MCQ
7281. নিচের কোন শব্দটি তদ্ধিত প্রত্যয়েত উদাহরণ?
দাপট
পেঁটরা
যাচাই
মিতালি
7282. কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?
ঝরা পালক
মহাপৃথিবী
সাতটি তারার তিমির
নিজ বাসভূমে
7283. অমিত্রাক্ষর ছন্দের ইংরেজি প্রতিশব্দ:
হাইকু
সনেট
ব্লাংকভার্স
লিমেরিক
7284. নিচের কোন শব্দ বিশেষ্য'র উদাহরণ?
পতিত
জান্তব
আগ্নেয়
উন্নয়ন
7285. রাবীন্দ্রনাথের 'বলাকা' কাব্যে ব্যবহৃত ছন্দের নাম:
মুক্তক ছন্দ
স্বরবৃত্ত ছন্দ
গদ্যছন্দ
মন্দাক্রান্তা ছন্দ
7286. 'নিমরাজি' শব্দটিতে 'নিম' উপসর্গটি কোন ভাষার?
আরবি
বাংলা
ইংরেজি
ফারসি
7287. 'স্বাগত' এর সন্ধি বিচ্ছেদ কি?
সু + আগত
স্বা+ গত
সু + গত
স্বাগত
7288. 'মেঘ গর্জন করলে ময়ূর নিত্য করে' এটি কোন ধরনের বাক্য?
সরল
জটিল
যৌগিক
মিশ্রবাক্য
7289. 'কামিজ' শব্দটি কোন ভাষা থেকে আগত?
ইংরেজি
হিন্দি
পর্তুগিজ
ওলন্দাজ
7290. 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন?
প্রচীন যুগ
আধুনিক যুগে
মধ্যযুগ
অন্ধকার যুগ
7291. বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি?
০২টি
০৪টি
০৬টি
০৮টি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
junior instructor question solution
ব্যাখ্যা: বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি। যথা: ধ্বনিতত্ত্ব, শব্দ বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব।
7292. 'সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা'কে এক কথায় বলে-
আবাহন
স্বাগতন
প্রত্যুদ্গমন
সম্ভাষণ
7293. 'অগ্নিবীণা' কাব্য উৎসর্গ করা হয়:
শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়কে
শ্রীবারীন্দ্রকুমার ঘোষকে
শ্রীরবীন্দ্রনাথ ঠাকুরকে
শ্রীকৃষ্ণ মজুমদারকে
7294. 'ওদিকে আর যাব না' এ বাক্যে 'আর' শব্দটি ব্যবহৃত হয়েছে-
নির্দেশ অর্থে
পুনরাবৃত্তি অর্থে
স্বীকৃতিজ্ঞাপন অর্থে
বিস্ময় প্রকাশে
7295. নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
বন্দ্যোপাধ্যায়
পক্ক
চট্টোপাধ্যায়
সংশয়
7296. 'হেম' শব্দের অর্থ-
সুধাকর
মুক্তা
রত্ন
স্বর্ণ
7297. সৈয়দ ওয়ালীউল্লাহর 'চাঁদের অম্যাবস্যা' উপন্যাসের নায়ক-
মুহাম্মদ মুস্তফা
আরেফ আলী
মজিদ
কাদের
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
junior instructor question solution
ব্যাখ্যা: 'চাঁদের অমাবস্যা' উপন্যাসের নায়ক একজন স্কুলশিক্ষক নাম আরেফ আলী, ঔপন্যাসিক তাকে যুবক শিক্ষক বলে বারবার অভিহিত করেছেন। তাঁর এক মহৎ সাহিত্য কর্ম 'চাঁদের অমাবস্যা' উপন্যাস বাংলা সাহিত্যের সার্থক উপন্যাস।
7298. উপসর্গযোগে পঠিত শব্দ হলো-
নবান্ন
আকাল
পঞ্চনদ
ঢাকাই
7299. ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?
মৃত্যুক্ষুধা
লালসালু
আরেক ফাল্গুন
ঘর মন জানালা
7300. 'উপশহর' কোন সমাসের উদাহরণ?
দ্বন্দ্ব
অব্যয়ীভাব
তৎপুরুষ
বহুব্রীহি