MCQ
1001. বাংলাদেশ জাতিসংঘের
১৪৬তম সদস্য
১৩৬তম সদস্য
১২৬তম সদস্য
১১৬তম সদস্য
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য। ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯তম অধিবেশনে ৩টি দেশ সদস্যপদ লাভ করে। এগুলো হচ্ছে বাংলাদেশ, গ্রানাডা এবং গিনি বিসাউ। বর্ণক্রমানুসারে নাম আসায় বাংলাদেশ ১৩৬তম, গ্রানাডা ১৩৭তম এবং গিনি বিসাউ ১৩৮তম সদস্যপদ লাভ করে।
1002. জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে 'pandemic' ঘোষণা করেছে?
ECOSOC
FAO
WHO
HRC
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। আর এ ভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করা হয় COVID-19। ৭ জানুয়ারি ২০২০ প্রথম শনাক্তের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে এ রোগে মৃতের সংখ্যা ও আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় ১১ মার্চ ২০২০ WHO (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) করোনাভাইরাস তথা COVID-19 কে pandemic বা অতিমারি ঘোষণা করে।
1003. Almond ও Powel চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন-
৩ ভাগে
৪ ভাগে
৫ ভাগে
৬ ভাগে
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: যে গোষ্ঠীর সদস্যগণ একই মনোভাব ও স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠে এবং স্বার্থের ভিত্তিতেই তারা পরস্পরের সাথে আবদ্ধ হয় তাকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলে। Almond ও Powell চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে চার ভাগে ভাগ করেছেন। যথা-1. Institutional Interest Groups 2. The Associational Interest Groups 3. Anomic Interest Groups 4. Non-Associational Interest Groups.
1004. বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয়-
৭ ফেব্রুয়ারি, ১৯৭৩
৭ জানুয়ারি, ১৯৭৩
৭ মার্চ, ১৯৭৩
৭ এপ্রিল, ১৯৭৩
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ মার্চ ১৯৭৩। ১৯৭৯-তে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নির্বাচন। আর সর্বশেষ বা একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ৩০ ডিসেম্বর ২০১৮।
1005. তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়-
১৩ হাজার ১২৫টি
১৩ হাজার ১৩০টি
১৩ হাজার ১৩৬টি
১৩ হাজার ১৪৬টি
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তৎকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রদত্ত তথ্য অনুযায়ী তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌছে দিতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে প্রায় ১৩ হাজার ১৩৬টি। তবে বর্তমানে বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা ১৩,৮৮১টি। প্রতিটি ক্লিনিকে রয়েছেন তিনজন সেবাকর্মী। মূল দায়িত্বে আছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP) |
1006. ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?
দক্ষিণ আমেরিকা
আফ্রিকা
মধ্যপ্রাচ্য
ইউরোপ
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ইনকা সভ্যতা গড়ে উঠেছিল দক্ষিণ আমেরিকায়। এ সভ্যতার স্থপতি ছিলেন মানকো কাপেন, আর এ সভ্যতার বিলুপ্তি ঘটে ষোড়শ শতাব্দীতে। পেরুতে অবস্থিত ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ মাচুপিচু নতুন সপ্তাশ্চর্যের একটি। ইনকা সভ্যতার ব্যাপ্তিকাল ছিল ১৪৩৮-১৫৩৩ খ্রিস্টাব্দ পর্যন্ত।
1007. আওয়ামী লীগের ৬-দফা পেশ করা হয়েছিল-
১৯৬৬ সালে
১৯৬৭ সালে
১৯৬৮ সালে
১৯৬৯ সালে
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫-৬ ফেব্রুয়ারি ১৯৬৬ পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে বাঙালি জাতির মুক্তির সনদ নামে খ্যাত ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন। এ দফাকে যুক্তরাজ্যের প্রথম সাংবিধানিক দলিল ১৫ জুন ১২১৫ স্বাক্ষরিত ম্যাগনাকার্টার সাথে তুলনা করা হয়। ছয় দফার প্রথম দফায় বঙ্গবন্ধু পাকিস্তানকে একটি সত্যিকার ফেডারেশন রূপে গড়ে তোলা এবং সংসদীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি করেন। ছয় দফার শেষ দফা ছিল পূর্ব পাকিস্তানের জন্য মিলিশিয়া বা প্যারামিলিটারি বাহিনী গঠন।
1008. নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান?
