EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
4121. Choose the correct sentence:
One and a half hour is a long time
One and a half hours is a long time
One and a half hour are a long time.
One and half hour is a long time.
ব্যাখ্যা: One and a half + Plural noun (time) থাকার কারণে verb singular হবে। সুতরাং একমাত্র সঠিক বাক্য One and a half hours is a long time
4122. Much of what he has written in those reports
is unfair to many of us.
are unfair to many of us.
have been unfair to many of us.
were unfair to many of us.
4123. Which one is correct?
The spirit of God is immanent in the Universe.
The spirit of God is imminent in the Universe.
The spirit of God is eminent in the Universe.
None of the above
ব্যাখ্যা: Option-গুলোর মধ্যে সঠিক বাক্য হলো The spirit of God is immanent in the Universe (ঈশ্বরের আত্মা মহাবিশ্বে সর্বব্যাপী)। অন্যদিকে imminent অর্থ আসন্ন আর eminent অর্থ প্রখ্যাত।
4124. কোন নৃ-গোষ্ঠীর লোকজন 'সাংগ্রাই' বা 'জল উৎসব' পালন করে?
রাখাইন ও মারমারা
গারো ও চাকমারা
মারমা ও গারোরা
চাকমা ও রাখাইনরা
4125. ফাল্গুনী পূর্নিমা কাদের ধর্মীয় উৎসব?
চাকমাদের
হিন্দুদের
খ্রিস্টানদের
বৌদ্ধদের
4126. I notified-I had changed my address.
with the bank that
that
the bank that
to the bank that
ব্যাখ্যা: Notify to somebody অর্থ কাউকে কোনো কিছু অবহিত করা। দুটি clause-কে যুক্ত করতে that ব্যবহৃত হয়। সুতরাং সঠিক expression টি হলো to the bank that
4127. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি?
সাঁওতাল
চাকমা
মারমা / মগ
রাখাইন
4128. Choose the correct sentence:
The man that said that was a fool.
The man who said that was a fool.
The man, which said that was a fool.
The man whom said that was a fool.
ব্যাখ্যা: ব্যক্তিবাচক noun-এর relative pronoun হিসেবে who ব্যবহৃত হয়। Who-এর পর সরাসরি verb আসে আর whom-এর পরে আসে noun বা pronoun। সুতরাং সঠিক বাক্যটি হলো The man who said that was a fool!
4129. কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
মারমা
খাসিয়া
সাঁওতাল
গারো
4130. গারো উপজাতি প্রধানত কোন অঞ্চলের বাসিন্দা?
সিলেট
পার্বত্য চট্টগ্রাম
ময়মনসিংহ
টাঙ্গাইল
4131. বাংলাদেশের মারমা উপজাতির বর্ষবরণ অনুষ্ঠান কোনটি?
ইঙ্গবনী
ফাগুয়া
বিজু
সাংগ্রাই
4132. গারো উপজাতি কোন জেলায় বাস করে?
সিলেট
পার্বত্য চট্টগ্রাম
ময়মনসিংহ
টাঙ্গাইল
4133. মারমা উপজাতিরা কোন পাহাড়ের পাদদেশে বসবাস করে?
চিম্বুক পাহাড়
লালমাই পাহাড়
গারো পাহাড়
কুলাউড়া পাহাড়
4134. মারমা বা মগদের ধর্মীয় ভাষা কোনটি?
সাদ্রি
মুন্ডা
পালি
বাগদি
4135. Select the correct sentence.
The roads of Dhaka is wider than of Khulna.
The roads of Dhaka are wider than those of Khulna.
The roads of Dhaka is wider than of Khulna.
The roads of Dhaka is wider than those of Khulna.
ব্যাখ্যা: Option-গুলোর মাঝে সঠিক বাক্য হলো The roads of Dhaka are wider than those of Khulna কারণ ঢাকার রাস্তাগুলোর সাথে খুলনার রাস্তাগুলোর তুলনা বোঝাচ্ছে। আর roads হলো plural sub। সুতরাং verb টি plural হয়েছে।
4136. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি?
সাঁওতাল
চাকমা
মারমা / মগ
রাখাইন
4137. মারমা বা মগরা বাংলাদেশের কোথায় বাস করে?
বান্দরবান
খাগড়াছড়ি
রাঙ্গামাটি
ময়মনসিংহ
4138. The correct sentence is-
The girl laughed and entered the room.
The girl entered the room laughing.
The girl laughed entering the room.
The girl laughingly entered the room.
ব্যাখ্যা: সঠিক বাক্য হলো The girl entered হাসতে কক্ষে প্রবেশ করলো। The girl entered the room laughing. The girl laughingly entered the room. the room laughing যার অর্থ মেয়েটি হাসতে
4139. মারমা উপজাতির পারিবারিক কাঠামো—
মাতৃতান্ত্রিক
ভ্রাতৃতান্ত্রিক
পিতৃতান্ত্রিক
ভগ্নিতান্ত্রিক
4140. Which sentence is incorrect?
I feel unwell.
He prefers tea than coffee.
Open at page 30.
I have a headache.
ব্যাখ্যা: Option-গুলোর মাঝে ভুল বাক্যটি হলো He prefers tea than coffee। কারণ prefer-এর পর দুটি noun-এর মাঝে than না বসে to বসে। বাক্যটির সঠিক রূপ He prefers tea to coffee