EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1541. টুল ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত হয়-
টুল স্টিল
কার্বন স্টিল
সিরামিক টুল
ডায়মন্ড টুল
ব্যাখ্যা: ব্যাখ্যা: কাটিং টুল ম্যাটেরিয়ালের নাম নিম্নে দেওয়া হলো- (i) ডায়মন্ড (Dumond (ii) হাই-স্পিড স্টিল (High specil steel), (iii) সিরামিকস (Ceramics) (iv) সিমেন্টাইট কার্বাইড (Cementite carbide (v) টুল স্টিল (Tool steel) (vi) হাই-কার্বন স্টিল (Highcutionell (vii) সিমেন্টাইট অক্সাইড (Comemine wide)
1542. কোনটি লেদ মেশিনের প্রধান অংশ নয়?
আরবার
বেড
ক্যারেজ
টেইল স্টক
ব্যাখ্যা: লেদ মেশিনের প্রধান অংশসমূহের নাম নিচে দেয়া হলো ১। বেড (Bed), ২। হেডস্টক (Hradsrock) ৩। টেইলস্টক (Tailstock) ৪। ক্যারেজ (Carriage) ৫। কুইক চেঞ্জ গিয়ার বক্স (Quick change grar box) ৬ । ফিডিং মেকানিজম (Feeding mechanism)
1543. কোনটি কাটিং টুলস ম্যাটেরিয়ালস্ নয়?
ডায়মন্ড
সিমেন্টেড কার্বাইড
সিলিকন কার্বাইড
মাইন্ড স্টিল
ব্যাখ্যা: কাটিং টুল ম্যাটেরিয়ালের নাম নিয়ে দেওয়া হলো- (i) ডায়মন্ড (Diamond) (ii) হাই-স্পিড স্টিল (High speed steel), (ii) সিরামিকস (Ceramica) (iv) সিমেন্টাইট কার্সাইড (Cementite cortide) (v) টুল স্টিল (Tool teel (vi) হাই-কার্বন স্টিল (High carbon steel)
1544. অধিক পরিমাণ গিয়ার একসাথে তৈরি করতে প্রয়োজন-
হকিং
মিলিং
শেপিং
কাস্টিং
ব্যাখ্যা: (ক) গিয়ার হকিং (Gear bobbing) ? গিয়ার হবিং হলো এমন একটি ক্রমাগত উৎপাদন প্রক্রিয়া যেখানে ক্রমাগত চলমান কাজের সময় একই সাথে অনেকগুলো গিয়ারের দাঁত কাটা যায়। এই প্রক্রিয়ার মাধ্যমে Spur হেলিক্যাল (Helicat), ওয়ার্ম হুইলস (Worm wheets). সেরেশন (Serrations), স্লাইন্স (Spliars) ইত্যাদিসহ বিভিন্ন ধরনের গিয়ার তৈরি করা যায়। এই পদ্ধতির প্রধান সুবিধা হলো অধিক পরিমাণ সাধারণ গিয়ারগুলো একসাথে উৎপাদন করা যায়। (খ) গিয়ার শেপিং (Gear shaping) গিয়ার শেপিং একটি উৎপন্ন প্রক্রিয়া। এই প্রত্রিনয়াটির মাধ্যমে তৈরিকৃত গিয়ারগুলোর দাঁতকে সম্পন্ন করা হয়। এছাড়া এই পদ্ধতির মাধ্যমে খুব সহজে ক্লাস্টার গিয়ার (Cluster gears), অভ্যন্তরীণ গিয়ার (Internal geurs), র‍্যাক (Racks) ইত্যাদি উৎপাদন করা যায়। অর্থাৎ যে গিয়ার হবিংয়ে তৈরি করা সম্ভব নয়, সেগুলোর ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। (গ) গিয়ার মিলিং (Gear milling): গিয়ার মিলিং