EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1181. সাধারণ ভোল্টাইক সেলের পাত্রটি তৈরি করা হয়-
কাচ দিয়ে
কঠিন রাবার দিয়ে
সেলুলয়েড দিয়ে
ব্যাকেলাইট দিয়ে
ব্যাখ্যা: কাচ দিয়ে ভোল্টাইক সেলের পাত্র তৈরি করা হয়।
1182. যদি ডিসি শান্ট মোটরের সরবরাহ টারমিনাল উল্টিয়ে দেয়া হয়, তবে মোটরটি-
পুড়ে যাবে
বন্ধ হয়ে যাবে
উল্টা ঘুরবে
স্বাভাবিকভাবেই ঘুরবে, তবে নিম্নগতিতে
1183. পরিপূর্ণভাবে চার্জড একটি লেড-অ্যাসিড ব্যাটারি- এর চেয়ে সামান্য কম হাইড্রোমিটার পাঠ দেয়।
1.200
1.250
1.300
1.350
ব্যাখ্যা: পরিপূর্ণভাবে চার্জড একটি লেড-অ্যাসিড ব্যাটারি 1.3 এর চেয়ে সামান্য কম হাইড্রোমিটার পাঠ দেয়।
1184. একটি লেড অ্যাসিড ব্যাটারির প্লেটগুলো শর্ট সার্কিটেড হওয়ার। অধিক সম্ভাবনা থাকে, যদি-
উচ্চমাত্রার চার্জিং ভোল্টেজ প্রয়োগ করা হয়
ব্যাটারির নিচে তলানি জমা হয়
ব্যাটারি ধীরগতিতে চার্জ করা হয়
অত্যধিক ডিস্টিল্ড ওয়াটার যোগ করা হয়
ব্যাখ্যা: একটি লেড অ্যাসিড ব্যাটারির প্লেটগুলো শর্ট সার্কিট হওয়ার অধিক সম্ভাবনা থাকে, যদি ব্যাটারির নিচে তলানি জমা হয়।
1185. একটি স্টোরেজ ব্যাটারির আয়ুষ্কাল পরিমাপ করা হয় সাধারণত এর সংখ্যার উপর নির্ভর করে।
Ah
সেল
প্লেট
সময়
ব্যাখ্যা: একটি স্টোরেজ ব্যাটারির আয়ুকাল Amp-hour (Ah) এর সংখ্যার উপর ভিত্তি করে পরিমাপ করা হয়।
1186. লেড অ্যাসিড ব্যাটারিকে ডিসচার্জড অবস্থায় ঘণ্টার বেশি ফেলে রাখা কখনও উচিত নয়।
24
36
12
06
ব্যাখ্যা: লেড অ্যাসিড ব্যাটারিকে ডিসচার্জড অবস্থায় 24 ঘণ্টার বেশি ফেলে রাখা উচিত নয় কারণ এতে ব্যাটারির আয়ুকালে কমে যাবে।
1187. আজকাল শিল্পে সাধারণভাবে বহুল ব্যবহৃত স্টোরেজ ব্যাটারি হলো ব্যাটারি।
লিড অ্যাসিড
সিলভার-জিঙ্ক
জিঙ্ক-ক্যাডমিয়াম
নিকেল-ক্যাডমিয়াম
ব্যাখ্যা: আজকাল শিল্প-কারখানায় বহুল ব্যবহৃত স্টোরেজ ব্যাটারি হলো লিড অ্যাসিড ব্যাটারি। কারণ, অন্যান্য ব্যাটারির তুলনায় এর স্থায়িত্বকাল বেশি।
1188. এডি কারেন্ট লস নির্ভর করে-
সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটির বর্গের উপর
রিভার্সেল ম্যাগনেটিক ফিল্ডের ফ্রিকুয়েন্সির বর্গের উপর
ল্যামিনেশনের পুরুত্বের বর্গের উপর
উপরোক্ত সবগুলোর উপর
ব্যাখ্যা: এডি কারেন্ট লস, সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটি, ফ্রিকুয়েন্সির বর্গ এবং ল্যামিনেশের পুরুত্বের বর্গের উপড় নির্ভর করে।
1189. পরিপূর্ণভাবে চার্জড একটি লেড অ্যাসিড সেলে ওপেন সার্কিট ভোল্টেজ থাকে প্রায় ইলেকট্রোলাইট।
2.1V
2.2V
2.3V
2.5V
ব্যাখ্যা: চাজিং-এর শেষ পর্যায়ে ভোল্টেজ 2.4 ভোল্ট হয়। চার্জিং বন্ধ করার পর ভোল্টেজ কমে ওপেন সার্কিট ভোল্টেজ 22 ভোল্টে স্থির হয়।
1190. একটি সেকেন্ডারি সেল কর্তৃক প্রদত্ত এক অ্যাম্পিয়ার- আওয়ার চার্জ সমান- কুলম্ব।
3600
360
60
1
ব্যাখ্যা: 1 Apm/sec = 1 coulomp 1 Apm/hour = 3600 coulomp
1191. ব্যাটারি বাসের উপর একটি ব্যাটারিকে 'ফ্লোটিং' বলা হয় তখন, যখন-
এ সকল লোডে সরবরাহ দেয়
বাস ভোল্টেজের চেয়ে এর ভোল্টেজ উচ্চতর
চার্জার বন্ধ করা হয়
ব্যাটারি ভোল্টেজ চার্জার ভোল্টেজের সমান হয়
ব্যাখ্যা: The meaning of Floating banery is a storage battery connected acroxy an electric line or feeder to equalize the load and maitain the volage constant.
