MCQ
2401. কোন অক্ষরটি হেক্সাডেসিমেল গণনা পদ্ধতির একটি অঙ্ক নির্দেশ করে?
F
G
H
K
2402. যুক্তি অ্যালজেবরার উদ্ভাবক কে?
জর্জ বুল
প্যাস্কেল
নিউটন
এডা আগাস্টা
2403. দশমিক সংখ্যা (249) 10- এর সমতুল্য হেক্সাডেসিমেল সংখ্যা কত?
(F3)16
(F9)16
(F10)16
(E3)16
2404. নিচের Boolean equation-এর কোনটি সত্য?
A.1 = A
A.1 = 1
A.1 = 0
কোনোটাই সত্য নয়
2405. বাইনারি সংখ্যা (10110011)₂-এর সমতুল্য অকট্যাল সংখ্যা কত?
(263)8
(236)8
(632)8
(328)8
2406. (249)10 ডেসিমেল সংখ্যাটির সমতুল্য Octal সংখ্যা কত?
(69)8
(670)8
(372)10
(371)8
2407. দুই ইনপুট-বিশিষ্ট NAND gate-এর output '0' হবে যখন input-সমূহের-
একটি 1 এবং অপরটি '০' হয়
দুটিই '0' হয়
দুটিই ' 1 ' হয়
খ অথবা গ
2408. বিসিডি কোডে বিটের সংখ্যা-
২টি
৪টি
৮টি
১৬টি
2409. বাইনারি সংখ্যা 10100111-এর 1's কমপ্লিমেন্ট কত?
101010
01011000
0111111
10111000
2410. 1001.0101 সংখ্যাটির সমতুল্য ডেসিমেল সংখ্যা হলো-
2.1
9.3125
8.0531
9.1253
2411. বাইনারি পদ্ধতিতে 1011 থেকে 0110 বিয়োগ করলে বিয়োগফল কত হয়?
0101
011
1100
11001
2412. কোনটি ইউনিভার্সাল যুক্তি গেইট?
এন্ড গেইট
ন্যান্ড গেইট
নট গেইট
এক্স-অর গেইট
2413. (375) 10 ডেসিমেল সংখ্যাটির সমতুল্য Octal সংখ্যা কত?
(63)8
(74)8
(567)8
(375)10
2414. ( 3710)10 সংখ্যাটির সমতুল্য বাইনারি সংখ্যা হলো-
110001
10101
100101
100011
2415. নিম্নের কোনটির স্পিড সবচেয়ে বেশি?
ক্যাশ মেমরি
মেইন মেমরি
ভার্চুয়াল মেমরি
চৌম্বক মেমরি
2416. দুই ইনপুটবিশিষ্ট অর (OR) গেইট-এর আউটপুট শূন্য হয় যখন - হয়।
উভয় ইনপুটই শূন্য
যে-কোনো একটি ইনপুট শূন্য
উভয় ইনপুট '1'
যে-কোনো একটি ইনপুট '1'
2417. কোনটি আলফানিউমেরিক কোড?
হেক্সাডেসিমেল
বিসিডি
অকট্যাল
এসকি
2418. 1+1+1-এর বাইনারি যোগফল-
111
10
11
110
2419. ডি-মরগ্যান উপপাদ্য অনুযায়ী (A.B) ̅ =?
A+B
A
A.B
A ̅ + B ̅
2420. বাইনারি 10000-কে ২-এর কমপ্লিমেন্ট করলে পাওয়া যায়।
00001
01111
11111
10000