MCQ
1441. নজল (Nozzle)-এর মধ্যে প্রবাহী (Fluid) কীভাবে প্রবাহিত হয়?
সমোঞ্চ প্রক্রিয়ায় (Isothermal process)
রূদ্ধতাপ (Adiabatic) প্রক্রিয়ায়
স্থির আয়তন (Constant volume) প্রক্রিয়ায়
স্থির চাপ (Constant pressure) প্রক্রিয়ায়
1442. যে পরিবর্তনে পদার্থের তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, কিন্তু অবস্থার পরিবর্তন হয়, তাকে কী বলে?
পরম শূন্য তাপমাত্রা
বাষ্পীভবনের সুপ্ততাপ
সুপ্ততাপ
কোনোটিই নয়
1443. সাধারণ গ্যাস শক্তির সূত্র কোনটি?
Q1-2= dU+W1-2
Q1-2=dU-W1-2
Q1-2=dU/W1-2
Q1-2=dU x W1-2
1444. থার্মোডাইনামিক ইন্টেনসিভ (Intensive) প্রোপার্টি কোনটি?
মোট আয়তন
মোট অন্তঃস্থ শক্তি
মোট এনট্রপি
চাপ
1445. থার্মোডাইনামিক্স- এর প্রথম সূত্রটি নিম্নের কোন সত্যকে প্রকাশ করে?
শক্তি সর্বদা অক্ষয়
তাপশক্তির একটি রূপ
কার্যশক্তিকে তড়িৎশক্তিতে পরিবর্তন করা যেতে পারে
ইঞ্জিনের দক্ষতা সর্বদা এক অপেক্ষা কম
1446. পদার্থের একক ভরের মোট তাপের পরিমাণকে বলে -
এনথালপি
এনট্রপি
এনট্রাপি
কোনোটিই নয়
1447. তাপগতিবিদ্যার প্রথম সূত্র (1st law of thermodynamics) হচ্ছে-
শক্তির নিত্যতার সূত্র
ভরের নিত্যতার সূত্র
ভরবেগের নিত্যতার সূত্র
তাপের নিত্যতার সূত্র
1448. থার্মোডাইনামিক্সের কোন সূত্র হিমায়ন চক্রে প্রয়োগ করা হয় ?
১ম সূত্র
২য় সূত্র
৩য় সূত্র
কোনোটিই নয়
1449. "তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, তার চাপের ব্যস্তানুপাতিক" এটি কার সূত্র?
বয়েলের সূত্র
চার্লসের সূত্র
চাপের সূত্র
আয়তনের সূত্র
1450. থার্মোডায়নামিক্সের ২য় সূত্র সংজ্ঞায়িত করে কোনটি?
তাপ (Heat)
এনট্রপি (Entropy)
কাজ (Work)
অভ্যন্তরীণ শক্তি (Internal energy)
1451. গতির প্রথম সূত্র থেকে আমরা কী পাই?
ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান
কোনো বস্তুর ভর এবং ত্বরণের গুণফল এটির উপর প্রযুক্ত লব্ধি বলের সমান
বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তুর অবস্থার কোনো পরিবর্তন হয় না
স্থিতিস্থাপক বস্তু তার Deformation-এর মাধ্যমে energy absorb করতে পারে
1452. থার্মোডাইনামিক Extensive প্রোপার্টি কোনটি?
চাপ (Pressure)
আয়তন (Volume)
তাপমাত্রা (Temperature)
ঘনত্ব (Density)
1453. অপ্রত্যাবর্তক প্রক্রিয়া (Irreversible process)-তে কী হয়?
তাপ ক্ষয় হয়
তাপ অর্জিত হয়
তাপীয় অবস্থার পরিবর্তন হয় না
চাপ বৃদ্ধি পায়
1454. আদর্শ তাপমাত্রা ও চাপে (N.T.P.) ১ গ্রাম মোল (1 gm mole) বাতাসের আয়তন কত?
১ লিটার
২.২৪ লিটার
২২.৪ লিটার
২২৪০ লিটার
1455. থার্মোডাইনামিক্স-এর দ্বিতীয় সূত্র হতে আমরা কী পাই?
ইঞ্জিনের দক্ষতা সর্বদা এক অপেক্ষা কম
ইঞ্জিনের দক্ষতা সর্বদা এক অপেক্ষা বেশি
ইঞ্জিনের দক্ষতা সর্বদা একের সমান
ইঞ্জিন সর্বদা তাপশক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করে
1456. সুপারহিটেড (Superheated) স্টিমের থার্মোডাইনামিক প্রোপার্টি কীরূপ?
বাতাসের অনুরূপ
আদর্শ গ্যাসের অনুরূপ
সাধারণ গ্যাসের অনুরূপ
আর্দ্র গ্যাসের অনুরূপ
1457. স্থির তাপমাত্রা বা আইসোথার্মাল প্রসেস কোন সূত্র মেনে চলে?
বয়েলের সূত্র
চার্লসের সূত্র
গে-লুসাকের সূত্র
অ্যাভোগেড্রোর সূত্র
1458. এমন একটি সিস্টেম তৈরি অসম্ভব, যা বাইরের কাজ ব্যতিরেকে ঠান্ডা বস্তু হতে গরম বস্তুতে তাপ সরবরাহ করতে পারে- এটি থার্মোডাইনামিক্স-এর কোন সূত্র?
জিরোথ ল
ক্লাসিয়াস স্টেটমেন্ট
১ম সূত্র
৩য় সূত্র
1459. থার্মোডাইনামিকস-এর প্রথম সূত্রটি কোন সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়?
W=JH
H=JW
W=J+H
H = J + W [যখন। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, W কাজ ও H তাপ প্রকাশ করে।)
1460. চাপ কমলে-
স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
স্ফুটনাঙ্ক হ্রাস পায়
স্ফুটনাঙ্ক অপরিবর্তিত থাকে
স্ফুটনাঙ্ক বৃদ্ধি হ্রাস পেতে পারে