গিয়ার তৈরির জন্য প্রাথমিক এবং সবচেয়ে পরিচিত এবং ধাতু অপসারণ প্রক্রিয়াগুলোর মধ্যে একটি অন্যতম। এই পদ্ধতিতে একটি মিলিং মেশিন ব্যবহার করা হয়। আর এটি শুধুমাত্র খুব কম মাত্রিক নির্ভুলতার প্রয়োজনে গিয়ার তৈরির জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ নির্ভুলভাবে কম গিয়ার উৎপাদনে এই পদ্ধতি ব্যবহার করা হয়। (ঘ) গিয়ার কাস্টিং (GEar casting) ডাই কাস্টিংয়ের মাধ্যমে জটিক ও কঠিন গিয়ারগুলো একই সময়ে অধিক পরিমাণ গিয়ার উৎপাদন করা যায়। এই পদ্ধতিতে প্রতিটি টুলিং কার্যক্রম অল্প সময় নেই এবং গিয়ার উৎপাদনের সময় গিয়ারের সারফেস ফিনিসিং অনেক মসৃণ হয়। এই পদ্ধতিতে স্প্র (Spur), হেলিক্যাল ওয়ার্থ (Helical warm), ক্লাস্টার (Cluster) ও বিভেল গিয়ার (Bevel geur) উৎপাদন করা হয়ে থাকে।
1545. শেদ সেন্টার প্রধানত কত প্রকার?
৫ প্রকার
৩ প্রকার
২ প্রকার
৪ প্রকার
ব্যাখ্যা: ব্যাখ্যা: লেদ সেন্টার প্রধানত দুই প্রকার। যথা- ১ । ডেড সেন্টার ও ২। লাইভ সেন্টার।
1546. বুশ তৈরির উপাদান নয় কোনটি?
টুল স্টিল
কাস্ট আয়রন
গান মেটাল
সিরামিক
ব্যাখ্যা: ব্যাখ্যা: বুশের উপাদান: (i) বেবিট মেটাল (Rabbiti metal), (ii) টুল স্টিল (Tool neel), (iii) কাস্ট স্টিল (Cast steel). (iv) অ্যালুমিনিয়াম অ্যালয় (Aluminium alloy) এবং (v) গান মেটাল(Gun metal)
1547. একটি লেদ তৈরিতে যাবতীয় অপারেশন কোন মেশিনে সম্পাদন করা যায়?
লেদ-এ
শেপার মেশিনে
মিলিং মেশিনে
ড্রিলিং মেশিনে
1548. কার্বাইড টুল কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৬ প্রকার
1549. কোনটি খনিজ পদার্থ দ্বারা কৃত্রিম উপায়ে প্রস্তুতকৃত অ্যাব্রেসিভ পদার্থ?
করান্ডাম
গারনেট
ডায়মন্ড
সিলিকন কার্বাইড
ব্যাখ্যা: ব্যাখ্যা : অ্যাব্রেসিভ (Abrasive) এমন একটি শক্ত বস্তু, যা অন্য কোন পদার্থ (Subtance) কাটতে বা ঘষে (Abrude) তুলে নিতে পারে এবং যা কর্ষণ কাজে মসৃণকরণের জন্য ব্যবহৃত হয়। প্রাকৃতিক অ্যাব্রেসিভ ম্যাটেরিয়ালগুলো নিম্নরূপঃ ১। এমারি (Emery) ২। স্যান্ড স্টোন (Sand stune) ৩। কোয়ার্টজ (Quartz) ৪। ডায়মন্ড (Diamond) ৫। কোরান্ডাম (Corundun) ৬। গার্নেট (Garian) কৃত্রিম অ্যাব্রেসিভ ম্যাটেরিয়ালগুলো নিম্নরূপঃ ১। বোরন কার্বাইড ( Boron carbide) ২। অ্যালুমিনিয়াম অক্সাইড (Aluminium axide) ৩। সিলিকন কার্বাইড (Silicon carbide)।
1550. 32mm ব্যাসের একটি জবকে লেদ-এ টার্নিং করতে কত rpm প্রয়োজন হবে, যদি কাটিং স্পিড 25m/min হয়?
