EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

বিপিএসসি MCQ পরীক্ষা । মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬। সম্পূর্ণ প্রশ্নের সমাধান
Image

বিপিএসসি (BPSC) বাছাই পরীক্ষা – ২০২৬

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬

সেট: ৩              সময়: ১ ঘণ্টা         পূর্ণমান: ১০০

Solved by Himalay Sen, PWD

[মোট প্রশ্ন ১০০ (একশত) টি। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ০১ (এক) নম্বর প্রদেয়। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।]

 

 

১. ‘WIPO’ এর সদর দপ্তর- [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) ব্রাসেলস
খ) লন্ডন
গ) জেনেভা
ঘ) প্যারিস
উত্তর: গ) জেনেভা
ব্যাখ্যা: বিশ্ব মেধাসম্পদ সংস্থা বা World Intellectual Property Organization (WIPO) এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এটি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়।

২. কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) ভিখারি
খ) প্রবীন
গ) বাবুয়ানা
ঘ) সেলাই
উত্তর: খ) প্রবীন
ব্যাখ্যা: 'প্রবীন' শব্দটি 'প্র' উপসর্গ যোগে গঠিত হয়েছে (প্র + বীণ)। বাকি শব্দগুলো প্রত্যয় বা মৌলিক শব্দ দ্বারা গঠিত।

৩. বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) ১৯৫৮
খ) ১৯৫৫
গ) ১৯৬৯
ঘ) ১৮৫৫
উত্তর: খ) ১৯৫৫
ব্যাখ্যা: ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়।

৪. ইত্যাদি।'কৈ মাছের প্রাণ' বাগধারার সঠিক অর্থ কোনটি? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) সংকীর্ণমনা লোক
খ) খুব অলস
গ) খুব চালাক
ঘ) যা সহজে মরে না
উত্তর: ঘ) যা সহজে মরে না
ব্যাখ্যা: কৈ মাছ অনেক প্রতিকূলতার মধ্যেও দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারে বলে বাগধারায় 'যা সহজে মরে না' বোঝাতে এটি ব্যবহৃত হয়।

৫. Passive form of the sentence- "His performance surprised me." [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) I was surprised by his performance.
খ) I had been surprised with his performance.
গ) I was surprised for his performance.
ঘ) I was surprised at his performance.
উত্তর: ঘ) I was surprised at his performance.
ব্যাখ্যা: 'Surprise' ভার্বটির ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে প্রিপজিশন হিসেবে 'by' এর পরিবর্তে সাধারণত 'at' ব্যবহৃত হয়।

[বইঃ English For Exam]

৬. রুই মাছের বৈজ্ঞানিক নাম কি? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) Catla catla
খ) Tenualosa ilisha
গ) Arius gagora
ঘ) Labeo rohita
উত্তর: ঘ) Labeo rohita
ব্যাখ্যা: রুই মাছের বৈজ্ঞানিক নাম হলো Labeo rohita
এটি কার্প জাতীয় মাছের অন্তর্ভুক্ত। অন্যদিকে কাতলা মাছের নাম Catla catla এবং ইলিশের নাম Tenualosa ilisha

৭. Find out the complex sentence. [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) That she will reciprocate my passion for her is certain.
খ) He did his work and I, mine.
গ) In case of your failure to move, you will die.
ঘ) Because of his playing well, he won the game.
উত্তর: ক) That she will reciprocate my passion for her is certain.
ব্যাখ্যা: এই বাক্যে একটি নির্ভরশীল নাউন ক্লজ (That she will...) থাকার কারণে এটি একটি জটিল বাক্য বা Complex sentence

[বইঃ English For Exam]

৮. সর্বপ্রথম Genetics শব্দটি ব্যবহার করেন কে? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) Bateson
খ) Mendel
গ) Karl Correns
ঘ) de Vries
উত্তর: ক) Bateson
ব্যাখ্যা: উইলিয়াম বেটসন (William Bateson) ১৯০৫ সালে সর্বপ্রথম 'Genetics' শব্দটি ব্যবহার করেন। তবে গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়।

৯. দ্বিন্ত্রী প্রাণী কোনটি? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) Fasciola
খ) Ascaris
গ) Aurelia
ঘ) Pila
উত্তর: গ) Aurelia
ব্যাখ্যা: দ্বিন্ত্রী বা Diploblastic প্রাণীর দেহে দুটি ভ্রূণীয় কোষস্তর থাকে। সিডারিয়া (Cnidaria) পর্বের আওরেলিয়া (জেলীফিশ) একটি দ্বিন্ত্রী প্রাণী।

১০. স্থায়ী সালিসী আদালত কোথায় অবস্থিত? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) জেনেভায়
খ) লন্ডনে
গ) প্যারিসে
ঘ) হেগে
উত্তর: ঘ) হেগে
ব্যাখ্যা: স্থায়ী সালিসী আদালত (Permanent Court of Arbitration) নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে অবস্থিত। এটি ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত একটি আন্তঃসরকারি সংস্থা।

