ) দিনাজপুর
ব্যাখ্যা: এটি মহারাজ প্রাণনাথ রায় কর্তৃক নির্মিত একটি পোড়ামাটির মন্দির।
অতিরিক্ত তথ্যঃ
a. এটি ১৭৫২ সালে নির্মাণ শেষ হয়।
b. এর চমৎকার টেরাকোটা বিশ্বখ্যাত।
৫২. BIMSTEC-এর সদস্য নয় কোনটি? [BPSC DM 2019]
ক) ভারত
খ) বাংলাদেশ
গ) থাইল্যান্ড
ঘ) মালয়েশিয়া
উত্তর: ঘ) মালয়েশিয়া
ব্যাখ্যা: বিমসটেক-এর সদস্য দেশ ৭টি। মালয়েশিয়া এর সদস্য নয়।
অতিরিক্ত তথ্যঃ
a. সদর দপ্তর ঢাকাতে অবস্থিত।
b. ১৯৯৭ সালে এটি গঠিত হয়।
৫৩. OPEC-এর প্রধান কার্যালয় কোথায়? [BPSC DM 2019]
ক) জেনেভা
খ) ভিয়েনা
গ) বার্ন
ঘ) তিউনিস
উত্তর: খ) ভিয়েনা
ব্যাখ্যা: তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের সদর দপ্তর অস্ট্রিয়ায়।
অতিরিক্ত তথ্যঃ
a. ১৯৬০ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
b. অস্ট্রিয়া নিজে কোনো তেল উৎপাদনকারী দেশ নয়।
উত্তর: গ) সেনাবাহিনী
ব্যাখ্যা: তিনি ৭ নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে শহীদ হন।
অতিরিক্ত তথ্যঃ
a. তিনি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুদ্ধ করেন।
b. তাঁর উপাধি বীরশ্রেষ্ঠ।
৫৫. জিব্রাল্টার সংলগ্ন দেশ কোনটি? [BPSC DM 2019]
ক) ইতালি
খ) মরক্কো
গ) স্পেন
ঘ) গ্রিস
উত্তর: গ) স্পেন
ব্যাখ্যা: জিব্রাল্টার প্রণালী স্পেন ও মরক্কোর মাঝে অবস্থিত।
অতিরিক্ত তথ্যঃ
a. এটি ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করেছে।
b. আটলান্টিক ও ভূমধ্যসাগরকে যুক্ত করেছে।
৫৬. ইতালির মুদ্রার নাম কী? [BPSC DM 2019]
ক) পাউন্ড
খ) ডলার
গ) ইউরো
ঘ) ফ্রাঙ্ক
উত্তর: গ) ইউরো
ব্যাখ্যা: ইউরোপীয় ইউনিয়নের দেশ হিসেবে ইতালির বর্তমান মুদ্রা ইউরো।
অতিরিক্ত তথ্যঃ
a. আগের মুদ্রা ছিল লিরা।
b. ইতালির রাজধানী রোম।
৫৭. ওজোন স্তর বায়ুমণ্ডলের কোথায় অবস্থিত? [BPSC DM 2019]
ক) ট্রপোস্ফিয়ার
খ) স্ট্রাটোস্ফিয়ার
গ) মেসোস্ফিয়ার
ঘ) থার্মোস্ফিয়ার
উত্তর: খ) স্ট্রাটোস্ফিয়ার
ব্যাখ্যা: এটি সূর্য থেকে আসা অতিবেগুনী রশ্মি থেকে রক্ষা করে।
অতিরিক্ত তথ্যঃ
a. ওজোন স্তরের ক্ষয় হয় CFC গ্যাসের কারণে।
b. এটি ২০-৩০ কিমি উচ্চতায় থাকে।
৫৮. বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে থেকে? [BPSC DM 2019]
ক) ১৬ ডিসেম্বর, ১৯৭২
খ) ২৬ মার্চ, ১৯৭২
গ) ৪ নভেম্বর, ১৯৭২
ঘ) ২২ ডিসেম্বর, ১৯৭২
উত্তর: ক) ১৬ ডিসেম্বর, ১৯৭২
ব্যাখ্যা: ১৯৭২ সালের ৪ নভেম্বর এটি গণপরিষদে গৃহীত হয়েছিল।
অতিরিক্ত তথ্যঃ
a. এটি বিজয় দিবসে কার্যকর হয়।
b. এর রূপকার ড. কামাল হোসেন।
৫৯. SPT test Hammer Fall-এর উচ্চতা কত? [BPSC DM 2019]
ক) 24 inch
খ) 30 inch
গ) 28 inch
ঘ) 36 inch
উত্তর: খ) 30 inch
ব্যাখ্যা: SPT টেস্টে ৬৩.৫ কেজি ওজনের হাতুড়ি ৩০ ইঞ্চি বা ৭৫০ মিমি ওপর হতে ফেলা হয়।
অতিরিক্ত তথ্যঃ
a. এটি মাটির ভারবহন ক্ষমতা পরিমাপে ব্যবহৃত হয়।
