Image
MCQ
2541. গ্যাস টারবাইনে নিম্নলিখিত কোন থার্মোডাইনামিক সাইকেল ব্যবহৃত হয়?
অটো সাইকেল
ইরিকশন সাইকেল
ডিজেল সাইকেল
ব্রেটন সাইকেল
2542. অন্তর্দহন (IC) ইঞ্জিনের যান্ত্রিক দক্ষতা (Mechanical efficiency) কোনটি?
IHP/BHP
BHP/IHP
BHP/FHP
FHP/BHP
2544. স্ট্রিলিং এবং ইরিকশন সাইকেল উভয়ই কোন প্রসেস?
রিভার্সেবল প্রসেস
ইরিভার্সেবল প্রসেস
এডিয়াবেটিক প্রসেস
কোনোটিই নয়
2545. ইঞ্জিনের তাপীয় দক্ষতা হলো-
আদর্শকৃত কাজ / সরবরাহকৃত তাপ
ইন্ডিকেটেডকৃত কাজ / সরবরাহকৃত তাপ
প্রকৃত কৃত কাজ / সরবরাহকৃত তাপ
কোনোটিই নয়
2546. কোনো যন্ত্রের যান্ত্রিক দক্ষতা বলতে বুঝায়।
প্রয়োগকৃত বল ও প্রাপ্ত বলের অনুপাত
প্রাপ্ত বল ও প্রয়োগকৃত বলের অনুপাত
প্রাপ্ত বল ও প্রয়োগকৃত বলের সমষ্টি
প্রাপ্ত বল ও প্রয়োগকৃত বলের গুণফল
2547. স্ট্রোক হিসাবে ইঞ্জিনকে কত ভাগে ভাগ করা যায়?
২ ভাগে
৩ ভাগে
৪ ভাগে
৫ ভাগে
2548. IC ইঞ্জিনে সিলিন্ডারের ভিতর জ্বালানি দহনের ১৪২ পর যে শক্তি উৎপন্ন হয় সেটি কী?
BHP
IHP
FHP
উপরের কোনোটিই নয়
2549. স্ট্রিলিং সাইকেলের দক্ষতা কোন সাইকেলের থেকে কম?
কার্নোট সাইকেল
অটো সাইকেল
জ্বল সাইকেল
লেনুরির সাইকেল
2550. যা সাধারণ বাতাসে অক্সিজেন সহযোগে পুড়ালে প্রচুর তাপ উৎপন্ন করে, তাকে কী বলে?
জ্বালানি
লুব্রিকেন্ট
গ্যাস
কোনোটিই নয়
2551. হিট ইঞ্জিন যান্ত্রিক শক্তি উৎপাদন করে কোন প্রক্রিয়ায়?
জ্বালানি →তাপ→ কাজ
তাপ →জ্বালানি →কাজ
কাজ →তাপ →জ্বালানি
কোনোটিই নয়
2552. একটি অন্তর্দহন ইঞ্জিন 2500kW তাপ গ্রহণ করে 1500kW তাপ ছেড়ে দেয়। এর দক্ষতা কত?
50%
40%
30%
45%
2555. হিট ইঞ্জিন যান্ত্রিক শক্তি উৎপন্ন করে কীভাবে?
তাপ গ্রহণের মাধ্যমে
তাপ বর্জনের মাধ্যমে
তাপ গ্রহণ ও বর্জনের মধ্যমে
উপরের কোনোটিই নয়
2559. বহির্দহন ইঞ্জিনে জ্বালানিকে পোড়ানো হয় ইঞ্জিনের কোথায়?
ভিতরে
ইঞ্জিনের বাইরে
আলাদা ইঞ্জিনে
কোনোটিই নয়
2560. নিচের কোনটি ইরিভার্সিবল সাইকেল?
কার্নোট
স্ট্রিরিলিং
এরিকসন
কোনোটিই নয়