148rpm
800rpm
48rpm
248rpm
1551. ফ্ল্যাট বেল্ট ব্যবহারের ক্ষেত্রে কেন্দ্রীয় দূরত্ব সর্বোচ্চ কত ব্যবহার করা যেতে পারে?
২০০ মিটার
৫০ মিটার
১০০ মিটার
১০ মিটার
1552. টুল সিগনেচারের এলিমেন্টের সংখ্যা হচ্ছে-
ব্যাখ্যা: টুল সিগনেচারের এলিমেন্টসমূহ : ১। ব্যাক ব্যাক অ্যাঙ্গেল (Back rair angle) ২। সাইড র‍্যাক অ্যাঙ্গেল (Side rake ungles) ৩। এন্ড রিলিফ অ্যাঙ্গেল (Dad relief angle) ৪। সাইড রিলিফ অ্যাঙ্গেল (Side relief angle) ৫। এন্ড কাটিং এজ অ্যাঙ্গেল (Eud cutting edge angle) ৬। সাইড কাটিং এজ অ্যাঙ্গেল (Sile cuting edge angle) ৭। নুজ রেডিয়াম (Nose radius)
1554. টুল সিগনেচার 1102 268 15 1/32 হলে 15 দ্বারা কী বুঝায়?
ব্যাক র‍্যাক অ্যাঙ্গেল সাইড
এন্ড রিলিফ অ্যাঙ্গেল
সাইড কাটিং এজ অ্যাঙ্গেল
নুজ রেডিয়াস
1555. টুল (Tool)-এর শক্তি নির্ভর করে এটির-
ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল (Clearance angle)-এর উপর
র‍্যাক অ্যাঙ্গেল (Rake angle)-এর উপর
কাটিং অ্যাঙ্গেল (Cutting angle)-এর উপর
লিপ অ্যাঙ্গেল (Lip angle)-এর উপর
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি কাটিং টুলের ফেস এবং কার্যবস্তুর লম্বরেখার সাথে যে কোন তৈরি হয়, তাকে র‍্যাক অ্যাঙ্গেল বলে। কাটিং টুলের র‍্যাক অ্যাঙ্গেল-এর উপর টুলের শক্তি নির্ভর করে। একটি কাটিং টুলের র‍্যাক অ্যাঙ্গেলের প্রধান কাজ হলো টিপ প্রবাহের দিককে পরিচালিত করা এবং কাটিং টুলের পয়েন্টকে রক্ষা করা।
1556. নমনীয় ধাতু (Ductile material) মেশিনিং করতে কোন ধরনের চিপ (Chip) তৈরি হবে?