b. আঘাতের সংখ্যাকে N-value বলা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৬০. Sunshade-এর নিচে পানি বাড়ানো ঠেকাতে সিমেন্টের যে ব্যাভ দেওয়া হয় তার নাম— [BPSC DM 2019]
ক) Drop Course
খ) Water Course
গ) Rain Course
ঘ) Dip Course
উত্তর: ক) Drop Course
ব্যাখ্যা: বৃষ্টির পানি দেয়াল বেয়ে ভেতরে ঢোকা বন্ধ করতে ড্রপ কোর্স বা থ্রোটিং দেওয়া হয়।
অতিরিক্ত তথ্যঃ
a. এটি ১-১.৫ ইঞ্চি প্রক্ষেপণ রাখা হয়।
b. এটি বাইরের দেয়ালকে রক্ষা করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৬১. ১ : ২ : ৪ অনুপাতে ৫০ ঘনফুট কংক্রিট তৈরি করতে সিমেন্ট লাগে কত ব্যাগ? [BPSC DM 2019]
ক) ৫ ব্যাগ
খ) ৯ ব্যাগ
গ) ৭.৫ ব্যাগ
ঘ) ১১ ব্যাগ
উত্তর: খ) ৯ ব্যাগ
ব্যাখ্যা: ৫০ ঘনফুট ভেজা কংক্রিটের জন্য শুষ্ক আয়তন ৭৫ ঘনফুট। সিমেন্ট = (৭৫ × ১) / ৭ ≈ ৯ ব্যাগ।
অতিরিক্ত তথ্যঃ
a. ১ ব্যাগ সিমেন্ট = ১.২৫ ঘনফুট।
b. পানির অনুপাত শক্তির ওপর প্রভাব ফেলে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৬২. এক ঘনফুট লোহার ওজন কত? [BPSC DM 2019]
ক) 100 lb
খ) 200 lb
গ) 400 lb
ঘ) 490 lb
উত্তর: ঘ) 490 lb
ব্যাখ্যা: এফপিএস পদ্ধতিতে এক ঘনফুট লোহার ওজন সাধারণত ৪৯০ পাউন্ড ধরা হয়।
অতিরিক্ত তথ্যঃ
a. এমকেএস পদ্ধতিতে ঘনত্ব ৭৮৫০ কেজি/ঘনমিটার।
b. স্টিল ও লোহার ওজন প্রকৌশল কাজে একই ধরা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৬৩. বিটুমিন সম্পূর্ণ দ্রবীভূত হয় কিসে? [BPSC DM 2019]
ক) Tarpene
খ) Spirit
গ) Water
ঘ) Alcohol/CS2
উত্তর: ঘ) Alcohol (বা কার্বন ডাই সালফাইড)
ব্যাখ্যা: বিটুমিন একটি জৈব রাসায়নিক যৌগ যা সিএস২ বা স্পিরিটে সম্পূর্ণ দ্রবীভূত হয়।
অতিরিক্ত তথ্যঃ
a. এটি পেট্রোলিয়ামের উপজাত।
b. এটি পানি নিরোধক হিসেবে রাস্তার কাজে লাগে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৬৪. ভবনের ছাদে পানি চুইয়ানো বন্ধের জন্য ও তাপ প্রতিরোধক হিসেবে কোনটি ব্যবহৃত হয়? [BPSC DM 2019]
ক) সিমেন্ট কংক্রিট
খ) বিটুমিনাস কংক্রিট
গ) লাইম কংক্রিট
ঘ) কোনটিই নয়
উত্তর: গ) লাইম কংক্রিট
ব্যাখ্যা: চুন ও সুরকির জলছাদ বা লাইম কংক্রিট তাপ ও পানি নিরোধক হিসেবে কাজ করে।
অতিরিক্ত তথ্যঃ
a. এটি বর্তমানেও অনেক সরকারি ভবনে ব্যবহৃত হয়।
b. এটি পরিবেশবান্ধব।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৬৫. পানির মধ্যে নির্মাণ এলাকা শুষ্ক রাখার জন্য কোনটি ব্যবহৃত হয়? [BPSC DM 2019]
ক) পাইল
খ) ওয়েল
গ) কেইসন
ঘ) কফার ড্যাম
উত্তর: ঘ) কফার ড্যাম
ব্যাখ্যা: নদী বা বিলের মাঝে পাইলিংয়ের কাজ করতে এলাকাটি ঘিরে পানিমুক্ত রাখার কাঠামো।
অতিরিক্ত তথ্যঃ
a. এটি একটি অস্থায়ী বাঁধ।
