MCQ
361. 'রঞ্জন' চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের?
বিসর্জন
রক্তকরবী
মুক্তধারা
ডাকঘর
362. "September on the Jessore Road" is written-
Madhusudan Dutt
Allen Ginsberg
Kaisar Hoq
Vikram Seth
363. 'নাম রেখেছি কোমল গান্ধার' কাব্যের রচয়িতা-
রবীন্দ্রনাথ ঠাকুর
বিষ্ণু দে
অমিয় চক্রবর্তী
প্রেমেন্দ্র মিত্র
364. 'ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ'-
কাজী নজরুল ইসলাম
গোলাম মোস্তফা
জসীমউদ্দীন
আব্বাস উদ্দীন আহমদ
365. নিচের কোনটি গ্রীনহাউজ গ্যাস নয়?
জলীয় বাষ্প (H₂O)
কার্বন ডাইঅক্সাইড (CO₂)
মিথেন (CH4)
নাইট্রিক অক্সাইড (NO)
366. মূল্যবোধের উৎস কোনটি?
ধর্ম
সমাজ
নৈতিক চেতনা
রাষ্ট্র
ব্যাখ্যা: Note: মূল্যবোধের উৎস বহুমাত্রিক। মূল্যবোধ গড়ে উঠার পেছনে যেসব বিষয় সহায়ক হিসেবে কাজ করে তা হলো- পরিবার, ধর্ম, সামাজিক রীতিনীতি, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনকানুন, সংবিধান, সংস্কৃতি, আইনের শাসন, সামাজিক প্রতিষ্ঠান ও সামাজিক শিক্ষা ইত্যাদি। মূল্যবোধ একটি বিমূর্ত ও আদর্শিক ধারণা। যা দীর্ঘদিনের আচার-আচরণ, বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির সমন্বয়ে গড়ে ওঠে। মূল্যবোধ হলো মানুষের এমন এক বিশ্বাসবোধ ও মানদণ্ড, যার মাধ্যমে কোনো ঘটনা বা অবস্থার ভালো-মন্দ বিচার করা হয়। এটি মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণের একটি অলিখিত সামাজিক বিধান।।
367. কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে?
জ্যোতিপ্রকাশ দত্ত
রিজিয়া রহমান
শহীদুল জহির
দিলারা হাশেম
368. নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে কী বলে?
শুদ্ধাচার
মানবিকতা
মূল্যবোধ
সফলতা
369. শামসুর রাহমানের রচিত উপন্যাস-
পতঙ্গ পিঞ্জর
প্রেম একটি লাল গোলাপ
রৌদ্র করোটিতে
অদ্ভুত আঁধার এক
370. সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব-
অস্তিত্ববাদ
অভিব্যক্তিবাদ
পরাবাস্তববাদ
দ্বৈতাদ্বৈতবাদ
371. Identify the correctly spelled one.
Caesarian
caesarian
ciserian
scissorian
372. "একুশ মানে মাথা নত না করা"- এই অমর পঙক্তির রচয়িতা-
আবদুল গাফফার চৌধুরী
আবুল ফজল
মুনীর চৌধুরী
সিরাজুল ইসলাম
373. 'পৃথক পালঙ্ক' কাব্যগ্রন্থের কবি-
আল মাহমুদ
রফিক আজাদ
আবুল হাসান
আবুল হোসেন
374. কোন দেশটি সম্প্রতি ইসরাইলের সাথে কুটনতিক সম্পর্ক স্থাপন করেছে?
সৌদিআরব
কুয়েত
সংযুক্ত আরব আমিরাত
ওমান
375. What is the function of a topic sentence?
To introduce the topic
To analyse the topic
To present the main idea
To expand the idea
376. দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদক-
জশুয়া মার্শম্যান
ডেভিড হেয়ার
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মাইকেল মধুসূদন দত্ত
377. জলীয় দ্রবণে PH এর সর্বোচ্চ মান কোনটি?
৭
১০
১৪
২০
378. 'তৈল' প্রবন্ধটি লিখেছেন-
সুকুমার রায়
রমেশচন্দ্র মজুমদার
শিবনারায়ণ রায়
হরপ্রসাদ শাস্ত্রী
379. সুশাসনের মূলভিত্তি--
গণতন্ত্র
আমলাতন্ত্র
আইনের শাসন
মূল্যবোধ
ব্যাখ্যা: ব্যাখ্যা সুশাসন হলো যৌক্তিক এবং দক্ষভাবে শাসন পরিচালনা। সুশাসন আইনের শাসনের ওপর প্রতিষ্ঠিত। এটি রাজনৈতিক ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করে। সুশাসন বিষয়টি একটি বহুমাত্রিক আন্তর্জাতিক ধারণা। সুশাসন প্রক্রিয়া জবাবদিহিতা, স্বচ্ছতা, আইনের শাসন, মানবাধিকার, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, সরকারের দক্ষতা ও সাড়া প্রদানের ক্ষমতার ওপর নির্ভর করে। বিশ্বব্যাংক (WB) ১৯৯৪ সালে এক গবেষণায় প্রকাশ করে যে, সুশাসন চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল। যথা:।. সরকারি প্রশাসন ব্যবস্থাপনা, ii. উন্নয়নের যথাযথ বা বৈধ কাঠামো, iii. দায়বদ্ধতা ও জবাবদিহিতা এবং it. স্বচ্ছতা ও অবাধ
380. 'শর্তহীন আদেশ' ধারণাটির প্রবর্তক কে?
এরিস্টটল
হার্বার্ট স্পেন্সার
বার্ট্রান্ড রাসেল
ইমানুয়েল কান্ট