MCQ
2021. প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কত?
76 mm of Hg
100 mm of HO
76 cm of Hg
100 cm of H.O
2022. প্রকৃত নির্গমন এবং তাত্ত্বিক নির্গমনের অনুপাতকে কী বলে।
বেগের সহগ
সংকোচন সহগ
নির্গমন সহগ
সান্দ্রতা সহগ
2023. ম্যানোমিটার থেকে কোন ধরনের চাপ পাওয়া যায়?
বায়ুমণ্ডলীয় চাপ
গেজ চাপ
পরম চাপ
সবগুলো
2024. রোটামিটার (Rotameter) ব্যবহৃত হয় কীসে?
তরলের ঘনত্ব মাপার কাজে
তরলের বেগ মাপার কাজে
তরলের প্রবাহের হার (Flow rate) মাপার কাজে
কোনোটিই নয়
2025. মেকানিক্যাল গেজ কোনটি?
Dead weight pressure guage
Bardon tube pressure gouge
Diaphram pressure guage
All
2026. বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
ব্যারোমিটার
ম্যানোমিটার
ক্রোনোমিটার
কোনোটিই নয়
2027. এক বায়ুমণ্ডলীয় চাপ সমান-
১৪.৭ কেজি/সেমি^2
১ কেজি/মি^2
১.০৩৩ কেজি/সেমি^2
১.০০৩ কেজি/মি^2
2028. পাইপে প্রবহমান প্রবাহীর হেড লস সংঘটনের কারণ-
ঘর্ষণ
দিক পরিবর্তন
পাইপের সংকোচন বা প্রসারণ
উপরের সবকয়টি
2029. বাতাসের আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
হাইগ্রোমিটার
ব্যারোমিটার
ক্রোনোমিটার
কোনোটিই নয়
2030. টার্বুলেন্ট (Turbulent) প্রবাহতে -
ফ্লুইড কণাগুলো সুবিন্যস্তভাবে প্রবাহিত হয়
ফ্লুইডের একটি স্তর অপরটির উপর দিয়ে সুষমভাবে ভেসে চলে
ভরবেগের স্থানান্তর (Trensfer) শুধুমাত্র আণবিক স্কেলে হয়
কণাগুলো পরস্পর ছেদ করে
2031. এক ঘনমিটার পানির ওজন কত?
1kg
1000kg
100kg
9.81kg
2032. চাপ পরিমাপক যন্ত্র প্রধানত কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
2033. SI এককে তরলের আপেক্ষিক ওজন কত?
9.81 kN/m^3
9.81 x10^3 N/m^3
9.81 x 10^-6 N/mm^3
সবগুলো
2034. কোনটি তরল পদার্থের গুণাবলি নয়?
ঘর্ষণ
ঘনত্ব
পৃষ্ঠটান
আঃ গুরুত্ব
2035. স্তরিত (Lansinar) প্রবাহ বলতে কোনটিকে বুঝায়?
ফ্লুইড কলার আঁকাবাঁকা পথের প্রবাহকে
রেনল্ডস নাম্বাল ৩০০০-এর বেশি হওয়াকে
ফ্লুইড কণার স্তরে স্তরে প্রবাহকে
উপরের কোনোটিই সত্য নয়
2036. প্রবাহী কত প্রকার?
৩ প্রকার
৪ প্রকার
৭ প্রকার
২ প্রকার
2037. ম্যানোমিটারে ব্যবহৃত তরল কেমন?
লো-ডেনসিটি
হাই-ডেনসিটি
লো-সারফেস টেনশন
হাই সারফেস টেনশন
2038. প্রমাণ তাপমাত্রা ও চাপে প্রতি একক আয়তনের ভরকে কী বলে?
আপেক্ষিক ওজন
আপেক্ষিক ভর
ঘনত্ব
কোনোটিই নয়
2039. এক-মাত্রীয় প্রবাহ (One-dimensional flow) হচ্ছে-
অবিচল প্রবাহ
সুষম প্রবাহ
যে প্রবাহ আড়াআড়ি দিকের পরিবর্তনকে উপেক্ষা করে
সরল রৈখিক পথে সীমাবদ্ধ প্রবাহ
2040. যে-কোনো বিন্দুর গেজ প্রেসার হলো পরম চাপ ও বায়ুমণ্ডলীয় চাপের-
বিয়োগফল
গুণফল
ভাগফল
কোনোটিই নয়