b. কাজ শেষ হলে এটি অপসারণ করা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৬৬. ১ বর্গমিটার জায়গায় হেরিং-বোন বন্ড (HBB) করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা কত? [BPSC DM 2019]
ক) ৩১টি
খ) ৫২টি
গ) ৪২টি
ঘ) ৬২টি
উত্তর: খ) ৫২টি
ব্যাখ্যা: প্রমিত সাইজের ইট দিয়ে ১ বর্গমিটার জায়গায় এইচবিবি করতে ৫২টি ইট লাগে।
অতিরিক্ত তথ্যঃ
a. ফ্ল্যাট সোলিং-এ ৩২টি ইট লাগে।
b. ইটের সাইজ ৯.৫" × ৪.৫" × ২.৭৫"।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৬৭. একটি Highway road-এর maximum super elevation কত? [BPSC DM 2019]
ক) 6.7%
খ) 7.5%
গ) 10%
ঘ) 12.5%
উত্তর: খ) 7.5%
ব্যাখ্যা: সমতল এলাকার হাইওয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সুপার এলিভেশন ৭.৫% বা ০.০৭৫ ধরা হয়।
অতিরিক্ত তথ্যঃ
a. এটি যানবাহনকে ছিটকে পড়া থেকে বাঁচায়।
b. পাহাড়ী রাস্তায় এটি ১০% হতে পারে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৬৮. ১ কেজি বালির FM=২.০ এবং ৫০০ গ্রাম বালির FM=২.৬; মিশ্রিত করলে মিশ্রণের FM কত? [BPSC DM 2019]
ক) 2.7
খ) 2.2
গ) 2.8
ঘ) 2.5
উত্তর: খ) 2.2
ব্যাখ্যা: Weighted average পদ্ধতিতে মিশ্রণের FM হয় ২.২।
অতিরিক্ত তথ্যঃ
a. FM হলো সূক্ষ্মতা পরিমাপের একক।
b. এটি চালুনির মাধ্যমে নির্ণয় করা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৬৯. গাঁথনিতে ব্যবহারের পূর্বে ইটকে পানিতে ভিজানো হয় কেন? [BPSC DM 2019]
ক) পরিষ্কার করার জন্য
খ) ঠান্ডা করার জন্য
গ) ইট যাতে মশলার পানি শোষণ করতে না পারে
ঘ) কোনটিই নয়
উত্তর: গ) ইট যাতে মশলার পানি শোষণ করতে না পারে
ব্যাখ্যা: শুকনো ইট মশলার পানি শুষে নিলে গাঁথনির বন্ডিং দুর্বল হয়ে পড়ে।
অতিরিক্ত তথ্যঃ
a. এটি অন্তত ২৪ ঘণ্টা ভেজানো উচিত।
b. ইট ২০% এর বেশি পানি শুষবে না।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৭০. PWD অনুসারে হাতে তৈরি ইটের স্ট্যান্ডার্ড সাইজ কত? [BPSC DM 2019]
ক) 10" x 5" x 3"
খ) 9" x 4" x 2.5"
গ) 9.5" x 4.5" x 2.75"
ঘ) 10" x 5" x 4"
উত্তর: গ) 9.5" x 4.5" x 2.75"
ব্যাখ্যা: গণপূর্ত বিভাগ অনুসারে বাংলাদেশে হাতে তৈরি ইটের প্রমিত সাইজ ৯.৫" × ৪.৫" × ২.৭৫"।
অতিরিক্ত তথ্যঃ
a. মশলাসহ সাইজ ১০" × ৫" × ৩"।
b. ব্রিটিশ স্ট্যান্ডার্ড ৯" × ৪.৫" × ৩"।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৭১. Percentage of elongation দ্বারা কোন গুণটি নির্দেশ করে? [BPSC DM 2019]
ক) Ductility
খ) Plasticity
গ) Resilience
ঘ) Elasticity
উত্তর: ক) Ductility
ব্যাখ্যা: টান পরীক্ষায় ছিঁড়ে যাওয়ার আগে বস্তু যতটুকু প্রসারিত হয় তাকে ডাকটিলিটি বলে।
অতিরিক্ত তথ্যঃ
a. এটি নমনীয়তা নির্দেশ করে।
b. মাইল্ড স্টিল একটি উচ্চ ডাকটাইল পদার্থ।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৭২. SI পদ্ধতিতে ওজনের একক কোনটি? [BPSC DM 2019]
ক) নিউটন
খ) কেজি
গ) পাউন্ড
