EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
15461. Use the right form of verb: I had no difficulty (to find) their house although they had said that people often did.
to find
to finding
in finding
for finding
ব্যাখ্যা: Difficulty in + verb + ing হলো সঠিক ধারা। সুতরাং প্রদত্ত verb-এর সঠিক form in finding / In finding যোগে বাক্যটির বাংলা: তাদের বাড়ি খুঁজে পেতে আমার কোনো সমস্যা হয়নি কিন্তু তারা বলত যে লোকজনের প্রায়ই সমস্যায় পড়ে।
15462. In case of your failure to move, you will die (Make compound sentence)
You shall move to die.
You will to move to die.
If you do not move, you will die.
Move or die.
ব্যাখ্যা: Hints: Compound sentence এ দুটি clause or, but, otherwise, and ইত্যাদি দ্বারা যুক্ত থাকে। সুতরাং বাক্যটির compound form হলো move or die।
15463. No soooner had the bowler bowled than the umpire called it a 'No'. Transform the sentence into positive.
As soon as the bowler bowled, the umpire called it a No.
Hardly had the bowler bowled when the umpire called it a 'No'.
Scarcely had the bowler bowled when the umpire called it a 'No'.
When the bowler bowled, the umpire called a 'No'
15464. Our present house suits us. Make it complex.
The house which we live suits us.
The house is suitable where we live.
The house in which we live is suitable.
The house in which we live at present suits us.
ব্যাখ্যা: Hints: Simple বাক্যটি complex করতে বাক্যটিকে দুটি clause-এ রূপান্তর করতে হবে আর যথাযথ relative clause, preposition এবং adverb বসাতে হবে। সুতরাং সব দিকে বিবেচনা করে সঠিক complex বাক্য The house in which we live at present suits us
15465. He is poor but he is honest. (make it simple)
In spite of his poverty he is honest.
Though he is poor but honest also.
He is poor and honest.
He is poor, so he is honest.
ব্যাখ্যা: Hints: But যুক্ত compound বাক্যটির simple বাক্যে রূপান্তরের নিয়ম: In spite of + sub-এর possessive adjective + adjective- noun form but-এর পরের অংশ। সুতরাং বাক্যটির simple বাক্য হলো In spite of his poverty, he is honest
15466. Voting took place peacefully….. most of the country.
across
besides
into
for
ব্যাখ্যা: Across most of the country অর্থ দেশের সর্বত্র। Across যোগে প্রদত্ত বাক্যটির অর্থ: দেশের সর্বত্র শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হলো।
15467. How beautiful the garden is! (make it assertive)
It is a very beautiful garden.
The garden is very beautiful.
The beauty of the garden is really nice.
The garden looks beautiful.
ব্যাখ্যা: Hints: 7 exclamatory বাক্যটির assertive বাক্যে রূপান্তরের structure হলো sul verb - very + adjective। সুতরাং সঠিক assertive বাক্যটি- The garden is very beautiful
15468. We were at a disadvantage….. that we did not have a very good knowledge of the language the others were using.
by
in
with
for
ব্যাখ্যা: In that অর্থ for the reason that (কারণে)। শূন্যস্থানে in বসিয়ে বাক্যটির অর্থ: অন্যরা যেভাবে ভাষা জ্ঞান ব্যবহার করছিল সেরূপ আমাদের ভাষা জ্ঞান না থাকার কারণে আমরা প্রতিকূল পরিস্থিতির মধ্যে ছিলাম।
15469. You have done a mistake and I know it. (make it simple)
I know your mistake.
I know the mistake that you have done
Do not do the mistake any more
Do you know your mistake?
ব্যাখ্যা: Hints: You have done a mistake clauseটিকে noun phrase এ রূপান্তরিত করে simple বাক্যে রূপান্তরিত করা যায়। সুতরাং প্রদত্ত বাক্যটির simple sentence হলো : 1 know your mistake
15470. It is not always easy to sympathise…… an unfortunate man.
for
with
by
at
ব্যাখ্যা: Sympathise with somebody অর্থ কারো প্রতি সহানুভূতিশীল হওয়া বা সমবেদনা প্রকাশ করা। With যোগে বাক্যের অর্থ: অভাগা ব্যক্তিকে সমবেদনা প্রদান করা সবসময় সহজ নয়।
15471. All must submit to destiny. (Make it negative)
No one can escape destiny.
No one should escape destiny.
Everybody should accept destiny.
Everybody should accept what destiny fixes for them.
15472. 'If I were a child again' what will be the assertive form?
I expect to be a child again.
I wish I am a child again.
I hope I was a child again.
I wish I were a child again.
15473. Technology has developed …… great speed.
on
at
in
by
ব্যাখ্যা: At great speed অর্থ দ্রুত গতিতে। শূন্যস্থানে at বসিয়ে বাক্যটির বাংলা: প্রযুক্তি দ্রুতগতিতে উন্নত হয়েছে।
15474. You must work hard for success. (make it compound without changing meaning)
Work hard and you will succeed.
Work hard for success.
Work hard to success.
Work hard for the success.
ব্যাখ্যা: Hints: Compound sentence or, but, and, or ইত্যাদি conjunction দ্বারা যুক্ত থাকে। সুতরাং অর্থ পরিবর্তন না করে একমাত্র compound sentence হলো Work hard and you will succeed
15475. It is dangerous to intrude….. the ememy's camp.
in
on
into
through
ব্যাখ্যা: Intrude onfinto something অর্থ- কোনো কিছুতে জোর করে প্রবেশ করা বা অনধিকার প্রবেশ। তবে into-এর পরিবর্তে on অধিক ব্যবহৃত হয়। On যোগে বাক্যটির বাংলা: শত্রুর ক্যাম্পে অনধিকার প্রবেশ বিপদজনক।
15476. He studied hard in order that Complete the sentence with the appropriate option.
he may do well in the examination.
he could cut a good figure in the examination.
he ought to do well in the examination.
he can do well in the examination.
15477. He has a good job, Complete the sentence by choosing the clause that makes it compound:
as he works hard
yet he never seems to have any money
though he is unhappy
since he is very competent
ব্যাখ্যা: Hints: প্রদত্ত clause-এর পর comma থাকায় as, though এবং since দ্বারা compound বাক্য গঠন করা যাবে না। শুধুমাত্র uct দ্বারা সম্ভব। Yet যুক্ত clauseটি শূন্যস্থানে বসিয়ে বাক্যটির বাংলা: সে ভালো চাকরি করে, তবুও তার কাছে কখনোও টাকা থাকে বলে মনে হয় না। আর এখানে yet শব্দটি but এর অর্থ প্রকাশ করে।
15478. Give an example pertinent..... the case.
with
on
to
for
ব্যাখ্যা: Pertinent to something অর্থ কোনো কিছুর সাথে প্রাসঙ্গিক। To যোগে প্রদত্ত বাক্যটির অর্থ: ঘটনার সাথে প্রাসঙ্গিক একটি উদাহরণ দাও।
15479. A good judge never jumps….. the conclusion.
at
to
on
for
ব্যাখ্যা: Jump to the conclusion অর্থ তড়িঘড়ি করে সিদ্ধান্তে আসা। To যোগে বাক্যের অর্থ: একজন ভালো বিচারক কখনোই তড়িঘড়ি করে সিদ্ধান্তে আসে না।
15480. The mother was anxious….. the safety of her son .
at
for
about
upon
ব্যাখ্যা: Anxious about something অর্থ কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন। About যোগে বাক্যটির বাংলা: মা তার সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।