1192. প্রাইমারি এবং সেকেন্ডারি সেলগুলোর মধ্যে প্রধান পার্থক্য হল সেকেন্ডারি সেলগুলো-
উচ্চতর ভোল্টেজ প্রদান করে
হাইড্রোজেন শোষণ করে
চার্জ করা যায়
ইলেকট্রিক এনার্জি স্টোর করে
ব্যাখ্যা: প্রাইমারি ও সেকেন্ডারি সেলগুলোর মধ্যে প্রধান পার্থক্য হলো, প্রাইমারি সেলগুলোতে চার্জড হয় কিন্তু সেকেন্ডারি সেলগুলোতে চার্জ হয় না।
1193. একটি লেড অ্যাসিড ব্যাটারিকে ডিসচার্জড অবস্থায় অনেক দিন ফেলে রাখা উচিত নয়, তাহলে-
অ্যাসিড শুকিয়ে যাবে
প্লেটগুলোতে সালফেট জমা হবে
ইলেকট্রোলাইট প্লেটগুলোকে আক্রমণ করতে শুরু করবে
টার্মিনালগুলো ক্ষয় হতে শুরু হবে
ব্যাখ্যা: একটি লেড অ্যাসিড ব্যাটারিকে ডিসচার্জ অবস্থায় অনেক দিন রেখে দিলে টার্মিনালগুলো ক্ষয় শুরু হবে।
1194. একটি লেড অ্যাসিড ব্যাটারির স্পেসিফিক গ্র্যাভিটি এর এর পরিমাপ হিসেবে প্রায়ই ব্যবহৃত হয়।
ডিসচার্জের হার
চার্জের অবস্থা
অপারেটিং টেম্পারেচার
সম্ভাব্য আয়ুষ্কাল
1195. সাধারণ ভোল্টাইক সেলের পজিটিভ ইলেকট্রোড হলো-
দস্তা
সিসা
তামা
কার্বন
ব্যাখ্যা: ভোল্টাইক সেলের পজিটিভ ইলেকট্রোড হিসাবে তামা এবং নেগেটিভ ইলেকট্রোড হিসাবে দস্তা ব্যবহার করা হয়।
1196. একটি লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারির ওভার চার্জিং-এর কারণে -
অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে
অত্যধিক গ্যাস হবে
পানি শুকিয়ে যাবে
উপরের সবগুলোই
ব্যাখ্যা: লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারির ওভার চার্জিং-এর কারণে- (i) পানি শুকিয়ে যাবে। (ii) অত্যধিক গাস নির্গত হবে। (iii) অভ্যন্তরীণ রেজিট্যান্স বৃদ্ধি পাবে। (iv) তাপমাত্রা বৃদ্ধি পায়।
1197. ব্যাটারির হাই-ভোল্টেজ পাওয়া যায়-
ইলেকট্রো লাইটের পরিমাণ বৃদ্ধি করে
বড় আকারের সেল ব্যবহার করে
সেলগুলোকে প্যারালেলে সংযোগ করে
সেলগুলোকে সিরিজে সংযোগ করে
ব্যাখ্যা: ব্যাটারির সেলগুলোকে সিরিজে সংযোগ করলে ব্যাটারির হাই ভোল্টেজ পাওয়া যায়। কারণ, সেলগুলো সিরিজে সংযোগ করলে ভোল্টেজ বৃদ্ধি পায় কারেন্ট একই থাকে।
1198. সাধারণ ভোল্টাইক সেলের নেগেটিভ ইলেকট্রোড হলো-
তামা
কার্বন
সিসা
দস্তা
1199. একটি পরিপূর্ণভাবে চার্জড লেড অ্যাসিড সেলের পজিটিভ প্লেটের রং হয়-
লাইট ব্রাউন
লাইট গ্রে
ডার্ক গ্রে
ডিপ চকোলেট ব্রাউন
ব্যাখ্যা: একটি পরিপূর্ণভাবে চার্জড লেড লেড অ্যাসিড সেলের পজিটিভ প্লেটের রং হয় ডিপ চকোলেট ব্রাউন।
1200. একটি সালফেটেড ব্যাটারি সেলের নিদর্শন হলো-
লো-ভোল্টেজ
লো-ক্যাপাসিটি
লো-স্পেসিফিক গ্র্যাভিটি
উপরের সবগুলোই
ব্যাখ্যা: একটি সালফেট ব্যাটারি সেলের নিদর্শন হলো- (1) লো-ভোল্টেজ: (ii) লো-স্পেসিফিক গ্র্যাভিটি। (iii) লো-ক্যাপাসিটি।