Image
MCQ
961. হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী-
ভেইন
আর্টারি
ক্যাপিলারি
নার্ভ
962. কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?
পুকুরের পানিতে
লেকের পানিতে
নদীর পানিতে
সাগরের পানিতে
963. আইনস্টাইন নোবেল পুরস্কার পান-
আপেক্ষিক তত্ত্বের উপর
মহাকর্ষীয় ধ্রুবক আবিষ্কারের জন্য
কৃষ্ণগহবর আবিষ্কারের জন্য
আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য
964. কাঁদুনে গ্যাসের অপর নাম কী?
ক্লোরোপিত্রিন
মিথেন
নাইট্রোজেন
ইথেন
966. ১০০ ওয়াট-এর একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘণ্টা চললে কত শক্তি ব্যয় হয়?
১০০ জুল
৬০ জুল
৬০০০ জুল
৩৬০০০০ জুল
967. একটি কম্পিউটার boot করতে পারে না যদি তাতে না থাকে-
compiler
loader
operating system
bootstrap
968. যে ইলেকট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক । শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম-
AND গেইট
OR গেইট
NAND গেইট
উপরের কোনোটিই নয়
970. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
গ্লিসারিন
ফিটকিরি
সোডিয়াম ক্লোরাইড
ক্যালসিয়াম কার্বোনেট
971. নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য?
COD > BOD
COD < BOD
COD = BOD
উপরের কোনোটিই নয়
972. সূর্যের নিকটতম নক্ষত্রের নাম-
ভেগা
প্রক্সিমা সেন্টাউরি
আলফা সেন্টাউরি A
আলফা সেন্টাউরি B
973. একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম-
Array
Linked list
Stack
Queue
974. ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?
স্ট্রাটোমণ্ডল
ট্রপোমণ্ডল
মেসোমণ্ডল
তাপমণ্ডল
975. প্রোটিন তৈরি হয়-
ফ্যাটি অ্যাসিড দিয়ে
নিউক্লিক অ্যাসিড দিয়ে
অ্যামিনো অ্যাসিড দিয়ে
উপরের কোনোটিই নয়
976. পাথফাইন্ডার-এর মঙ্গলে অবতরণ সাল-
১৯৯০
১৯৯৫
১৯৯৭
২০০০
977. মাইক্রোসফ্ট IIS হচ্ছে একটি-
ইমেইল সার্ভার
ওয়েব সার্ভার
ডাটাবেইস সার্ভার
ফাইল সার্ভার
978. মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন?
৭ দিন
৩০ দিন
১৮০ দিন
উপরের কোনোটিই নয়
979. ইলেকট্রিক বাল্ব-এর ফিলামেন্ট যার দ্বারা তৈরি-
আয়রন
কার্বন
টাংস্টেন
লেড
980. API মানে-
Advanced Processing Information
Application Processing Information
Application Programming Interface
Application Processing Interface