অবিচ্ছিন্ন (Continuous)
বিচ্ছিন্ন (Discontinuous)
চূর্ণ (Powder) )
অবিচ্ছিন্ন কৌণিক আকৃতির চিপ (Continuous chip with built up edge
ব্যাখ্যা: ব্যাখ্যা: অবিচ্ছিন্ন চিপ (Continuous chip) : নমনীয় মেটাল মেশিনিং-এর সময় এ শ্রেণির চিপ উৎপন্ন হয়; যেমন- নমনীয় ইস্পাত। প্লাস্টিক প্রবাহে অপসারিত ধাতু টুলের অগ্রভাগে বেশ লম্বা হয়ে অবিচ্ছিন্ন চিপ উৎপন্ন হয়। বিচ্ছিন্ন বা খণ্ড চিপ (Discontinuous or segment chip) : শক্ত ও ভঙ্গুর ম্যাটেরিয়াল মেশিনিং-এর সময় বিচ্ছিন চিপ সৃষ্টি হয়। এ চিপ ভাঙন ধরার পূর্বে খুব কমই লম্বায়িত হয় এবং শিয়ার প্লেন হয়ে খণ্ড খণ্ডভাবে আলাদা হয়ে যায়। কাস্ট আয়রন উচ্চ মাত্রার লিড-বোজ মেশিনিং-এর সময় বিচ্ছিন্ন চিপ উৎপন্ন হয়। বিল্ট আপ এজসহ অবিচ্ছিন্ন চিপ (Continuous chip with built up edge) নমনীয় ম্যাটেরিয়াল মেশিনিং-এর সময় দেখা যায় যে, কিছু নমনীয় বা ডাকটাইল ম্যাটেরিয়াল আঁঠালো বলে মনে হয় এবং টুল ফেসে ও ফ্লাক্সে লেগে থাকে। এর ফলে টুলের ফেস ও চিপের মধ্যে তীব্র ঘর্ষণের সৃষ্টি হয়। টুল পয়েন্টে মেটাল সত্তাপিকৃত হওয়ার কারণে ত্রুটিপূর্ণ কাটিং এজের সৃষ্টি হয়, ফলে ওয়ার্কপিসের তল অমসৃণ হয়। এ জাতীয় চিপকে বিস্ট আপ এজসহ অবিচ্ছিন্ন চিপ বলে। অসদৃশ্য চিপ (Inhomogeneous chip)। যে-সকল ম্যাটেরিয়াল মেশিনিং-এর সময় তাপমাত্রা বৃদ্ধির ফলে ইন্ড শক্তি কমে যায় এবং তাপ পরিবাহী ক্ষমতা কম যেমন- টিটানিয়াম অ্যালয়, এ প্রকার ম্যাটেরিয়াল মেশিনিং-এর সময় টুলের শিয়ার প্লেনে তাপ বৃদ্ধির ফলে শিয়ার ডিফরমেশন হয়ে চিপগুলো বড় ও ছোট আকারে বেঁকে যায়, এটাই অসদৃশ্য চিপ।
1557. যে যন্ত্রের সাহায্যে ধরা (Hold) ও অবস্থান নির্ণয় (Locate) করা যায়, তাকে বলা হয়-
টেমপ্লেট (Template)
ফিক্সচার (Fixture)
জিগ (Jig)
ভাইস (Vice)
ব্যাখ্যা: জিগ (jig) : মেশিনিং অপারেশনের সময় জবকে কার্যস্থানে ধরে রাখা এবং কাটিং টুলকে নিয়ন্ত্রণ করার জন্য যে বিশেষ ধরনের ধাতব ডিভাইস বা টুল ব্যবহার করা হয়, তাকে জিগ বলে। ফিক্সচার (Fixture): মেশিনিং অপারেশনের সময় যে ডিভাইস শুধুমাত্র জবকে কার্যস্থানে দৃঢ়ভাবে ধরে রাখে কিন্তু কাটিং টুলকে নিয়ন্ত্রণ করে না, তাকে ফিক্সচার বলে।
1558. হ্যাক'স-এর প্রধান অংশ কয়টি?
৩টি
৬টি
৪টি
২টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: হ্যাক'স এর প্রধান অংশসমূহ নিম্নরূপ- (i) হ্যান্ডেল (Handle) (ii) অ্যাডস্ট্যাবল (Ailjustable) (iii) ব্লেড (Blade) (iv) ভেরিয়্যাবল স্ক্র (Variable Screwt) (v) ফ্রেম (Pram) (vi) উইং নাট (Wing Nut)
1559. বেশিরভাগ ট্রলরুম লেদের দৈর্ঘ্য কত হয়ে থাকে?
১৩৫-১৮০ সেমি
২০০-২৫০ সেমি
১৮০-২২০ সেমি
৫০০-৬০০ সেমি
1560. লেদের কোন চাকটি ছোট ব্যাস ধরার কাজে ব্যবহার করা হয়-
কোলেট চাক
ম্যাগনেটিক চাক
ফোর 'জ' চাক
ইউনিভার্সাল চাক