Image
MCQ
2423. Electron এর চার্জ কত?
১.৬ × ১০^-৯ কুলম্ব
১.৬২ x ১০^- ১০ কুলম্ব
- ১.৬ × ১০^-১৯ কুলম্ব
১.৬ × ১০^-১৯ কুলম্ব
2425. Pure কপারের পরিবাহিতা হয়-
৫.৯৬ × ১০^7 s/m
৫.৮ × ১০^7 s/cm
৩.৬ × ১০^7 s/m
৩.৬ × ১০^7 s/cm
2426. একটি ১০০Wএর বাতি ও একটি ২০০W এর বাতি সিরিজে ২২০V এর Source সংযোগ করলে কোন বাতিটি বেশি আলো দিবে?
১০০W
২০০W
সমানভাবে আলো দিবে
কোনোটাই না
2430. লাইফ লাইন বিদ্যুতায়ন যে-ক্ষেত্রে প্রযোজ্য-
যে-কোনো নিম্নচাপ বিদ্যুৎ গ্রাহকের জন্য
১০ একক এর নিচে ব্যবহারকারী নিম্নচাপ আণবিক বিদ্যুৎ-এর জন্য
১৫ একক এর নিচে ব্যবহারকারী নিম্নচাপ আণবিক বিদ্যুৎ-এর জন্য
২০ একক এর নিচে ব্যবহারকারী নিম্নচাপ আণবিক বিদ্যুৎ-এর জন্য
2431. 230W, 100V বাল্বে জ্বলন্ত অবস্থায় কত বিদ্যুৎ প্রবাহিত হবে?
2.3A
23000A
23A
কোনোটিই নয়
2432. একটি প্রোটন (Proton)-এর চার্জের পরিমাণ কত?
1.6 × 10^-19 কুলম্ব
-1.6 × 10^-19 কুলম্ব
0 কুলম্ব
1.6 × 10^-15 কুলম্ব
2434. যদি কোনো পরিবাহী তারের ব্যাস দ্বিগুণ করা হয়, তবে উক্ত তারের রেজিস্ট্যান্স-
দ্বিগুণ বৃদ্ধি পায়
অর্ধেক হয়
এক-চতুর্থাংশ হয়
এক-অষ্টমাংশ হয়
2435. তাপমাত্রা বাড়লে কোনো Semiconductor-এর Resistance-
বাড়বে
কমবে
প্রথমে বাড়বে পরে কমবে
সমান থাকবে
2436. একটা তারের রোধক 3 ohm এবং প্রবাহ 5A; সেটির প্রবাহ 2 গুণ বৃদ্ধি পেলে তারের লস কতগুণ বৃদ্ধি পাবে?
1 গুণ
4 গুণ
3 গুণ
None
2437. বিদ্যুৎ বিলের হিসাব কীভাবে করা হয়?
ওয়াট-আওয়ারে
ওয়াটে
ভোল্টে
কিলোওয়াট-আওয়ারে
2439. বৈদ্যুতিক বাঘের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি?
সংকর
সিসা
টাংস্টেন
তামা