Image
MCQ
101. আল্টিমেট স্ট্রেংথ পর্যায়ে বিমের সংকোচন মুখের সর্ব দূরবর্তী প্রান্তে সৃষ্ট সর্বোচ্চ বিকৃতির পরিমাণ-
০.০০৩
০.০০৫
0.008
০.০০৬
102. পুরোপুরি অবিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে সমভাবে বিস্তৃত লোডের জন্য সর্বোচ্চ বাঁকন মোমেন্ট-
WL/12
WL/8
WL/2
WL/10
103. স্টিলের ক্ষেত্রে নিরাপত্তা সহগ নিরূপণে নমনীয় স্ট্রেংথ ও Working load-এর অনুপাত সাধারণত কত ধরা হয়?
১.৫
২.৫
৩.৫
৪.৫
104. চাপ পীড়ন সহনশীল কংক্রিটের সচরাচর ব্যবহারিত চাপ পীড়ন-
210 kg/cm
170 kg/cm
211 kg/cm²
175 kg/cm²
105. ক্যান্টিলিভার বিমের সর্বাধিক মোমেন্ট হয়--
মুক্তপ্রান্তে
সাপোর্টে
মধ্যবিন্দুতে
কোনোটিই নয়
106. নিরপেক্ষ অক্ষের অবস্থান নিরূপক সূত্র কোনটি?
bx²/2 = n (d-x)
bx/2=n As (d-x)
bx²= n As (d-x/3)
bx²/2=n As (d-x)
107. কৌণিক বলে অনুভূমিক উপাংশ প্রতিহত করে প্রধানত। রিইনফোর্সমেন্ট ফিল্ড উল্লম্ব উপাংশকে প্রতিহত করতে ব্যবহৃত হয়-
Web reinforcement
Main reinforcement
Temperature bar
কোনোটিই নয়
108. স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক-
2.9 × 10^7 পাঃ/বঃ ইঃ
2.9 × 10^6 পাঃ/বঃ ইঃ
2.8 × 10^8পাঃ/বঃ ইঃ
2.9 × 10^9 পাঃ/বঃ ইঃ
109. Stirrup বা Web Reinforcement বা কর্তন লোহা বা খাড়া লোহার প্রধান কাজ হলো-
বিমের কোনাকুনি শিয়ার পীড়নকে প্রতিহত করার জন্য
প্রধান লোহাকে সঠিক স্থানে রাখার জন্য
কৌণিক বলে অনুভূমিক উপাংশ প্রতিহত করার জন্য
কোনোটিই নয়
110. Web reinforcement কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
111. কংক্রিটের চাপ পীড়ন নিরূপণ করা হয় সাধারণত-
গোলক ও ত্রিভুজ টেস্টের মাধ্যমে
কিউব ও সিলিন্ডার টেস্টের মাধ্যমে
ক ও খ উভয়ের মাধ্যমে
কোনোটিই নয়
112. ACI code অনুসারে কলামের মিনিমাম bngitudinal রডের পরিমাণ কত?
১%
৩%
২%
8%
113. ইলাস্টিক রেঞ্জের আওতায় কংক্রিটের বিকৃতি কত?
০.০০৫
০.০৫
০.০০০৫
০.৫
114. সাধারণভাবে স্থাপিত সমভাবে বিস্তৃত লোডের জন্য সর্বোচ্চ বাঁকন মোমেন্ট-
WL/10 kg-cm
WL/12 kg-cm
WL/8 kg-cm
WL/2 kg-cm
115. কংক্রিটের প্রসারণ চাপ সংকোচন চাপের শতকরা কত?
১০%
২০%
১৫%
২৫%
116. উচ্চশক্তিসম্পন্ন স্ল্যাব, বিম ব্রিজ, ড্যাম, পাইল, পোস্ট এবং পাইপ নির্মাণে কোন ধরনের কংক্রিট ব্যবহৃত হয়?
রিইনফোর্সড কংক্রিট
প্লেইন কংক্রিট
প্রিস্ট্রেসড কংক্রিট
সবগুলো
117. যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ কোড হলো-
ASTM Code
USD Code
ACI Code
কোনোটিই নয়
118. টান ও চাপ উভয় ধরনের পীড়ন সৃষ্টি হয়, ঐ সমস্ত কাঠামোতে কোন ধরনের কংক্রিট ব্যবহৃত হয়?
প্রিস্ট্রেসড কংক্রিট
প্লেইন কংক্রিট
রিইনফোর্সড কংক্রিট
কোনোটিই নয়
119. ACI কোড অনুসারে কংক্রিটের নিরাপদ পীড়ন fc-এর মান কত?
0.4 f’c
0.45 f’c
0.5 f’c
0.04 f’c
120. কেবলমাত্র Compressive force-বাহী কাঠামোতে কোন ধরনের কংক্রিট ব্যবহৃত হয়?
প্লেইন কংক্রিট
প্রিস্ট্রেসড কংক্রিট
রিইনফোর্সড কংক্রিট
কোনোটিই নয়