EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
181. পৃথিবীর প্রথম হিমায়কের নাম কী?
ট্রাইক্লোরা মনোয়েরগরা মিথেন
ইথার
ড্রাইক্লোরো ডাইক্লোরো মিথেন
মনোক্লোরো ভাইব্লেগরো মিথেন
182. কোনো হিমায়ন যন্ত্রে রেফ্রিজারেটিং ইফেক্ট এবং প্রয়োগকৃত কাজের অনুপাতকে কী বলে?
কো-ইফিসিয়েন্ট অব পারফরমেন্স অব রেফ্রিজারেশন
কো-ইফিসিয়েন্ট অব পারফরমেন্স অব হিট পাম্প
কো-ইফিসিয়েন্ট অব পারফরমেন্স
রেফ্রিজারেশন দক্ষতা
ব্যাখ্যা: Coefficient of performance (COP): It is defined as the ratio of heat aburacted or absorbed (refrigerating effect from the system to the work done on the system. COP=RE/W Relative Coefficient of performance It is the runo of acnaal and theoretical coefficient of performance. Energy Performance Ratio (EER): is the ratio of outpout cooling energy (in BTU) to electrical omput energy in Watt-hour) Efficiency is the energy output, divided by the energy input
183. এয়ারকন্ডিশনিং পদ্ধতিতে হিমায়ন ইউনিটের অভ্যন্তরের বায়ু, বাষ্প, ধূলিকণা ও জলীয়কণা ইত্যাদি সিস্টেম থেকে বের করাকে কী বলে?
পার্জিং
ইভাকুয়েশন
চার্জিং
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিস্টেম ভ্যাকুয়াম করার পরও সিস্টেমে কিছু পরিমাণ অপদ্রব্য যেমন- বাতাস, তেল কণা ও বর্জ্য পদার্থ থেকে যেতে পারে। এগুলো সিস্টেমের জন্য ক্ষতিকর। তাই অ্যাকুয়াম শেষে ইউনিটে সামান্য পরিমাণ হিমায়ক চার্জ করে তাকে পুনরায় বের করার ব্যবস্থা করা হয়। ফলে এ হিমারকের সাথে অপদ্রব্য বের হয়ে আসে। একেই পার্জিং বলে। অর্থাৎ, যে পদ্ধতিতে ভ্যাকুয়াম শেষে ইউনিটের মধ্যস্থিত অপদ্রব্য ইউনিটের হিমায়কের সাহায্যে বের করে দেয়া হয়, তাকে শার্জিং বলে। আবার চার্জ করার সময় হোজ। পাইপে হিমায়ক ছেড়ে দিয়ে এর সাথে পাইপের বাতাস কের করার প্রণালিকেও পার্জিং বলে।
184. এক ফ্লুয়িড থেকে অন্য ফ্লুয়িডে তাপের প্রবাহে যে ডিভাইস ব্যবহৃত হয়, তাকে হিট এক্সচেঞ্জার বলে-
সঠিক
মিথ্যা
উভয়
কোনটি নয়
185. সিস্টেমে হিমায়কের সাথে হিমায়ন তেল সংযোজনের পদ্ধতিকে কী বলে?
পার্জিং
অয়েল এডিং
চার্জিং
কোনোটিই নয়
186. বাতাস থেকে কন্ডেন্সেশন (Condensation)-এর জন্য 0.0% এটির আপেক্ষিক আর্দ্রতা কত হতে হবে?
-86.6°C
-157.7°C
-107.7°C
-95.2°C
187. ভেলার কম্প্রেশন সিস্টেমে অ্যামোনিয়াকে কম্প্রেসড করার পরে তাপমাত্রা কত হয়?
20° থেকে 50°C
70° থেকে 110° C
58° থেকে 201° C
50° থেকে 70°C
188. ইভাপোরেটিভ কন্ডেলার ঠান্ডা করা হয় কী দ্বারা?
পানির দ্বারা
পানি ও বাতাস দ্বারা
পানি ও কৃত্রিম প্রবাহ দ্বারা
কোনোটিই নয়
189. টাইমারের কাজ কোনটি?
ভোল্টেজ নিয়ন্ত্রণ করা
তাপমাত্রা নিয়ন্ত্রণ করা
কারেন্ট নিয়ন্ত্রণ করা
সবগুলো
ব্যাখ্যা: টাইম অর্থ সময়। সময় দ্বারা নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় সুইচকে টাইমার বলে। টাইমারের কাজগুলো নিম্নরূপ- (ক) তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, (খ) বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করা, (গ) ভেন্টিলেশন নিয়ন্ত্রণ করা, (ঘ) এজিটেটর নিয়ন্ত্রণ করা,
190. এক ইউনিট সমান কত কিলোক্যালরি?
৮৫০ কিলোক্যালরি
৮৪০ কিলোক্যালরি
৮৬০ কিলোক্যালরি
৮৭০ কিলোক্যালরি
191. হিট এক্সচেঞ্জার কোথায় ব্যবহৃত হয়ে?
অটোমোবাইলের রেডিয়েটরে
স্টিম প্লান্টের কন্ডেন্সার ও বয়লারে
এয়ারকন্ডিশনারের কন্ডেন্সার ও ইভাপোরেটরে
উপরের সব কয়টিতেই
194. একটি হিট এক্সচেঞ্জারের সাইজ কীসের উপর নির্ভরশীল-
তাপমাত্রার পার্থক্য
প্রয়োজনীয় তাপ স্থানান্ত্রর
প্রেসার ড্রপ
সবগুলো
197. অ্যামোনিয়া গ্যাসের স্ফুটনাঙ্ক কত?
28°F
40°F
35°F
25°F
ব্যাখ্যা: হিমায়কের ভুন্টনায় বায়ুমণ্ডলীয় চাপের উর্ধ্বে হওয়া উচিত। হিমায়কের সুপ্ত তাপ গ্রহণ এবং বর্জনের ক্ষমতা বেশি হওয়া উচিত।
198. একটি এয়ার প্রিহিটার স্থাপন করা হয় কোথায়?
before the economizer
before the superheater
between the economizer and chimney
none of these
199. হিমায়ন পদ্ধতিতে তরল হিমায়ক পরিষ্কার ও জলীয় কণাযুক্ত করার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয়, তাকে কী বলে?
রিসিভার
ফিউজিবল স্লাগ
ড্রায়ার
সাইট গ্লাস
200. রেফ্রিজারেটরের কো-ইফিসিয়েন্ট অব পারফরমেন্স কীভাবে পরিমাপ করা হয়?
বস্তু হতে নিষ্কাশিত তাপ/প্রয়োগকৃত কাজ
বস্তুর হ্রাসকৃত তাপমাত্রা/প্রয়োগকৃত কাজ
বস্তু হতে নিষ্কাশিত তাপ/প্রয়োগকৃত বল
কোনোটিই নয়
ব্যাখ্যা: COP হচ্ছে Co-efficient of Performance- বেফ্রিজারেটরের রেফ্রিজারেটিং ইফেক্ট এবং Compirnisur work-এর অনুপাতকেই COP বলে।