ঘ) প্যাস্কেল
উত্তর: ক) নিউটন
ব্যাখ্যা: ওজন হলো একটি আকর্ষণ বল, তাই এসআই পদ্ধতিতে এর একক নিউটন।
অতিরিক্ত তথ্যঃ
a. কেজি ভরের একক।
b. ওজনের দিক পৃথিবীর কেন্দ্রের দিকে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৭৩. একটি ষড়ভুজের অভ্যন্তরীণ কোণের সমষ্টি কত? [BPSC DM 2019]
ক) ৩৬০°
খ) ৯২০°
গ) ১৩৬০°
ঘ) ৭২০°
উত্তর: ঘ) ৭২০°
ব্যাখ্যা: বহুভুজের কোণের সমষ্টির সূত্র = (n-2) × ১৮০°। ষড়ভুজের ক্ষেত্রে এটি ৭২০°।
অতিরিক্ত তথ্যঃ
a. সুষম ষড়ভুজের প্রতিটি কোণ ১২০°।
b. চতুর্ভুজের চার কোণের সমষ্টি ৩৬০°।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৭৪. কাঠের সিজনিং করার মূল কারণ কোনটি? [BPSC DM 2019]
ক) Increasing Strength
খ) Balancing Moisture
গ) Decreasing Moisture
ঘ) Balancing Strength
উত্তর: গ) Decreasing Moisture
ব্যাখ্যা: কাঠ থেকে অতিরিক্ত জলীয় অংশ বের করে শুকানোর পদ্ধতিকে সিজনিং বলে।
অতিরিক্ত তথ্যঃ
a. এটি স্থায়িত্ব ও শক্তি বৃদ্ধি করে।
b. কৃত্রিম ও প্রাকৃতিক উপায়ে এটি করা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৭৫. RCC footing-এর নিচে ন্যূনতম ক্লিয়ার কভার কত রাখতে হয়? [BPSC DM 2019]
ক) 4 cm
খ) 5 cm
গ) 6 cm
ঘ) 7.5 cm
উত্তর: ঘ) 7.5 cm
ব্যাখ্যা: মাটির সংস্পর্শে থাকা রডকে লোনা ও মরিচা থেকে বাঁচাতে সাধারণত ৩ ইঞ্চি বা ৭.৫ সেমি কভার লাগে।
অতিরিক্ত তথ্যঃ
a. বিমের কভার সাধারণত ৪০ মিমি।
b. ছাদের কভার ২০ মিমি।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৭৬. ইটের উপাদানে সিলিকার পরিমাণ কত? [BPSC DM 2019]
ক) 45%
খ) 30%
গ) 60%
ঘ) 55%
উত্তর: গ) 60%
ব্যাখ্যা: ইটের মাটিতে সিলিকার পরিমাণ সাধারণত ৫০% থেকে ৬০% থাকে।
অতিরিক্ত তথ্যঃ
a. অ্যালুমিনা থাকে ২০-৩০%।
b. সিলিকা ইটকে সঙ্কুচিত হতে বাধা দেয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৭৭. Isometric projection-এ বেস লাইনের সাথে কত ডিগ্রি কোণ অঙ্কন করা হয়? [BPSC DM 2019]
ক) ৬০°
খ) ৪৫°
গ) ১৮০°
ঘ) ৩০°
উত্তর: ঘ) ৩০°
ব্যাখ্যা: আইসোমেট্রিক আঁকার সময় আনুভূমিক রেখার সাথে উভয় দিকে ৩০° কোণে অক্ষ আঁকা হয়।
অতিরিক্ত তথ্যঃ
a. অক্ষগুলোর মধ্যবর্তী কোণ ১২০°।
b. এটি ৩ডি ভিউ দেখায়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৭৮. নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান নয়? [BPSC DM 2019]
ক) Fly ash
খ) Di-Calcium Silicate
গ) Tri-Calcium Silicate
ঘ) Tri-Calcium Aluminate
উত্তর: ক) Fly ash
ব্যাখ্যা: ফ্লাই অ্যাশ সিমেন্টের একটি এডমিকশ্চার বা উপজাত, এটি বোগস যৌগ নয়।
অতিরিক্ত তথ্যঃ
a. C3S দ্রুত শক্তির জন্য দায়ী।
b. জিপসাম জমার সময় নিয়ন্ত্রণ করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৭৯. সাধারণভাবে স্থাপিত বিমের কেন্দ্রে W পয়েন্ট লোড থাকলে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট কত? [BPSC DM 2019]
