MCQ
161. ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে সমভাবে বিস্তৃত লোডের জন্য সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট, M=?
WL/10
WL/11
WL/12
WL/2
162. বিমে ব্যবহৃত রডের ন্যূনতম ব্যাস হবে-
১২ মিমি
১৪ মিমি
১৬ মিমি
১৮ মিমি র্যাকচ
163. আয়তাকার কলামের টাই রডের মধ্যবর্তী দূরত্বের সর্বোচ্চ (ACI সীমা অথবা BNBC কোড অনুযায়ী)-
খাড়া রডের ব্যাসের ১৬ গুণ
ওটাই রডের ব্যাসের ৪৮ গুণ
কলামের পার্শ্ব ম্যাপের ন্যূনতমটি
উপরের তিনটির মধ্যে ন্যূনতমটি
164. RCC beam-এ stirrup কেন দেয়া হয়?
Flexural stress নেয়ার জন্য
Concrete-কে ধরে রাখার জন্য
Shear stress নেয়ার জন্য
শুধুমাত্র main reinforcement-কে যথাস্থানে রাখার জন্য
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ডিজাইন অব স্ট্রাকচার
Design Of Structure
ব্যাখ্যা: ব্যাখ্যা: ডায়াগোনাল Crack প্রতিরোধ করার জন্যে Stirrup ব্যবহার করা হয়।
165. ACI কোড অনুসারে ছাদ স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব-
6.5cm
7.5cm
8.5cm
9.5cm
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ডিজাইন অব স্ট্রাকচার
Design Of Structure
ব্যাখ্যা:
ব্যাখ্যা: ACI কোড অনুযায়ী স্ল্যাবের পুরুত্ব ৭ সেমি, এর কম হবে না। মেঝে স্ল্যাব 9cm এবং ছাদ স্ল্যাব 7.5cm.
166. একটি Simply supported rectangular beam- Vertical stirrup-এর Spacing-
সবচেয়ে বেশি Support-এর নিকটে
সবচেয়ে কম Support-এর নিকটে
সবচেয়ে কম দুই Support-এর মধ্যবর্তী স্থানে
সর্বত্র সমান
167. একটি Cantilever beam-এর ক্ষেত্রে Main reinforcement কোথায় দেয়া হয়?
Neutral axis-এর নিচে
Neutral axis-এর ওপরে
Neutral axis-এ
উপরের কোনোটিই নয়
168. ৬০ গ্রেড ইস্পাত (Steel)-এর মূল বৈশিষ্ট্য কী?
আল্টিমেট স্ট্রেংথ (Ultimate Strength)-৬০,০০০ পিএসআই
ইন্ডে স্ট্রেংথ (Yield strength)- ৬০,০০০ পিএসআই
ইলোংগেশন (Elongation)-৬০%
উপরের কোনোটিই নয়
169. Simply supported reinforced concrete beam-4 Main reinforcement কোথায় দেয়া হয়?
Neutral axis-এর নিচে
Neutral axis-এর ওপরে
Neutral axis-এ
উপরের যে-কোনো স্থানে
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ডিজাইন অব স্ট্রাকচার
Design Of Structure
ব্যাখ্যা:
ব্যাখ্যা: যেহেতু Main reinforcement টেনশন জোনে থাকে, তাই Neutral axis-এর নিচে উত্তর হবে।
