MCQ
16541. সয়েল সিমেন্টে দৃঢ়ীকরণ করতে কাদামাটির ক্ষেত্রে সিমেন্টের পরিমাণ-
12 থেকে 20%
12 থেকে 15%
7 থেকে 12%
5 থেকে 10%
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং
Foundation Engineering
ব্যাখ্যা: ব্যাখ্যা: গ্রাভেল-এর জন্য সিমেন্টের পরিমাণ= 5%-10%
বালির জন্য সিমেন্টের পরিমাণ= 7%-12%
পলির জন্য সিমেন্টের পরিমাণ= 12-15%
কাদার জন্য সিমেন্টের পরিমাণ= 12-20%
16542. পড ফুটিং-এর ক্ষেত্রে ফুটিং-এর কিনারায় ন্যূনতম পুরুত্ব হবে-
10cm
15cm
12cm
18cm
16543. নরম কাদামাটির ক্ষেত্রে নিরাপদ ভারবহন ক্ষমতা ধরা হয়-
20 t/m²
15 /m²
10 t/m²
5t/m²
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং
Foundation Engineering
ব্যাখ্যা: ব্যাখ্যা: (i) Soft clay, wet clay, muddy clay-5000 kg/m²
(ii) Soft clay-10,000 kg/m²
(iii) Black cotton-15000 kg/m²
(iv) Gravel-25000 kg/m²
16544. কংক্রিট দেয়ালের ক্ষেত্রে শিয়ারের জন্য ক্রিটিক্যাল সেকশন ধরা হয় দেয়াল পৃষ্ঠ হতে-
d
a/4
d/2
(C-1)/2
16545. যে পাইল প্রয়োজনীয় ভারবহন ক্ষমতাসম্পন্ন নিচের শক্ত স্তরে পাইলের উপর আগত কাঠামোর লোড স্থানান্তর করে, তাকে বলে-
কম্প্যাকশন পাইল
শিট পাইল
ফ্রিকশন পাইল
বিয়ারিং পাইল
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং
Foundation Engineering
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিয়ারিং পাইলঃ যে পাইল প্রয়োজনীয় ভারবহন ক্ষমতাসম্পন্ন শক্ত স্তরে পাইলের উপর আগত কাঠামোর লোড স্থানান্তর করে, তাকে বিয়ারিং পাইল বলা হয়।
16546. নিষ্ক্রিয় পূরক পদার্থ (Aggregate) কংক্রিটের মোট আয়তনের কত ভাগ দখল করে?
৭০-৭৫%
৭৫-৮০%
৬০-৬৫%
৬৫-৭০%
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ডিজাইন অব স্ট্রাকচার
Design Of Structure
ব্যাখ্যা:
ব্যাখ্যা: কংক্রিটে তার মোট আয়তনের ৭০-৭৫% পূরক পদার্থ Aggregate থাকে।
16547. টু-ওয়ে স্ল্যাবের শর্ট ডিরেকশনে আগত লোডের পরিমাণ-
WS/3
WS/3 x m
W/3 x m² /2
W/3xm
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ডিজাইন অব স্ট্রাকচার
Design Of Structure
ব্যাখ্যা: ব্যাখ্যা: টু-ওয়ে স্ল্যাবের শর্ট ডিরেকশনে আগত লোড-এর পরিমাণ WS /3kg/m টু-ওয়ে স্ল্যাবের লং ডিরেকশনে আগত লোড-এর পরিমাণ WS /3 x WS /3 3-m² /2 kg/m
16548. অবকাঠামো (Structure)-এর Settlement নির্ণয়ের জন্য মাটির যে ধর্ম (property) সম্পর্কে পূর্বজ্ঞান থাকা দরকার, তা হলো-
Bearing capacity
Consolidation
Permeability
Compressibility
16549. বৃহৎ অনুভূমিক বা তির্যক বল প্রতিরোধে পাইল ব্যবহার করা হয়-
টেনশন পাইল
অ্যাঙ্কর পাইল
বিয়ারিং পাইল
ব্যাটার পাইল
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং
Foundation Engineering
ব্যাখ্যা: ব্যাখ্যা: টিম্বার বা কংক্রিট পাইলকে এ আকারে তৈরি করে অধিক গভীরতায় শক্ত স্তরের উপর যে অ্যাংকর ব্যবহার করা হয়, তাকে ব্যাটার বলে।
16550. কফারড্যাম নির্মাণকালে কোন পাইল ব্যবহার করা হয়-
টেনশন পাইল
ফ্রিকশন পাইল
শিট পাইল
বিয়ারিং পাইল
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং
Foundation Engineering
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্টিল শিট পাইল ব্যবহার করা হয় পানি চুয়ানো বন্ধ করার জন্য।
16551. ব্লাক কটন সয়েলের ক্ষেত্রে নিরাপদ ভারবহন ক্ষমতা ধর হয়-
20 t/m²
15 t/m²
10 t/m²
5 t/m²
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং
Foundation Engineering
ব্যাখ্যা: ব্যাখ্যা: (i) Soft clay, wet clay, muddy clay-5000 kg/m²
(ii) Soft clay-10,000 kg/m²
(iii) Black cotton-15000 kg/m²
(iv) Gravel-25000 kg/m²
16552. আরবি স্ল্যাবে ব্যবহৃত ইট নিজস্ব ওজনের-
30%
40%
50%
25%
16553. কাদামাটির উপর ভিত্তি স্থাপনের ক্ষেত্রে সর্বোচ্চ অনুমোদনযোগ্য ডিফারেনশিয়াল সেটেলমেন্ট-
100 মিমি
20 মিমি
40 মিমি
10 মিমি
16554. নিচের কোনটির ভারবহন ক্ষমতা সর্বনিম্ন?