১১. কোন জাতীয় খাদ্যের বিপাকের ফলে নাইট্রোজেন ঘটিত বর্জ্য সৃষ্টি হয়? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) প্রোটিন
খ) কার্বোহাইড্রেট
গ) লিপিড
ঘ) ভিটামিন
উত্তর: ক) প্রোটিন
ব্যাখ্যা: প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্যের প্রধান উপাদান নাইট্রোজেন। তাই প্রোটিন বিপাকের ফলে ইউরিয়া ও অ্যামোনিয়ার মতো নাইট্রোজেন ঘটিত বর্জ্য তৈরি হয়।

১২. Find out the correct sentence. [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) Do you know where does he live?
খ) Do you know where did he live?
গ) Do you know where he lives?
ঘ) Do you know where is his living place?
উত্তর: গ) Do you know where he lives?
ব্যাখ্যা: পরোক্ষ প্রশ্নে (Indirect question) ডব্লিউ-এইচ (Wh-) ক্লজটির গঠন সাধারণ বর্ণনামূলক বাক্যের মতো হয় (Subject + Verb), কোনো অক্সিলারি ভার্ব সামনে আসে না।

[বইঃ English For Exam]

১৩. নিপোর্ট (NIPORT) কী ধরনের গবেষণা প্রতিষ্ঠান? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) জনসংখ্যা গবেষণা
খ) নদী গবেষণা
গ) মিঠাপানি গবেষণা
ঘ) বন্দর গবেষণা
উত্তর: ক) জনসংখ্যা গবেষণা
ব্যাখ্যা: NIPORT এর পূর্ণরূপ হলো National Institute of Population Research and Training
এটি বাংলাদেশের জনসংখ্যা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রধান গবেষণা প্রতিষ্ঠান।

১৪. খাদ্যাভ্যাসের উপর ভিত্তি করে মাছ কয় প্রকার? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) ৩ প্রকার
খ) ৪ প্রকার
গ) ৫ প্রকার
ঘ) ৬ প্রকার
উত্তর: খ) ৪ প্রকার
ব্যাখ্যা: খাদ্যাভ্যাসের ভিত্তিতে মাছকে মূলত ৪ ভাগে ভাগ করা যায়: শাকভোজী (Herbivorous), মাংসাশী (Carnivorous), সর্বভুক (Omnivorous) এবং প্ল্যাঙ্কটনভোজী।

১৫. অরীয় প্রতিসাম্যের উদাহরণ কোনটি? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) Hydra
খ) Teania
গ) Astropecten
ঘ) Labeo
উত্তর: ক) Hydra
ব্যাখ্যা: যে সকল প্রাণীর দেহকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর যে কোনো তলে সমান দুই অংশে ভাগ করা যায় তাকে অরীয় প্রতিসাম্য বলে। হাইড্রা এর অন্যতম উদাহরণ।

১৬. Brood pouch কোন মাছে থাকে? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) Sea horse
খ) তিমি
গ) হাঙ্গর
ঘ) ম্যাকেরেল
উত্তর: ক) Sea horse
ব্যাখ্যা: পুরুষ সী হর্স (Sea horse) বা সামুদ্রিক ঘোড়ার পেটে একটি বিশেষ থলি বা ব্রুড পাউচ থাকে যেখানে তারা স্ত্রী মাছের ডিমগুলো বহন ও লালন-পালন করে।

১৭. পরীব বিবি কে ছিলেন? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) আওরঙ্গজেবের কন্যা
খ) শায়েস্তা খানের কন্যা
গ) মুর্শিদকুলি খানের স্ত্রী
ঘ) আজিমুশশানের মাতা
উত্তর: খ) শায়েস্তা খানের কন্যা
ব্যাখ্যা: পরীব বিবি ছিলেন মুঘল সুবাদার শায়েস্তা খানের অতি আদরের কন্যা। ঢাকার লালবাগ কেল্লার অভ্যন্তরে তার অতি সুন্দর মাজার বা সমাধিটি অবস্থিত।

১৮. মানুষের করোটিয় স্নায়ু কয় জোড়া? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) ৮ জোড়া
খ) ১০ জোড়া
গ) ১২ জোড়া
ঘ) ১৪ জোড়া
উত্তর: গ) ১২ জোড়া
ব্যাখ্যা: মানুষের মস্তিষ্ক থেকে উৎপন্ন করোটীয় স্নায়ু সংখ্যায় ১২ জোড়া। এগুলো মূলত মাথা, ঘাড় ও দেহের বিভিন্ন অঙ্গের সংবেদন ও কাজ নিয়ন্ত্রণ করে।

১৯. Which of the following words cannot be used as a verb? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) eye
খ) host
গ) accolade
ঘ) holiday
উত্তর: গ) accolade
ব্যাখ্যা: Accolade শব্দটি শুধুমাত্র নাউন (সম্মাননা) হিসেবে ব্যবহৃত হয়। অন্যদিকে eye, host এবং holiday শব্দগুলো নাউন ও ভার্ব উভয়ভাবেই ব্যবহৃত হতে পারে।

[বইঃ English For Exam]

২০. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) আমিষ
খ) স্নেহ
গ) আয়োডিন
ঘ) লৌহ
উত্তর: ক) আমিষ
ব্যাখ্যা: হিমোগ্লোবিন হলো একটি লোহাযুক্ত গ্লোবুলার প্রোটিন বা আমিষ জাতীয় পদার্থ যা রক্তে অক্সিজেন পরিবহনের কাজ করে।

