EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
6983. SPT- এ Drop hammer ওজন কত?
55 kg
75 kg
70 kg
63.5 kg
ব্যাখ্যা: ASTM-D1586 Standard-অনুসারে ড্রপ হ্যামারের ওজন ৬৩.৫ কেজি (১৪০ পাউন্ড)। আমরা মূলত এটাকে স্ট্যান্ডার্ড হিসাবে গ্রহণ করেছি। যে কোন ক্ষেত্রে আপনাকে Standard-ড্রপ হ্যামারের ওজন ৬৩.৫ কেজি (১৪০ পাউন্ড) বিবেচনা করতে হবে। অপরদিকে, Europian standard - অনুসারে ড্রপ হ্যামারের ওজন ৬৫ কেজি (১৪০ পাউন্ড)। সঠিক উত্তর: d. 63.5 kg
6985. The maximum permissible chloride content in water for domestic supplies should not exceed (গৃহস্থালি সরবরাতে পানিতে সর্বোচ্চ অনুমোদিত ক্লোরাইডের পরিমান)
250 ppm
450 ppm
350 ppm
550 ppm
6986. Travellers-- their reservations well in advance if they want to fly during the Eid holidays.
had better to get
had better get
had to get better
had better got
6987. একটি সিলিন্ডারকে কত নিউটন বলে টানলে উহার ব্যাস 50 mm ব্যাসের সমান্তরালে অর্ধবৃত্তের ভরকেন্দ্রগামী বরাবর মোমেন্ট অব প্রবাহমান তরলে কি কি শক্তি বিদ্যমান থাকে-
Potential Energy
Kinetic Energy
Pressure Energy
All And
6988. ২৬০ মিটার দীর্ঘ লাইনের অক্ষাংশ ২১০ মি. হলে রেখার প্রকৃত বিয়ারিং কত?
36°
53°
46°
56°
6989. স্ল্যাম টেস্টে ব্যবহৃত রডের ব্যাস কত-
5/8 ইঞ্চি
3/8 ইঞ্চি
4/8 ইঞ্চি
2/8 ইঞ্চি
ব্যাখ্যা: কংক্রিট মিশ্রণের কার্যোপযোগীতা যাচাইয়ের করার জন্য যে পরীক্ষা করা হয়, তাকে কংক্রিটের স্ল্যাম টেস্ট বা নতি পরীক্ষা বলা হয়। কংক্রিটের স্ল্যাম টেস্টের জন্য দু'দিকে হাতল যুক্ত লোহার চোঙ বা সিলিন্ডার ব্যবহার করা হয়।
6990. The maximum load on the wooden pile should not exceed not exceed (কাঠের পাইলে সর্বোচ্চ লোড কত এর অধিক উচিৎ নয়)
50 kN
150 kN
100 kN
200 kN
ব্যাখ্যা: তথ্য: অন্যভাবে, কাঠের পাইলে সর্বোচ্চ লোড বহন ক্ষমতা ২০ টন। ২০ টন সমান প্রায় d. 200 kN
6991. একটি মাটির ভয়েড রেশিও এর মান ০.৩ হলে পরোসিটি কত-
0.0023
0.23
0.023
0.2
6992. পোর্টল্যান্ড সিমেন্টে সিলিকার পরিমাণ--
10 to 20%
20 to 25%
25 to 40%
40 to 60%
6993. What should be the ratio of Moment of inertia of a circular section with 4" and 2" diameter? (4" and 2" diameter বিশিষ্ট বৃত্তাকার ক্ষেত্রের মোমেন্ট অব ইনার্শিয়ার অনুপাত কত)
16
2
ব্যাখ্যা: বৃত্তাকার ক্ষেত্রের মোমেন্ট অব ইনার্শিয়ার অনুপাত: For d = 4" inertia, I = πd4/64= π×(4)4/64 = 4 π For d = 2" inertia, I = πd4/64 = πχ(2)4/64 = π/4 So, Ratio = 4π/π/4 = 16
6994. কোর্স এগ্রিগেটের কণার আকার--
below 4.75 mm
above 6.75 mm
4.75 mm
6.75 mm
ব্যাখ্যা: তথ্য: ACI কোড অনুযায়ী 4.75 mm (sieve no 4) চালুনীতে বাঁধাপ্রাপ্ত এগ্রিগেটকে কোর্স এগ্রিগেট বলে।
6995. প্রথম শ্রেণির ইটের নূন্যতম ক্রাশিং স্ট্রেস্থ থাকা উচিৎ--
7 MN/m²
10.5 MN/m²
12.5 MN/m²
14 MN/m²
6996. You had better-- or you will miss the train.
hurry
hurried
hurrying
harries
6997. রিনোল্ড নাম্বার RN-1250 হলে তা কী ধরনের প্রবাহ --
ক্রিটিক্যাল
অবাধ্য
ল্যামিনার
সুটিং
6998. Seema had better if she doesn't want to miss the train.
hurry
hurried
hurrying
harries
6999. পানির কতটুকু গভীরতার জন্য চাপ ২ কেজি/বর্গ সেমি, চাপ পাওয়া যাবে?
20 m
22 m
16 m
15 m
7000. নিরাপদ খাবার পানির BOD সর্বোচ্চ কত হতে পারবে-
6 ppm
50 ppm
10 ppm
100 ppm
ব্যাখ্যা: তথ্য: নিরাপদ খাবার পানির BOD শূন্য বা থাকে না বললেই চলে। কিন্তু Who কর্তৃক মনোনীত সুপেয় খাবার পানির নিরাপদ খাবার পানির BOD এর সর্বোচ্চ মান। খাবার পানি ব্যতিত অন্য পানিতে নিরাপদ খাবার পানির BOD এর মান 1-2 mg/L এর মধ্যে থাকলে খুবই ভালো। BOD এর মান 3 হলে মোটামুটি ভালো। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মতে নদী, হ্রদ ও পুকুরের পানিতে মাছ ও জলজ প্রাণীর জন্য সহায়ক অবশ্যক 6mg/L এর কম হবে। BOD এর মান ১০ এর বেশি হলে পানিতে দূষণমাত্রা খুব খারাপ ধরা হয়।