কিউবা
ভিয়েতনাম
উজবেকিস্তান
সোমালিয়া
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ভিয়েতনামের ক্যাম রন এয়ার বেস ও ক্যাম রন নেভাল বেস সামরিক ঘাঁটি ১৯৭৯ থেকে ২০০২ সাল পর্যন্ত সাবেক সোভিয়েত ইউনিয়ন ও বর্তমানের রাশিয়ার নৌবাহিনী ব্যবহার করেছে। তবে ২০১৩-১৪ সাল থেকে রাশিয়ার নৌবাহিনী ও বিমানবাহিনী ব্যবহার করেছে। কিন্তু বর্তমানে উপরিউক্ত দুই কেন্দ্রে রাশিয়ার কোনো বাহিনীর সদস্য না থাকলেও তাদের ব্যবহারের জন্যই এগুলো এখনো রক্ষণাবেক্ষণ করা হয়। কিউবা ও উজবেকিস্তানেও একসময় রাশিয়ার সামরিক ঘাঁটি ছিল।
1009. কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়?
ক্যামেরুন এবং ইথিওপিয়া
পেরু এবং ভেনেজুয়েলা
ইথিওপিয়া এবং ইরিত্রিয়া
মালি এবং সেনেগাল
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: এপ্রিল ২০১৮ ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আবি আহমেদ আলী। শপথ নেয়ার পর বিরোধীদলীয় হাজারো নেতাকে মুক্তি দেয়া, ভিন্নমতাবলম্বী মানুষদের দেশে ফেরার ব্যবস্থা করা, সংবাদপত্রের ওপর আরোপিত নিয়ন্ত্রণ প্রত্যাহার করা, দুর্নীতিবাজদের বরখাস্ত করা, মন্ত্রিসভায় অর্ধেক নারী সদস্য নিশ্চিত করার পাশাপাশি এক চুক্তির মাধ্যমে প্রতিবেশী দেশ ইরিত্রিয়ায় দুই দশক ধরে চলা এক যুদ্ধাবস্থার অবসান ঘটান ৯ জুলাই ২০১৮। উপর্যুক্ত দেশীয় ও আন্তর্জাতিক ইতিবাচক ভূমিকার জন্য তিনি ২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। উল্লেখ্য, মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র হচ্ছে স্থায়ী শান্তির একটি পূর্বশর্ত। সেই স্বাধীনতা রক্ষায় ভূমিকা রাখার জন্য ২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে ফিলিপাইনের মারিয়া রেসা এবং রাশিয়ার দিমিত্রি মুরাতভ।
1010. আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা?
অর্থনৈতিক
মানবাধিকার
ধর্মীয়
খেলাধুলা
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: আইন ও সালিশ কেন্দ্র (আসক) বাংলাদেশের একটি মানবাধিকার এবং আইন সহায়তাকারী বেসরকারি সংগঠন। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটির প্রতিষ্ঠাতা সদস্য। ৯ জন। আসকের মূল লক্ষ্য সমানাধিকার, গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচার এবং লিঙ্গভিত্তিক সমতার ভিত্তিতে আইনের শাসন প্রতিষ্ঠা।
1011. আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ?
নাইজেরিয়া
গাম্বিয়া
বাংলাদেশ
আলজেরিয়া
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: রোহিঙ্গা গণহত্যার জন্য মিয়ানমারের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার ছোট দেশ গাম্বিয়া ১১ নভেম্বর ২০১৯ নেদারল্যান্ডের হেগে অবস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) মামলা করে। যার শুনানি অনুষ্ঠিত হয় ১০-১২ ডিসেম্বর ২০১৯। এ শুনানিতে গাম্বিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল আবুবকর মারি তাম্বাদু আর মিয়ানমারের পক্ষে লড়তে আদালতে হাজির হয়েছিলেন তৎকালীন স্টেট কাউন্সেলর অং সান সুচি।
1012. যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন?
২৫০০
১৯৯১
১৯৫০
১৮৯০
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ৩,৯৭৯ জন ডেলিগেটের মধ্যে ন্যূনতম ১,৯৯১ জন ডেলিগেটের সমর্থন প্রয়োজন হয়ে থাকে। তবে ২০২০ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্রেটিক দলের প্রার্থী হতে জো বাইডেন ২,৬৮-৭ জন ডেলিগেটের সমর্থন পেয়েছিলেন।
1013. জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে?
WTO
MIGA
World Bank
UNCTAD
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: বাণিজ্য প্রতিবেদন প্রকাশ করে থাকে। ২০২১ সালে প্রকাশিত UNCTAD-এর প্রতিবেদন অনুযায়ী বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে চীনের অবস্থান দ্বিতীয়। WTO বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান প্রতিবেদন আর বিশ্বব্যাংক বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে।
1014. আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?
৩টি
২টি
৫টি
৪টি
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: রোহিঙ্গা গণহত্যার জন্য মিয়ানমারের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার ছোট দেশ গাম্বিয়া ১১ নভেম্বর ২০১৯ নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) মামলা করে। যার শুনানি অনুষ্ঠিত হয় ১০-১২ ডিসেম্বর ২০১৯। অতঃপর ২৩ জানুয়ারি ২০২০ ICJ'র অন্তর্বর্তীকালীন রায়ে ৪টি নির্দেশনায় বলা হয়- ১. গণহত্যা সনদ অনুযায়ী সব ধরনের নিপীড়ন থেকে নিবৃত্ত থাকতে হবে। ২. সেনাবাহিনী বা অন্য কারো উসকানি বা ষড়যন্ত্র বন্ধ করতে হবে। ৩. গণহত্যার সকল সাক্ষ্যপ্রমাণ সংরক্ষণ করতে হবে। এবং ৪. সময়ে সময়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে হবে।
1015. জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে?
