EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
7521. 'সাহেব' শব্দের বহুবচন কোনটি?
সাহেবকুল
সাহেবসমূহ
সাহেবান
সাহেবগুলো
7522. কোনটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
বৃন্দ
বর্গ
কুল
গ্রাম
7523. অপ্রাণিবাচক শব্দ—
কবিকুল
কমলনিকর
পাখিকুল
বুজুর্গান
7524. 'বচন' অর্থ কি / এক কথায় বচনকে কি বলে?
সংখ্যার ধারণা
ক্রমের ধারণা
গণনার ধারণা
পরিমাপের ধারণা
7525. নিচের কোনটি এক বচনের উদাহরণ?
মানুষ মরণশীল
ডাক্তার রোগী দেখছে
লোকে বলে
বনে বাঘ বাস করে
7526. 'বনে বনে ফুল ফুটেছে।' এখানে 'ফুল'-
একবচন
বহুবচন
একবচন ও বহুবচন
দুটোই কোনোটিই না
7527. নিচের কোনটি বহুবচন বাচক শব্দ?
রচনাবলি
পুষ্পকীট
পণ্ডিতপ্রবর
রত্নগর্ভা
7528. কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করে?
পাকা পাকা আম
নরম নরম হাত
ছি ছি কি করছ?
উড়ু উড়ু মন
7529. 'বচন' কোন বিষয়ের ধারণা বোঝায়?
সংখ্যা
ক্রম
গণনা
পরিমাপ
7530. কোনটি একবচনের উদাহরণ?
বনে বাঘ থাকে
মানুষ মরণশীল
শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন
লোকে বলে
7531. 'ডালে ডালে কুসুম ভার।' এখানে 'ভার' কোন অর্থ প্রকাশ করেছে?
সমূহ
গুরুত্ব
বোঝা
বিষাদ
7532. কোনটি সঠিক?
তরঙ্গপুঞ্জ
কুসুমপুঞ্জ
মেঘপুঞ্জ
কবিতাপুঞ্জ
7533. নিচের কোনটি একবচন বাচক নির্দেশক?
গুলি
টা
রা
দিগ
7534. How many eggs have your hens-- this month? -Which of the following words best completes the above sentence?
Lain
laid
lay
lied
7535. সকল নির্বাচককে সমষ্টিগতভাবে বলা হয়-
ভোটারগণ
ভোটারমণ্ডলী
নির্বাচক
নির্বাচকমণ্ডলী
7536. The speaker failed to make the audience to him patiently-- Which of the following is the correct verb form in the blank above?
to listen
listening
listened
listen
7537. We (not have) a holiday since the beginning of the year. Which of the following verb forms best completes the above sentence?
did not have
are not having
have not had
had not had
7538. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচনের উদাহরণ?
সিংহ বনে থাকে
বাগানে ফুল ফুটেছে
মানুষ মরণশীল
এটাই করিমদের বাড়ি
7539. 'লোকে বলে' উক্তিটির তাৎপর্য কোনটি?
একজন লোক বলে
সাধারণ লোক বলে
দুইজন লোক বলে
নির্দিষ্ট কেউ বলে
7540. It's time (you realize) your mistakes. Which of the following clause best fits in the above sentence?
you realized
you would realize
that you realize
you have realized
ব্যাখ্যা: Hints: It is time + subject + verb-এর past form বসে।