২১. Nobody ever goes to see her. What kind of pronoun is ‘nobody’ in the sentence? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) distributive
খ) indefinite
গ) possessive
ঘ) relative
উত্তর: খ) indefinite
ব্যাখ্যা: 'Nobody' শব্দটি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট কাউকে বোঝায়, তাই এটি একটি অনির্দিষ্ট সর্বনাম বা Indefinite pronoun

[বইঃ English For Exam]

২২. জাপান কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) ১৬ ডিসেম্বর ১৯৭১
খ) ১০ জানুয়ারি ১৯৭২
গ) ১০ ফেব্রুয়ারি ১৯৭২
ঘ) ১৫ আগস্ট ১৯৭৫
উত্তর: গ) ১০ ফেব্রুয়ারি ১৯৭২
ব্যাখ্যা: জাপান ১০ ফেব্রুয়ারি ১৯৭২ সালে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। উন্নত দেশগুলোর মধ্যে জাপানই প্রথম দিককার দেশ যারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।

২৩. পাইরিডক্সিন নিম্নের কোনটি? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) B1  
খ) B2
গ) B6
ঘ) B12
উত্তর: গ)B6
ব্যাখ্যা: ভিটামিন B6 এর রাসায়নিক নাম হলো পাইরিডক্সিন। এটি শরীরের প্রোটিন বিপাক এবং স্নায়ুতন্ত্রের সুস্থতার জন্য অপরিহার্য।

২৪. মাংসাশী মাছ কোনটি? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) Channa
খ) Catla
গ) Labeo
ঘ) Cirrhina
উত্তর: ক) Channa
ব্যাখ্যা: শোল, গজার ইত্যাদি মাছ (যাদের গণ নাম Channa) মূলত মাংসাশী মাছ। রুই (Labeo), কাতলা (Catla) এবং মৃগেল (Cirrhina) কার্প জাতীয় মাছ যা মূলত জলজ উদ্ভিদ ও কণা খেয়ে বাঁচে।

২৫. নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) ভাজি
খ) বিবাহিত
গ) দৈনিক
ঘ) পাগলামি
উত্তর: ক) ভাজি
ব্যাখ্যা: ক্রিয়া পদের মূল বা ধাতুর সাথে প্রত্যয় যোগ হয়ে যে শব্দ গঠিত হয় তাকে কৃদন্ত শব্দ বলে। যেমন: ভাজ্ + ই = ভাজি।

২৬. NATO কবে প্রতিষ্ঠিত হয়? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) ৪ আগস্ট ১৯৪৭
খ) ৪ এপ্রিল ১৯৪৯
গ) ৪ ফেব্রুয়ারি ১৯৪৭
ঘ) ৪ মে ১৯৪৯
উত্তর: খ) ৪ এপ্রিল ১৯৪৯
ব্যাখ্যা: উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা NATO ১৯৪৯ সালের ৪ এপ্রিল আমেরিকার ওয়াশিংটন ডিসিতে ১২টি দেশের সম্মতিতে প্রতিষ্ঠিত হয়।

২৭. Sadman is all but ruined. Here "all but" means - [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) in fact
খ) nearly
গ) truly
ঘ) seldom
উত্তর: খ) nearly
ব্যাখ্যা: 'All but' একটি ইংরেজি বাগধারা যার অর্থ হলো 'প্রায়' বা 'nearly'
অর্থাৎ সাদমান প্রায় ধ্বংস হয়ে গেছে।

[বইঃ English For Exam]

২৮. Placoid আঁইশ কোন মাছে দেখা যায়? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) Labeo
খ) Catla
গ) Channa
ঘ) Scoliodon
উত্তর: ঘ) Scoliodon
ব্যাখ্যা: তরুণাস্থিময় মাছ যেমন হাঙর (Scoliodon) এর দেহে ক্ষুদ্র ও কাঁটার মতো প্লাকয়েড (Placoid) আঁইশ দেখা যায়। রুই বা কাতলায় থাকে সাইক্লয়েড আঁইশ।

২৯. Theocracy is the rule by the....... [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) nobility
খ) wealthy class
গ) church authorities
ঘ) philosophers
উত্তর: গ) church authorities
ব্যাখ্যা: থিওক্রেসি বা ধর্মতন্ত্র হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে ধর্মীয় নেতারা বা গির্জার প্রধানরা ঈশ্বরের প্রতিনিধি হিসেবে রাষ্ট্র পরিচালনা করেন।

[বইঃ English For Exam]

৩০. সূর্য এর প্রতিশব্দ কী? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) সুধাংশু
খ) গগন
গ) নক্ষত্র
ঘ) আদিত্য
উত্তর: ঘ) আদিত্য
ব্যাখ্যা: সূর্যের অনেকগুলো প্রতিশব্দের মধ্যে 'আদিত্য' অন্যতম। সুধাংশু মানে চাঁদ এবং গগন মানে আকাশ।