ক) WL
খ) WL/2
গ) WL/4
ঘ) WL/8
উত্তর: গ) WL/4
ব্যাখ্যা: সিম্পলি সাপোর্টেড বিমের কেন্দ্রে লোড থাকলে মোমেন্ট WL/4।
অতিরিক্ত তথ্যঃ
a. ইউডিএল থাকলে মোমেন্ট wL²/8।
b. এটি বিমের ঠিক মাঝখানে উৎপন্ন হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৮০. একটি বাঁধের উচ্চতা ২ মি., উপরি প্রস্থ ১৬ মি. এবং ঢাল ১:২ হলে নিচের প্রস্থ কত? [BPSC DM 2019]
ক) ২০ মি.
খ) ২৪ মি.
গ) ১২ মি.
ঘ) ৮ মি.
উত্তর: ক) ২০ মি.
ব্যাখ্যা: ট্রাপিজয়ডাল সেকশন সূত্র অনুযায়ী নিচের প্রস্থ ২০ মি. হয় (হরিজন্টাল অফসেট ৪ মি. ধরে)।
অতিরিক্ত তথ্যঃ
a. ঢাল ১:২ মানে ১ মিটার উঁচুর জন্য ২ মিটার সমতল।
b. বাঁধের স্ট্যাবিলিটির জন্য ঢাল গুরুত্বপূর্ণ।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৮১. যে দেয়াল মাটির Lateral pressure বহন করে তাকে কী বলে? [BPSC DM 2019]
ক) Boundary wall
খ) Vertical wall
গ) Shear wall
ঘ) Retaining wall
উত্তর: ঘ) Retaining wall
ব্যাখ্যা: পাহাড়ী রাস্তা বা বেজমেন্টে মাটির পার্শ্বচাপ প্রতিরোধ করতে রিটেইনিং ওয়াল তৈরি হয়।
অতিরিক্ত তথ্যঃ
a. সিয়ার ওয়াল ভূমিকম্পের সময় কাজে লাগে।
b. এটি আরসিসি বা ইটের হতে পারে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৮২. একটি Optical Square-এর দুটি আয়নার মধ্যবর্তী কোণ কত? [BPSC DM 2019]
ক) ৪০°
খ) ৯০°
গ) ১৮০°
ঘ) ৪৫°
উত্তর: ঘ) ৪৫°
ব্যাখ্যা: অপটিক্যাল স্কয়ারে দুটি দর্পণ ৪৫° কোণে বসানো থাকে যাতে প্রতিফলন ৯০° হয়।
অতিরিক্ত তথ্যঃ
a. এটি অফসেট নিতে ব্যবহৃত হয়।
b. এটি ছোট সার্ভে কাজে লাগে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৮৩. পানযোগ্য পানির pH কত হওয়া উচিত? [BPSC DM 2019]
ক) 7 to 8
খ) 5 to 9
গ) 6.5 to 8.5
ঘ) 8 to 12
উত্তর: গ) 6.5 to 8.5
ব্যাখ্যা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশের মান অনুযায়ী এটি ৬.৫ থেকে ৮.৫।
অতিরিক্ত তথ্যঃ
a. বিশুদ্ধ পানির পিএইচ ৭।
b. অম্লীয় পানির পিএইচ ৭ এর নিচে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৮৪. একটি Circular Beam-এর ব্যাস 'D' হলে সেকশন মডুলাস (Z) কত? [BPSC DM 2019]
ক) πD³/64
খ) πD³/32
গ) πD³/16
ঘ) πD³/12
উত্তর: খ) πD³/32
ব্যাখ্যা: Z = I/y সূত্র ব্যবহার করে এটি নির্ণয় করা হয়।
অতিরিক্ত তথ্যঃ
a. আয়তাকার সেকশন মডুলাস bd²/6।
b. এটি বিমের ধারণক্ষমতা নির্দেশ করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৮৫. ৬N ও ৮N এর দুটি বল পরস্পর ৯০° কোণে কাজ করলে লব্ধি কত? [BPSC DM 2019]
ক) 7N
খ) 9N
গ) 10N
ঘ) 11N
উত্তর: গ) 10N
ব্যাখ্যা: পিথাগোরাসের সূত্র বা লব্ধির সূত্রানুযায়ী R = √(৬² + ৮²) = ১০N।
অতিরিক্ত তথ্যঃ
a. ৯০° থাকলে cosθ শূন্য হয়।
