EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1. Phosphorus is added to steel mold for which of the following reason?
It increases strength and hardness of steel
It increases refractoriness of steel
It increases porosity of steel
It increases finishing of steel
4. মেশিনের অলস সময় কী?
মেশিনের কর্মচলমান সময়
মেশিনের মেরামত সময়
মেশিনের কর্মহীন সময়
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: মেশিনের অলস সময় (Iitle time) : উৎপাদন ছাড়া মেশিন বা জস্ত্র যদি কর্মহীন অবস্থায় থাকে, তবে তাকে মেশিনের অলস সময় বলে। এটা মেশিনের যান্ত্রিক কারণ, সঠিক পরিকল্পনার অভাব, কর্মীর অলস সময়ের কারণে হয়ে থাকে।
6. Which of the following group of material type is used in mold making?
Metallic only
Non-metallic only
Both metallic as well as non-metallic
Neither metallic nor non-metallic
9. একটি ঘনবস্তুর আয়তনের সূত্র কোনটি?
আয়তন=a+b+c
আয়তন = a x b x c
আয়তন=(a+b) x c
আয়তন=(a+b+c)/2
10. Rat tails and buckles in sand casting are caused by-
Lower strength of the solidified metal
Lower refractoriness of the moulding sand
Lower strength of the moulding sand
Lower hardness of the moulding sand
12. A form of cast iron in which free carbon is present in the form of nodules in the matrix of cementite and ferrite. This form of cast iron is-
Malleable iron
Pig iron
Wrought iron
None of these
13. ব্রেক ইভেন পয়েন্ট কী?
যে পয়েন্টে সর্বোচ্চ লাভ পাওয়া যায়
সে পয়েন্টে সর্বোচ্চ লোকসানের হিসাব করা যায়
সে পয়েন্টে না লাভ না ক্ষতি থাকে
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্রেক ইভেন্ট পয়েন্ট- যে বিন্দুতে মোট বিক্রয়গত আয় মোট ব্যয় রেখা পরস্পরকে ছেদ করে ঐ বিন্দুকে ব্রেক ইভেন্ট বিন্দু বলে। কী পরিমাণ পণ্যদ্রব্য উৎপাদন এবং বিক্রয় করলে পরিচালন ব্যয় ফেরত আসবে তা পরিচালন ব্রেক ইভেন্ট বিন্দু বিশ্লেষণের মাধ্যমে জানা যায়।
14. একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 200cm²। এর উচ্চতা 20cm হলে সমান্তরাল বাহু দু'টির গড় কত?
10cm
20cm
30cm
40cm
15. Which of the following properties must a material possess to be used in mould making?
High refractoriness
Chemical and thermal stability
High permeability
All of the mentioned
16. টার্নিং-এর সময় বস্তুটি এক পাক ঘুরলে টুল বিট বা বাটালিটি যতটুকু এগিয়ে যায়, তাকে-- বলে।
ডেপথ অব কাট
কাটিং
ফিড
কোনোটিই নয়
18. টেপারের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কোনটি?
L=D+d/2 tanθ
L=D-d/2 tanθ
L=D-2d/2 tanθ
L=D-d/ tanθ
20. অবচয় একটি --খরচ।
প্রত্যক্ষ
যান্ত্রিক
পরোক্ষ
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রত্যক্ষ মালামাল খরচ (Direct expenses) : প্রত্যক্ষ মাল ও প্রত্যক্ষ শ্রম ছাড়াও উৎপাদনে কিছু খরচ হয়, তাকে সরাসরিভাবে প্রত্যক্ষ খরচ বলে। এ প্রকার খরচের উদাহরণ নিম্নে দেয়া হলো- (১) কোনো উৎপাদনের গবেষণা ও পরীক্ষামূলক খরচ। (২) বিশেষ ধরনের নকশা খরচ। (৩) যন্ত্রপাতি বা যন্ত্রাংশ ভাড়া করা। (৪) উৎপাদনের উপর সেলামি প্রদান করা। পরোক্ষ মালামাল খরচ: প্রত্যক্ষ খরচ ব্যতীত সকল প্রকার মালামাল প্রত্যক্ষ খরচ। (১) কারখানা ভাড়া (২) বিমা (৩)পৌর কর (৪)বিদ্যুৎ পানি বিল (৫) বিক্রয়মূল্য (৬) টেলিফোন খরচ (৭) কলকব্জার অবচয় (৮) অফিস ভাড়া (৯)কর্মচারীর বেতন (১০)কাগজপত্র ক্রয়