৩১. এক অণু গ্লুকোজ জারণের ফলে কত অণু ATP উৎপন্ন হয়? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) ৩২ অণু
খ) ৩৪ অণু
গ) ৩৬ অণু
ঘ) ৩৮ অণু
উত্তর: ঘ) ৩৮ অণু
ব্যাখ্যা: কোষীয় শ্বসন প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে সবাত শ্বসনে মোট ৩৮টি ATP অণু উৎপন্ন হয়। আধুনিক তথ্যে ৩৬টি বলা হলেও পাঠ্যবই অনুযায়ী ৩৮টিই সঠিক।

৩২. চর্যাপদ প্রকাশিত হয় কত সালে? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) ১৯০৭
খ) ১৯০৯
গ) ১৯১৭
ঘ) ১৯১৬
উত্তর: ঘ) ১৯১৬
ব্যাখ্যা: মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপাল থেকে চর্যাপদ আবিষ্কার করেন এবং ১৯১৬ সালে তা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়।

৩৩. ইলিশ মাছ কোন বর্গের অন্তর্ভুক্ত? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) Cypriniformes
খ) Clupiformes
গ) Perciformes
ঘ) Channiformes
উত্তর: খ) Clupiformes
ব্যাখ্যা: ইলিশ মাছ (Tenualosa ilisha) ক্লুপিফরমিস (Clupeiformes) বর্গের অন্তর্ভুক্ত একটি অতি জনপ্রিয় মাছ।

৩৪. Find out the correct spelling. [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) liaison
খ) liyasion
গ) lyasion
ঘ) liaison
উত্তর: ক) liaison
ব্যাখ্যা: সঠিক বানানটি হলো 'liaison', যার অর্থ হলো যোগাযোগ বা সমন্বয় সাধন করা।

[বইঃ English For Exam]

৩৫. Plasmodium vivax এর জীবনচক্রে মানবদেহে সংঘটিত চক্রটি হলো- [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) অযৌন চক্র
খ) যৌনচক্র
গ) সুপ্তাবস্থা
ঘ) সবগুলো
উত্তর: ক) অযৌন চক্র
ব্যাখ্যা: ম্যালেরিয়া পরজীবীর অযৌন প্রজনন বা সাইজোগনি মানবদেহে ঘটে এবং যৌন প্রজনন দশা মশকির দেহে সম্পন্ন হয়।

৩৬. নিচের কোন এনজাইম দুগ্ধজাতীয় খাদ্য পরিপাক ঘটায়? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) ম্যাল্টেজ
খ) সুক্রোজ
গ) ল্যাক্টেজ
ঘ) লাইপেজ
উত্তর: গ) ল্যাক্টেজ
ব্যাখ্যা: ল্যাক্টেজ এনজাইম দুগ্ধজাতীয় খাদ্যে থাকা ল্যাকটোজ নামক চিনিকে ভেঙে গ্লুকোজ ও গ্যালাকটোজে রূপান্তর করে পরিপাকে সাহায্য করে।

৩৭. লিথাল জিনের কারণে কোন রোগ হয়? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) হিমোফিলিয়া ও থ্যালাসেমিয়া
খ) থ্যালাসেমিয়া ও বর্ণান্ধতা
গ) বর্ণান্ধতা ও রাতকানা
ঘ) রাতকানা ও হিমোফিলিয়া
উত্তর: ক) হিমোফিলিয়া ও থ্যালাসেমিয়া
ব্যাখ্যা: লিথাল বা মরণ জিনের প্রভাবে বংশগতিতে থ্যালাসেমিয়া এবং বিশেষ ক্ষেত্রে হিমোফিলিয়ার মতো মারাত্মক রোগ সৃষ্টি হতে পারে।

৩৮. বাংলার প্রাচীনতম স্থান কোনটি? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) সোনারগাঁও
খ) বিক্রমপুর
গ) পুণ্ড্র
ঘ) চন্দ্রদ্বীপ
উত্তর: গ) পুণ্ড্র
ব্যাখ্যা: প্রাচীন জনপদ পুণ্ড্র বা পুণ্ড্রবর্ধন (বর্তমান বগুড়ার মহাস্থানগড়) বাংলার সবচেয়ে প্রাচীন ও সমৃদ্ধ নগরী হিসেবে স্বীকৃত।

৪০. পেনিসিলিন কে আবিষ্কার করেন? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) হর গোবিন্দ খোরানা
খ) লুই পাস্তুর
গ) অ্যারিস্টটল
ঘ) আলেকজেন্ডার ফ্লেমিং
উত্তর: ঘ) আলেকজেন্ডার ফ্লেমিং
ব্যাখ্যা: ১৯২৮ সালে স্কটিশ বিজ্ঞানী স্যার আলেকজেন্ডার ফ্লেমিং প্রথম অ্যান্টিবায়োটিক 'পেনিসিলিন' আবিষ্কার করেন।

৪১. Which of the following sentences is correct? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) The speaker made the audience to listen to him.
খ) The speaker made the audience listen to him.
গ) The speaker made the audiences to listen to him.
ঘ) The speaker made the audience listening to him.
উত্তর: খ) The speaker made the audience listen to him.
ব্যাখ্যা: পজিটিভ বা Causative Verb 'make' এর পর 'to' ছাড়াই ভার্বের বেস ফর্ম (Bare infinitive) বসে।

[বইঃ English For Exam]

