ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রত্যক্ষ মালামাল খরচ (Direct expenses) : প্রত্যক্ষ মাল ও প্রত্যক্ষ শ্রম ছাড়াও উৎপাদনে কিছু খরচ হয়, তাকে সরাসরিভাবে প্রত্যক্ষ খরচ বলে। এ প্রকার খরচের উদাহরণ নিম্নে দেয়া হলো-
(১) কোনো উৎপাদনের গবেষণা ও পরীক্ষামূলক খরচ।
(২) বিশেষ ধরনের নকশা খরচ।
(৩) যন্ত্রপাতি বা যন্ত্রাংশ ভাড়া করা।
(৪) উৎপাদনের উপর সেলামি প্রদান করা।
পরোক্ষ মালামাল খরচ: প্রত্যক্ষ খরচ ব্যতীত সকল প্রকার মালামাল প্রত্যক্ষ খরচ।
(১) কারখানা ভাড়া 
(২) বিমা
(৩)পৌর কর
(৪)বিদ্যুৎ পানি বিল
(৫) বিক্রয়মূল্য 
(৬) টেলিফোন খরচ
(৭) কলকব্জার অবচয় 
(৮) অফিস ভাড়া
(৯)কর্মচারীর বেতন 
(১০)কাগজপত্র ক্রয়