EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
5561. 'নীল ময়ূরের যৌবন' উপন্যাসের রচয়িতার নাম-
সুফিয়া কামাল
রাজিয়া বেগম
রাবেয়া খাতুন
সেলিনা হোসেন
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'নীল ময়ূরের যৌবন' উপন্যাসের রচয়িতা হলেন সেলিনা হোসেন। তার আরো কিছু বিখ্যাত উপন্যাস হলো: 'কাঁটাতারে প্রজাপতি', 'নিরন্তর ঘণ্টাধ্বনি', 'জলোচ্ছ্বাস', 'যাপিত জীবন' ইত্যাদি।
5563. 'সন্ধি' ব্যাকরণের কোন অংশ আলোচিত হয়?
ধ্বনিতত্ত্ব
রূপতত্ত্ব
বাক্যতত্ত্ব
বাগার্থতত্ত্ব
ব্যাখ্যা: ব্যাখ্যা: শব্দ তত্ত্ব/রূপ তত্ত্ব বাক্য তত্ত্ব ধ্বনি তত্ত্ব লিঙ্গ, সমাস, কারক, বচন, ক্রিয়া, কাল, পুরুষ, উপসর্গ, বাচ্য, প্রত্যয় যতিচিহ্ন, বাগধারা, পদ, সন্ধি, ণ-ত্ব- বিধান ও ষ- তু-বিধান ধ্বনি গঠন
5564. বাংলাদেশে কোভিড-১৯ এর ভ্যাক্সিন প্রথম ব্যবহৃত হয়েছে---
অক্সফোর্ড অ্যাস্ট্রজেনেকা-কোভিশিল্ড
সিনোভ্যাক্সের করোনাভ্যাক
ফাইজারের বায়োএনটেক
জনসন এন্ড জনসন-জনসেন
5565. কোনটি 'সূর্য' এর সমার্থক শব্দ?
রবি
শশী
পবন
বসুধা
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'সূর্য' এর প্রতিশব্দগুলো রবি, ভানু, আফতাব, ভাস্কর, আদিত্য, দিবাকর, তপন।
5566. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয়?
মানসী
সোনার তরী
চোখের বালি
গীতাঞ্জলি
5567. 'লালসালু' সৈয়দ ওয়ালিউল্লাহর কোন জাতীয় রচনা?
উপন্যাস
নাটক
ছোটগল্প
কাব্য
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'লালসালু' সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত একটি উপন্যাস
5568. পল্লীকবি জসীমউদ্‌দীনের জন্মস্থান- সামাজিক উপন্যাস।
গোপালগঞ্জ
পিরোজপুর
ফরিদপুর
বিক্রমপুর
ব্যাখ্যা: ব্যাখ্যা: পল্লীকবি জসীম উদ্দীন ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে ১ জানুয়ারি ১৯০৩ সালে জন্মগ্রহণ করেন।
5569. মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা কাব্যগ্রন্থ কোনটি?
নিষিদ্ধ লোবান
নেকড়ে অরণ্য
রাত্রিশেষ
বন্দী শিবির থেকে
ব্যাখ্যা: ব্যাখ্যা: মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা শাসসুর রাহমানের কাব্যগ্রন্থ 'বন্দী শিবির থেকে'। 'নিষিদ্ধ লোবান' হলো সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। 'রাত্রিশেষ' হলো শামসুর রাহমানের স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা নিয়ে রচিত কাব্যগ্রন্থ। 'নেকড়ে অরণ্য' হলো শওকত ওসমান এর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
5570. কোনটি সার্থক বাক্যের গুণাবলির মধ্যে পড়ে না-
আকাঙ্ক্ষা
আসক্তি
যোগ্যতা
আসত্তি
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকা আবশ্যক। যথাঃ আকাঙ্ক্ষা, আসত্তি এবং যোগ্যতা।
5571. প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী?
হুতোম প্যাঁচা
অবধৃত
বীরবল
টেকচাঁদ ঠাকুর
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রমথ চৌধুরীর ছদ্মনাম 'বীরবল'। কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম 'হুতোম প্যাঁচা'। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম 'টেকচাঁদ ঠাকুর' এবং দুলাল মুখোপাধ্যায়ের ছদ্মনাম 'অবদূত'
5572. বঙ্গবন্ধু ঐতিহাসিক 'ছয়দফা' কর্মসূচী কোথায় ঘোষণা করেছিলেন?
ইসলামাবাদ
লাহোর
ঢাকা
করাচী
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ছয় দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে "৬ দফা দাবি" পেশ করেন।
5573. মুক্তিযুদ্ধে 'ক্র্যাক প্লাটুন' কোন শহরে সক্রিয় ছিল?
চট্টগ্রাম
ঢাকা
খুলনা
বরিশাল
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ক্র্যাক প্লাটুন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে ঢাকা শহরে গেরিলা আক্রমণ পরিচালনাকারী একদল তরুণ মুক্তিযোদ্ধাদের সংগঠিত দল, যাঁরা তৎকালীন সময় একটি কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন।
5574. বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোথায় প্রতিষ্ঠিত হয়?
ঢাকা
বরেন্দ্র
সিলেট
চট্টগ্রাম
5575. শওকত ওসমান কবে জন্মগ্রহণ করেন?
১৯২২ সালে
১২২৫ সালে
১৯১৭ সালে
১৯২৩ সালে
ব্যাখ্যা: ব্যাখ্যা: শওকত ওসমান ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলী জেলার সবল সিংহপুরে জন্মগ্রহণ করেন। পেশায় তিনি ছিলেন অধ্যাপক।
5576. 'কাশবনের কন্যা' উপন্যাসের লেখকের নাম কী?
সৈয়দ ওয়ালীউল্লাহ
আবু জাফর শামসুদ্দিন
শামসুদ্দীন আবুল কালাম
জসীমউদ্‌দীন
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ শামসুদ্দীন, আবুল কালাম কর্তৃক রচিত কাশবনের কন্যা একটি উপন্যাস। উপন্যাসটির প্রথম প্রকাশ বাংলা ১৩৬১, দ্বিতীয় প্রকাশ ১৩৬৪ এবং তৃতীয় প্রকাশ ১৩৭৫
5577. বঙ্গবন্ধু টি-২০ কাপ ২০২০ মোট কয়টি দল অংশ নিয়েছিল?
৬টি
৭টি
৪টি
৫টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: বঙ্গবন্ধু টি-২০ কাপ ২০২০ সালে মোট ৫টি দল অংশ নিয়েছিল। দলগুলো হলো বেক্সিমকো ঢাকা, গাজী গ্রুপ চট্টগ্রাম, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা এবং ফরচুন বরিশাল।
5578. বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে-
ধ্বনি
বর্ণ
শব্দ
বাক্য
5579. 'রচনার শিল্পগুণ' প্রবন্ধটি কার লেখা?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্যারীচাঁদ মিত্র
বিহারীলাল চক্রবর্তী