৪২. The dress does not fit me. I will have to have it.......... [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) altered
খ) loosened
গ) tightened
ঘ) tailored
উত্তর: ক) altered
ব্যাখ্যা: কোনো জামাকাপড় মাপমতো না হলে তা পরিবর্তনের জন্য 'altered' শব্দটি ব্যবহৃত হয়।

[বইঃ English For Exam]

৪৩. স্তন্যপায়ী প্রাণিতে বক্ষ ও উদর পৃথককারী অনুপ্রস্থ পেশীর ব্যবধায়ক পর্দাকে কি বলে? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) ডায়াফ্রাম
খ) অ্যালভিওলাস
গ) ইন্টারকোস্টাল পেশী
ঘ) স্বরযন্ত্র
উত্তর: ক) ডায়াফ্রাম
ব্যাখ্যা: ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা হলো একটি গম্বুজ আকৃতির পেশীবহুল পর্দা যা স্তন্যপায়ী প্রাণীর বক্ষগহ্বর এবং উদর গহ্বরকে আলাদা করে রাখে।

৪৪. ভেনাস হার্ট পাওয়া যায়- [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) মাছে
খ) উভচরে
গ) সরীসৃপে
ঘ) পাখিতে
উত্তর: ক) মাছে
ব্যাখ্যা: মাছের হৃদপিণ্ড দিয়ে কেবল কার্বন-ডাই-অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয় বলে একে ভেনাস হার্ট বা শিরীয় হৃদপিণ্ড বলা হয়।

৪৫. বৃক্কের গাঠনিক ও কার্যিক একককে কি বলে? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) নেফ্রন
খ) নিউরন
গ) রেচন
ঘ) কিডনী
উত্তর: ক) নেফ্রন
ব্যাখ্যা: প্রতিটি বৃক্কে প্রায় ১০-১২ লক্ষ নেফ্রন থাকে, যা রক্ত পরিস্রুত করে মূত্র তৈরির প্রধান কাজ করে থাকে।

৪৬. চর্বিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) A
খ) C
গ)
B6
ঘ) B12
উত্তর: ক) A
ব্যাখ্যা: ভিটামিন A, D, E এবং K হলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন। ভিটামিন B ও C পানিতে দ্রবণীয়।

৪৭. ‘Pedagogy’ -এর পরিভাষা কী? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) শিক্ষানীতি
খ) শিক্ষাতত্ত্ব
গ) নারীশিক্ষা
ঘ) সহশিক্ষা
উত্তর: খ) শিক্ষাতত্ত্ব
ব্যাখ্যা: Pedagogy শব্দটি মূলত শিক্ষাদানের পদ্ধতি ও তত্ত্ব সংক্রান্ত আলোচনাকে বোঝায়, যার সঠিক বাংলা পরিভাষা 'শিক্ষাতত্ত্ব'।

৪৮. Who is known as the ‘Lady of the Lamp?’ [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) Sorojini Naidu
খ) Hellen Killer
গ) Florence Nightingale
ঘ) Mother Teresa
উত্তর: গ) Florence Nightingale
ব্যাখ্যা: ফ্লোরেন্স নাইটিঙ্গেল ক্রিমিয়ার যুদ্ধে আহত সৈন্যদের রাতের বেলা প্রদীপ হাতে সেবা করতেন বলে তাঁকে 'Lady of the Lamp' বলা হয়।

[বইঃ English For Exam]

৪৯. ‘চন্দ্রাবতী’ কী? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) কাব্য
খ) পদাবলী
গ) পালাগান
ঘ) নাটক
উত্তর: গ) পালাগান
ব্যাখ্যা: মৈমনসিংহ গীতিকার একটি অত্যন্ত জনপ্রিয় লোকগাথা বা পালাগান হলো 'চন্দ্রাবতী', যা নারী কবি চন্দ্রাবতীর জীবনের ছায়া অবলম্বনে রচিত।

৫০. They gave me a form and told me to......... [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) fill in it
খ) fill it in
গ) fill on it
ঘ) none of these
উত্তর: খ) fill it in
ব্যাখ্যা: ফর্ম পূরণের ক্ষেত্রে 'fill in' বা 'fill out' ব্যবহৃত হয়, তবে প্রোনাউন ব্যবহারের ক্ষেত্রে তা ভার্ব ও প্রিপজিশনের মাঝখানে বসে।

[বইঃ English For Exam]

৫২. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) ক্রীতদাসের হাসি
খ) মাটি আর অশ্রু
গ) হাঙর নদী গ্রেনেড
ঘ) সারেং বউ
উত্তর: গ) হাঙর নদী গ্রেনেড
ব্যাখ্যা: সেলিনা হোসেন রচিত 'হাঙর নদী গ্রেনেড' বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত একটি শক্তিশালী ও কালজয়ী উপন্যাস।

৫৪. কোন বানানটি শুদ্ধ [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) কৃষিজীবি
খ) কৃষিজিবী
গ) কৃষিজীবী
ঘ) কৃষিজিবি
উত্তর: গ) কৃষিজীবী
ব্যাখ্যা: 'জীবী' প্রত্যয়যুক্ত শব্দে সর্বদা দীর্ঘ-ঈ কার হয় (যেমন- কৃষিজীবী, শ্রমজীবী)।

