EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1862. সরণ কত হলে কাজ শূন্য হবে?
এক
দুই
শূন্য
তিন
ব্যাখ্যা: আমরা জানি, W = FS = F x 0 = 0 দেওয়া আছে, S= 0 W =
1863. বলের সাম্যাবস্থার নীতি কত প্রকার?
৩ প্রকার
২ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
ব্যাখ্যা: বলের সাম্যাবস্থার নীতি তিনটি, যথা- ১। দ্বি-বল নীতি (Two force principle). ২। ত্রি-বল নীতি (Three force principle) ৩। চার বল নীতি (Four force principle)।
1864. লব্ধি (y-y') অক্ষ বরাবর নিচের দিকে চললে লব্ধি বল কোন দিকে ক্রিয়া করবে?
x- x' বরাবর ডানে
y- y' বরাবর উপরে
যে-কোনো দিকে
কোনোটিই নয়
1866. 'প্রয়োগ বিন্দু জানা' কীসের বৈশিষ্ট্য?
কাজ
ক্ষমতা
স্থিতিস্থাপকতা
বল
ব্যাখ্যা: বল (Force) : যা কোনো বস্তুর উপর ক্রিয়া করে ত্বরণ সৃষ্টি করে বা করতে চায়, তাকে বল বলে। বস্তুর ভর ও জ্বরণের গুণফল দ্বারা বলের পরিমাপ করা হয়। অর্থাৎ, বল (F) = ভর (m) × ত্বরণ (g) =ভর x = বেগ/সময় ভর [ত্বরণ = বেগ/সময় ] =ভর × সরণ /(সময়) ^2 [বেগ তুরণ = সরণ /সময়]
1867. Joule কী?
কাজের একক
বলের একক
ক্ষমতার একক
শক্তির একক
ব্যাখ্যা: নোট: কাজ এবং শক্তির একক হলো জ্বল (Joule বা J) বলের একক হলো নিউটন (Newton বা N ) ক্ষমতার একক হলো ওয়াট (Wan বা W)। সুতরাং, প্রশ্নে উল্লিখিত "ক" এবং "ঘ" দুটি উত্তরই সঠিক।
1868. কোনো বস্তুর উপর ক্রিয়াশীল দু'বা ততোধিক বল ব্যবস্থা হতে লব্ধি নির্ণয় করার পদ্ধতিকে কী বলে?
বলের সংযোজন
বলের বিভাজন
লব্ধি
কাপল
1870. একটি দড়ির মধ্যখানে চিত্রে প্রদর্শিত একটি ২৫ weight বুঝুলে আছে। দড়ির টেনশান (Tension) ২ 20 N হলে W-এর মান কত?
80N
20N
20√2N
80√2N
1871. প্রশ্নের মধ্যে সাম্যাবস্থার কথা বলা থাকলে লব্ধি বল কী করতে হয়?
লব্ধি উল্টাতে হয়
লব্ধি উল্টাতে হয় না
ক ও খ
কোনোটিই নয়
1872. একটি বস্তুর সাম্যাবস্থার শর্ত হলো -
বলের সকল উল্লদ উপাংশের বীজগাণিতিক যোগফল শূন্য
বলের সকল আনুভূমিক উপাংশের বীজগাণিতিক যোগফল শূন্য
একটি বিন্দুর সাপেক্ষে সকল বলের ভ্রামকের বীজগাণিতিক যোগফল শূন্য
উপরের সবগুলো সঠিক
ব্যাখ্যা: একটি বস্তুর সাম্যাবস্থার শর্তসমূহ হলো- ১ । বলগুলোর অনুভূমিক উপাংশের বীজগাণিতিক যোগফল শূন্য হবে। অর্থাৎ, ΣH = ΣH =0 ২। বলগুলোর উন্নত্বিক উপাংশের বীজগাণিতিক যোগফল শূন্য হবে। অর্থাৎ, ΣV= ΣF = 0 ৩। কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষের সাপেক্ষে বলগুলোর মোমেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য হবে। অর্থাৎ, ΣM=0
1873. যখন কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হয়, তখন-
গতির পরিবর্তন ঘটায়
বলের সমতা ঘটায়
অভ্যন্তরীণ পীড়ন বৃদ্ধি করে
উপরের সবগুলোই
1877. যখন বলসমূহ একই তলে একই বিন্দুতে ক্রিয়ারত থাকে, তখন তাদেরকে বলা হয়-
সমতলীয় সমমুখী বল
সমতলীয় অসমমুখী বল
অসমতলীয় সমমুখী বল
অসমতলীয় অসমমুখী বল
ব্যাখ্যা: • বলসমূহ একই তলে একই বিন্দুতে ক্রিয়ারত হলে → সমতলীয় সমমুখী বল। • বলসমূহ একই তলে বিভিন্ন বিন্দুতে ক্রিয়ারত হলে → সমতলীয় অসমমুখী বল। • বলসমূহ বিভিন্ন তলে একই বিন্দুতে ক্রিয়ারত হলে → অসমতলীয় সমমুখী বল। • বলসমূহ বিভিন্ন তলে বিভিন্ন বিন্দুতে ক্রিয়ারত হলে → অসমতলীয় অসমমুখী বল।
1878. একাধিক বলের ক্রিয়াফলকে এফ বলে প্রতিস্থাপন করলে যে বল পাওয়া যায়, তাকে কী বলে?
বলের সংযোজন
লব্ধি বল
কাপল
বলের বিভাজন
ব্যাখ্যা: লব্ধি বল (Resultant force) : দু বা ততোধিক বল যদি একই সময়ে একটি স্থির বস্তুর উপর ক্রিয়াশীল হয় এবং যদি এমন একটি বল নির্ণয় করা হয়, যার ক্রিয়াফল ঐ বন্ধুর উপর নির্দিষ্ট বলগুলোর মিলিত ক্রিয়াফলের সমান হয়, তাহলে ঐ একক বলকে বস্তুর উপর ক্রিয়াশীল বলগুলোর লভি বল অথবা, একাধিক বলের ক্রিয়াফলকে এক বলে প্রতিস্থাপন করলে যে বল পাওয়া যায়, তাকে লব্ধি বল বলে।
1879. লব্ধি (x-x') অক্ষ বরাবর ডান দিকে চললে লব্ধি বল কোন দিকে ক্রিয়া করবে?
x-x' বরাবর ডানে
y-y' বরাবর উপরে
x-x' বরাবর বামে
কোনোটিই নয়
1880. নিচের কোনটি সঠিক?
মোমেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য
মোমেন্টের বীজগাণিতিক গুণফল শূন্য
মোমেন্টের বীজগাণিতিক ভাগফল শূন্য
মোমেন্টের বীজগাণিতিক বিয়োগফল শূন্য
ব্যাখ্যা: দুই বা ততোধিক বলের সন্ধির মান শূন্য হয়, তখন বলগুলো। সাম্যাবস্থায় আছে বলে ধরে নেওয়া হয়, একে বলের ভারসাম্য বলে। সাম্যাবস্থার শর্ত চারটি। সাম্যাবস্থার সমীকরণ: (i). X অক্ষ বরাবর বলগুলোর বীজগাণিতিক যোগফল শূন্য। ∑F = 0 (ii) Y অক্ষ বরাবর বলগুলোর বীজগাণিতিক যোগফল শূন্য। ∑F = 0 (ii) Z অক্ষ বরাবর বলগুলোর বীজগাণিতিক যোগফল শূন্য। ∑F = 0 (iv) বলগুলোর মোমেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য: ∑M = 0