EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1. ইলেকট্রিক বাল্ব এর ফিলামেন্ট তৈরি করা হয়-
টাংস্টেন
আয়রণ
কার্বন
লেড
ব্যাখ্যা: বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে টংস্টেন ধাতু ব্যবহার করা হয়।
2. 'ধূসর পাণ্ডুলিপি' কাব্যগন্থের রচয়িতা কে?
বুদ্ধদেব বসু
সমর সেন
জীবনানন্দ দাশ
নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা: ধূসর পান্ডুলিপি কবি জীবনানন্দ দাশের দ্বিতীয় কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটি ১৯৩৬ খ্রিষ্টাব্দে (১৩৪৩ বঙ্গাব্দ) ভারতে প্রকাশিত হয়।
3. একটি সার্থক বাক্যের প্রধান লক্ষণ কয়টি?
দুই
তিন
চার
পাঁচ
ব্যাখ্যা: একটি সার্থক বাক্যের গুণাবলি: ভাষার বিচারে একটি সার্থক বাক্যের নিচে তিনটি গুণ থাকা আবশ্যক। ১। আকাঙ্খা, ২। আসত্তি এবং ৩। যোগ্যতা।
6. সিত্রাং ঘূর্ণিঝড়টির নামকরণ করেছিল কোন দেশ
সিঙ্গাপুর
তাইওয়ান
ভিয়েতনাম
থাইল্যান্ড
ব্যাখ্যা: ২০২২ সালের ২৩শে অক্টোবরে গভীর নিম্নচাপটি আরও শক্তি অর্জন করে ঘূর্ণিঝড়ের পর্যায়ে পৌঁছে যায়। তখন থাইল্যান্ডের প্রদত্ত নামানুসারে ভারতীয় আবহাওয়া বিভাগ ঘূর্ণিঝড়টির নামকরণ করে "সিত্রাং"।
8. বাংলা উপন্যাস সহিত্যে 'মজিদ' চরিত্রটি কোন উপন্যাসিকের সৃষ্টি?
মানিক বন্দ্যোপাধ্যায়
আবু ইসাহক
হুমায়ূন আহমেদ
সৈয়দ ওয়ালীউল্লাহ
ব্যাখ্যা: লালসালু উপন্যাসের মজিদ একটি প্রতীকী চরিত্র - কুসংস্কার, শঠতা, প্রতারণা এবং আত্মবিশ্বাসের প্রতীক। লালসালু উপন্যাসের চরিত্র হলো রহিমা, জমিলা, খালেক ব্যাপারী, আক্কাস, আমেনা ইত্যাদি।
9. বায়ুমন্ডলের উষ্ণতার ৯০ শতাংশের বেশি শোষণ করে নেয়-
নদ-নদী
মহাসাগর
গাছপালা
কোনটিই নয়
ব্যাখ্যা:
10. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
গ্লিসারিন
ফিটকিরি
ক্যালসিয়াম কার্বনেট
সোডিয়াম ক্লোরাইড
ব্যাখ্যা: পানিতে দ্রবীভূত হয় না ক্যালসিয়াম কার্বনেট। সোডিয়াম যৌগ বা খাবার লবণ স্বচ্ছ বর্ণহীন কঠিন পদার্থ এবং পানিতে অদ্রবণীয়। চিনি এবং সালফিউরিক অ্যাসিড উভয় পানিতে দ্রবণীয়। পক্ষান্তরে, ক্যালসিয়াম কার্বনেট প্রকৃতিতে চুনাপাথর মার্বেল পাথর ও অন্যান্য রূপে বিদ্যমান বিশুদ্ধ পানিতে অদ্রবণীয় হলেও কার্বন-ডাই-অক্সাইড মিশ্রিত পানিতে দ্রবীভূত হয়।
12. ভাডুদত্ত' কোন কাব্যের চরিত্র?
চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতু উপাখ্যান
অন্নদামঙ্গল কাব্যের মানসিংহ ভাবনন্দ উপাখ্যান
মনসামঙ্গল
ধর্মমঙ্গল
ব্যাখ্যা: চন্ডীমঙ্গল' কাব্যের আদি কবি মানিক দত্ত আর প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তী। এ কাব্যের প্রধান চরিত্রগুলো হল: কালকেতু, ফুল্লরা, ধনপতি, ভাড়ুদত্ত প্রমুখ।
13. কাঁদুনে গ্যাসের অপর নাম-
ইথেন
মিথেন
নাইট্রোজেন
ক্লোরোপিক্রিন
ব্যাখ্যা: টিয়ার গ্যাস বা কাঁদানে গ্যাস এর অন্য নাম (ক্লোরোপিকরিন) কয়েক ধরনের রাসায়নিক যৌগের একীভূত নামকরণ।
14. বিশ্ব পানি দিবস পালিত হয়?
