Image
MCQ
221. ভেগার কম্প্রেশন সিস্টেমে কন্ডেলার অতিক্রমের ও রেফ্রিজারেন্টের অবস্থা কী হয়?
স্যাচুরেটেড লিকুইড
ওয়েট ভেপার
ড্রাই-স্যাচুরেটেড ভেপার
সুপারহিটেড ভেপার
222. আবাসিক ভেপার কম্প্রেশন রেফ্রিজারেটর-এ সামাদ ব্যবহৃত রেফ্রিজারেন্ট কোনটি?
CO
R-12
অ্যামোনিয়া
সবকটি
223. ভেপার কম্প্রেশন সিস্টেমে সর্বনিম্ন তাপমাত্রা হয় তা-
কম্প্রেশন
কনভেনশন
এক্সপানশন
ইভাপোরেশন
224. একটি রেফ্রিজারেশন সাইকেলে রেফ্রিজারেন্টের প্রবাহ, নিয়ন্ত্রিত হয় কোথায়?
কম্প্রেসরে
ইভাপোরেটরে
কন্ডেন্সারে
এক্সপানশন ভালভে
225. রেফ্রিজারেটরের Cooling coils frost জমা হলে কী ঘটে?
Heat transfer বৃদ্ধি পায়
COP বৃদ্ধি পায়
Power consumption বৃদ্ধি পায়
Power consumption কমায়
226. ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশনের প্রধান যন্ত্রাংশগুলো কী কী?
Compressor, condenser, evaporator and throttle valve
Compressor, evaporator, throttle valve and condenser
Compressor, evaporator, condenser and throttle valve
Compressor, condenser, throttle valve and evaporator
227. একটি ভেপার অ্যাবসর্পশন রেফ্রিজারেশন সিস্টেমে রেফ্রিজারেন্ট হিসেবে কী ব্যবহৃত হয়?
পানি
ফ্রেয়ন
অ্যামোনিয়া
অ্যাকুয়া অ্যামোনিয়া
228. একটি ভেগার কম্প্রেশন সাইকেলে সর্বোচ্চ তাপমাত্রা কখন থাকে?
কম্প্রেশনের পরে
এক্সপানশনের পরে
কন্ডেন্সেশনের পরে
ইভাপোরেশনের পরে
229. কম্প্রেসরের সামর্থ্য সর্বোচ্চ হবে যখন তার গ্রহণ তাপমাত্রা (Intake temperature)-
সর্বোচ্চ হবে
বায়ুমণ্ডলীয় হবে
সর্বনিম্ন হবে
কোনোটিই নয়
230. কম্প্রেসরকে কোন সুইচের মাধ্যমে বন্ধ করা হয়?
লো-প্রেসার কাট-অব সুইচ
হাই-প্রেসার রিলিফ ভালভ
পুশ সুইচ
হাই-প্রেসার কাট-অব সুইচ
231. ইভাপোরেটর কী?
নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রার তরল
নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রার বাষ্প
নিম্নচাপ ও তাপমাত্রার বাম্প
উচ্চ চাপ ও তাপমাত্রার বাষ্প
232. ভেপার কম্প্রেশন সিস্টেমে কন্ডেন্সার অতিক্রমের পূর্বে রেফ্রিজারেন্ট-এর অবস্থা কী হয়?
স্যাচুরেটেড লিকুইড
ড্রাই স্যাচুরেটেড ভেপার
ওয়েট ভেপার
সুপারহিটেড ভেপার
233. রেফ্রিজারেটরের কম্প্রেসরের কাজ কী?
ফ্রেয়নকে ঘনীভূত করা
ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
ফ্রেয়নকে সংকুচিত করে এর চাপ ও তাপমাত্রা বাড়ানো
ফ্রেয়নকে ঠান্ডা করা
234. রেফ্রিজারেশন কোন সাইকেল অনুসারে কাজ করে?
রিভার্স কার্নোর্ট সাইকেলে
কার্নোট সাইকেলে
ওজুল সাইকেলে
এরিসন সাইকেলে
235. রেসিপ্রোকেটিং এয়ার কম্প্রেসর সবচেয়ে ব্যবহার উপযোগী কোথায়?
উচ্চ চাপে বেশি পরিমাণ বাতাসের ক্ষেত্রে
নিম্ন চাপে বেশি পরিমাণ বাতাসের ক্ষেত্রে
নিম্ন চাপে কম পরিমাণ বাতাসের ক্ষেত্রে
উচ্চ চাপে কম পরিমাণ বাতাসের ক্ষেত্রে
236. কোনটি বাষ্প সংকোচন পদ্ধতির উপাংশ?
জেনারেটর
পাম্প
সেপারেটর
কন্ডেন্সার
237. উত্তম রেফ্রিজারেন্টের স্ফুটনাঙ্ক হতে হবে-
কম
মধ্যম
বেশি
কোনোটিই নয়
238. ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমে সর্বনিম্ন তাপমাত্রা হব-
কম্প্রেশনে
কন্ডেন্সেশনে
এক্সপানশনে
ইভাপোরেশনে
239. রেফ্রিজারেশন চক্রে, রেফ্রিজারেন্ট (Refrigerant) হতে বাতাসে তাপ ত্যাগ করা হয় কীসে?
কম্প্রেসর (Compressor)
কন্ডেন্সার (Condenser)
ইভাপোরেটর (Evaporator)
এক্সপানশন ভালভ (Expansion valve)