Image
MCQ
4061. বাংলার প্রাচীনতম শিলালিপি 'ব্রাহ্মী লিপি কোথায় পাওয়া যায়?
ময়নামতি
উয়ারী বটেশ্বর
পাহাড়পুর
মহাস্থানগড়
4063. ঢাকা শহরের প্রধান মুগল স্থাপত্য কোনটি?
বর্ধমান হাউস
লালবাগ কেল্লা
আহসান মঞ্জিল
বড় কাটরা
4064. বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায়?
মহাস্থানগড়, বগুড়া
শাহজাদপুর, সিরাজগঞ্জ
কেন্দুয়া, নেত্রকোণা
রামপাল, বাগেরহাট
4065. 'বৈরাগীর ভিটা' অবস্থিত?
ময়নামতি, কুমিল্লা
আনন্দ বিহার, কুমিল্লা
উয়ারী-বটেশ্বর, নরসিংদী
মহাস্থানগড়, বগুড়া
4066. বাংলাদেশের কোথায় মৌর্যযুগের শিলালিপি পাওয়া গেছে?
পাহাড়পুর
ময়নামতি
মহাস্থানগড়
রাজশাহী
4067. 'শীলাদেবীর ঘাট কোথায় অবিস্থত?
উয়ারী-বটেশ্বর,নরসিংদী
মহাস্থানগড়, বগুড়া
আনন্দ বিহার, কুমিল্লা
ময়নামতি, কুমিল্লা
4071. 'পরশুরামের প্রাসাদ' কোথায় অবিস্থত? / 'পরশুরামের প্যালেস' কোথায় অবিস্থত?
আনন্দ বিহার, কুমিল্লা
মহাস্থানগড়, বগুড়া
উয়ারী-বটেশ্বর, নরসিংদী
ময়নামতি, কুমিল্লা
4073. 'বেহুলার বাসর ঘর' কোথায় অবস্থিত?
ময়নামতি, কুমিল্লা
আনন্দ বিহার, কুমিল্লা
উয়ারী-বটেশ্বর, নরসিংদী
মহাস্থানগড়, বগুড়া
4074. বাংলাদেশের কোন জেলায় শাহ সুলতান বলখী ইসলাম প্রচার করেন?
বগুড়া জেলায়
রাজশাহী জেলায়
দিনাজপুর জেলায়
রংপুর জেলায়
4076. বাংলাদেশের মহাস্থানগড়ের পূর্বদিক দিয়ে প্রবাহিত নদীটির নাম কী?
করতোয়া
গঙ্গা
ব্রহ্মপুত্র
মহানন্দা
4077. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? / মহাস্থানগড় কোন নদীর তীরে গড়ে উঠেছে?
করতোয়া
ব্রহ্মপুত্র
মহানন্দা
গঙ্গা