MCQ
161. রিভার্জড কানোর্ট সাইকেল কার্যকর হিট পাম্পের COP-
T2/T1-T2
T2-T1/T1
T1-T2/T1
T2/T2-T1
162. 1kW সমান কত BTU/hr?
1142.14 BTU/hr
3.56 BTU/hr
3401.36 BTU/hr
353.25 BTU/hr
163. রেফ্রিজারেশন সাইকেলের সোর্স ও সিংকের তাপমাত্রা যথাক্রমে 50°C এবং 100°C হলে, COP কত হবে?
7.46
6.46
2.46
5.5
164. অ্যাবজর্পশন টাইপ রেফ্রিজারেটরে COP সমান-
T1(T2-T3)/T3(T1-T2)
T3(T1-T2)/T1(T2-T3)
T1(T1-T2)/T3(T2-T3)
T3(T2-T3)/T1(T1-T2)
165. প্রতিটন রেফ্রিজারেশন ক্ষমতা কত?
3.5×COP
2 × COP
3.5/COP
COP/3.5
166. সিস্টেমে হিমায়কের সাথে হিমায়ন তেল সংযোজনের পদ্ধতিকে কী বলে?
পার্জিং
অয়েল এডিং
চার্জিং
কোনোটিই নয়
167. এক টন অব রেফ্রিজারেন্ট বলতে কত হিট রিসিভিং সামর্থ্য বুঝায়?
21 kJ/min
210 kJ/min
420 kJ/min
620 kJ/min
168. কোনো রেফ্রিজারেটিং মেশিনের ক্যাপাসিটি ১ টন বললে বুঝায় মেশিনটি ০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ১ টন পানিকে কত সময়ে বরফে পরিণত করতে পারে?
১ ঘন্টায়
১২ ঘণ্টায়
৬ ঘণ্টায়
২৪ ঘণ্টায়
169. TOR-এর পূর্ণরূপ কোনটি?
Torque of Refrigeration
Torque of Refrigerator
Type of Refrigeration
Ton of Refrigeration
170. EATC-এর পূর্ণরূপ কোনটি?
Electronic Automatic Temperature Controller
Electrical Automobile Temperature Control
Electrogenograph Temperature Control
কোনোটিই নয়
171. বাতাস থেকে কন্ডেন্সেশন (Condensation)-এর জন্য 0.0% এটির আপেক্ষিক আর্দ্রতা কত হতে হবে?
-86.6°C
-157.7°C
-107.7°C
-95.2°C
172. একটি রেফ্রিজারেশনের ঠান্ডা করার ক্ষমতা 10kW। রেফ্রিজারেশনের কম্প্রেসরের পাওয়ার ৪kW, তার COP –
2.22
1.25
3
2.5
173. -20°C তাপমাত্রার 93kg বরফকে 0°C তাপমাত্রার বরফে আনতে কী পরিমাণ তাপের প্রয়োজন হবে?
3924.6kJ
39591 kJ
2923.61kJ
3849kJ
174. রেফ্রিজারেশন টন বলতে কী বুঝায়?
144BTU/Ib
12000BTU/hr
2000Ib
1000kg
175. একটি রেফ্রিজারেটরের ইভাপোরেটর প্রতি মিনিটে 20kj তাপ শোষণ করে এবং এর কন্ডেন্সার প্রতি মিনিটে 25kj তাপ পরিত্যাগ করে। রেফ্রিজারেটরটির COP কত হবে?
4.0
1.25
2.25
5.0
176. রিলেটিভ কো-ইফিসিয়েন্ট অব পারফরমেন্স সমান-
তাত্ত্বিক COP/প্রকৃত COP
প্রকৃত COP/তাত্ত্বিক COP
প্রকৃত COP × তাত্ত্বিক COP
কোনোটিই নয়
177. EEP-এর পূর্ণরূপ কোনটি?
Eectrical Energy Portal
Electrical Efficiency Post
Effect Energy Portal
Electical Energy port
178. One ton refrigeration বলতে কোনটি বুঝায়?
50 kcal/min
50 kcal/hr
80 kcal/min
80 kcal/hr
179. একটি রেফ্রিজারেটরের ইভাপোরেটর 20KJ তাপ শোষণ করে এবং 40KJ তাপ ত্যাগ করে। এটির COP কত?
1
2
3
4
180. এসআই এককে টন অব রেফ্রিজারেশনের মান-
3.2kW
3.5kW
3.1kW
3.4LW