MCQ
1121. শান্ট জেনারেটরের ভোল্টেজ সৃষ্টির জন্য কোনটি পর নয়?
পোলে রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকতে হবে
পোলে রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকতে হবে
মেশিনকে লোড দিয়ে চালাতে হবে
ফিল্ড রেজিস্ট্যান্স ক্রিটিক্যাল অপেক্ষা কম হতে হবে
1122. একটি ডিসি জেনারেটরে উৎপাদিত ই.এম.এফ 520 ভোল্ট, এর কন্ডাক্টর সংখ্যা 2000টি, প্রতি পোলে ফ্লাক্স 0.013 ওয়েবার, গতিবেগ 1200 আর.পি.এম. এবং আর্মেচার ওয়াইন্ডিং-এ এটি প্যারালেল পথ উৎজারে আছে। পোলের সংখ্যা-
2টি
4টি
7টি
24টি
1123. জেনারেটরের আবিষ্ট ই.এম.এফ.-এর সমীকরণ -
ϕZN/60 X A/P V
ϕZN X P/ 60A V
ϕZN /60 X A/P V
ϕZNP /120 X 1
1124. ডিসি জেনারেটরের গতিবেগ কমানো যায়, যদি-
আর্মেচারের গতিবেগ কমানো যায়
এয়ার-গ্যাপের ফ্লাক্স ডেনসিটি বাড়ানো যায়
ফিল্ড ওয়াইন্ডিং-এর প্যাঁচের সংখ্যা কমানো যায়
আর্মেচার এবং ফিল্ড পোলের মাঝে এয়ার-গ্যাপ বাড়ানো যায়
1125. এডি কারেন্ট লস-
ফ্রিকুয়েন্সির সমানুপাতিক
ফ্রিকুয়েন্সির ১.৬ পাওয়ারের সমানুপাতিক
ফ্রিকুয়েন্সির বর্গের সমানুপাতিক
সর্বোচ্চ ফ্লাক্সের সমানুপাতিক
1126. বাষ্পশক্তি প্রকল্পের সার্বিক দক্ষতা হয়ে থাকে-
20% প্রায়
35% প্রায়
29% প্রায়
40% প্রায়
1127. শান্ট জেনারেটর ভোল্টেজ উৎপাদনে ব্যর্থ হয়-
রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকলে
রেসিডুয়াল ম্যাগনেটিজম না থাকলে
শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স অত্যন্ত কম থাকলে
শান্ট ফিল্ড সাকিট 'ওপেন' না হলে
1128. স্টিম টারবাইনে রোটরকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে-
বিয়ারিং
রেড
স্টাফিং বক্স
সিল
1129. বয়লারের সবচেয়ে বেশি তাপ অপচয় হয়-
সুপারহিটারে
এয়ার প্রি-হিটারে
স্টিম উৎপাদনের কাজে
ওয়াটার হিটারে
1130. জেনারেটরের ব্রাশ ও কমুটেটরে স্পার্ক দেখা দিলে সর্বপ্রথম দেখতে হবে-
ফিল্ড ওয়াইন্ডিং
ব্রাশের স্প্রিং
কমুটেটরে আর্মেচার ওয়াইন্ডিং সংযোগস্থল
ইন্টারপোল ওয়াইন্ডিং
1131. শান্ট ফিল্ড কপার লস এবং স্ট্রে-লসকে একত্রে বলা হয়-
কনস্ট্যান্ট লস
এডি কারেন্ট লস
উইন্ডেজ লস
হিস্টেরেসিস লস
1132. লোড বাড়ার সাথে সাথে শান্ট জেনারেটরের-
টার্মিনাল ভোল্টেজ কমতে থাকে
কারেন্ট বাড়তে থাকে
আর্মেচার রিয়্যাকশন বাড়তে থাকে।
সব ক'টিই সত্য
1133. ফিল্ড লস নিম্নের কোনটির অন্তর্গত?
কপার লস
আয়রন লস
ম্যাগনেটিক লস
মেকানিক্যাল লস
1134. ডিজেল পাওয়ার প্ল্যান্টে ডিজেল ইঞ্জিন ব্যবহৃত হয়-
প্রাইম মুভার হিসেবে
তাপীয় ইঞ্জিন হিসেবে
ইঞ্জিন হিসেবে
ভেহিকেল হিসেবে
1135. নিচের কোন ইঞ্জিনটি পাওয়ার প্ল্যান্টে ব্যবহৃত হয় না?
ডিজেল ইঞ্জিন
পেট্রোল ইঞ্জিন
গ্যাস ইঞ্জিন
স্টিম ইঞ্জিন
1136. কন্ডেন্সার ব্যবহার করায় বয়লারের জ্বালানি খরচ কম হয়-
25% প্রায়
35% প্রায়
30% প্রায়
40% প্রায়
1137. একটি কম্পাউন্ড মোটরের লোড ছাড়া গতিবেগ ২২০০। মোটরটি পূর্ণ লোডে কত গতিবেগে ঘুরলে এর % স্পিড রেগুলেশন ১০ হবে।
২০০ আরপিএম
১৯৮০ আরপিএম
২০২০ আরপিএম
২০১০ আরপিএম
1138. অল্প দূরত্বে সরবরাহের জন্য ব্যবহৃত হয়-
ফ্ল্যাট কম্পাউন্ডেড জেনারেটর
ওভার কম্পাউন্ডেড জেনারেটর
আন্ডার কম্পাউন্ডেড জেনারেটর
ক্রিটিক্যাল কম্পাউন্ডেড জেনারেটর
1139. ইন্টারপোলে বেশি প্রবাহিত হয়-
আর্মেচার কারেন্ট
ফিল্ড কারেন্ট
ফিল্ড ও আর্মেচারের যৌথ কারেন্ট
ফিল্ড ও আর্মেচারের অন্তর কারেন্ট
1140. আয়রন লস নিম্নের কোনটির অন্তর্গত?
কপার লস
ম্যাগনেটিক লস
মেকানিক্যাল লস
উইন্ডেজ লস