৫৫. জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) ৪৬.৫ মি.
খ) ৪৬ মি.
গ) ৪৫.৫ মি.
ঘ) ৪৫ মি.
উত্তর: ক) ৪৬.৫ মি.
ব্যাখ্যা: সাভারের জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা ১৫০ ফুট বা প্রায় ৪৬.৫ মিটার। এর স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।

৫৭. Budding কোন প্রাণিতে ঘটে? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) Euglena
খ) Hydra
গ) তেলাপোকা
ঘ) পরিফেরা
উত্তর: খ) Hydra
ব্যাখ্যা: হাইড্রা এবং ইস্টের দেহে মুকুলোদগম বা বাডিং (Budding) প্রক্রিয়ায় অযৌন প্রজনন সম্পন্ন হয়।

৫৯. সেক্স-লিংকড ইনহেরিটেন্স নয় কোনটি? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) বর্ণান্ধতা
খ) হিমোফিলিয়া
গ) জন্ডিস
ঘ) মায়োপিয়া
উত্তর: গ) জন্ডিস
ব্যাখ্যা: জন্ডিস মূলত লিভারের একটি রোগ, এটি কোনো বংশগত বা সেক্স-লিংকড বৈশিষ্ট্য নয়। অন্যগুলো জিনবাহিত রোগ।

৬২. আকাশে রংধনু সৃষ্টির কারণ- [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) ধূলিকণা
খ) বায়ুরস্তর
গ) বৃষ্টির কণা
ঘ) অতি বেগুনী রশ্মি
উত্তর: গ) বৃষ্টির কণা
ব্যাখ্যা: বৃষ্টির কণার মধ্য দিয়ে সূর্যের আলোর প্রতিসরণ, অভ্যন্তরীণ প্রতিফলন এবং বিচ্ছুরণের ফলে আকাশে রংধনু সৃষ্টি হয়।

৬৩. ‘গায়ক’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) গো+অক
খ) গা+অক
গ) গা+য়ক
ঘ) গৈ+অক
উত্তর: ঘ) গৈ+অক
ব্যাখ্যা: সন্ধির নিয়ম অনুযায়ী 'ঐ' কারের পর অন্য স্বরবর্ণ থাকলে 'ঐ' স্থানে 'আয়' হয়, তাই গৈ+অক = গায়ক।

৬৪. কোনটি অগ্রমস্তিষ্কের অংশ? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) সেরিব্রাম
খ) সেরিবেলাম
গ) পনস্
ঘ) কর্পোরা
উত্তর: ক) সেরিব্রাম
ব্যাখ্যা: মানুষের মস্তিষ্কের প্রধান ও বৃহত্তম অংশ হলো সেরিব্রাম, যা অগ্রমস্তিষ্কের অন্তর্ভুক্ত এবং বুদ্ধি ও চিন্তাশক্তি নিয়ন্ত্রণ করে।

৬৭. কোনটি প্রাণির আচরণবিদ্যা? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) Ecology
খ) Ethology
গ) Entomology
ঘ) Toxicology
উত্তর: খ) Ethology
ব্যাখ্যা: প্রাণীর আচরণ নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা ও গবেষণা করা হয় তাকে ইথোলজি (Ethology) বলা হয়।

৬৮. ‘মুহূর্তের কবিতা’ লিখেছেন - [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) সিকান্দার আবু জাফর
খ) সুফিয়া কামাল
গ) আহসান হাবীব
ঘ) ফররুখ আহমদ
উত্তর: খ) সুফিয়া কামাল
ব্যাখ্যা: প্রথিতযশা কবি বেগম সুফিয়া কামালের একটি অন্যতম কাব্যগ্রন্থের নাম হলো 'মুহূর্তের কবিতা'।

৬৯. মূত্রের রং হলুদ হওয়ার জন্য দায়ী কোনটি? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) অ্যামোনিয়া
খ) বিলিরুবিন
গ) ইউরোক্রোম
ঘ) ইউরিয়া
উত্তর: গ) ইউরোক্রোম
ব্যাখ্যা: হিমোগ্লোবিন ভেঙে তৈরি হওয়া 'ইউরোক্রোম' নামক রঞ্জক পদার্থের উপস্থিতির কারণে মূত্রের রং হালকা হলুদ হয়।

৭০. “Sweet are the uses of adversity.” - This sentence is an example of – [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) hyperbole
খ) climax
গ) anti-climax
ঘ) paradox
উত্তর: ঘ) paradox
ব্যাখ্যা: আপাতদৃষ্টিতে বিরোধী মনে হলেও গভীর সত্য প্রকাশ করার অলংকারকে প্যারাডক্স (Paradox) বলে। প্রতিকূলতার ব্যবহার মিষ্টি হওয়া একটি প্যারাডক্সের উদাহরণ।

৭১. ‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) মুহম্মদ শহীদুল্লাহ
খ) এস, ওয়াজেদ আলী
গ) মোহাম্মদ নাসিরউদ্দীন
ঘ) লুৎফর রহমান
উত্তর: গ) মোহাম্মদ নাসিরউদ্দীন
ব্যাখ্যা: মোহাম্মদ নাসিরউদ্দীন ছিলেন ১৯১৮ সালে কলকাতা থেকে প্রকাশিত প্রগতিশীল মাসিক পত্রিকা 'সওগাত'-এর কিংবদন্তি সম্পাদক।

