MCQ
181. হিমায়ন পদ্ধতিতে তরল হিমায়ক পরিষ্কার ও জলীয় কণাযুক্ত করার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয়, তাকে কী বলে?
রিসিভার
ফিউজিবল স্লাগ
ড্রায়ার
সাইট গ্লাস
182. টাইমারের কাজ কোনটি?
ভোল্টেজ নিয়ন্ত্রণ করা
তাপমাত্রা নিয়ন্ত্রণ করা
কারেন্ট নিয়ন্ত্রণ করা
সবগুলো
183. হিমায়ক R-134a-এর রাসায়নিক সংকেত কোনটি?
CF3CH2F
C3H8
CHCI2CF
CHCI3CF3
184. বাতাস থেকে কন্ডেন্সেশন (Condensation)-এর জন্য 0.0% এটির আপেক্ষিক আর্দ্রতা কত হতে হবে?
-86.6°C
-157.7°C
-107.7°C
-95.2°C
185. অ্যামোনিয়া গ্যাসের স্ফুটনাঙ্ক কত?
28°F
40°F
35°F
25°F
186. কোনটি তুলনামূলক পুরাতন হিমায়ক?
R-600a
R-12
HCFC-123
R-134a
187. এয়ারকন্ডিশনিং পদ্ধতিতে হিমায়ন ইউনিটের অভ্যন্তরের বায়ু, বাষ্প, ধূলিকণা ও জলীয়কণা ইত্যাদি সিস্টেম থেকে বের করাকে কী বলে?
পার্জিং
ইভাকুয়েশন
চার্জিং
কোনোটিই নয়
188. হিট এক্সচেঞ্জার কোথায় ব্যবহৃত হয়ে?
অটোমোবাইলের রেডিয়েটরে
স্টিম প্লান্টের কন্ডেন্সার ও বয়লারে
এয়ারকন্ডিশনারের কন্ডেন্সার ও ইভাপোরেটরে
উপরের সব কয়টিতেই
189. ইভাপোরেটিভ কন্ডেলার ঠান্ডা করা হয় কী দ্বারা?
পানির দ্বারা
পানি ও বাতাস দ্বারা
পানি ও কৃত্রিম প্রবাহ দ্বারা
কোনোটিই নয়
190. সিস্টেমে হিমায়কের সাথে হিমায়ন তেল সংযোজনের পদ্ধতিকে কী বলে?
পার্জিং
অয়েল এডিং
চার্জিং
কোনোটিই নয়
191. এক ইউনিট সমান কত কিলোক্যালরি?
৮৫০ কিলোক্যালরি
৮৪০ কিলোক্যালরি
৮৬০ কিলোক্যালরি
৮৭০ কিলোক্যালরি
192. কোনটি রেফ্রিজারেন্ট?
ফ্রেয়ন
আর্কটন
R-22
সবগুলো
193. একটি হিট এক্সচেঞ্জারের সাইজ কীসের উপর নির্ভরশীল-
তাপমাত্রার পার্থক্য
প্রয়োজনীয় তাপ স্থানান্ত্রর
প্রেসার ড্রপ
সবগুলো
194. একটি এয়ার প্রিহিটার স্থাপন করা হয় কোথায়?
before the economizer
before the superheater
between the economizer and chimney
none of these
195. ভেলার কম্প্রেশন সিস্টেমে অ্যামোনিয়াকে কম্প্রেসড করার পরে তাপমাত্রা কত হয়?
20° থেকে 50°C
70° থেকে 110° C
58° থেকে 201° C
50° থেকে 70°C
196. এক ফ্লুয়িড থেকে অন্য ফ্লুয়িডে তাপের প্রবাহে যে ডিভাইস ব্যবহৃত হয়, তাকে হিট এক্সচেঞ্জার বলে-
সঠিক
মিথ্যা
উভয়
কোনটি নয়
197. কোনো হিমায়ন যন্ত্রে রেফ্রিজারেটিং ইফেক্ট এবং প্রয়োগকৃত কাজের অনুপাতকে কী বলে?
কো-ইফিসিয়েন্ট অব পারফরমেন্স অব রেফ্রিজারেশন
কো-ইফিসিয়েন্ট অব পারফরমেন্স অব হিট পাম্প
কো-ইফিসিয়েন্ট অব পারফরমেন্স
রেফ্রিজারেশন দক্ষতা
198. পৃথিবীর প্রথম হিমায়কের নাম কী?
ট্রাইক্লোরা মনোয়েরগরা মিথেন
ইথার
ড্রাইক্লোরো ডাইক্লোরো মিথেন
মনোক্লোরো ভাইব্লেগরো মিথেন
199. রেফ্রিজারেটরের কো-ইফিসিয়েন্ট অব পারফরমেন্স কীভাবে পরিমাপ করা হয়?
বস্তু হতে নিষ্কাশিত তাপ/প্রয়োগকৃত কাজ
বস্তুর হ্রাসকৃত তাপমাত্রা/প্রয়োগকৃত কাজ
বস্তু হতে নিষ্কাশিত তাপ/প্রয়োগকৃত বল
কোনোটিই নয়
200. R-12 এর ফ্রিজিং পয়েন্ট কোনটি?
-86.6°c
-107.7°c
-95.2°c
-157.7°c