MCQ
2601. ইরিভার্সিবল সাইক্লিক প্রসেসের শর্ত কোনটি?
Q.SQ/T=0
Q.SQ/T<0
Q.SQ/T>0
কোনোটিই নয়
2602. আইসোথার্মাল প্রক্রিয়াতে কী ঘটে?
অন্তর্নিহীত শক্তি বাড়ে
অন্তর্নিহীত শক্তি কমে
অন্তর্নিহীত শক্তি অপরিবর্তিত থাকে
অন্তর্নিহীত শক্তি প্রথমে বাড়ে পরে কমে
2603. কোন প্রক্রিয়ায় কোনো ভাপ প্রবাহ (H) হয় না?
পলিট্রপিক প্রক্রিয়ায়
রুদ্ধ তাগীয় প্রক্রিয়ায়
আয়তন স্থির প্রক্রিয়ায়
কোনোটিই নয়
2604. স্থির আয়তন, স্থির চাপ, রুদ্ধ তাপসহ সকল সিস্টেমের সম্প্রসারণ ও সংকোচন কোন সমীকরণ দ্বারা একত্রে স্থাপন করা সম্ভব?
পলিট্রপিক প্রক্রিয়া
স্থির তাপমাত্রা প্রক্রিয়া'
রিভারসিবল প্রক্রিয়া
কোনোটিই না
2605. সম্প্রসারিত বা সংকুচিত আদর্শ সূত্র PVn = C প্রসেসে যদি পরাবৃত্তীয় হয়, তাহলে n সমান কত?
1
1.4
8
2606. পলিট্রপিক প্রক্রিয়ায় তাপ প্রবাহের সূত্র কোনটি?
Y-n/Y-1×workdone
Y-n/Y-1×P2.V2-P1.V1/(n-1)
Y-n/Y-1×mR(T2-T1)/(n-1)
সবগুলোই
2607. পদার্থের একক ভরের মোট তাপের পরিমাণকে কী বলে?
এনট্রপি
এনট্রপি
এনথালপি
কোনোটিই নয়
2608. রিভার্সিবল সাইক্লিক প্রসেসের শর্ত কোনটি?
Q.SQ/T=0
Q.SQ/T>0
Q.SQ/T>0
কোনোটিই নয়
2609. ০°C তাপমাত্রায় পানির এনট্রপি কত ধরা হয়?
1
-1
10
2610. এডিয়াবেটিক প্রসেসে PV" = C সমীকরণ। সমান কী হবে?
I
γ
8
2611. যে প্রক্রিয়ার কোনো কার্যনির্বাহক বস্তুকে এক অবস্থা হতে অন্য অবস্থায় পরিবর্তন করে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় না, তাকে কী বলে?
রিভার্সিবল প্রসেস
ইরিভার্সিবল প্রসেস
প্রবাহমূলক প্রসেস
কোনোটিই নয়
2612. একটি গ্যাসীয় সিস্টেমে 1103 শক্তি প্রয়োগ করা হলো এবং এটির আভ্যন্তরীণ শক্তি 40J পরিমাণ বৃদ্ধি পেল। বাহ্যিক কাজের পরিমাণ-
150J
70J
110J
40J
2613. তাপগতি বিজ্ঞানের প্রক্রিয়াসমূহকে অর্থাৎ স্থির আয়তন স্থির চাপ, স্থির তাপমাত্রা, রুদ্ধ 'তাপ ইত্যাদি প্রক্রিয়াগুলোর সম্প্রসারণ ও সংকোচন একটিমাত্র সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়, তাকে কী বলে?
পরিস্রবণ প্রক্রিয়া
আইসোথার্মাল প্রক্রিয়া
প্রত্যবর্তক প্রক্রিয়া
পলিট্রপিক প্রক্রিয়া
2614. তাপমাত্রা স্থির পলিট্রপিক সূচক (n)-এর ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক?
n=0
n= ɑ
n=1
কোনোটিই নয়
2615. আয়তন স্থির-এর তাপ সরবরাহ সমান-
mR(T2-T1)
mCv (T2-T1)
mCp (T2-T1)
mCp (T2+T1)
2616. কৃতকাজ (W) শূন্য হয় কোন প্রক্রিয়ায়?
আয়তন স্থির
চাপ স্থির
তাপমাত্রা স্থির
কোনোটিই নয়।
2617. যদি Q.SQ/T>0 তাহলে ঐ সাইক্লিক প্রসেসটি হবে-
রিভার্সিবল
ইরিভার্সিবল
অসম্ভব
কোনোটিই নয়
2618. অভ্যন্তরীণ শক্তি (∆E) শূন্য হয় কোন প্রক্রিয়ায়?
চাপ স্থির
আয়তন স্থির
তাপমাত্রা স্থির
কোনোটিই নয়
2619. কোন প্রক্রিয়ায় এনথালপির পরিবর্তন (∆H) শূন্য হয়?
তাপমাত্রা স্থির
চাপ স্থির
আয়তন স্থির
কোনোটিই নয়
2620. যে প্রক্রিয়ার কোনো কার্যনির্বাহক বস্তুকে এক অবস্থা হতে অন্য অবস্থায় পরিবর্তন করে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায়, তাকে কী বলে?
প্রবাহমূলক প্রক্রিয়া (Flow Process)
রিভার্সিবল প্রসেস
ইরিভার্সিবল প্রসেস
কোনোটিই নয়