b. এটি বলবিদ্যার মৌলিক গাণিতিক সমস্যা।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৮৬. বদ্ধ কন্টুর রেখার মান যদি বাইরের দিকে বাড়তে থাকে তবে তা কী নির্দেশ করে? [BPSC DM 2019]
ক) উঁচু-নিচু
খ) পাহাড় বা টিলা
গ) সমতল
ঘ) পুকুর বা জলাশয়
উত্তর: ঘ) পুকুর বা জলাশয়
ব্যাখ্যা: কন্টুর মান বাইরের দিকে বাড়লে ভেতরে গভীরতা বা গর্ত (পুকুর) বোঝায়।
অতিরিক্ত তথ্যঃ
a. ভেতরের দিকে বেশি হলে পাহাড় বোঝায়।
b. এটি কন্টুর ম্যাপের একটি বৈশিষ্ট্য।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৮৭. ট্রানজিট থিওডোলাইট কত ডিগ্রি পর্যন্ত কোণ পরিমাপ করতে পারে? [BPSC DM 2019]
ক) ৩৬০°
খ) ৯০°
গ) ১৮০°
ঘ) ২৭০°
উত্তর: ক) ৩৬০°
ব্যাখ্যা: ট্রানজিট থিওডোলাইটের টেলিস্কোপ আনুভূমিক অক্ষের চারদিকে ৩৬০° ঘুরতে পারে।
অতিরিক্ত তথ্যঃ
a. এটি আনুভূমিক ও উলম্ব কোণ মাপে।
b. এটি একটি নিখুঁত যন্ত্র।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৮৮. চ্যানেলের মধ্য দিয়ে প্রবাহের গতিবেগ (Velocity) কোন যন্ত্র দিয়ে মাপা হয়? [BPSC DM 2019]
ক) Voltmeter
খ) Manometer
গ) Current meter
ঘ) All of these
উত্তর: গ) Current meter
ব্যাখ্যা: কারেন্ট মিটার দিয়ে খোলা চ্যানেলের পানির গতিবেগ মাপা হয়।
অতিরিক্ত তথ্যঃ
a. ম্যানোমিটার দিয়ে চাপ মাপা হয়।
b. ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ মাপা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৮৯. কোন সার্ভে কাজে ফিল্ড ওয়ার্ক ও প্লটিং একসাথে করা হয়? [BPSC DM 2019]
ক) Compass Surveying
খ) Levelling
গ) Plane Table Surveying
ঘ) Chain Surveying
উত্তর: গ) Plane Table Surveying
ব্যাখ্যা: প্লেন টেবিল সার্ভেতে মাঠেই নকশা বা ম্যাপ তৈরি করা হয়।
অতিরিক্ত তথ্যঃ
a. এটি খুব দ্রুত সম্পন্ন হয়।
b. এতে ভুল সংশোধনের সুযোগ কম।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৯০. এক ঘনমিটার RCC-এর ওজন কত? [BPSC DM 2019]
ক) ২০০০ কেজি
খ) ২২০০ কেজি
গ) ২৪০০ কেজি
ঘ) ২৫০০ কেজি
উত্তর: ঘ) ২৫০০ কেজি
ব্যাখ্যা: রিইনফোর্সমেন্ট বা রড ব্যবহারের ফলে RCC-এর একক ওজন ২৫০০ কেজি/ঘনমিটার ধরা হয়।
অতিরিক্ত তথ্যঃ
a. প্লেন কংক্রিট ২৪০০ কেজি।
b. ১ ঘনফুট আরসিসি ১৫০ পাউন্ড।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৯১. বিমের যে পয়েন্টে বেন্ডিং মোমেন্ট চিহ্ন পরিবর্তন করে তাকে কী বলে? [BPSC DM 2019]
ক) Neutral point
খ) Dangerous point
গ) Inflection point
ঘ) Inert point
উত্তর: গ) Inflection point
ব্যাখ্যা: একে Point of Contraflexure-ও বলা হয়, যেখানে মোমেন্ট শূন্য হয়।
অতিরিক্ত তথ্যঃ
a. এটি বিমের বক্রতা পরিবর্তনের বিন্দু।
b. এটি ওভারহ্যাংগিং বিমে দেখা যায়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৯২. বৃত্তাকার কলামে কমপক্ষে কয়টি রড ব্যবহার করতে হয়? [BPSC DM 2019]
