EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
361. 'রঞ্জন' চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের?
বিসর্জন
রক্তকরবী
মুক্তধারা
ডাকঘর
362. "September on the Jessore Road" is written-
Madhusudan Dutt
Allen Ginsberg
Kaisar Hoq
Vikram Seth
363. 'নাম রেখেছি কোমল গান্ধার' কাব্যের রচয়িতা-
রবীন্দ্রনাথ ঠাকুর
বিষ্ণু দে
অমিয় চক্রবর্তী
প্রেমেন্দ্র মিত্র
364. 'ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ'-
কাজী নজরুল ইসলাম
গোলাম মোস্তফা
জসীমউদ্দীন
আব্বাস উদ্দীন আহমদ
365. নিচের কোনটি গ্রীনহাউজ গ্যাস নয়?
জলীয় বাষ্প (H₂O)
কার্বন ডাইঅক্সাইড (CO₂)
মিথেন (CH4)
নাইট্রিক অক্সাইড (NO)
366. মূল্যবোধের উৎস কোনটি?
ধর্ম
সমাজ
নৈতিক চেতনা
রাষ্ট্র
ব্যাখ্যা: Note: মূল্যবোধের উৎস বহুমাত্রিক। মূল্যবোধ গড়ে উঠার পেছনে যেসব বিষয় সহায়ক হিসেবে কাজ করে তা হলো- পরিবার, ধর্ম, সামাজিক রীতিনীতি, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনকানুন, সংবিধান, সংস্কৃতি, আইনের শাসন, সামাজিক প্রতিষ্ঠান ও সামাজিক শিক্ষা ইত্যাদি। মূল্যবোধ একটি বিমূর্ত ও আদর্শিক ধারণা। যা দীর্ঘদিনের আচার-আচরণ, বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির সমন্বয়ে গড়ে ওঠে। মূল্যবোধ হলো মানুষের এমন এক বিশ্বাসবোধ ও মানদণ্ড, যার মাধ্যমে কোনো ঘটনা বা অবস্থার ভালো-মন্দ বিচার করা হয়। এটি মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণের একটি অলিখিত সামাজিক বিধান।।
367. কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে?
জ্যোতিপ্রকাশ দত্ত
রিজিয়া রহমান
শহীদুল জহির
দিলারা হাশেম
368. নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে কী বলে?
শুদ্ধাচার
মানবিকতা
মূল্যবোধ
সফলতা
369. শামসুর রাহমানের রচিত উপন্যাস-
পতঙ্গ পিঞ্জর
প্রেম একটি লাল গোলাপ
রৌদ্র করোটিতে
অদ্ভুত আঁধার এক
370. সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব-
অস্তিত্ববাদ
অভিব্যক্তিবাদ
পরাবাস্তববাদ
দ্বৈতাদ্বৈতবাদ
371. Identify the correctly spelled one.
Caesarian
caesarian
ciserian
scissorian
372. "একুশ মানে মাথা নত না করা"- এই অমর পঙক্তির রচয়িতা-
আবদুল গাফফার চৌধুরী
আবুল ফজল
মুনীর চৌধুরী
সিরাজুল ইসলাম
373. 'পৃথক পালঙ্ক' কাব্যগ্রন্থের কবি-
আল মাহমুদ
রফিক আজাদ
আবুল হাসান
আবুল হোসেন
374. কোন দেশটি সম্প্রতি ইসরাইলের সাথে কুটনতিক সম্পর্ক স্থাপন করেছে?
সৌদিআরব
কুয়েত
সংযুক্ত আরব আমিরাত
ওমান
375. What is the function of a topic sentence?
To introduce the topic
To analyse the topic
To present the main idea
To expand the idea
376. দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদক-
জশুয়া মার্শম্যান
ডেভিড হেয়ার
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মাইকেল মধুসূদন দত্ত
377. জলীয় দ্রবণে PH এর সর্বোচ্চ মান কোনটি?
১০
১৪
২০
378. 'তৈল' প্রবন্ধটি লিখেছেন-
সুকুমার রায়
রমেশচন্দ্র মজুমদার
শিবনারায়ণ রায়
হরপ্রসাদ শাস্ত্রী
379. সুশাসনের মূলভিত্তি--
গণতন্ত্র
আমলাতন্ত্র
আইনের শাসন
মূল্যবোধ
ব্যাখ্যা: ব্যাখ্যা সুশাসন হলো যৌক্তিক এবং দক্ষভাবে শাসন পরিচালনা। সুশাসন আইনের শাসনের ওপর প্রতিষ্ঠিত। এটি রাজনৈতিক ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করে। সুশাসন বিষয়টি একটি বহুমাত্রিক আন্তর্জাতিক ধারণা। সুশাসন প্রক্রিয়া জবাবদিহিতা, স্বচ্ছতা, আইনের শাসন, মানবাধিকার, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, সরকারের দক্ষতা ও সাড়া প্রদানের ক্ষমতার ওপর নির্ভর করে। বিশ্বব্যাংক (WB) ১৯৯৪ সালে এক গবেষণায় প্রকাশ করে যে, সুশাসন চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল। যথা:।. সরকারি প্রশাসন ব্যবস্থাপনা, ii. উন্নয়নের যথাযথ বা বৈধ কাঠামো, iii. দায়বদ্ধতা ও জবাবদিহিতা এবং it. স্বচ্ছতা ও অবাধ
380. 'শর্তহীন আদেশ' ধারণাটির প্রবর্তক কে?
এরিস্টটল
হার্বার্ট স্পেন্সার
বার্ট্রান্ড রাসেল
ইমানুয়েল কান্ট