EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
101. নিরপেক্ষ অক্ষের অবস্থান নিরূপক সূত্র কোনটি?
bx²/2 = n (d-x)
bx/2=n As (d-x)
bx²= n As (d-x/3)
bx²/2=n As (d-x)
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্ট্যাটিক্যালি মোমেন্ট ক্ষেত্রফল নিরপেক্ষ অক্ষ হতে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। নিরপেক্ষ অক্ষ থেকে বিমের চাপ এলাকার ক্ষেত্রফল = 6x এবং নিরপেক্ষ অক্ষ থেক ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব চাপ এলাকার স্ট্যার্টিক্যাল মোমেন্ট = bx x x/2 = bx²/2 একইভাবে নিরপেক্ষ অক্ষ থেকে টান এলাকার মোমেন্ট = nAs (d-x) টান ও চাপের স্ট্যার্টিক্যাল মোমেন্ট সমান অর্থাৎ bx²/2 = n As (d-x)
102. স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক-
2.9 × 10^7 পাঃ/বঃ ইঃ
2.9 × 10^6 পাঃ/বঃ ইঃ
2.8 × 10^8পাঃ/বঃ ইঃ
2.9 × 10^9 পাঃ/বঃ ইঃ
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক 2.9×10^7 পা/বর্গ ইঞ্চি। (Pai)
103. কেবলমাত্র Compressive force-বাহী কাঠামোতে কোন ধরনের কংক্রিট ব্যবহৃত হয়?
প্লেইন কংক্রিট
প্রিস্ট্রেসড কংক্রিট
রিইনফোর্সড কংক্রিট
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে সকল কাঠামোতে কেবলমাত্র তাপশক্তি উৎপন্ন হয় চাপশক্তি নেওয়ার জন্য প্লেইন কংক্রিট ব্যবহার করা হয়। কারণ পর্যাপ্ত পরিমাণে চাপশক্তি নিতে পারে প্লেইন কংক্রিট।
104. কংক্রিটের চাপ পীড়ন নিরূপণ করা হয় সাধারণত-
গোলক ও ত্রিভুজ টেস্টের মাধ্যমে
কিউব ও সিলিন্ডার টেস্টের মাধ্যমে
ক ও খ উভয়ের মাধ্যমে
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিলিন্ডার ও কিউব টেস্ট-এর মাধ্যমে কংক্রিট-এর চাপ পীড়ন নিরূপণ করা হয়। কিউব সাইজ = 15cm x 15 cm x 15 cm সিলিন্ডার সাইজ = 15cm x 30 cm
105. সাধারণভাবে স্থাপিত সমভাবে বিস্তৃত লোডের জন্য সর্বোচ্চ বাঁকন মোমেন্ট-
WL/10 kg-cm
WL/12 kg-cm
WL/8 kg-cm
WL/2 kg-cm
106. আল্টিমেট স্ট্রেংথ পর্যায়ে বিমের সংকোচন মুখের সর্ব দূরবর্তী প্রান্তে সৃষ্ট সর্বোচ্চ বিকৃতির পরিমাণ-
০.০০৩
০.০০৫
0.008
০.০০৬
107. চাপ পীড়ন সহনশীল কংক্রিটের সচরাচর ব্যবহারিত চাপ পীড়ন-
210 kg/cm
170 kg/cm
211 kg/cm²
175 kg/cm²
ব্যাখ্যা: ব্যাখ্যা: চাপ পীড়ন সহনশীল কংক্রিটের সচারাচর ব্যবহৃত চাপ পীড়ন 18 211 kg/cm².
108. যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ কোড হলো-
ASTM Code
USD Code
ACI Code
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ACI কোড যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিখ্যাত ও গুরুত্বপূর্ণ কোড। এই কোড অনুসরণ করে বিল্ডিং করা হয়।
109. কৌণিক বলে অনুভূমিক উপাংশ প্রতিহত করে প্রধানত। রিইনফোর্সমেন্ট ফিল্ড উল্লম্ব উপাংশকে প্রতিহত করতে ব্যবহৃত হয়-
Web reinforcement
Main reinforcement
Temperature bar
কোনোটিই নয়
ব্যাখ্যা: বিমের উল্লম্ব উপাংশ প্রতিহত করার জন্য Web Reinforcement ব্যবহৃত হয়।
110. পুরোপুরি অবিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে সমভাবে বিস্তৃত লোডের জন্য সর্বোচ্চ বাঁকন মোমেন্ট-
WL/12
WL/8
WL/2
WL/10
111. ইলাস্টিক রেঞ্জের আওতায় কংক্রিটের বিকৃতি কত?
