MCQ
2441. Supercomputer, mainframe-এর চেয়ে-
কম শক্তিশালী
বেশি শক্তিশালী
সমান শক্তিসম্পন্ন
কোনোটিই সত্য নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: সুপার কম্পিউটার হলো সর্বাধিক শক্তিশালী, সর্বোচ্চ দ্রুতগতিসম্পন্ন ও অত্যন্ত ব্যয়বহুল একটি কম্পিউটার। এটি কোনো একটি বিশেষ কাজের
জন্য তৈরি করা হয়।
2442. Static RAM-এর Packing density Dynamic RAM-এর চেয়ে-
বেশি
সমান
কম
কোনোটিই সত্য নয়
2443. 1MHz অপেক্ষা 1GHz কত গুণ বড়?
10^6
10^4
10^3
10^2
2444. দুটি 40W এর বাল্ব series-এ সংযুক্ত করা হলে মোট power কত?
80W
40W
20W
10W
2445. কন্ডাক্টরের বিদ্যুৎ পরিবাহী ক্ষমতা বাড়ানো যায় কীভাবে?
তাপমাত্রা কমিয়ে
তাপমাত্রা বাড়িয়ে
অনুকম্পন কমিয়ে
অনুকম্পন বাড়িয়ে
2446. R ব্যাসার্ধবিশিষ্ট একটি সুষম চার্জিত ফাঁপা সিলিন্ডারের ভিতর বৈদ্যুতিক ক্ষেত্রের মান হবে-
অসীম
R এর সমানুপাতিক
শূন্য
R^2 এর সমানুপাতিক
2447. নিচের কোন ইনসুলেটরটি তাপ কর্তৃক সর্বাধিক প্রভাবিত হয়?
গ্লাস
পিভিসি
পেপার
পোর্সেলিন
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ যে-সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না, তাদেরকে অন্তরক বা বিদ্যুৎ অপরিবাহী বা ইনসুলেটর বলা হয়। অন্তরক পদার্থের মধ্যে রয়েছে গ্লাস, পোর্সেলিন, প্লাস্টিক, রাবার, কাগজ,শুকনো কাঠ ইত্যাদি। পিভিসি ইনসুলেটর তাপ কর্তৃক সর্বাধিক প্রভাবিত হয়।
2448. RAM কথাটি হলো-
Red Access Memory
Random Access Memory
Random Access Multiplexer
কোনোটিই সত্য নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: RAM হলো মেইন মেমরির অংশবিশেষ। RAM- এর অর্থ হলো Random Access Memory। এটি একটি অস্থায়ী মেমরি। ইনপুট ডিভাইস হতে আগত সমস্ত তথ্য বা ডাটা সর্বপ্রথম RAM-এ জমা হয়। RAM-এ যে-কোনো ধরনের তথ্য বা ডাটা সংযোজন, সংশোধন এবং পরিবর্তন করা যায়।
2449. Computer-এর প্রধান Memory, Microprocessor- এর ভেতরে থাকে, কথাটি-
সত্য
মিথ্যা
দুটোই হতে পারে
কোনোটিই সত্য নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: প্রধান মেমরি সাধারণত RAM এবং ROM দিয়ে তৈরি, যা কম্পিউটারের CPU-এর ভিতরে মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে।
2450. 100 watt-এর 5টি বাতি প্রতিদিন 6 ঘণ্টা করে জ্বালানো হয়। প্রতি ইউনিট বিদ্যুৎ খরচ 2.50 টাকা হলে মাসের বিদ্যুৎ বিল কত?
210 টাকা
225 টাকা
230 টাকা
240 টাকা
2451. 'শক' শব্দের অর্থ কোনটি?
বিদ্যুতের আকস্মিক আঘাত
শোক-দুঃখের আকস্মিক আঘাত
উভয়টি
কোনোটিই নয়
2452. আদর্শমানের বিদ্যুৎ নিরোধী কয়েল প্রস্তুত করতে কোনটি ব্যবহৃত হয়?
কপার
প্লাটিনাম
নাইক্রোম
ম্যাঙ্গানিন
2453. 50 ওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বাল্ব ১০ ঘণ্টা জ্বললে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়?
500
5
50
0.5
2454. তথ্যপ্রযুক্তির জন্য অপরিহার্য-
উন্নত ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা
উন্নত মুদ্রণযন্ত্র
অনুবাদক প্রোগ্রাম
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট, যা মূলত তৈরি হয়। বিভিন্ন ইলেকট্রনিক উপাদান দিয়ে, যেমন- রেজিস্টর, ক্যাপাসিটর ডায়োড, ট্রানজিস্টর ইত্যাদি।
2455. এক কিলোবাইটে বিটের সংখ্যা-
১০০টি
১০২৪টি
১০০০টি
১০০০ × ৮টি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: : ৮টি বিটকে এক বাইট বলা হয়, যেমন-
৮ বিট = ১ বাইট
১০২৪ বাইট = ১ কিলোবাইট
১০২৪ কিলোবাইট = ১ মেগাবাইট
১. ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট
১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট।
2456. কোনো পরিবাহীর প্রবাহমাত্রা তিনগুণ করা হলে উৎপন্ন তাপের পরিমাণ কত হবে?
৪ গুণ
৯ গুণ
৬ গুণ
২ গুণ
2457. আপনার বাসাতে 1-ɸ ভোল্ট হচ্ছে-
400 Volts
110 Volts
230 Volts
440 Volts
2458. পুনঃপুন যোগের মাধ্যমে গুণের উপায় উদ্ভাবন করেন-
লাইবনিৎস
প্যাস্কেল
শিকার্ড
এডা
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার বলা হয়
অ্যাডা লাভলেসকে।
2459. Static RAM-এর Packing density Dynamic RAM-এর চেয়ে-
বেশি
সমান
কম
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: কোনোটিই সত্য নয়
2460. Primary memory-এর Speed auxiliary memory- এর চেয়ে-
কম
বেশি
সমান
কোনোটিই সত্য নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: Primary memory-তে ডাটা ধারণক্ষমতা স্থায়ী এবং অস্থায়ী দুই ধরনের হতে পারে, যেমন- RAM, ROM, Auxiliary memory মেমরিতে ডাটা স্থায়ীভাবে ধারণ করে, যেমন- CD, Hard disk, Pen drive etc. Primary memory-এর Speed auxiliary memory-এর চেয়ে বেশি।