MCQ
1141. ইলেকট্রোপ্লেটিং এর জন্য কত ভোল্টেজ লাগে?
১০-১৬ ভোল্ট
৮-১০ ভোল্ট
১২-১৪ ভোল্ট
১৪-১৬ ভোল্ট
1142. সকল জেনারেটরই এসি উৎপন্ন করে। তবে সরাসরি এসি পেতে হলে আর্মেচার কয়েলের সাথে ব্যবহার করতে হবে-
কমুটেটর
স্লিপ রিং
গ্রাম রিং
ব্রাশ
1143. ল্যাপ ওয়াইন্ডিং-এ প্যারালেল পাথের সংখ্যা-
পোলের সংখ্যা অনুযায়ী
2টি
4টি
8টি
1144. স্টিম পাওয়ার প্ল্যান্টকে প্রধান কয়টি সার্কিটে ভাগ করা হয়?
৩ টি
১ টি
৪ টি
৬ টি
1145. ব্রাশ তৈরি করা হয়-
তামা দিয়ে
দস্তা দিয়ে
সিসা দিয়ে
কার্বন দিয়ে
1146. ইলেকট্রোপ্লেটিং কেন করা হয়?
পরিষ্কার করার জন্য
মরিচা রোধের জন্য
ধাতুকে সুন্দর দেখার জন্য
ধাতুকে জোড়া দেওয়ার জন্য
1147. স্টিম টারবাইনকে ঘর্ষণের হাত হতে রক্ষা করে-
লুব্রিক্যান্টস
স্টিম
পানি
গ্যাস
1148. জরুরি ভিত্তিতে টারবাইন বন্ধের জন্য যে ভালভ ব্যবহৃত হয় তা হলো-
চেক ভালভ
ট্রিপ ভালভ
ফুট ভালভ
থ্রট ভালভ
1149. ইম্পালস্ টারবাইনের ব্লেড থাকে-
চাকার ভিতর
চাকার চারদিকে
চাকার বাইরে
চাকার চারদিকে কিনারায়
1150. একটি কয়েলের মধ্যে আর্মেচারের যতগুলো স্লট অন্তর্ভুক্ত হয়, তাকে বলে-
পোল পিচ
কয়েল পিচ
কয়েল স্প্যান
কমুটেটর পিচ
1151. থার্মাল পাওয়ার প্ল্যান্টে নিচের কোন কন্ডেন্সার ব্যবহার করা হয়?
সারফেস কন্ডেন্সার
ব্যারোমেটিক কন্ডেন্সার
লো-লেভেল কন্ডেন্সার
ইনজেক্টর কন্ডেন্সার
1152. এয়ার প্রি-হিটার ব্যবহার করায় নিম্নের সুবিধা পাওয়া যায়-
কম্বাশন বা প্রজ্বলন প্রক্রিয়া সহজতর হয়
ফার্নেসের তাপমাত্রা বৃদ্ধি পায়
বয়লারের কার্যদক্ষতা বৃদ্ধি পায়
উভয়টি
1153. স্টিম টারবাইনের প্রধান অংশ হলো-
সিল
রেড
কেসিং
রোটর
1154. পাশাপাশি দুটি কয়েলের ব্যবধানকে বলে-
পোল পিচ
কমুটেটর পিচ
কয়েল স্প্যান
কয়েল পিচ
1155. ল্যাপ ওয়াইন্ডিং-এর আর্মেচারের জেনারেটর হতে পাওয়া যায়-
উচ্চ কারেন্ট এবং নিম্ন ভোল্টেজ
উচ্চ কারেন্ট এবং উচ্চ ভোল্টেজ
নিম্ন কারেন্ট এবং নিম্ন ভোল্টেজ
নিম্ন কারেন্ট এবং উচ্চ ভোল্টেজ
1156. কন্ডেন্সার ব্যবহার করায় শূন্যতার সৃষ্টি হয়-
বয়লারে
স্টিম চেম্বারে
চুল্লিতে
টারবাইনে
1157. স্টিম টারবাইনের কার্যদক্ষতা-
30% হতে 40%
50% হতে 70%
15% হতে 25%
70% হতে 40%
1158. কম্বিনেশন ড্রাফট ব্যবহৃত হয়-
ফায়ার টিউব বয়লারে
বড় বড় বিদ্যুৎ কেন্দ্রে
ওয়াটার টিউব বয়লারে
বড় জেনারেটরে
1159. পাওয়ার প্ল্যান্টে কন্ডেন্সার ব্যবহার করলে-
জ্বালানি খরচ কম হয়
স্টিম খরচ কম হয়
পানি খরচ কম হয়
বাতাস কম লাগে
1160. রিয়্যাকশন টারবাইনের কোন অংশ নজলের কাজ করে?
কেসিং
ব্লেড
চাকা
রোটর