Image
MCQ
61. যে-সব স্ল্যাবের নিচে ড্রপ প্যানেল এবং কলাম ক্যাপিটাল থাকে না, তাকে বলে-
জয়েস্ট স্ল্যাব
ফ্লাট প্লেট স্ল্যাব
রিব স্ল্যাব
কোল স্ল্যাব
62. আরবি স্ল্যাবে ব্যবহৃত ইট নিজস্ব ওজনের-
30%
40%
50%
25%
63. কলামের প্রকৃত মুক্ত দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের কত গুণের বেশি হলে লম্বা কলাম (Long Column) বলা হয়?
৪ গুণ
৮ গুণ
৬ গুণ
১০ গুণ
64. কংক্রিট দেয়ালের ক্ষেত্রে শিয়ারের জন্য ক্রিটিক্যাল সেকশন ধরা হয় দেয়াল পৃষ্ঠ হতে-
d
a/4
d/2
(C-1)/2
65. সাধারণত কংক্রিটের কাঠামোর শতকরা কত ভাগ পূরক পদার্থ দ্বারা পূরণ করা হয়?
৬০-৬৫ ভাগ
৮০-৮৫ ভাগ
৭০-৭৫ ভাগ
৯০-৯৫ ভাগ
66. টু-ওয়ে স্ল্যাবের শর্ট ডিরেকশনে আগত লোডের পরিমাণ-
WS/3
WS/3 x m
W/3 x m² /2
W/3xm
67. আরসিসি বিম বা স্নাব-এর জন্য সর্বোচ্চ স্লাম্প (Slump) কত সেমি গ্রহণযোগ্য?
১০ সেমি
২০ সেমি
১৫ সেমি
২৫ সেমি
68. Column-এ ব্যবহৃত Lateral tie-এর Diameter নিম্নোক্ত কোনটির চেয়ে কম হবে না?
5mm
10mm
15mm
20mm
69. বাংলাদেশের প্রচলিত নির্মাণে স্বাভাবিক অবস্থায় Beam-এর bottom-এর Reinforcement-এর Clear cover কত?
3/4"
1.5"
1"
2"
70. ACI Code অনুসারে Circular Column-এর Minimum diameter কত?
12 inch
10 inch
8 inch
1/4 of column height in inches
72. রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করতে সিমেন্টের ওজনের শতকরা কত ভাগ পানির প্রয়োজন হয়?
২০%
২২%
২৫%
২৭%
73. Euler-এর formula প্রযোজ্য শুধু-
বেঁটে column-এর জন্য
দুর্বল column-এর জন্য
বেঁটে এবং লম্বা উভয় column-এর জন্য
লম্বা column-এর জন্য
74. ডিজাইনের ক্ষেত্রে দ্বিমুখী স্ল্যাবে সাপোর্টের ওপর সৃষ্টি হয়-
ধনাত্মক মোমেন্ট
ঋণাত্মক মোমেন্ট
শূন্য মোমেন্ট
কোনোটিই নয়
75. Factor of safety বলা হয়-
অন্তিম পীড়ন (ultimate stress) এবং কার্যকরী পীড়নের (working stress) অনুপাতকে
কার্যকরী পীড়ন এবং অন্তিম পীড়নের অনুপাতকে
ভাঙানো পীড়ন (breaking stress) এবং অন্তিম পীড়নের অনুপাতকে
অন্তিম পীড়ন এবং ভাঙানো পীড়নের অনুপাতকে
76. ফ্লাট স্ল্যাবের ড্রপ প্যানেলের দৈর্ঘ্য-
0.20L
0.33L
0.25L
0.40L
77. পড ফুটিং-এর ক্ষেত্রে ফুটিং-এর কিনারায় ন্যূনতম পুরুত্ব হবে-
10cm
15cm
12cm
18cm
78. হালকা লাইভ লোডের জন্য কোন ধরনের স্ল্যাব ব্যবহৃত হয়?
একমুখী
ফ্লাট
দ্বিমুখী
রিবেড
79. মোটাদানার পূরক পদার্থ সাধারণত কত নং চালুনি দ্বারা অতিক্রম করে না?
৪নং চালুনি
৮নং চালুনি
৬নং চালুনি
১৬নং চালুনি
80. মোটাদানার পূরক পদার্থের ব্যাস সাধারণত কত ইঞ্চি অপেক্ষা বেশি হয়?
১/৮ ইঞ্চি
১/৬ ইঞ্চি
১/৭ ইঞ্চি
৩/৮ ইঞ্চি