Image
MCQ
14801. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
পর+পর = পরস্পর
বাক্+দান = বাগদান
উৎ+ছেদ = উচ্ছেদ
সম্+সার সংসার
14802. প্রমিত বানানরূপ-
গলধঃকরণ
গলাধঃকরণ
গলধকরণ
গলাধকরণ
14803. নিচের কোনটি অশুদ্ধ?
অহিংস-সহিংস
দোষী-নির্দোষী
প্রসন্ন-বিষণ্ণ
নিষ্পাপ-পাপিনী
14804. শুদ্ধ বানান কোনটি?
সমীচিন
আশির্বাদ
ভবিষ্যৎ
দীর্ঘজীবী
14805. নিচের কোন শব্দটি শুদ্ধ?
অন্তস্থল
অন্তস্তল
অন্তঃস্থল
অন্ততল
14806. নিচের কোন বানানটি শুদ্ধ?
সত্ত্বা
সত্তা
সত্ত্বা
মহাত্ব
14807. কোন বানানটি শুদ্ধ?
সোন্দর্য
সৌন্দর্য
সোন্দ্যর্য
সৌন্দর্য্য
14808. শুদ্ধ বানান কোনটি?
অনুশাসন
অনুশাসন
অনুশাসণ
অনুসাশন
14809. নিচের কোনটি সঠিক নয়?
পরিষ্কার
হিরন্ময়
নমস্কার
দুষ্কর
14810. কোনটি শুদ্ধ বানান?
প্রবাহমান
প্রজ্বলিত
বৈশিষ্ট্যতা
ভূমধ্যাধিকারী
14811. নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
অনূর্বর, ঊর্ধ্বগামী, শুদ্ধ্যশুদ্ধি
নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব
ভূরিভূরি, ভূঁড়িওয়ালা, মাতৃম্বসা
রানি, বিকিরণ, দুরতিক্রম্য
14812. কোন বানানটি শুদ্ধ?
মনমুগ্ধকর
মনোমুগ্ধকর
মনোঃমুগ্ধকর
মনোমুগ্ধঃকর
14813. কোন ত্রয়ীর বানান শুদ্ধ?
জায়মান, জম্বুবান, ভ্রাম্যমান
বিমর্ষ, মুমূর্ষু, সংঘর্ষ
বিষুণ, বিঘোষণ, বিমদর্ণ
সত্তেও, সাত্ত্বিক, সত্তা
14814. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
শূণ্য
ত্রিভুজ
পূন্য
ভূবন
14815. কোন বানানটি শুদ্ধ?
অত্তাধিক
অত্যধিক
অত্যাধিক
অত্বাধিক
14816. কোনটি শুদ্ধ বানান?
অগ্নীবীনা
অগ্নিবীণা
অগ্নীবিণা
অগ্নিবিণা
14817. কোনটি শুদ্ধ বানান?
প্রত্যুতগমন
প্রত্যুদগমন
প্রত্যুৎগমন
প্রত্যুদগমণ
14818. সন্ধি সাধিত শব্দ 'পরস্পর' কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?
ব্যঞ্জন ধ্বনি
স্বর ধ্বনি
নিপাতনে সিদ্ধ
বিসর্গ সন্ধি
14819. কোনটি শুদ্ধ বানান
ঘূর্নায়মান
ঘূর্ণায়মান
ঘুর্ণায়মান
ঘুর্নায়মান
14820. কোন বানানটি শুদ্ধ?
যালাময়ি
জ্বালাময়ী
জ্বালাময়ি
জালাময়ী