2. ছোট ও মাঝারি আকারের ঢালাই বস্তু তৈরিতে কোন স্যান্ড ব্যবহৃত হয়?
ব্যাখ্যা: সাধারণত ভিজা বালিকে বলে। এটি সিলিকা বালির সাথে ১৮ থেকে ৩০% মাটি এবং ৬ থেকে ৮% পানি মিশ্রিত করে তৈরি করা হয়। এটি নরম, হালকা এবং ছিদ্রবিশিষ্ট হয়ে থাকে। সাধারণত সহজ ধরনের এবং ছোট ও মাঝারি আকারের ঢালাই বস্তু তৈরিতে এ স্যান্ড ব্যবহৃত হয়।