EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
8801. 'সাপের খোলস' বাক্য সংকোচন কি হবে?
নির্মোক
উরগ
কৃত্তি
প্লাবক
8802. 'যার বাসস্থান নেই' বাক্যের এক কথায় প্রকাশ কী?
অনিকেত
উদ্বাস্তু
অনুজ
একাহারী
8803. 'Sedative' means-
to criticize.
a drug used to calm a person or animal to make them sleep.
very energetic behaviour of people.
in a frightenigh, violent and powerful way.
8804. এক কথায় প্রকাশ করুন: 'যা লাফিয়ে চলে'-
উল্লম্ফ
লাফবাজ
দড়াবাজ
প্লবগ
8805. 'Equivocation' means-
A true statement.
Equal opportunity to get a job. .
Free expression of opinions.
Two contrary things in the same statement
ব্যাখ্যা: Hints: Equivocation-এর অর্থ-দুটি অর্থ প্রকাশ করে এমন।
8806. যা নিন্দার যোগ্য নয়-
নিন্দনীয়
প্রশংসনীয়
অনিন্দ্য
প্রশংসার যোগ্য
8807. 'কোনভাবেই যা নিবারণ করা যায় না' এক কথায় কি হবে?
অনিবার্য
অনন্যেপায়
অদম্য
অসম্ভব
8808. 'নষ্ট হওয়া স্বভাব যার' তাকে কি বলে?
নষ্ট স্বভাব
ফেলনা
নশ্বর
ওপরের কোনোটিই নয়
8809. রাত্রির শেষ ভাগ' এক কথায়-
পররাত্র
মহানিশা
যামিনী
রাত্রিশেষ
8810. One who treats cancer patients is called a/an-
pathologist
nephrologist
oncologist
neurologist
ব্যাখ্যা: Hints: যে ব্যক্তি ক্যান্সার রোগীর চিকিৎসা করে তাকে oncologist (ব্যান্সার বিশেষজ্ঞ) বলে। তাছাড়া pathologist অর্থ রোগবিজ্ঞানী, nephrologist অর্থ কিডনি বিশেষজ্ঞ আর micrologist অর্থ স্নায়ুরোগ বিশেষজ্ঞ।
8811. 'যা অধ্যয়ন করা হয়েছে' এক কথায় কি হবে?
পঠিত
অধীত
অধ্যয়িত
অধ্যায়িত
8812. 'Blockbuster' means-
A large solid piece of stone.
A device to cut off a person's head as a punishment.
Something that makes movement difficult.
A powerful explosive to demolish buildings.
8813. The abbreviation BC stands for-
Before Call
Before Coronation
Before Christ
British Church
ব্যাখ্যা: Hints: BC হলো Before Christ-এর সংক্ষিপ্ত রূপ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জিতে যীশু খ্রিস্টের জন্মের পূর্বের নির্দিষ্ট সাল নির্দেশ করতে BC ব্যবহৃত
8814. 'যে সকল অত্যাচারই সয়ে যায়' এক কথায় কি হবে?
সর্বংসহা
সর্বসহ্যকারী
সহ্যকারী
অত্যাচারী
8815. 'যিনি অধিক কথা বলেন না'- এক কথায় কি হবে?
সংযত
মিতভাষী
অল্পভাষী
সন্ন্যাসী
8816. 'গণনার যোগ্য নয় যা', এককথায় বলা যায়-
অগণ্য
নগণ্য
অপরিমিত
অসংখ্য
8817. Ruminant---
Cid-hewing animal
Soup
Gossip
Noise-maker
ব্যাখ্যা: Hints: Ruminant-অর্থ হলো জাবর কাটা প্রাণী। Cud-cheroing artimd জাবর কাটা প্রার্থী Soup-ঝোল Gossip খোশগল্প এবং Notise-maker-শোরগোলকারী।
8818. Three score is-
thirty times
three times twenty
three hundred times
more than three
ব্যাখ্যা: Hints: Three score three times twently (20×3)=60
8819. যা কষ্টে লাভ করা যায়-
অলভ্য
দুর্লভ
দুর্জয়
কষ্টসাধ্য
8820. 'যা কষ্টে জয় করা যায়' এক কথায় কি হবে?
কষ্টার্জিত
পরিশ্রমলব্ধ
দুর্জয়
দুর্লভ