শক্ত পাথর
মোটা বালিমাটি
লেমিনেটেড পাথর
ব্লাক কটন সয়েল
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং
Foundation Engineering
ব্যাখ্যা: ব্যাখ্যা: সাব-সয়েল-এ পানির লেভেল উঠানামা করলে মাটির সংকোচন প্রসারণ ঘটে। ব্লাক কটন সয়েল- এর ক্ষেত্রে প্রায়ই এমন হয়, তাই ব্লাক কটন সয়েল ভার বহন ক্ষমতা খুব কম।
16555. নিচের কোনটির ভারবহন ক্ষমতা সর্বাধিক?
শক্ত পাথর
মোটা বালিমাটি
চিকন বালিমাটি
ব্লাক কটন সয়েল
16556. ফ্লাট স্ল্যাবের ড্রপ প্যানেলের দৈর্ঘ্য-
0.20L
0.33L
0.25L
0.40L
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ডিজাইন অব স্ট্রাকচার
Design Of Structure
ব্যাখ্যা: ব্যাখ্যা: ফ্লাট স্ল্যাবে ড্রপ প্যানেল-এর দৈর্ঘ্য 0.33L। ফ্লাট স্ল্যাবে কলাম ক্যাপিটাল-এর পরিমাণ 0.20L থেকে 0.25L। এখানে, L = স্ল্যাবের দৈর্ঘ্য।
16557. যে-সব স্ল্যাবের নিচে ড্রপ প্যানেল এবং কলাম ক্যাপিটাল থাকে না, তাকে বলে-
জয়েস্ট স্ল্যাব
ফ্লাট প্লেট স্ল্যাব
রিব স্ল্যাব
কোল স্ল্যাব
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ডিজাইন অব স্ট্রাকচার
Design Of Structure
ব্যাখ্যা:
ব্যাখ্যা: যখন স্ল্যাবের নিচে ও কলামের উপরে ক্যাপিটাল থাকে না, তখন ঐ স্ল্যাবকে ফ্লাট প্লেট স্ল্যাব বলা হয়।
16558. সূক্ষ্মদানার মাটির কণার আকার-
0.07 মিমি হতে 0.002 মিমি
0.06 মিমি হতে 0.002 মিমি
0.05 মিমি হতে 0.002 মিমি
0.04 মিমি হতে 0.002 মিমি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং
Foundation Engineering
ব্যাখ্যা: ব্যাখ্যা: (i) মোটা পলির আকার-0.06-0.02mm
(ii) মধ্যম পলির আকার-0.02-0.075mm
(iii) সুক্ষ্ম পলি আকার-0.006-0.002mm
16559. ডিজাইনের ক্ষেত্রে দ্বিমুখী স্ল্যাবে সাপোর্টের ওপর সৃষ্টি হয়-
ধনাত্মক মোমেন্ট
ঋণাত্মক মোমেন্ট
শূন্য মোমেন্ট
কোনোটিই নয়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ডিজাইন অব স্ট্রাকচার
Design Of Structure
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে-কোনো কাঠামোর সাপের্টের কাছে স্পানে নেগেটিভ মোমেন্ট উৎপন্ন হয়। তাই ডিজাইনের ক্ষেত্রে দ্বিমুখী স্ল্যাবের সাপোর্ট-এর কাছে নেগেটিভ মোমেন্ট উৎপন্ন হয়।
16560. Undisturbed এবং disturbed soil-এর unconfined compressive strength-এর অনুপাতকে বলা হয়-
Bearing capacity
Sensitivity
Relative density
Thixotropy