ক) ৪টি
খ) ৫টি
গ) ৬টি
ঘ) ৮টি
উত্তর: গ) ৬টি
ব্যাখ্যা: ডিজাইন কোড অনুযায়ী সার্কুলার কলামে কমপক্ষে ৬টি লম্বালম্বি রড থাকতে হয়।
অতিরিক্ত তথ্যঃ
a. চারকোণা কলামে কমপক্ষে ৪টি রড লাগে।
b. রডের ন্যূনতম ব্যাস ১২ মিমি।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৯৩. SPT test-এ হ্যামারের ওজন কত? [BPSC DM 2019]
ক) 62 kg
খ) 62.5 kg
গ) 63.5 kg
ঘ) 64 kg
উত্তর: গ) 63.5 kg (বা ১৪০ পাউন্ড)
ব্যাখ্যা: এসপিটি টেস্টে ৬৩.৫ কেজি ওজনের হ্যামার ব্যবহার করা হয়।
অতিরিক্ত তথ্যঃ
a. এটি ৩০ ইঞ্চি উঁচু থেকে ফেলা হয়।
b. এটি মাটির ভারবহন ক্ষমতা নির্ণয়ে লাগে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৯৪. নিচের কোন উপাদানটি কাঁচের স্বচ্ছতা বৃদ্ধি করে? [BPSC DM 2019]
ক) Silica
খ) Magnesium
গ) Sodium
ঘ) Alumina
উত্তর: ক) Silica
ব্যাখ্যা: সিলিকা বা বালি কাঁচের প্রধান উপাদান যা স্বচ্ছতা প্রদান করে।
অতিরিক্ত তথ্যঃ
a. কাঁচ একটি অতি-শীতলীকৃত তরল।
b. সিলিকা কাঁচের স্থায়িত্ব বাড়ায়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৯৫. উষ্ণতার জন্য দায়ী প্রধান গ্যাস কোনটি? [BPSC DM 2019]
ক) মিথেন
খ) কার্বন ডাই-অক্সাইড
গ) নাইট্রোজেন
ঘ) ওজোন
উত্তর: খ) কার্বন ডাই-অক্সাইড
ব্যাখ্যা: CO2 বায়ুমণ্ডলের তাপ শোষণ করে গ্রিনহাউজ ইফেক্ট সৃষ্টি করে।
অতিরিক্ত তথ্যঃ
a. এটি গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ।
b. জীবাশ্ম জ্বালানি দহনে এটি বৃদ্ধি পায়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৯৬. ভবনের দেয়ালে শব্দ শোষক হিসেবে কোনটি ব্যবহৃত হয়? [BPSC DM 2019]
ক) উড পার্টিক্যাল বোর্ড
খ) আস্তর করা ইটের দেয়াল
গ) নিচ্ছিদ্র দেয়াল
ঘ) RCC দেয়াল
উত্তর: ক) উড পার্টিক্যাল বোর্ড
ব্যাখ্যা: ছিদ্রযুক্ত বোর্ড শব্দ তরঙ্গ শোষণ করতে পারে, তাই শব্দ শোষক হিসেবে ব্যবহৃত হয়।
অতিরিক্ত তথ্যঃ
a. অডিটোরিয়ামে এটি বেশি লাগে।
b. একে একোস্টিক বোর্ডও বলে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৯৭. চেইন সার্ভেতে এলাকাকে সাধারণত কোন আকারে ভাগ করা হয়? [BPSC DM 2019]
ক) Rectangles
খ) Squares
গ) Triangles
ঘ) Parallelograms
উত্তর: গ) Triangles
ব্যাখ্যা: চেইন সার্ভের মূল নীতি হলো এলাকাকে ত্রিভুজে ভাগ করা (ট্রায়াঙ্গুলেশন)।
অতিরিক্ত তথ্যঃ
a. ত্রিভুজগুলো সুগঠিত হওয়া উচিত।
b. এটি ছোট সমতল এলাকার জন্য উপযোগী।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৯৮. এক ঘনমিটার ইটের গাঁথনিতে মশলাসহ কয়টি ইট লাগে? [BPSC DM 2019]
ক) ৫০০
খ) ৪০০
গ) ৪৫০
ঘ) ৩৫০
উত্তর: ক) ৫০০
ব্যাখ্যা: প্রমিত ইটের সাইজ ও মশলার পুরুত্ব অনুযায়ী ১ ঘনমিটারে ৫০০টি ইট লাগে।
অতিরিক্ত তথ্যঃ
a. ১ ঘনফুট গাঁথনিতে ১২টি ইট লাগে।