২২ মার্চ
২৩ মার্চ
২২ এপ্রিল
২৫ এপ্রিল
ব্যাখ্যা: বিশ্ব জল দিবস বা বিশ্ব পানি দিবস হল জল বা পানির গুরুত্বকে তুলে ধরার জন্য জাতিসংঘ কর্তৃক বার্ষিকভাবে উদযাপিত একটি দিন (সর্বদা ২২ মার্চ)। ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ সভা ২২ মার্চ তারিখটিকে বিশ্ব জল দিবস বা বিশ্ব পানি দিবস হিসেবে ঘোষণা করে।
15. নীচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?
লিনাক্স
ডিস্ক অপারেটিং সিস্টেম
এম. এস. ওয়ার্ড
উইন্ডোজ
ব্যাখ্যা: কিছু পরিচিত অপারেটিং সিস্টেম Android, IOS, Linux, MAC, MS-DOS, Unix, vector Linux, Xenixa, Windows-vista, XP, 7, 8, 10. Mozila একটি Browser. এ রকম আরো কয়েকটি ব্রাউজার হচ্ছে Nexus (www এর পরিবর্তিত রুপ), Nescape Navigator (1994), Internet Explorer
16. 'মৈমনসিংহ গীতিকা' গ্রন্থটি সংকলন করেন কে?
প্রফুল্লচন্দ্র সেন
হীরালাল সেন
দীনেশচন্দ্র সেন
অমর্ত্য সেন
ব্যাখ্যা: মৈমনসিংহ গীতিকা একটি সংকলনগ্রন্থ যাতে ময়মনসিংহ অঞ্চলে প্রচলিত দশটি পালাগান লিপিবদ্ধ করা হয়ে। প্রথম খন্ডের দশটি পালার রচয়িতা ভিন্ন ভিন্ন হলেও সংগ্রাহক চন্দ্রকুমার দে। এই গানগুলো প্রাচীন কাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আসছে। তবে ১৯২৩-৩২ সালে ডক্টর দীনেশচন্দ্র সেন এই গানগুলো অন্যান্যদের সহায়তায় সংগ্রহ করেন এবং স্বীয় সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রকাশ করেন। তৎকালীন ময়মনসিংহ জেলার নেত্রকোণা মহকুমার আইথর নামক স্থানের আধিবাসী চন্দ্রকুমার দে এসব গাথা সংগ্রহ করছিলেন। এই গীতিকাটি বিশ্বের ২৩টি ভাষায় মুদ্রিত হয়।
17. রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা-
২৪০০ মেগাওয়াট
২২০০ মেগাওয়াট
২৩০০ মেগাওয়াট
২১০০ মেগাওয়াট
ব্যাখ্যা: পাবনা জেলার রূপপুরের এই পারমাণবিক চুল্লি নির্মিত হয়েছে রাশিয়ায়। রূপপুর কেন্দ্রে দুটি ইউনিটে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রাথমিকভাবে এক লক্ষ ১৩,০০০ কোটি টাকারও বেশি খরচ ধরা হয়েছে। বাংলাদেশে একক প্রকল্প হিসেবে এটি সবচেয়ে বড় কোনো অবকাঠামো প্রকল্প।
18. Choose the correct form of verb in the bracket of the following sentence: The girl (read) the novel since last Saturday.
The girl was reading the novel since last Saturday.
The girl have been reading the novel since last Saturday.
The girl has been reading the novel since last Saturday.
The girl is reading the novel since last Saturday.
ব্যাখ্যা:
19. 'কবিতার কথা' কার প্রবন্ধ গ্রন্থ?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
জীবনানন্দ দাশ
জসীমউদ্দীন
ব্যাখ্যা: কবিতার কথা বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙ্গালী কবি জীবনানন্দ দাশের প্রথম প্রবন্ধ গ্রন্থ যা তার মৃত্যুর পর প্রথম প্রকাশিত হয়েছিল। জীবনানন্দ দাশের প্রাবন্ধিক পরিচয় অদ্যাবধি বিশেষ কোন মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়নি। তবে তিনি বেশ কিছু প্রবন্ধ-নিবন্ধ-আলোচনা লিখেছিলেন যার প্রতিটি অত্যন্ত মৌলিক চিন্তা-ভাবনার স্বাক্ষর বহন করে। কবিতার কথা গ্রন্থের প্রবন্ধাবলী বিশেষভাবে প্রসিদ্ধ। তার 'কবিতার কথা' শিরোনামীয় প্রবন্ধের প্রথম বাক্যাংশ 'সকলেই কবি নয়। কেউ কেউ কবি' বাংলা সাহিত্যে অত্যন্ত প্রসিদ্ধ একটি প্রবচন।