০.০০৫
০.০৫
০.০০০৫
০.৫
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইলাস্টিক রেঞ্জের আওতায় কংক্রিটের বিকৃতি ০.০০৫।
112. Stirrup বা Web Reinforcement বা কর্তন লোহা বা খাড়া লোহার প্রধান কাজ হলো-
বিমের কোনাকুনি শিয়ার পীড়নকে প্রতিহত করার জন্য
প্রধান লোহাকে সঠিক স্থানে রাখার জন্য
কৌণিক বলে অনুভূমিক উপাংশ প্রতিহত করার জন্য
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিমের কোনাকুনি শিয়ার পীড়ন প্রতিরোধ করার জন্য Web Reinforcement বা স্টিরাপ ব্যবহার করা হয়।
113. কংক্রিটের প্রসারণ চাপ সংকোচন চাপের শতকরা কত?
১০%
২০%
১৫%
২৫%
ব্যাখ্যা: ব্যাখ্যা: কংক্রিট-এর প্রসারণ চাপ সংকোচন চাপের শতকরা ১০%।
114. উচ্চশক্তিসম্পন্ন স্ল্যাব, বিম ব্রিজ, ড্যাম, পাইল, পোস্ট এবং পাইপ নির্মাণে কোন ধরনের কংক্রিট ব্যবহৃত হয়?
রিইনফোর্সড কংক্রিট
প্লেইন কংক্রিট
প্রিস্ট্রেসড কংক্রিট
সবগুলো
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রিস্ট্রেসড কংক্রিট: কংক্রিট ও স্টিলকে উচ্চ ক্ষমতা প্রদান করে যে কংক্রিট তৈরি করা হয়, তাকে প্রিস্ট্রেসড কংক্রিট বলা হয়।
115. ACI code অনুসারে কলামের মিনিমাম bngitudinal রডের পরিমাণ কত?
১%
৩%
২%
8%
ব্যাখ্যা: ব্যাখ্যা: কলামের brgitudimal reinbrcement limits 1% to 6%
116. ACI কোড অনুসারে কংক্রিটের নিরাপদ পীড়ন fc-এর মান কত?
0.4 f’c
0.45 f’c
0.5 f’c
0.04 f’c
ব্যাখ্যা: ব্যাখ্যা: ACI কোড অনুসারে কংক্রিট-এর নিরাপদ পীড়ন f’c এর মান 0.45f'c
117. Web reinforcement কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
ব্যাখ্যা: ব্যাখ্যা: ওয়েব রিইনফোর্সমেন্ট চার প্রকার, যথা- i)S আকারের (ii) U আকারের (iii) W আকারের (iv) ০ আকারের
118. স্টিলের ক্ষেত্রে নিরাপত্তা সহগ নিরূপণে নমনীয় স্ট্রেংথ ও Working load-এর অনুপাত সাধারণত কত ধরা হয়?
১.৫
২.৫
৩.৫
৪.৫
ব্যাখ্যা: ব্যাখ্যা: কংক্রিট জন্য ২-২.৫ Working load. Working load অনুপাত ২.৫ স্টিলের জন্য।
119. ক্যান্টিলিভার বিমের সর্বাধিক মোমেন্ট হয়--
মুক্তপ্রান্তে
সাপোর্টে
মধ্যবিন্দুতে
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি ক্যান্টিলিভার বিমের সাপোর্টে বেন্ডিং মোমেন্ট সর্বাধিক। মুক্ত প্রান্তে বেন্ডিং মোমেন্ট-এর মান শূন্য।
120. টান ও চাপ উভয় ধরনের পীড়ন সৃষ্টি হয়, ঐ সমস্ত কাঠামোতে কোন ধরনের কংক্রিট ব্যবহৃত হয়?
প্রিস্ট্রেসড কংক্রিট
প্লেইন কংক্রিট
রিইনফোর্সড কংক্রিট
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: টান ও চাপ উভয় ধরনের পীড়ন বহন করার জন্য রিইনফোর্সড কংক্রিট ব্যবহৃত হয়।