170. BNBC অনুসারে কার পার্কিং-এর জন্য র্যাম্প অনুপাত (ramp ratio) কত?
1:5
1:6
1:7
1:8
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ডিজাইন অব স্ট্রাকচার
Design Of Structure
ব্যাখ্যা: ব্যাখ্যা: Bangladesh National Building Code বা BNBC অনুসারে কার পার্কিং-এর জন্য র্যাম্পের অনুপাত ১:৫ হতে ১:৮ ধরা হয়।
171. দুই-এর অধিক Support-যুক্ত Beam-কে বলে-
Simply supported beam
Continuous beam
Overhanging beam
Cantilever beam
172. বিম ডিজাইনকালে প্রাথমিকভাবে এর Depth অনুমান করা হয় এভাবে-
১২ ইঞ্চি
বিমের দৈর্ঘ্য যত ফুট তত ইঞ্চি
প্রস্থের দ্বিগুণ
ঘরের ক্ষেত্রফলের বর্গমূল (ইঞ্চিতে)
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ডিজাইন অব স্ট্রাকচার
Design Of Structure
ব্যাখ্যা:
ব্যাখ্যা: বিমের গভীরতা (D) বিমের মুক্ত স্প্যানের ১/ ১২ থেকে ১/ ১0 অংশ ধরা হয়। অর্থাৎ, প্রতি ফুটে ১ ইঞ্চি হারে ধরা হয়।
173. ৪ ইঞ্চি পুরুত্বের (thickness) আরসিসি স্ল্যাব-এর প্রতি বর্গফুটের ওজন হবে-
১৫০ পাউন্ড
১০০ পাউন্ড
৫০ পাউন্ড
উপরের কোনোটিই নয়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ডিজাইন অব স্ট্রাকচার
Design Of Structure
ব্যাখ্যা:
ব্যাখ্যা: (4’’/12)×150 = 50 পাউন্ড [1cft = 150 পাউন্ড।
174. Single reinforced beam-এ Effective depth মাপা হয় Compression edge থেকে-
tensile edge পর্যন্ত
centre of tensile reinforcement পর্যন্ত
beam-এর neutral axis পর্যন্ত
ওপরের কোনোটিই নয়
175. Beam অথবা Girder নির্মাণের ক্ষেত্রে একাধিক Layer-এ MS rod স্থাপন করা হলে দুই Layer-এর মাঝে Minimum কত দূরত্ব রাখা উচিত?
২৫ মিমি
২০ মিমি
১৫ মিমি
ব্যবহৃত MS rod-এর ব্যাসের সমান
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ডিজাইন অব স্ট্রাকচার
Design Of Structure
ব্যাখ্যা: ব্যাখ্যা:দুইটি রি-বার বা রিইনফোর্সমেন্ট লেয়ারের মধ্য ন্যূনতম এমন দূরত্ব থাকতে হবে, যাতে এগ্রিগেট সহজে গমন করতে পারে।
176. একটি One-way slab- Main Reinforcement স্থাপন করা হয়-
Along Long Span
Along Short Span
Both Long and Short Span
Perpendicular to Span
177. 'd' পুরুত্ববিশিষ্ট একটি Slab-এর Main reinforcement-এর সর্বোচ্চ Spacing-
1d
2d
3d
4d
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ডিজাইন অব স্ট্রাকচার
Design Of Structure
ব্যাখ্যা:
ব্যাখ্যা: স্ল্যাব-এর পুরুত্বt=1/8 ধরা হয়। Main reinforcement-এর Maximum spacing 3d অথবা 300mm ধরা হয়।
178. ওয়াল ফুটিং ডিজাইনে ক্যান্টিলিভার বিমের স্প্যান-
L- a
(L-a)/2
(L+a)
(L+a)/2
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ডিজাইন অব স্ট্রাকচার
Design Of Structure
ব্যাখ্যা:
ব্যাখ্যা: ওয়াল ফুটিং ডিজাইনে ক্যান্টিলিভার বিমের স্প্যান হবে, l-a/2
এখানে, L = ক্যান্টিলিভার বিমের দৈর্ঘ্য
a = দেয়ালের পুরুত্ব
179. ACI code অনুসারে Column-এর Maximum longitudinal reinforcement কত
১২%
8%
৮%
২%
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ডিজাইন অব স্ট্রাকচার
Design Of Structure
ব্যাখ্যা:
ব্যাখ্যা: ACI কোড অনুসারে কলামের Maximum longitudinal reinforcement ৮% এবং Minimum longitudinal reinforcement ১% হয়।
180. কলামের প্রকৃত মুক্ত দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের কত গুণের বেশি হলে লম্বা কলাম (Long column) বলা হয়?
৪ গুণ
৬ গুণ
৮ গুণ
১০ গুণ