EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
4101. Which one is the correct sentence?
What happened there?
What was happened there?
What did happen there?
Did anything happened there?
ব্যাখ্যা: Option গুলোর মধ্যে সঠিক interrogative বাক্য হলো what happened there? আর What বাক্যের sub হিসেবে interrogative বাক্যে ব্যবহৃত হতে পারে। বাক্যটির বাংলা: সেখানে কী ঘটেছিল?
4102. Which one is the right in use?
It is of no use how talking to him
It is of no use talking to him
To talking him is of no good
It is no good of the talking to him
ব্যাখ্যা: Of no use অর্থ অপ্রয়োজনীয় হওয়া আর of no use-এর পর verb + ing বসে। সুতরাং সঠিক বাক্য: It is of no use talking to him (তার সাথে কথা বলার মানে হয় না।)।
4103. ঢাকায় অনুষ্ঠিত সর্বশেষ দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীতে অংশ নেয়া দেশের সংখ্যা-
৬৮
৮২
৬৫
৭০
4104. Choose the correct sentence.
I was very homesick when I was a student abroad.
I was very homesick when I had been a student of abroad.
I had been very homesick when I was a student abroad.
I was very homesick when I had been a student abroad.
4106. Choose the correct sentence.
Who belongs to the book?
Whom does the book belong?
To who the book belong?
Who does the book belong to?
ব্যাখ্যা: সঠিক বাক্য হলো Who does the book belong to?। বাক্যটির বাংলা: বইটি কার?
4107. Choose the correct sentence.
The railway will compensate us with the loss.
The railway will compensate us for the loss.
The railway will compensate us the loss.
The railway will compensate us loser.
ব্যাখ্যা: Compensate somebody for something অর্থ কাউকে কোনো কিছুর জন্য ক্ষতিপূরণ দেয়া। অতএব সঠিক বাক্য The railway will compensate us for the loss (রেলওয়ে আমাদের ক্ষতিপূরণ দেবে।)।
4108. Choose the sentence with the correct punctuation.
My aunt who lives in Sylhet, is a doctor.
My aunt, who lives in Sylhet, is a doctor.
My aunt, who lives in Sylhet is, doctor.
My aunt, who lives in Sylhet is a doctor.
ব্যাখ্যা: Relative clause-এর আগে ও পরে কমা বসে। সুতরাং যে বাক্যটিতে punctuation (বিরামচিহ্ন) এর সঠিক ব্যবহার রয়েছে সেটি হলো My aunt, who lives in Sylhet, is a doctor |
4109. . Culture influences the way -
viewing the world
that we view the world
the world view
is the view of the world
ব্যাখ্যা: প্রদত্ত space-এ clause প্রয়োজন। আর একমাত্র সঠিক expression হলো that we view the world
4110. ঢাকা মতিঝিলের শাপলা চত্বরের স্থপতি কে?
আজিজুল জলিল পাশা
লুই আই কান
মাজহারুল ইসলাম
হামিদুর রহমান
4111. We gave a meal.
at the visitors
for the visitors
the visitors
to the visitors
ব্যাখ্যা: Transitive verb হিসেবে gite-এর পর ব্যক্তিবাচক obj + বস্তুবাচক obj বসে, যদি বাক্যে দুটি object থাকে। সুতরাংস কি শব্দাংশ হলো the visitors/
4112. প্রথম আলো দৈনিক পত্রিকার মূল কার্টুনশিল্পী কে?
আলোকেশ ঘোষ
মামুনুর রশিদ
শিশির ভট্টাচার্য
হাশেম খান
4114. Choose the correct sentence.
Rahim ate almost the whole fish.
Rahim almost ate the whole fish.
Almost Rahim ate the whole fish.
Rahim ate the whole fish almost.
ব্যাখ্যা: Almost adverb টি যাকে modify করবে সে শব্দটির ঠিক তার আগে বসবে। Almost (প্রায়) শব্দটি the whole fish কে modify করবে কারণ প্রায় সম্পূর্ণ মাছ খাওয়ার কথা বলছে। সুতরাং সঠিক বাক্য হলো Rahim atc almost the whole fish
4115. Choose the correct option to fill in the blank: We discussed-
about what the poem means
on what the poem means
what the poem means about
what the poem means
4116. Choose the correct sentence.
One of my friends are lawyer.
One of my friends is a lawyer.
One of my friend is a lawyer.
One of my friends are lawyer
ব্যাখ্যা: One of + plural noun + singular verb হলো সঠিক sequence। সুতরাং সঠিক বাক্য হলো: One of my friends is a lawyer (আমার বন্ধুদের মধ্যে একজন আইনজীবী।)।
4117. When I asked him the keys, Bob said he had no idea where they were.
if did he see
if he had seen
could he see
that he had seen
ব্যাখ্যা: বাক্যটির জন্য সঠিক expression হলো if + sub + verb। সুতরাং if he had seen যোগে বাক্যটির বাংলা: যখন আমি তাকে জিজ্ঞাসা করলাম সে চাবিগুলো দেখছে কিনা তখন বব বললো সেগুলো কোথায় সে সম্পর্কে তার কোনো ধারণা নেই।
4118. The incorrect sentence-
He has a zeal for public work.
He prevailed over the enemy.
I was in want of of food.
The boy is sick for toys.
ব্যাখ্যা: Option গুলোর মধ্যে ভুল বাক্যটি হলো I was in want of of food। বাক্যটির সঠিক রূপ। was in want of food (আমি খাদ্যের অভাবে ছিলাম)। In want of something অর্থ কোনো কিছুর অভাবে।
4119. Which one is the correct sentence?
We look forward to hear from you.
We look forward hearing from you.
We look forward to hearing from you.
We look forward hear from you.
ব্যাখ্যা: Look forward to অর্থ প্রতীক্ষায় থাকা। Idiom টির পর ing যুক্ত verb বসে। সুতরাং সঠিক বাক্যটি হলো We look forward to hearing from you
4120. Choose the correct sentence:
The boy was too clever not to miss the point.
The boy was too clever not to miss the point.
The boy was too clever to miss the point.
The boy was clever enough to miss the point.
ব্যাখ্যা: Option গুলোর মাঝে সঠিক বাক্য হলো The boy was too clever to miss the point। কারণ too + adjective + to + verb-এর base form হলো সঠিক expression/