অ্যানেগরেট ক্রাম্প
লিনা হেডরিচ
অ্যাঞ্জেলা মারকেল
পেট্রা কেলি
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: জার্মানির প্রথম নারী চ্যান্সেলর হলেন অ্যাঞ্জেলা মার্কেল। মার্কেল ২৭ নভেম্বর ২০০৫ থেকে বিরতিহীনভাবে ৫ ডিসেম্বর ২০২১ পর্যন্ত দেশটির চ্যান্সেলরের দায়িত্ব পালন করেন। জার্মানির বর্তমান চ্যান্সেলর এসপিডি দলের নেতা ওলাফ শলৎস (ডিসেম্বর ২০২১-)
1016. বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি সংখ্যা ছিল কত জন?
৩৪ জন
৩৫ জন
৩৬ জন
৩২ জন
ব্যাখ্যা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে জানুয়ারি ১৯৬৮ আগারতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। আর এ মামলা প্রত্যাহার করা হয় ২২ ফেব্রুয়ারি ১৯৬৯- এ। বঙ্গবন্ধুসহ এ মামলার আসামি ছিলেন ৩৫ জন।
1017. ২০২০ সালে প্রকাশিত 'আইনের শাসন' সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কী?
ডেনমার্ক
নরওয়ে
জার্মানি
সিঙ্গাপুর
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ৯ সেপ্টেম্বর ২০২১ যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা 'The World Justice Project' বৈশ্বিক আইনের শাসন সূচক প্রকাশ করে। এবারের প্রতিবেদনে ১৩৯টি দেশের মধ্যে সূচকে শীর্ষ দেশ হলো ডেনমার্ক আর সর্বনিম্ন দেশ হলো ভেনিজুয়েলা।
1018. সামরিক ভাষায় 'WMD' অর্থ কী?
Weapons of Mass Destruction
Worldwide Mass Destruction
Weapons of Missile Defence
Weapons for Massive Destruction
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: সামরিক পরিভাষায় WMD-এর অর্থ তথা পূর্ণরূপ হলো- Weapons of Mass Destruction। এ ধরনের গণবিধ্বংসী অস্ত্র বলতে পারমাণবিক, তেজস্ক্রিয়, রাসায়নিক ও জৈব সেসব অস্ত্রকে বোঝায় যেসবের দ্বারা বহু মানুষের হতাহতের ঘটনার পাশাপাশি দালানকোঠা, পাহাড়-পর্বত ও জীবমণ্ডলের ব্যাপকতর ক্ষতিসাধন করতে পারে।
1019. ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?
রাশিয়া
ডেনমার্ক
সুইডেন
ইংল্যান্ড
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: স্ক্যান্ডিনেভিয়ার বাল্টিক সাগরের পূর্ব পাড়ের স্বাধীন দেশ ফিনল্যান্ড ত্রয়োদশ শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথম দশক পর্যন্ত সুইডিস সাম্রাজ্যের অবিচ্ছেদ্য অংশ ছিল। কিন্তু ১৮০৯ সালের 'ফিনিশ যুদ্ধের' মাধ্যমে রাশিয়া এটি দখল করে স্বায়ত্তশাসনের মর্যাদা দিয়ে শাসন করতে থাকে। জার দ্বিতীয় নিকোলাস-এর সময় স্বায়ত্তশাসিত ফিনল্যান্ডের শিল্পকলার আন্দোলন, সার্বজনীন ভোটাধিকার ও স্বাধীনতার আন্দোলন বেগবান হতে দেখে তিনি ফিনিশদের স্বায়ত্তশাসন বাতিলের সিদ্ধান্ত নেন। কিন্তু ১৯১৭ সালের রুশ বিপ্লবের পর ফিনল্যান্ড স্বাধীনতা ঘোষণা করে। তখন থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালের কঠিন সময়ে সোভিয়েত ইউনিয়ন ও জার্মানির নাৎসিদের সাথে যুদ্ধে কিছু ভূখণ্ড হারালেও ফিনিশরা তাদের স্বাধীনতাকে ধরে রাখতে সক্ষম হয়।
1020. 'Let there be Light'-বিখ্যাত ছবিটি পরিচালনা করেন-
আমজাদ হোসেন
জহির রায়হান
খান আতাউর রহমান
শেখ নিয়ামত আলী
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা, লেখক, পাকিস্তানের প্রথম রঙিন উর্দু ছবি 'সঙ্গম'-এর নির্মাতা জহির রায়হানের পরিচালিত ছবি 'Let there be Light'