৭২. গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কোষের কোথায় ঘটে? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) সাইটোপ্লাজম
খ) মাইটোকন্ড্রিয়া
গ) নিউক্লিয়াস
ঘ) ক্রোমোজোম
উত্তর: ক) সাইটোপ্লাজম
ব্যাখ্যা: কোষীয় শ্বসনের প্রথম পর্যায় বা গ্লাইকোলাইসিস অক্সিজেন নিরপেক্ষভাবে কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়।

৭৪. শ্রেণিবিন্যাসের জনক কে? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) Carolus Linnaeus
খ) Theophrastus
গ) Geroge Bethum
ঘ) De Candolle
উত্তর: ক) Carolus Linnaeus
ব্যাখ্যা: সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াসকে আধুনিক শ্রেণিবিন্যাস বিদ্যার জনক বলা হয়। তিনি দ্বিপদ নামকরণ প্রথা প্রবর্তন করেন।

৭৬. বিশ্বখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর কে? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) মাইকেল অ্যাঞ্জেলো
খ) লিওনার্দো দ্যা ভিঞ্চি
গ) পাবলো পিকাসো
ঘ) ভ্যানগগ
উত্তর: খ) লিওনার্দো দ্যা ভিঞ্চি
ব্যাখ্যা: মোনালিসা হলো ইতালীয় রেনেসাঁ শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ষোড়শ শতাব্দীর একটি বিশ্ববিখ্যাত প্রতিকৃতি তৈলচিত্র।

৮১. 'তাহরির স্কয়ার' কোথায় অবস্থিত? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) সিউল
খ) আম্মান
গ) কায়রো
ঘ) তেহরান
উত্তর: গ) কায়রো
ব্যাখ্যা: তাহরির স্কয়ার বা মুক্তি স্কয়ার মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত একটি প্রধান চত্বর, যা ২০১১ সালের বিপ্লবের জন্য বিখ্যাত।

৮৫. মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) যকৃৎ
খ) অগ্ন্যাশয়
গ) পিটুইটারি
ঘ) শুক্রাশয়
উত্তর: ক) যকৃৎ
ব্যাখ্যা: যকৃৎ বা লিভার হলো মানবদেহের বৃহত্তম অভ্যন্তরীণ অঙ্গ ও গ্রন্থি, যা শরীরে ৫০০-এর বেশি প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে।

৮৬. 'বাঙালি মুসলমানের মন' কার লেখা? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) আহমদ শরীফ
খ) আহমদ ছফা
গ) আনিসুজ্জামান
ঘ) আবুল ফজল
উত্তর: খ) আহমদ ছফা
ব্যাখ্যা: সমাজচিন্তক ও সাহিত্যিক আহমদ ছফার একটি অন্যতম ও আলোড়ন সৃষ্টিকারী মননশীল প্রবন্ধগ্রন্থের নাম 'বাঙালি মুসলমানের মন'।

৮৭. কোনটি জসীম উদ্দীনের কাব্য? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) চলে মুসাফির
খ) রাখালী
গ) বিষের বাঁশি
ঘ) সোনালি কাবিন
উত্তর: খ) রাখালী
ব্যাখ্যা: 'রাখালী' হলো পল্লীকবি জসীম উদ্দীনের ১৯২৭ সালে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ।

৯০. যকৃতের রোগ কোনটি? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) জন্ডিস
খ) টাইফয়েড
গ) হাম
ঘ) কলেরা
উত্তর: ক) জন্ডিস
ব্যাখ্যা: জন্ডিস মূলত কোনো নির্দিষ্ট রোগ নয় বরং লিভার বা পিত্তনালীর সমস্যার একটি বহিঃপ্রকাশ যা বিলিরুবিনের আধিক্যের কারণে হয়।

৯১. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) ফ্লোরিডা
খ) পক
গ) জিব্রাল্টার
ঘ) বেরিং
উত্তর: ঘ) বেরিং
ব্যাখ্যা: বেরিং প্রণালী উত্তর আমেরিকা (আলাস্কা) এবং এশিয়া (রাশিয়া) মহাদেশকে আলাদা করেছে এবং আর্কটিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।

৯২. বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) নারায়ণগঞ্জ
খ) কক্সবাজার
গ) চট্টগ্রাম
ঘ) খুলনা
উত্তর: ঘ) খুলনা
ব্যাখ্যা: খুলনা শিপইয়ার্ড লিমিটেড বাংলাদেশের অন্যতম প্রাচীন ও প্রধান জাহাজ নির্মাণ ও মেরামতকারী প্রতিষ্ঠান।

৯৩. পরিণত মানুষের কঙ্কালতন্ত্র কয়টি অস্থি নিয়ে গঠিত? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) ২৯০টি
খ) ২০৬টি
গ) ৩০০টি
ঘ) ৩০৬টি
উত্তর: খ) ২০৬টি
ব্যাখ্যা: জন্মের সময় শিশুদের দেহে প্রায় ৩০০টির মতো অস্থি থাকলেও পরিণত বয়সে সেগুলো জোড়া লেগে মোট ২০৬টি অস্থিতে পরিণত হয়।

