EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
5461. উলানবাটোর কোন দেশের রাজধানী?
ইন্দোনেশিয়া
ফিলিপাইন
আজারবাইজান
মঙ্গোলিয়া
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ইন্দোনেশিয়া, ফিলিপাইন, আজারবাইজান, মঙ্গোলিয়া ইত্যাদির রাজধানী যথাক্রমে জাকার্তা, ম্যানিলা, বাকু ও উলানবাটোর।
5462. বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদীটির নাম কী?
বোরাক নদী
জাদুকাটা নদী
হালদা নদী
নাফ নদী
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ নাফ নদী বাংলাদেশের পূর্ব-পাহাড়ি অঞ্চলের কক্সবাজার জেলার একটি নদী। এটি বাংলাদেশ-মায়ানমারের (বার্মার) মধ্যবর্তী সীমান্ত নদী। নদীটির দৈর্ঘ্য ৬৩ কিলোমিটার এবং গড় প্রস্থ ১৩৬৪ মিটার।
5463. বর্তমান অর্থবছরে সরকার প্রবৃদ্ধির হার কত হবে বলে অনুমান করছে?
৬%
৭%
৮%
৯%
5464. কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য?
ইতালি
জার্মানি
জাপান
ফ্রান্স
ব্যাখ্যা: ব্যাখ্যা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ ৫টি, যেমন- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন।
5465. প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন বিভক্ত হয়ে কয়টি রাষ্ট্র হয়েছে?
১৫টি
১৬টি
১৭টি
১৮টি
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ১৯৯১ সালের ২৬ ডিসেম্বর সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ১৫টি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয়।
5467. Choose the right tense: My father-- beofore I came.
would be leaving
had been leaving
had left
wil leave
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'Before' দ্বারা যুক্ত দুইটি clause এর মধ্যে যে clause এর কাজ আগে সম্পন্ন হয় তা past perfect tense এ হয়; আর যেটির কাজ পরে হয় সেটি past indefinite tense এ হয়। অন্যভাবে বলা যায়, before এর আগের clauseটি past perfect tense এ এবং পরের clauseটি past indefinite tense এ হয়।
5468. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তাজউদ্দীন আহমদ
সৈয়দ নজরুল ইসলাম
এম মনসুর আলী
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম এবং এম মনসুর আলী ত্রাণ ও পূনর্বাসন মন্ত্রী ছিলেন।
5469. কোনটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা?
রামসাগর
সোনার গাঁ
আড়িয়াল বিল
টাঙ্গুয়ার হাওর
5470. মালয়েশিয়ার মুদ্রার নাম কী ?
দিনার
ক্রোমা
রিংগিত
ইয়েন
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বাহরাইন, লিবিয়া, তিউনিশিয়া, সার্বিয়া প্রভৃতি দেশের মুদ্রার নাম দিনার। সুইডেনের মুদ্রার নাম ক্রোনা, মালয়েশিয়ার মুদ্রার নাম রিংগিত এবং জাপানের মুদ্রার নাম ইয়েন।
5471. ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ান কে?
ভারত
অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ড
ইংল্যান্ড
ব্যাখ্যা: ব্যাখ্যা: ২০১৯ সালে দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেট ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়। এই বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড এবং রানার্সআপ হয় নিউজিল্যান্ড।
5472. আরব বসন্তের উত্থান কোন দেশ হতে হয়েছিল?
মিসর
লিবিয়া
ইরাক
তিউনিসিয়া
ব্যাখ্যা: ব্যাখ্যা: আরব বসন্তের সূচনা হয় তিউনিশিয়া থেকে। ২০১১ সালের শুরু থেকে আরব বিশ্বের বিভিন্ন দেশে বয়ে যাওয়া গণবিপ্লবের ঝড়কে পশ্চিমা সাংবাদিকরা আরব বসন্ত হিসাবে আখ্যায়িত করেছেন। গণবিক্ষোভের শুরু মিশরে এরপর তা লিবিয়া, সিরিয়া, ইয়েমেনসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।
5473. বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
ভোলা
মহেশখালী
সোনাদিয়া
কুতুবদিয়া
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ কক্সবাজার জেলায় অবস্থিত দ্বীপ হচ্ছে মহেশখালী, সোনাদিয়া এবং কুতুবদিয়া। আর বাংলাদেশের বৃহত্তম দ্বীপ এবং একমাত্র দ্বীপ জেলা হচ্ছে ভোলা। বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ হয়েই সুন্দরবন।
5474. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে?
সিলেট
পঞ্চগড়
মৌলভীবাজার
কক্সবাজার
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বাংলাদেশে চা উৎপাদনে সবার শীর্ষে রয়েছে মৌলভীবাজার। দেশের মোট ১৬৭টি চা বাগানের মধ্যে ৯১টি অবস্থিত মৌলভীবাজার জেলায়।
5475. পরবর্তী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
কাতার
দক্ষিণ কোরিয়া
জাপান
রাশিয়া
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ পরবর্তী ফুটবল বিশ্বকাপ তথা ২০২২ সালের ফিফা বিশ্বকাপ হচ্ছে ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতার ২২তম আসর, যা অনুষ্ঠিত হবে মুসলিম দেশ কাতারে। সেখানে অংশগ্রহণ করবে মোট ৩২টি দেশ।
5476. কিউবার রাজধানীর নাম কী?
সান্টিয়াগো
হাভানা
কারাকাস
মানামা
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ চিলির রাজধানীর নাম সান্টিয়াগো, ভেনিজুয়েলার রাজধানী কারাকাস, কিউবার রাজধানী হাভানা এবং বাহরাইনের রাজধানী মানামা।
5477. আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত কোথায় অবস্থিত?
নেদারল্যান্ড
সুইজারল্যান্ড
ফ্রান্স
জার্মানি
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত হলো জাতিসংঘের বিচার বিভাগীয় সংস্থা। আন্তর্জাতিক আদালতের প্রধান কার্যালয় নেদারল্যান্ডের হেগ নগরীতে অবস্থিত। এ আদালতে বিচারকের সংখ্যা ১৫ জন এবং বিচারকদের মেয়াদকাল ৫ বছর।
5478. He promptly complied-- my request. Fill in the gap with suitable preposition
to
for
after
with
ব্যাখ্যা: ব্যাখ্যা: Comply with অর্থ কারো ইচ্ছা পূরণে সম্মত হওয়া।
5479. মুজিবনগর অস্থায়ী সরকার কত তারিখে শপথ নিয়েছিলেন?
১০ এপ্রিল, ১৯৭১
২৭ মার্চ, ১৯৭১
১৭ এপ্রিল, ১৯৭১
১৭ এপ্রিল, ১৯৭২
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ মুক্তিযুদ্ধের সময় বিজয় নিশ্চিত করতে বাংলাদেশে প্রথম ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর বা অস্থায়ী সরকার গঠন করা হয়। আর এ সরকার শপথ গ্রহণ করেন ১৯৭১ সালের ১৭ এপ্রিল।
5480. লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?
প্যারিস
লন্ডন
ওয়াশিংটন
হেগ
ব্যাখ্যা: ব্যাখ্যা: লুভর মিউজিয়াম ফ্রান্স-এর প্যারিসে সিন নদীর তীরে অবস্থিত। লুভর মিউজিয়ামের আয়তন প্রায় ৮ লক্ষ বর্গফুট। এ ছাড়া এখানেই রয়েছে লিওনার্দো দ্যা ভিঞ্চির অঙ্কিত পৃথিবীখ্যাত ঐতিহাসিক ছবি 'মোনালিসা'।