EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
341. অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড কোনটি?
গ্লাইসিন (Glycine)
সেরিন (Serine)
সিস্টিন (Cistine)
ভ্যালিন (Valine)
342. কোনটি আলোর প্রাথমিক রং হিসাবে বিবেচনা করা হয় না?
সবুজ
নীল
লাল
হলুদ
343. এন্টিবডি তৈরি করে নিচের কোনটি?
Red blood corpscle
Thrombocyte
B Lymphocyte
Monocyte
344. প্রকৃতিতে মৌলিক বল কয়টি?
২টি
৩টি
৪টি
৫টি
345. গমের মোজাইক ভাইরাস কীভাবে ছড়ায়?
ইদুরের মাধ্যমে
মাইটের মাধ্যমে
বাতাসের মাধ্যমে
পাখির মাধ্যমে
346. Windows অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি সঠিক?
এটি মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম
এটি Open source অপারেটিং সিস্টেম
ক এবং খ উভয়ই সত্য
কোনোটিই সত্য নয়
347. নিচের ধারার শেষ সংখ্যা কত? ৩, ৯, ২৭, ৮১, ....?
২৪১
২৪৩
২৪৫
২৪৭
348. ১৯৭১ সালে 'The Concert for Bangladesh' কোথায় অনুষ্ঠিত হয়?
চট্টগ্রাম
কলকাতা
লন্ডন
নিউইয়র্ক
349. ফোটন শক্তি 'E' এর সমীকরণটি হল-
h/c
hc/
c/h
cha
350. জীববিজ্ঞানে কী ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়?
বায়োইনফরমেটিক্স
বায়োমেট্রিক্স
বায়োকেমিস্ট্রি
কোনোটিই নয়
351. 'সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটির স্থপতি কে?
হামিদুজ্জামান খান
রবিউল হুসাইন
আব্দুর রাজ্জাক
নিতুন কুণ্ড
352. কোথায় শেনজেন (Schengen) চুক্তি স্বাক্ষরিত হয়?
১৯৯৫ সালে ডেনমার্কে
১৯৮৪ সালে বেলজিয়ামে
১৯৮৫ সালে লুক্সেমবার্গে
১৯৯৬ সালে হাঙ্গেরিতে
353. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র?
ধীরে বহে মেঘনা
কলমিলতা
আবার তারো মানুষ হ
হুলিয়া
354. কোন অর্গানেলটি পর্দা দ্বারা আবেষ্টিত থাকে না?
রাইবোসোম
ক্লোরোপ্লাস্ট
মাইটোকন্ড্রিয়া
পারোক্সিসোম
355. ধাতব কার্বোনেটের সাথে এসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়-
লবণ
পানি
কার্বন ডাইঅক্সাইড
সবগুলো
356. ১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত?
২৫
৩০
৩৫
৪৯
357. রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিনটি হল-
Vitamin K
Vitamin A
Vitamin B
Vitamin C
358. প্রাকৃতিক ইউরেনিয়ামে শতকরা কতভাগ 2.38U আইসোটোপ থাকে?
50%
99.3%
0%
69.3%
359. জেমস্ ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করে?
Ultra-violet
Infrared
Visible
X-ray
360. দ্বিপদ নামকরণে দ্বিতীয় নামটি নির্দেশ করে-
প্রজাতি
বর্গ
রাজ্য
শ্রেণি