৯৪. কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) Mollusca
খ) Cnidaria
গ) Echinodermata
ঘ) Chordata
উত্তর: গ) Echinodermata
ব্যাখ্যা: একাইনোডারমাটা (Echinodermata) পর্বের সকল প্রাণীই সামুদ্রিক। তারা স্বাদু পানিতে বাস করে না। উদাহরণস্বরূপ- তারামাছ, সাগর আর্চিন

 

 

৯৫. প্রাণী জগতের বৃহত্তম পর্ব কোনটি? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) Arthropoda
খ) Porifera
গ) Annelida
ঘ) Mollusca
উত্তর: ক) Arthropoda
ব্যাখ্যা: আর্থ্রোপোডা হলো প্রাণীজগতের বৃহত্তম পর্ব, যার অন্তর্ভুক্ত হলো সকল সন্ধিপদী প্রাণী যেমন পোকা-মাকড়, কাঁকড়া ইত্যাদি।

৯৭. ভিটামিন 'সি' এর অভাবজনিত রোগ কোনটি? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]

ক) স্কার্ভি
খ) অ্যানিমিয়া
গ) পেলাগ্রা
ঘ) রাতকানা
উত্তর: ক) স্কার্ভি
ব্যাখ্যা: ভিটামিন সি-এর অভাবে স্কার্ভি রোগ হয়, যার ফলে মাড়ি ফুলে যায় এবং রক্ত পড়ে।

৯৯. Master gland বলা হয় কোনটিকে? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) অগ্ন্যাশয়
খ) যকৃৎ
গ) অ্যাড্রিনাল
ঘ) পিটুইটারী
উত্তর: ঘ) পিটুইটারী
ব্যাখ্যা: পিটুইটারি গ্রন্থিকে 'প্রভু গ্রন্থি' বা 'Master gland' বলা হয় কারণ এটি শরীরের অন্যান্য প্রধান হরমোন নিঃসরণকারী গ্রন্থিগুলোকে নিয়ন্ত্রণ করে।
১০০. বিখ্যাত অর্থনীতিবিদ 'অ্যাডাম স্মিথ' কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? [মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় – ১৮/০১/২০২৬]]
ক) স্কটল্যান্ড
খ) ফ্রান্স
গ) জার্মানী
ঘ) ইতালী
উত্তর: ক) স্কটল্যান্ড
ব্যাখ্যা: আধুনিক অর্থনীতির জনক হিসেবে খ্যাত অ্যাডাম স্মিথ ১৭২৩ সালে স্কটল্যান্ডের কার্কক্যাল্ডি শহরে জন্মগ্রহণ করেন।

 

রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই ও English For Exam ইংরেজি বই

সহকারি/উপ-সহকারি প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য এই বই দুইটি বর্তমান খুবই খুবই ভালো বই, যাদের কাছে এই বই গুলো নেই তারা সংগ্রহ করে পড়াশোনা করুন।

বই দুইটি অনলাইনে বা কুরিয়ারে নিতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন।

 

রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই ও English For Exam ইংরেজি বই

সহকারি/উপ-সহকারি প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য এই বই দুইটি বর্তমান খুবই খুবই ভালো বই, যাদের কাছে এই বই গুলো নেই তারা সংগ্রহ করে পড়াশোনা করুন। বিগত সালের সব প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া আছে। 

বই দুইটি অনলাইনে বা কুরিয়ারে নিতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন।

 

এই দুইটি বই যে যে লাইব্রেরীতে পাবেনঃ

১। জামালপুর লাইব্রেরী, নীলক্ষেত ঢাকা। ফোনঃ 01948718700

২। নিউ শিক্ষা বিতান, নীলক্ষেত ঢাকা। ফোনঃ 01305693338

৩। ছাত্রবন্ধু লাইব্রেরী, DPI তেজগাঁও, ঢাকা। ফোনঃ 01918347715

৪। নিউ জামালপুর লাইব্রেরী, ডুয়েট গেট। ফোনঃ 01621551614

৫। ডায়নামিক বুক হাউস, ডুয়েট গেট। ফোনঃ 01790624972

৬। ঢাকা বুক হাউস, ডুয়েট গেট। ফোনঃ 01819103043

৭। ডুয়েট বই ঘর, ডুয়েট গেট। ফোনঃ 01819365103

৮। মাহাফুজ্জাই পুস্তাকালয়, প্রেসক্লাব লাইব্রেরী, রংপুর। ফোনঃ 01854772760

৯। গ্রীন লাইব্রেরী, দিনাজপুর। ফোনঃ 01710339966

১০। টেকনিক্যাল বুক হাউস, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। ফোনঃ 01911190021

১১। মুক্তা লাইব্রেরী, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া । ফোনঃ 01827447700

১২। মুন লাইব্রেরী, ময়মনসিংহ । ফোনঃ 01711788764

[অনলাইনে নতুন ব্যাচ শুরু হচ্ছে, এই ব্যচে জয়েন করতে 01792129022 whatsapp নাম্বারে মেসেজ দিন (সব ডিপার্টপমেন্ট)]