b. মশলার পরিমাণ প্রায় ৩৫%।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৯৯. মাটির Settlement জানার জন্য কোন পরীক্ষা করা হয়? [BPSC DM 2019]
ক) Direct Shear
খ) Consolidation
গ) Tri-axial
ঘ) Hydrometer
উত্তর: খ) Consolidation
ব্যাখ্যা: কনসোলিডেশন টেস্ট দিয়ে মাটি কতটুকু বসে যেতে পারে তা জানা যায়।
অতিরিক্ত তথ্যঃ
a. এটি মাটির স্থায়িত্ব নির্ণয়ে লাগে।
b. এটি ধীর গতির প্রক্রিয়া।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
১০০. আলোর চেয়ে শব্দের বেগ— [BPSC DM 2019]
ক) কম
খ) বেশি
গ) সমান
ঘ) কোনোটিই নয়
উত্তর: ক) কম
ব্যাখ্যা: আলোর বেগ ৩ লক্ষ কিমি/সেকেন্ড, যেখানে শব্দের বেগ মাত্র ৩৪৩ মি/সেকেন্ড।
অতিরিক্ত তথ্যঃ
a. বজ্রপাতের সময় আলো আগে দেখা যায়।
b. শব্দ কঠিন মাধ্যমে দ্রুত চলে।
|
রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই ও English For Exam ইংরেজি বই সহকারি/উপ-সহকারি প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য এই বই দুইটি বর্তমান খুবই খুবই ভালো বই, যাদের কাছে এই বই গুলো নেই তারা সংগ্রহ করে পড়াশোনা করুন। বই দুইটি অনলাইনে বা কুরিয়ারে নিতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন। |
রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই ও English For Exam ইংরেজি বই
সহকারি/উপ-সহকারি প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য এই বই দুইটি বর্তমান খুবই খুবই ভালো বই, যাদের কাছে এই বই গুলো নেই তারা সংগ্রহ করে পড়াশোনা করুন। বিগত সালের সব প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া আছে।
বই দুইটি অনলাইনে বা কুরিয়ারে নিতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন।
এই দুইটি বই যে যে লাইব্রেরীতে পাবেনঃ
১। জামালপুর লাইব্রেরী, নীলক্ষেত ঢাকা। ফোনঃ 01948718700
২। নিউ শিক্ষা বিতান, নীলক্ষেত ঢাকা। ফোনঃ 01305693338
৩। ছাত্রবন্ধু লাইব্রেরী, DPI তেজগাঁও, ঢাকা। ফোনঃ 01918347715
৪। নিউ জামালপুর লাইব্রেরী, ডুয়েট গেট। ফোনঃ 01621551614
৫। ডায়নামিক বুক হাউস, ডুয়েট গেট। ফোনঃ 01790624972
৬। ঢাকা বুক হাউস, ডুয়েট গেট। ফোনঃ 01819103043
৭। ডুয়েট বই ঘর, ডুয়েট গেট। ফোনঃ 01819365103
৮। মাহাফুজ্জাই পুস্তাকালয়, প্রেসক্লাব লাইব্রেরী, রংপুর। ফোনঃ 01854772760
৯। গ্রীন লাইব্রেরী, দিনাজপুর। ফোনঃ 01710339966
১০। টেকনিক্যাল বুক হাউস, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। ফোনঃ 01911190021
১১। মুক্তা লাইব্রেরী, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া । ফোনঃ 01827447700
১২। মুন লাইব্রেরী, ময়মনসিংহ । ফোনঃ 01711788764
[অনলাইনে নতুন ব্যাচ শুরু হচ্ছে, এই ব্যচে জয়েন করতে 01792129022 whatsapp নাম্বারে মেসেজ দিন (সব ডিপার্টপমেন্ট)]