MCQ
16581. যখন দুই বা ততোধিক Footing-কে বিম দ্বারা সংযোগ দেওয়া হয় তখন ঐ Footing-কে বলা হয়-
Beam footing
Mat footing
Strap footing
Combined footing
16582. Soil-এর Bearing capacity কার উপর নির্ভর করে?
Particle size
Internal friction
Particle shape
উপরোক্ত সব
16583. ACI কোড অনুসারে সাধারণভাবে স্থাপিত বিমের ন্যূনতম পুরুত্ব-
L/10
L/30
L/25
L/35
16584. Raft foundation-এর অপর নাম কী?
Combined
Pile
Strap
Mat
16585. Structure-এর যে অংশটি ওজনকে মাটিতে Transfer করে, তাকে বলে-
Superstructure
Frame of structure
Plinth
Foundation
16586. Effective stress 100 kN/m² হতে 200 kN/m² বৃদ্ধি পেলে normally consolidated clay 10mm settle হয়। যদি effective stress 200 kN/m² হতে 400 kN/m² বৃদ্ধি পায় তাহলে একই Clay soil-এর Settlement কত হবে?
10mm
40mm
20mm
কোনোটিই নয়
16587. Foundation-এর জন্য concrete ব্যবহার কত Slump allow করা হয়?
25-50mm
50-100mm
100-200mm
30-40mm
16588. Angle of internal friction = 30° হলে coefficient of active earth pressure = ?
3
1/2
1
1/3
16589. সভাকক্ষে অনুমোদিত Minimum live load কত?
500 kg/m²
300 kg/m²
320 kg/m²
400 kg/m²
16590. যে পাইল পিলার হিসেবে লোড ট্রান্সফার করে-
ফ্লোটিং পাইল
ফ্রিকশন পাইল
বিয়ারিং পাইল
ব্যাটার পাইল
কোনোটিই নয়
16591. Sand pile কেন করা হয়?
Horizontal load নেয়ার জন্য
Soil compaction-এর জন্য
Soil থেকে পানি নিষ্কাশনের জন্য
Vertical load নেয়ার জন্য
16592. একটি Foundation-কে Shallow বলা হয় যখন এর depth হয়-
1/4th of its width
Equal of its width
3 /4th of its width
half of its width
16593. কাঠের পাইলে সর্বোচ্চ লোড কত এর অধিক হওয়া উচিত নয়?
৫০ kN
২০০ kN
১৫০ kN
১০০ kN
16594. একটি সমসত্ত্ব বিমের বেন্ডিং মোমেন্ট-এর মান 300000 kg.cm হলে সর্বোচ্চ পীড়ন-এর মান কত?
46.25 kg/cm².
56.25 kg/cm²
48.25 kg/cm²
48.25 kg/cm²
16595. বালিমাটির উপর ভিত্তি স্থাপনের অনুমোদনযোগ্য সর্বোচ্চ ডিফারেনশিয়াল সেটেলমেন্ট-
5 মিমি
25 মিমি
20 মিলি
10 মিমি
16596. রিইনফোর্সমেন্ট কংক্রিট বিমে লোড অর্পণের ফলে কত প্রকারের ব্যর্থ হতে পারে?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
16597. করিডোরে অনুমোদিত Minimum live load কত পিএসএফ?
৬০ পা./ব. ফুট
১০০ পা./ব. ফুট
৮০ পা./ব. ফুট
৯০ পা./ব. ফুট
16598. বিমের যে-কোনো তলের বিকৃতি তার নিরপেক্ষ অক্ষ থেকে ঐ তলের দূরত্বের-
সমানুপাতিক
বর্গের ব্যস্তানুপাতিক
ব্যস্তানুপাতিক
গুণানুপাতিক
16599. মোট চাপ বল এবং মোট টান বল-এর মধ্যবর্তী দূরত্ব-
d/3
2d/3
d/2
2d/5
16600. সমসত্ত্ব বিমের বেন্ডিং পীড়নের সূত্র হলো-
f=M/bd²
f=6M/bd
f=6M/bd²
কোনোটিই নয়